কোন দেশের নাবিকরাই প্রথম ধারণা করে যে পৃথিবীর আকৃতি হল জল ভর্তি থালায় বসানো অর্ধেক আপেলের মত ,পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল (spherical) কে প্রথম বলেন

বিষয়: পরিবেশ ও ভূগোল থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, পরিবেশ ও ভূগোল জীবনী A to Z সহ সকল প্রশ্ন সমাধান,পরিবেশ ও ভূগোল এর জানা ও অজানা সকল তথ্য,জানা অজানা পরিবেশ ও ভূগোল এর আন্তজীবনী,পরিবেশ ও ভূগোল a to z জানা অজানা তথ্য ও বিভিন্ন প্রশ্ন – উত্তর,পরিবেশ ও ভূগোল সম্পর্কে সাধারণ জ্ঞান, পরিবেশ ও ভূগোল a to z

যে কোন জব পরীক্ষার সাধারন জ্ঞান ও “ভূগোল ও পরিবেশ ” পরীক্ষার এমসিকিউ এর প্রস্তুতির জন্য ” প্রাকৃতিক ভূগোল” বিষয়ের উপর ১২০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর….

1) কোন দেশের নাবিকরাই প্রথম ধারণা করে যে পৃথিবীর আকৃতি হল জল ভর্তি থালায় বসানো অর্ধেক আপেলের মত – ফিনল্যান্ডের অধিবাসী ফিনিশীয় নাবিকরা ৷

2) পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল (spherical) কে প্রথম বলেন – যীশুখ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগে গ্রিক পন্ডিত পিথাগোরাস একথা বলেন৷

3) ‘পৃথিবী আসলে গোলাকার’ একথা কে বলেন – যিশুখ্রিষ্টের জন্মের ২০০ বছর আগে গ্রীক দার্শনিক এরাটোসথেনিস একথা বলেন৷

4) পূর্ণ চন্দ্রগ্রহনের সময় চাঁদের উপর পড়া পৃথিবীর ছায়ার প্রান্তভাগ দেখে কে সিদ্ধান্ত গ্রহন করেন যে,প্রকৃত গোলকের মতোই পৃথিবীর আকৃতি – গ্রীক সম্রাট আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল ৷

5) দিগন্ত রেখা কি – সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে , জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে৷ এই কাল্পনিক রেখা কে দিগন্ত রেখা বা Horizon বলে ৷

6) কয়কজন ভূ পর্যটকগণের নামকর যারা জলপথে পৃথিবী ভ্রমন করে আবার সই স্থানেই ফিরে আসে – কুক,ম্যাজেলান,ড্রেক প্রমুখ ৷

7) মহাকাশচারীরা মহাশূণ্য থেকে পৃথিবীকে কেমন দেখেছেন – উজ্বল নীল গোলকের মতো ৷

8) পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী কে – ইউরি গ্যাগারিন ৷

9) কোন মহাকাশযানে করে তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন – ১৯৬১ সালের ১২ ই এপ্রিল মহাকাশ যান স্পুটনিকে চড়ে তিনি পৃথিবী ভ্রমণ করেন৷

10) ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখেন – তার মতানুসারে, পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মত ৷

11) মানুষ কবে প্রথম চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করে – ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ শে জুলাই ৷

12) চন্দ্রপৃষ্ঠে কে কে অবতরণ করে – নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন, কলিন্স ৷

13) পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷

14) চাঁদ থেকে তার পৃথিবী কে কেমন দেখেছিল – দাদা ও নীল রঙের একটা মন্ডলের মতো ৷

15) পৃথিবী চাঁদের চেয়ে কতগুন বড় – ৫০ গুন ৷

16) মহাকাশ চারিদের কাছে মহাকাশ কেমন – ঘোর কালো ৷

17) বিশ্বের প্রথম মহিলা মহাকাশ চারীর নাম কি – ভ্যালেন্তিনা তেরেশকোভা ৷

18) প্রথম ভারতীয় মহাকাশ চারীর নাম কি – রাকেশ শর্মা ৷

19) নীল গ্রহ (Blue Planet) কাকে বলে – পৃথিবী ৷

20) মহাকাশ থেকে পৃথিবীর মরুভূমি অঞ্চল ও সুমেরু অঞ্চল কে কোন রঙের দেখায় – মরুভূমি অঞ্চল কে রক্তাভ হলুদ ও দুই মেরুকে ঝকঝকে সাদা দেখায় ৷

21) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত – ৬৪০০ কি.মি.


আরো ও সাজেশন:-

22) অভিগত গোলক বা উপগোলক কাকে বলে – যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক (oblate spheroid) বলে ৷

23) পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত – ১২৭৫৭ কিমি ৷

24) পৃথিবীর মেরু ব্যস কত – ১২৭১৮ কিমি ৷

25) পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত – ৪৩ কিমি ৷

26) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফিত কেন – কেন্দ্রবিমুখ শক্তি ( Centrifugal Force )

27) পৃথিবীর অভিগত গোলাকৃতির একটি অপ্রতক্ষ্য প্রমাণ লেখ – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ৷

28) নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি বিবৃত কর – যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যতদুরে অবস্থান করে তাপ উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তত কম ৷

29) পৃথিবী পৃষ্ঠে কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরুতে ৷

30) পৃথিবী পৃষ্ঠের সর্ব্বোচ্চ স্থানের নাম কর – হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ৷ (৮৮৪৮ মিটার )

31) পৃথিবীর সর্বনিন্ম স্থানের নাম কর – প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (গভিরতা ১১০০০ মিটারের বেশি)

32) পৃথিবীর বন্ধুরতার প্রসার কত – প্রায় ২০ কিমি ৷

33) Geoid কথার অর্থ কি – Earth Shaped.

34) পৃথিবীর কোন মেরুর দিকে চাপ – দক্ষিণমেরু ৷

35) জিয়ড কি – পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মত – একে ইংরেজিতে জিয়ড বলে ৷

36) সৌরজগৎ বা সূর্যপরিবার বলতে কি বোঝ – সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোটো বড় গ্রহ যার সূর্যের চারিদিকে ঘুরছে তাদের একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌরপরিবার ৷

37) পৃথিবীর গ্রহের সংখ্যা কত – ৮ টি ৷

38) ‘কুলীন গ্রহ’ গুলির নাম কর – যে সব গ্রহ নিজেদের কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে তাদের কুলীন গ্রহ বলে – এগুলি হল – (ক) বুধ (খ) শুক্র (গ) পৃথিবী (ঘ) মঙ্গল (ঘ) বৃহস্পতি (ঙ) শনি (চ) ইউরেনাস (ছ) নেপচুন

39) সূর্যের বহিঃস্থ গ্রহের নাম কর – বৃহস্পতি , শনি , ইউরেনাস, নেপচুন ৷

40) সূর্যের অন্তঃস্থ গ্রহের নাম কর – বুধ, শুক্র,পৃথিবী,মঙ্গল ৷

41) সূর্যের নিকটতম গ্রহের নাম কি – বুধ (৫.৭৬ কোটি কিমি)

42) রাক্ষুসে গ্রহ কাকে বলে – বৃহস্পতি,শনি,ইউরেনাস,নেপচুন আয়াতনে খুব বড়ো তাই এদের রাক্ষুসে গ্রহ বলে ৷

43) সূর্যের দুরতম গ্রহের নাম কি – প্লুটো (৫৯০ কোটি কিমি)

44) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি – বৃহস্পতি (ব্যাসার্ধ ৭১৪৯২) ৷

45) ‘লালগ্রহ’ নামে কে পরিচিত – মঙ্গল ৷

46) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি – শুক্র ৷

47) বামন গ্রহ কি – যে গ্রহ তার কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারেনা তাকে বামন গ্রহ বা Dwarf Planet বলে ৷ যেমন – প্লুটো ৷

48) সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে – পৃথিবী ৷

49) কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বেশি – বৃহস্পতি ৷

50) কোন গ্রহের সবচেয়ে উপগ্রহ সংখ্যা বেশি – বৃহস্পতি ( ৬৭ টি )

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

51) কোন গ্রহকে বলয় গ্রহ বলে – শনি ৷

52) কোন গ্রহকে সবুজ গ্রহ বলে – ইউরেনাস ৷

53) সূর্যকে আবর্তন করতে কোন গ্রহ সবচেয়ে কম সময় নেয় – বৃহস্পতি ৷

54) কোন গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন বেগ বেশি – শুক্র ৷

55) অন্তঃস্থ গ্রহদের মধ্য বৃহত্তম কে – পৃথিবী ৷

56) পৃথিবীতে আনুমানিক প্রাণি ও উদ্ভিদের সংখ্য কত – পৃথিবীতে প্রায় ১০ লক্ষ প্রাণি ও ৩ লক্ষ ৫০ হাজার উদ্ভিদ প্রজাতি আছে ৷

58) পৃথিবীর ভূমিভাগের গড় তাপমাত্রা কত – ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷

59) পৃথিবীতে অনুমানকি কত বছর আগে প্রাণের অস্থিত্ব দেখা যায় – ৩০০ কোটি ৷

60) পৃথিবীর জলভাগের পরিমাণ কত – ৭১.৪ ডিগ্রি ৷

61) পৃথিবীর বৃহত্তম পরিধী কত – ৪০০৭৭ কিমি ৷

62) পৃথিবীর ভূ-পৃষ্ঠের ক্ষেত্রফল কত – ৫১ কোটি ১ লক্ষ ৯৩৪ বর্গকিমি ৷

63) পৃথিবীর আয়তন কত – ১০৮৩৩১৯৭৮০০০০ ঘনকিমি ৷

64) পৃথিবীর পরিধি প্রথম কে পরিমাপ করেন – এরাটস্ থেনিস ৷

65) এরাটস্ থেনিসের মত অনুযায়ি পৃথিবীর ব্যাসার্ধ কত – প্রায় ৭৩৫৮ কিমি ৷

66) GPS এর পুরো নাম কি – Global Positioning System .

67) GPS ব্যবস্থা কটি কৃত্তিম উপগ্রহ থেকে কার্যকরি হয় – ২৪ টি ৷

68) পৃথিবীকে কেন নীল গ্রহ বলে – ভূপৃষ্ঠের অধিকাংশই সমুদ্রের জলে ঢাকা বলে পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশই নীল রঙের দেখাই, এই কারনে পৃথিবীকে নীল গ্রহ বলে ৷

69) উপকূলের দিকে অগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে – মাস্তুল ৷


রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি ও ইমেল উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক


70) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম বলেন – কোপারনিকাস ৷

71) ‘টাইটান’ কার উপগ্রহ – শনি ৷

72) কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই – বুধ ও শুক্র ৷

73) যত উপর থেকে দেখা হবে দিগন্ত রেখার কি পরিবর্তন হবে – দিগন্ত রেখা বেড়ে যাবে ৷

74) পৃথিবীর উৎপত্তি হয় কবে – প্রায় ৪৫০ কোটি বছর আগে ৷

75) শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে – ইউরেনাস ৷

76) সূর্য কোন গ্যালক্সির অন্তর্গত – আকাশগঙ্গা ৷

77) মঙ্গলের দুটি উপগ্রহের নাম কর – ফোবস ও ডাইমোস ৷

78) সবচেয়ে বড়উপগ্রহের নাম কি – বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহ ৷

79) ইউরেনাসের রঙ সবুজ কেন – মিথেন গ্যাস বেশি থাকার জন্য ৷

80) মঙ্গলের রঙ লাল কেন – মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড ( লোহা) থাকার জন্য ৷

81) সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি – ইউরেনাস ৷

82) পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷

83) ‘সূর্যই সৌজগতের কেন্দ্রে আছে,আরপৃথিবী সহ অন্য গ্রহরা নিজের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এক একটি নির্দিষ্ট কক্ষপথের ঘুরছে’ একথা কে বলেছেন – পোলান্ডের জোতিবিজ্ঞানি নিকোলাস কোপারনিকাস ৷

84) পৃথিবীর গতি কয়টি – দুটি (ক) নিজের মরুদন্ডের বাঈ অক্ষের চারিদিকে আবর্তন গতি (খ) নিজের কক্ষপথের সূর্যের চারিদিকে পরিক্রমণ গতি ৷

85) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে – ৬৬১/২ ডিগ্রি ৷

86) অহ্নিক শব্দের অর্থ কি – ‘অহ্ন’ শব্দ থেকে আহ্নিক শব্দের উৎপত্তি এর অর্থ দিন ৷

87) পৃথিবী সূর্যকে আবর্তন করতে কত সময় নেয় – ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড ৷

88) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় – নিরক্ষরেখায় ( ১৬৬৬ কিমি/ঘন্টা) ৷

90) কুমেরু বৃত্তে পৃথিবীর অবর্তন বেগ কত – ১২৭৫ কিমি/ঘন্টা ৷

91) কলকাতায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫২০ কিমি/ঘন্টা ৷

92) পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ – পৃথিবী নীজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এক পৃথিবীর আবর্তন গতি বলে ৷

93) পৃথিবীর আবর্তন গতির ফলাফল কি কি – (ক) দিন ও রাত্রি সংঘটিত হয় (খ) জোয়ার ভাটার সৃষ্টি হয় (গ) সূর্যোদয় ও সূর্যাস্ত হয় (ঘ) উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি হয় ৷

94) ছায়াবৃত্ত কি – আলো ও অন্ধোকারের সীমান বরাবর যে কাল্পনিক বৃত্ত রেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে ৷

95) পৃথিবীর অবর্তন গতি না থাকলে কি হত – পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়ত সেখানে হত চিরদিন আর যে অর্ধেক অংশে অন্ধকার থাকত সেখানে চিররাত্র সংঘটিত হত ৷

96) ভোর বা প্রভাত কখন হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয়, সই জায়গায় ভোর বা প্রভাত হয় ৷

97) পৃথিবীতে কখন সন্ধ্যা হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন সেখানে সন্ধ্যা হয় ৷

98) ঊষা কখন হয় – সূর্য উথার ঠিক আগে বায়ুমন্ডলের ধুলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব অকাশে যে ক্ষিণ আলো দেখা যায় তাকে ঊষা বলে ৷

99) গোধুলি কাকে বলে – সূর্যাস্তের পর বায়ুমন্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধুলি বলে ৷

100) পৃথিবীর পরিক্রমণ বেগ কত – সেকেন্ডে ৩০ কিলোমিটার ৷

Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
Applicationউত্তর লিংক Emailউত্তর লিংক
Essayউত্তর লিংক Letterউত্তর লিংক

101) মহাকর্ষ কি ? – সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, বা নিজের দিকে টানে৷ একেই মহাকর্ষ বলে ৷

102) সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড় – ১৩ লক্ষ গুণ বড়ো ৷

103) সূর্য ও তার গ্রহ কোনছায়া পথের অংশ – আকাশগঙ্গা ৷

104) নিজের অক্ষের চারিদিকে একপাক খেতে পৃথিবীর সময় লাগে কত – ২৪ ঘন্টা

105) পৃথিবীর অক্ষ কি – যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী অবর্তন করে , তাকেই পৃথিবীর অক্ষ বলে ৷

106) পৃথিবীর মেরু কাকে বলে – পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ডটি বেরিয়ে থাকার কথা সই দুটিই হলো মেরু ৷ পৃথিবীর দুটি মেরু আছে – উত্তর মেরু ও দক্ষিন মেরু ৷

107) নিরক্ষরেখা বা বিষুব রেখা কোথায় অবস্থিত – পৃথিবীর মাঝবরাবর , এর মান ০ ডিগ্রি ৷

108) পৃথিবীর কক্ষপথ কেমন – উপবৃত্তাকার ৷

109) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷

110) পৃথিবী সূর্যকে পরিক্রম করতে কত সময় নেয় – ৩৬৫ দিন প্রায় ৷

111) বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত – ৩০ কিমি ৷

112) পরিক্রমণ গতি কাকে বলে – পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বদিকে নির্দিষ্ট সময়ে ( প্রায় ৩৬৫ দিন) সূর্যের চারিদিকে ঘোরে, বা পরিক্রমন করে ৷ এটাই পৃথিবীর পরিক্রমণ গতি ৷

113) মুক্তিবেগ কি – কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে সেটা নীচের দিকে না পড়ে, মহাশূণ্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে৷ একেই মুক্তিবেগ বলে ৷ রকেটের মাধ্যমে কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে ৷

114) পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব কত – ১৫ কিমি ৷

115) কক্ষপথ ও কক্ষতল কি – পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ, এই কক্ষপথের মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, সেটাই কক্ষতল ৷

116) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম কে বলে ছিলেন – কোপারনিকাস ৷

117) “প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথের সূর্যকে কপ্রদক্ষিন করে এবং সূর্য ঐ উপবৃত্তের একটি ফোকাসে থাকে” – একথা কে বলে ছিলেন – কেপলার৷

118) অপসূর ও অনুসূর কি – পৃথিবী থেকে সূর্যের দুরত্ব সর্বদা সমান নয় – ৪ ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে বেশি হয় ( প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি) একে অপসূর অবস্থান বলা হয় ৷আবার ৩ রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ) একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয় ৷

119) চন্দ্রমাস কি – পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় ২৮ দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে বলা হয় চন্দ্রমাস ৷

120) সৌর বছর কি – পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিন করে এই সময়টাকে বলা হয় – সৌর বছর ৷

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Leave a Comment