কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্গত নয়?,“Hold water” means? ,“Cowards die many times before their death” বাক্যটি Shakespeare এর কোন নাটকের? ,কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ,A remedy for all diseases is called?,তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোন শব্দে?

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদের জনবল নিয়োগ প্রদান করে থাকে। তেমনি পয়েন্টসম্যান পদে বাংলাদেশ রেলওয়ে বিশাল জনবল নিয়োগ প্রদান করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 9 সেপ্টেম্বর ২০২২ সারাদেশে পয়েন্ট পদের চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে প্রায় তিন লক্ষ চাকরি প্রত্যাশী পয়েন্ট ম্যান পদে প্রথম ধাপের পরীক্ষা অংশগ্রহণ করে। অধিক সংখ্যক পরীক্ষার্থী আবেদন করায় দেশের বিভাগীয় চারটি শহরে বাংলাদেশ রেলওয়ে পয়েন্ট ম্যান পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজকে সকাল দশটা থেকে দেশের বিভাগীয় শহর ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও খুলনা এবং একটি জেলা শহর বগুড়ায় পয়েন্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা বাংলাদেশ রেলওয়ে পয়েন্ট ম্যান পদের প্রশ্ন সমাধান পেতে চাচ্ছেন তাদের বলবো সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এই নিবন্ধনের মাধ্যমে আমরা সকল এমসিকিউ প্রশ্ন সমাধান পিডিএফ আকারে প্রকাশ করেছি।

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

Railway Pointsman Question Solution 2022

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে
পদের নামঃ পয়েন্টসম্যান
নিয়োগ পরীক্ষার তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২২
সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ৭০

১। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? উত্তরঃ ৩০° 

২। What is the correct translation of “সে কি ভাত খায়নি?” উত্তরঃ Has not he eaten rice? 

৩। শেষ মুঘল সম্রাট কে? উত্তরঃ বাহাদুর শাহ

৪। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি? উত্তরঃ ৩৭ 

৫। একটি দ্রব্য ৪৫৫ টাকায় বিক্রয় করায় ৯% ক্ষতি হলো। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ৮% লাভ হবে? উত্তরঃ ৫৪০ টাকা 

৬। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে? উত্তরঃ শহীদ কাদরী 

৭। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে? উত্তরঃ ২৯ মে

৮। Synonym of “scare” উত্তরঃ Horrible 

৯। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? উত্তরঃ চৌচালা [বহুব্রীহি সমাস]

১০। ১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ০ হবে? উত্তরঃ -১ 

১১। The noun form of the word “inform” উত্তরঃ Information

১২। 1+2+3+4+……………+99 = কত? উত্তরঃ ৪৯৫০

১৩। x +1x = 4 হলে, x³+1x³ এর মান কত? উত্তরঃ ৫২

১৪। কোনটি শুদ্ধ? উত্তরঃ গবেষণা

১৫। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ৩য় 

১৬। The meaning of the idiom “A bolt out of the blue” উত্তরঃ Unexpected 

১৭। কোনটি উভয়লিঙ্গ প্রকাশক? উত্তরঃ মন্ত্রী 

১৮। “Oliver Twist” was written by- উত্তরঃ Charles Dickens 

১৯। মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কী? উত্তরঃ রামায়ণ

২০। রেঁনেসার সূত্রপাত কোথায়? উত্তরঃ ইতালী 

২১। Write feminine form of ‘Priest’ উত্তরঃ priestess

২২। চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তরঃ মাত্রাবৃত্ত 

২৩। জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায়? উত্তরঃ পঞ্চগড় 

২৪।  “মেঘ” শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয? উত্তরঃ মালা 

২৫। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালির নাম কী? উত্তরঃ বাবল-মান্দেব প্রণালী

২৬। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? উত্তরঃ পুণ্ড্র 

২৭। ‍a² – a – 56 = 0 হলে a এর মান কত? উত্তরঃ (8, -7) 

২৮। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? উত্তরঃ পর্তুগিজরা

২৯। ১ হতে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তরঃ ৮টি [২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯] 

৩০। ‘যাযাবর’ কার ছদ্মনাম? উত্তরঃ বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

৩১। “কাল নিরবধি” কার আত্মজীবনী? উত্তরঃ ড. আনিসুজ্জামান 

৩২। Which of the following words is in singular form? উত্তরঃ Radius 

৩৩। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13cm ও ভূমি 12 cm হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? উত্তরঃ 30 cm2  

৩৪। ফুলের গন্ধে ঘুম আসেনা। চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অপাদানে ষষ্ঠী 

৩৫। We must not be late, else we will miss the train. This is a? উত্তরঃ Compound Sentence 

৩৬। This book is ___ one I was seriously looking for. Choose the correct article. উত্তরঃ the 

৩৭। বার্ষিক ১০% মুনাফায় ৫০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত? উত্তরঃ ৫০ 

৩৮। কোনটি বৃহত্তম? উত্তরঃ ২/৩ 

৩৯। He has assured me ___ safety. Which one is correct preposition? উত্তরঃ of

৪০। কোনটি সঠিক নয়? উত্তরঃ ১ মিটার =৩৭.৩৯ ইঞ্চি 

৪১। “কী করেই না দিন কাটেছে” বাক্যটিতে “না” কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ বিস্ময় প্রকাশ

৪২। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্গত নয়? উত্তরঃ মেক্সিকো 

৪৩। “Hold water” means? উত্তরঃ bear examination 

৪৪। “Cowards die many times before their death” বাক্যটি Shakespeare এর কোন নাটকের? উত্তরঃ Julius Caesar

৪৫। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুন। জমিটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? উত্তরঃ ৬০ মিটার 

৪৬। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? উত্তরঃ নিরাকার [নিঃ+আকার] 

৪৭। A remedy for all diseases is called? উত্তরঃ panacea

৪৮। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোন শব্দে? উত্তরঃ শসা 

৪৯। Change the voice ‘Honey tastes sweet.’ উত্তরঃ Honey is sweet when it is tasted.

৫০। The future perfect form of- “I do the work”উত্তরঃ I will have done the work. 

৫১। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? উত্তরঃ ৪.৫ সেকেন্ড 

৫২। ভাজক ভাগফলের দশগুণ। ভাজক ০.৫ হলে ভাজ্য কত? উত্তরঃ ০.০২৫ 

৫৩। “পাতি” উপন্যাসটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তরঃ ছোট [যেমনঃ পাতিনেতা, পাতিহাঁস] 

৫৪। একটি কাজ ৩০ জন শ্রমিক ১৫ দিনে সম্পন্ন করতে পারে। ৫ দিন পর ১০ জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট  কত দিনে সম্পন্ন হবে? উত্তরঃ ২০ দিনে  

৫৫। Had I known her, I ___ her. উত্তরঃ would have met 

৫৬। জসীমউদ্‌দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তরঃ ধানক্ষেত 

৫৭। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। ১০ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল ৪০। পিতা পুত্রের বর্তমান বয়স  যথাক্রমে? উত্তরঃ ৪৫, ১৫ 

৫৮। Choose the appropriate preposition. Do not boast __ your wealth. উত্তরঃ of 

৫৯। ময়ূর ও হরিণ একত্রে ৮০ টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে? উত্তরঃ ৬০

৬০। কোনটি উপন্যাস নয়?উত্তরঃ কবিতার কথা

৬১। ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ সহজলভ্য 

৬২। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন? উত্তরঃ আইন 

৬৩। ভাষার মৌলিক উপাদান কয়টি? উত্তরঃ ৪টি 

৬৪। Write the correct spelling? উত্তরঃ Malign 

৬৫। Antonym of “dislike” উত্তরঃ Fascination 

৬৬। ২টি ক্রমিক বেজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে ছোট সংখ্যাটি কত? উত্তরঃ ৯ 

৬৭। log₁₀1000 ⨯ log₂ 8 = কত? উত্তরঃ ৯ 

৬৮। He went home last night. Here the word ‘home’ is a/an? উত্তরঃ adverb 

৬৯। একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? উত্তরঃ বর্গক্ষেত্র 

৭০। প্রস্তুত কোন পদ? উত্তরঃ বিশেষণ 

সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

Leave a Comment