৩। কোভিড – ১৯ পরিস্থিতিতে অনলাইন শিক্ষা তুমি অপরিহার্য মনে কর কী? বিশ্লেষণ কর। নির্দেশনাঃ
ক, তথ্য প্রযুক্তির ধারনা ব্যাখ্যা করবে।
খ. তথ্য প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা বর্ননা করবে।
গ, অনলাইন শিক্ষার অপরিহার্যতার স্বপক্ষে যুক্তি প্রদান।
ঘ, উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে।।
উত্তর সমূহ:
ক, তথ্য প্রযুক্তির ধারনা ব্যাখ্যা করবে।
উত্তর :
বর্তমান জ্ঞান-বিজ্ঞানের যুগে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য, অথবা দক্ষ ব্যাবস্থাপনার জন্য তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন ও তথ্য বিতরনের গুরুত্ব অনেক। আর এই তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন, তথ্য বিতরনের ও এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবলী পরিচালনার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই এক কথায় তথ্য প্রযুক্তি বলা হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অথবা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি (ইংরেজি: Information and communications technology (ICT)) সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে। কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ. তথ্য প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা বর্ননা করবে।
উত্তর :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি (ইংরেজি: Information and communications technology (ICT)) সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে। কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা
• তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে ঘরে বসে প্রায় সকল কাজ করা যাচ্ছে।
• তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি পাচ্ছে।
• প্রতিনিয়ত প্রতিটা কাজের গতি চরমভাবে বৃদ্ধি পাচ্ছে।
• কম সময়ে বেশি তথ্য স্থানান্তর সম্ভব হচ্ছে, ফলে খরচ কম হচ্ছে।
• যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নত হয়েছে।
• সময় ও কাজের অপচয় কম হচ্ছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
• তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ব্যবহারকারী এবং দ্রব্য উৎপাদকের মধ্যে সমন্বয় ঘটছে।
• বর্তমানে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসে অংশ গ্রহন করতে পারছে।
• খুব সহজেই ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা পাচ্ছে।
• প্রতিটা মানুষের শক্তির অপচয় কম হচ্ছে।
• সহজে তথ্য সংগ্রহ ও বিতরণ করতে পাচ্ছে।
• দিন দিন মানুষের মানুষের দক্ষতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দেশে ইতোমধ্যে অনলাইন শিক্ষার কার্যক্রম চালু হলেও তা পুরোপুরি সফলতা লাভ করতে পারেনি। কারণ এটির বাস্তবায়নে রয়েছে নানা সীমাবদ্ধতা। এখানে ধনী- গরীব ও শহর গ্রাম সেই বিবেধ থেকেই গেছে । অনেকেরই অনলাইন শিক্ষার জন্য প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস মোবাইল ও ল্যাপটপ নেই। অনেক জায়গাতেই উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ নেই। ফলে অধিকাংশ শিক্ষার্থী এ অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আরেক শিক্ষার্থী মিঠুল মিয়া বলেন, ‘অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট পরিষেবা নিশ্চিত না করতে পারলে এ হবে একটি বৈষম্যমূলক পাঠদান পদ্ধতি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ভালো মানের ইন্টারনেট সংযোগ না থাকায় এতে তারা চরমভাবে বঞ্চিত হবে।
এমনকি অনেকেরই ডাটা কেনার সামর্থ্যও নেই। এতে দেখা যাচ্ছে ৪০ শতাংশ ক্লাসে অ্যাটেন্ড হতে পারলেও ৬০ শতাংশই বঞ্চিত হচ্ছে যা মূলত বৈষম্য সৃষ্টি করবে।’
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ, অনলাইন শিক্ষার অপরিহার্যতার স্বপক্ষে যুক্তি প্রদান
উত্তর :
অনলাইন শিক্ষা নিয়ে ইতোমধ্যে বেশ কিছু লেখালেখি হয়েছে। গুরুত্ব বিচারে আমরাও কিছু অবদান রেখেছি কিন্তু বাস্তবক্ষেত্রে দেখা যাচ্ছে তার গ্রহণযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সেসব নিয়ে আজকে আমাদের লেখা।
সম্প্রতি প্রকাশিত লেখাগুলো পড়ে মনে হচ্ছে অনলাইন শিক্ষা ধারণাটি অতি প্রাচীন না হলেও অতি সাম্প্রতিকও নয়। পাশ্চাত্যের অনেক দেশের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় এ কার্যক্রম করোনার উদ্ভুত ও অগ্রযাত্রার আগেই শুরু করেছে। সে কারণে আমাদের প্রস্তাবছিল করোনা মোকাবিলার অন্ততঃ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে চলে যাওয়া উচিত এবং আমাদের পক্ষে এটা সম্ভব। দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা একজন যারা প্রথমেই ধারায় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আমাদের কাছে আদর্শ ছিল ৯০ এর দশকেই মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল, ইয়াহু ও এওএল জাতীয় প্রযুক্তিবাদীগণ। তারা অনলাইন শিক্ষা নিয়ে গত শতাব্দীতেই আলাপ আলোচনা শুরু করলেও ২০০০ সালের প্রথম দশক থেকেই যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গতানুগতিক শিক্ষার পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। কমনওয়েলথ অব লার্নিং তাত্ত্বিক জ্ঞান নির্ভর শিক্ষা কার্যক্রম অনলাইন পদ্ধতিতে নির্বিঘ্নে সমাপ্ত করলেও অতিমাত্রার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাকে যথোপযুক্ত ভারসাম্যতার প্রয়োজনে মিশ্রণ শিক্ষণ’ অনুসরণ করে আসছে। তাদের উদ্ভাবিত দূর শিক্ষন কার্যক্রমের নাম হয়েছে ভার্চুয়েল শিক্ষা বা অনলাইন শিক্ষা। তারা দেখলেন ভৌগলিক ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের জন্যে বা যারা ট্রাফিক সমস্যায় জর্জরিত এই অনলাইন কার্যক্রম ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।
যাদের পর্যাপ্ত পরিমাণ ভৌতিক অবকাঠামো নেই বা যাদের সুশিক্ষিত ও নিবেদিত শিক্ষকমণ্ডলী নাই, তারাও এই পদ্ধতির উপকারভোগী হতে পারেন। চাকরি বাকরি করে কিংবা সন্তান প্রতিপালন করে শিক্ষার্থীরা ইচ্ছে করলে নিজের মন মতো করে সুযোগ ও সময়ের ব্যবহার করতে পারে।
অর্থাৎ এই শিক্ষা কার্যক্রম সময় ও স্থান নিরপেক্ষ একারনে শিক্ষার্থীগণ তার সম্পূর্ণ স্বাধীনতা ব্যবহার করে যে কোন দিনের যে কোন সময়ে এই অনলাইন ক্লাশে যুক্ত হতে পারে। আমাদের প্রাপ্ত বাস্তবতায় হরতাল, ধর্মঘট, সর্বনাশা করোনা, ট্রাফিক জ্যাম, হোষ্টেলের ধারণ ক্ষমতা, লাইব্রেরির ধারণ ক্ষমতা, খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরি করেও অনলাইনে নিয়মিত শিক্ষার্থী হওয়া সম্ভব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অনলাইন শিক্ষায় অর্জিত ডিগ্রি যে কিউএসএস ব্যাংকিং এ উপরের স্থানে ক্রমশঃ এসে গেছে এবং নিয়োগ কর্তাগণ এসব ডিগ্রিকে যথার্য গুরুত্বও দিচ্ছেন। কারণ এ শিক্ষায় ‘অল সার্ভিস লার্নিং’ এর বদলে সেলফ সার্ভিস লার্নিং এর সুযোগ বিদ্যমান। ফলে অনলাইন শিক্ষায় শিক্ষার্থী সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এ ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্নটি একটি মৌলিক প্রশ্ন। মূল্যায়নে যদি সমষ্টিগত পদ্ধতি গ্রহণ করা হয়, তাহলে অসাধুতার প্রশ্নটি যতটা মুখ্য, তার বিপরীতে যদি নিরবচ্ছিন্ন মূল্যায়ন ব্যবস্থা গৃহীত হয় তবে তা সামান্যই চিন্তার কারণ। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিরবিচ্ছিন্ন ধারাটি ব্যবহার করে আসছে বলে অনলাইন কার্যক্রমে তারা স্বাচ্ছন্দ বোধ করে। সামষ্টিক বা বৎসর শেষের মূল্যায়নের বাস্তব সমস্যা চিহ্নিত করেই বুয়েট নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করতে শুরু করে। গতানুগতিক ক্লাশরুম ভিত্তিক তিন বা চার ঘণ্টার মূল্যায়নের পরীক্ষায় জ্ঞানের পরীক্ষা বা দক্ষতার যাচাই তেমন একটা হয় না, যেমনটা যাচাই হয় শিক্ষার্থীর গলাধঃকরণ ক্ষমতা ও কত দক্ষতার সাথে সাথে তা ৪ ঘন্টায় উদগীরনের কৃতিত্ব।
পরীক্ষা পদ্ধতিতে একাধিক পছন্দ, সত্য-মিথ্যা নিরূপন, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর, ফ্লাশকার্ড, গেমস, কুইজ, সিমুলেশন, এনিমেশন, কেস স্টাডি বিশ্লেষণ, মূল্যায়ণ, প্রকল্প উত্থাপন, ভার্চুয়াল ল্যাব ইত্যাদি ব্যবহৃত হয় বলে শিক্ষার্থীদের Committing to memory and thereafter vomiting in the examination hall এর প্রবণতা সীমিত হয়ে আসে। তাই অতি আমূদে বিষয় অধ্যায়ন ও ভবিষ্যতে প্রাপ্ত পরিস্থিতির সাথে খাপ-খাওয়ানোর ও পরিবেশ উপযোগী শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়ছে বলে অনলাইন শিক্ষার জনপ্রিয়তা করোনার আবির্ভাবের পূর্বেই বেড়েছে। নিয়োগকর্তাগণ তোতা পাখি অপেক্ষা ঈগল পাখি বেশি পছন্দ করেন। উপযুক্ত শিক্ষা পরিচালনা, ব্যবস্থাপনা বা এলএমএম এর জন্যে একাধিক বিকল্প আছে। এসবের বিকল্পের মধ্যে আছে জুম, মুডল, স্কাইপ, ব্লাকবোর্ড আল্ট্রাা ইত্যাদি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ জুম পোর্টাল অনুশীলন করে সিদ্ধান্তে এসেছে যে তার চেয়ে আমাদের জন্যে মুডল হচ্ছে সবচে উপযোগী। মুডল এ অবস্থার সাথে ব্যবস্থার সমন্বয় ঘটানো সম্ভব এবং যেকোন ফাঁকিবাজী রোধও সম্ভব। এই কারণে কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব মুডল পোর্টাল ব্যবহার করছে। তারা মুডলকে জুমের একান্ত ফলপ্রসূ বিকল্প হিসাবে পেয়ে গেছে।
এলএমএস-এ প্রবেশাধিকার পেতে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্ট ফোন ব্যবহার করা যায়। জুমসহ অন্যান্য সহায়কগুলো মুডলের কার্যকারিতা বৃদ্ধির সহায়ক হয়ে থাকে। যেকোন স্থান থেকে এমনকি কারো ঘর থেকেই শিক্ষার্থী পড়ানো যায়। তাই ভৌতিক অবকাঠামো সৃষ্টি প্রান্তিক ভূমিকা পালন করে, কেউ ক্লাশ মিস করলেও তা পুষিয়ে নেবার জন্যে রেকর্ডকৃত তথ্যাদির আশ্রয় নেয়া যায়। এই ক্লাশগুলিতে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করার এবং মিথসক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ আছে। এই শিক্ষার্থীরা সময়মত তাদের প্রবন্ধের বিষয়ে পড়াশুনা করতে পারে, শুধু পরীক্ষা পাশ নয় যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করে চাকরিদাতাদের দৃষ্টি আকর্ষণ করে অন্য অঙ্গনের সহপাঠিদের থেকে চাকরির বাজারে এগিয়ে থাকতে পারে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই ব্যবস্থাটাও আরো উপযোগী। সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ভিড় নিদারুন। ক্লাশ ও শিক্ষা উপকরণের সমস্যাদিও কম নয়। আবাসিক সমস্যা এতো অভাবনীয় যে এক কক্ষে দু’জনের বদলে দশজন থাকে। মসজিদ, লাইব্রেরী এমনকি করিডোরকে আবাসন হিসাবে ব্যবহার করে। বাৎসরিক বা ষান্মাসিক পরীক্ষা পদ্ধতির বদৌলতে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততা সৃষ্টি সহজ হয়। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রায় ৬০ ভাগ নিম্নবিত্ত পরিবারের সন্তান সন্তুতি বলে এবং স্থায়ী নিবাস গ্রামে বলে; তাদের জন্যে প্রয়োজন। বিদ্যুতের অব্যাহত সরবরাহ, ব্রডব্যান্ড কার্যক্রমের সুলভ সম্প্রসারণ, প্রশিক্ষক ও ছাত্রদের হাতে ল্যাপটপ, আইফোন, হেডফোন ইত্যাদি।
এছাড়া অন্য অজুহাত উত্থাপনও করার সুযোগ রয়েছে, যেমন অনলাইন শিক্ষায় মানবিক স্পর্শের অভাব ও তার বিরূপ প্রতিক্রিয়া। আমরা একবার আমরা বলেছিলাম বাঙালির হাত তিনটি, ডান, বাম ছাড়াও বাঙালির আরও একটি হাত আছে যার নাম অজুহাত। অনলাইন শিক্ষা ব্যক্তি স্পর্শের অভাব রয়েছে সে কথা তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায়না। তবে তা যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অপরিহার্য তা স্বীকার করারও জো নেই। তবে এ কথা স্বীকার্য যে প্রযুক্তির এই সুবিধা নিতে ইচ্ছে শক্তিটাকে প্রবল করতে হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কোন সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি সদিচ্ছা বলে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে সরকারের সামগ্রিক নেক নজরে থাকা স্বায়ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় তা পারবে না কেন? দেবী শেটি বা অন্যান্য বিশিষ্ট জনরা আগামী দু’বছর আমাদের করোনা এড়ানো বা আত্মস্থ করার পথ বলেছেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
স্বাস্থ্য বিধি মেনে ও ব্যক্তিক সং¯্রব নিয়ন্ত্রণে রেখেই তা হবে। সে কারনে অনলাইন কার্যক্রম শুধু শিক্ষাঙ্গনে কেন সর্বত্রই পরিব্যাপ্ত করতে হবে। আমাদের সৌভাগ্য আমরা তথ্য প্রযুক্তিতে অন্যদের তুলনায় এগিয়ে আছি বলে পরিস্থিতি ব্যবস্থাপনা সহজ হবে। তাই আমাদের ছূঁতানাতা বা অজুহাত ধরে শুভ দিনের অপেক্ষায় বসে থেকে গতানুগতিক শিক্ষা নিতে চাইলে আমরা পিছিয়ে যাব। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জীবনযুদ্ধে পরাস্ত করে বসবে। মধ্যম আয়ের দেশের রূপান্তরের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সে কারনে আমরা বলছি অনলাইন শিক্ষা শুধু চলবে না, চলবেই। এ ব্যাপারে বিদ্যুৎ কোন সমস্যাই হবে না, তবে ইন্টারনেটের উত্থান-পতন বা ফ্লাকটুয়েশন সমস্যাই বটে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দেশে সৃষ্ট বিদ্যুৎ সুবিধা মাত্র ৪৭ ভাগ নাকি ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত বিদ্যুৎ ক্ষমতার জন্যে সরকারকে রীতিমত গচ্ছা দিয়ে যেতে হচ্ছে। গচ্ছা যখন দিতেই হচ্ছে তা গরীব বা সামর্থহীন শিক্ষার্থীদের বিনা ব্যয়ে বা স্বল্প ব্যয়ে দেয়া যেতে পারে। ব্রডব্যান্ড সুবিধা নাকি বহুলাংশে অব্যবহৃত রয়ে যাচ্ছে। বিনামূল্যে এটাও প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। ইতিমধ্যে বিদেশি কিছু প্রতিষ্ঠান ইউজিসির মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার বা অতি প্রয়োজনীয় সামগ্রী দেবার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে প্রদত্ত অনুরোধে ইউজিসি ইতিবাচক সাড়া দিয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহসহ অন্যান্যদের সাথে আলোচনায় বুঝা গেছে ব্যক্তি ও সমষ্টির পর্যায়ে অনলাইন শিক্ষার সমস্যাদির স্বরূপ নির্ধারন এবং সে সব সমাধানে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত হবে। ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোকে অন্ততঃ ৬ মাসের অর্থায়নের সুপারিশ সরকারের কাছে পাঠিয়েছে। এ সমস্যা কিন্তু সরকারি বা স্বায়ত্ব শাসিত বিশ্ববিদ্যালয়ে নেই।
আশা করছি অনলাইন শিক্ষার সুনির্দিষ্ট দর্শনীয় প্রতিবন্ধকতা গুলো মুছে যাবে, তবে মনোস্তাত্ত্বিক প্রতিবন্ধকতাগুলো কবে ঘুছবে তা বলা কঠিন। সরকারি বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষক অনলাইন শিক্ষায় মানবিক স্পর্শের অভাবকে বড় করে দেখছেন এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষায় মানবিক স্পর্শের প্রয়োজনীয়তা যতটা রয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার প্রয়োজন এক দশমাংশও না। এ কথা আগেই বলেছি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তবে আমাদের মানসিকতার সমস্যাটা বড় সমস্যা। অনলাইন শিক্ষা প্রবর্তিত হলে শুধু শিক্ষাঙ্গন নয় সমাজের প্রতিটি অংশীজন ও করদাতাগণ শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। আমাদের প্রস্তুতি থাকতে হবে কম্পিউটার থেকে বেশি বুদ্ধিমত্তা অর্জনের এমন দিন আসবে যখন আমরা কম্পিউটার থেকে এগিয়ে থাকার তাগিদে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ফোনকে আমাদের সেবক হিসাবেই ব্যবহার করবো।
কারো কারো চাকরি চলে যাবার ভয় পেয়ে বসতে পারে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বড় হলে শিক্ষকের সংখ্যা কমে যাবে কিন্তু মানোন্নয়নে আগের মতো কিংবা আগের চেয়ে বেশি শিক্ষক নিয়োগ দিতেই হবে। অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষাঙ্গন থেকে ছাত্র রাজনীতি বর্জিত হবে। তাই নেত্রিত্ব আকাঙ্খা ছাত্ররা তা শুধু বর্জন নয়, প্রতিহতের ডাক দেবে। অনলাইন শিক্ষা প্রবর্তিত হলে বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, এয়ারকন্ডিশন ক্লাশ রুম, লিফট, জেনারেটর এর ব্যয় এবং পিয়ন চাপরাশির সংখ্যা কমে আসবে, বিরাট যান বহর রক্ষায় প্রয়োজন হবে না, কেন্টিন থাকবে না, লাইব্রেরী লাগবে না। এসবের কারণে স্বার্থ সংশ্লিষ্টরা অবশ্যই বিভিন্ন অজুহাতে বেঁকে বসতে পারেন।
সিঙ্গাপুরের মতো দেশে শিশুদের স্কুল খুলে দেয়া হয়েছে। আমরা আমাদের দেশে তা করতে বলবো না কিন্তু সীমিত পরিমান অনলাইন শিক্ষা স্কুল বা কলেজ পর্যায়ে অব্যহত রাখতেই হবে। আমাদের হার্ড ইমিউনিটির আশ্রয় নিতে হবে। যুক্তরাজ্যে ধারনা করা হচ্ছে করোনা যাবেও না বা করোনাকে একমাত্র হার্ড ইউমিউনিটি ছাড়া অন্য ভাবে কাবু করা বা বাগে আনা যাবে না। তাই অজুহাত দেখিয়ে অনলাইন শিক্ষা থেকে বিরত থাকা হবে বোকামীর লক্ষন বা পিছনে পড়ার উপায়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সহসাই অনলাইন শিক্ষায় মূল্যায়ণের সমস্যাগুলো বিতাড়নে নতুন পদ্ধতির উদ্ভব হবে। টোফেল বা জিআ্রই পরীক্ষায় বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার সময়ে যে ধরনের ইনভিজিলেশন ব্যবস্থা প্রচলিত আছে, আমাদের অনলাইন পরীক্ষাগুলোর ধরনে যদি পরিবর্তন না আনা যায়, ভার্চুয়াল ভার্সনে যদি ল্যাবগুলো সম্পূর্ণ করা না যায়, তাহলে স্বল্প সময়ের জন্য মিশ্র পাঠদান ও পরীক্ষা ব্যবস্থা ধরে রাখা যেতে পারে।
অনলাইনে ছাত্র ভর্তি ও তাদের কাছ থেকে ফি আদায়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখানেও অসুবিধা নেই। আবারও বলছি প্রযুক্তি নয়, প্রযুক্তি ব্যবহারে মানসিক প্রতিবন্ধকতা উত্তরনের প্রস্তুতি নিতে হবে এবং তাহলে আমরা উচ্চ-শিক্ষার সর্বস্তরে অনলাইন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব করতে পারবো।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ঘ, উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে।।
উত্তর :
করোনা পরিস্থিতি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার। সময় শিক্ষার অগ্রগতি অব্যাহত রাখতো অনলাইন ক্লাসেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে বসে তাদের সকল প্রকার সমস্যার সমাধানে ও শিক্ষকের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে দেশে শিক্ষার প্রসার ঘটে ।
সেই সাথে প্রতিবন্ধকতা অনলাইন শিক্ষার মাধ্যমে দূর করা সম্ভব হয়েছে। তাই আমরা বলতে পারি অনলাইন শিক্ষার মাধ্যমে পরবর্তী পরিস্থিতির মোকাবেলা করা হয়েছে। তাই অনলাইন শিক্ষার গুরুত্ব অপরিসীম
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
H.S.C
- একজন কর্মীর কাজের ব্যর্থতার শান্তিস্বরুপ কী হতে পারে গুবিশ্লেষণ কর
- কর্মী প্রশিক্ষণ ব্যয় নয় বিনিয়ােগ , কর্মী প্রশিক্ষণ, মানব সম্পদের বৈশিষ্ট্য, ঘােষনা ও নিজস্ব মতামত
- একজন ব্যবস্থাপক কীভাবে প্রতিষ্ঠানের দক্ষ কর্মী নিশ্চিত করে তা বিশ্লেষণ কর।
- কর্মী ছাটাইয়ের ফলে প্রতিষ্ঠানের যে পরিস্থিতির উদ্ভব হয় তা বিশ্লেষণ কর
- মানব সম্পদের ধারণা বৈশিষ্ট্য ঘােষনাও নিজস্ব মতামত প্রদান
- ফাইল অপারেশন কী ? ফাইল অপারেশনে ডাটা রিড ও রাইড করার জন্য কী কী ধরনের কৌশল অবলপন করা প্রয়ােজন মনে কর তা বর্ণনা কর।
- ফাংশন কী? কী কী ধরনের ফাংশন ব্যবহার করা হয়। লাইব্রেরী ফাংশন সত্ত্বেও ইউজার ডিফাইন ফাংশন কেন ব্যবহার করা হয়। তা ব্যাখ্যা কর।
- বার বার সম্পাদিত করার প্রক্রিয়াকে কী বলে? সি ভাষার মাধ্যমে কী কী ধরনের লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। while ও do while statement এর মধ্যে তুমি কোনটি উত্তম মনে কর তা বিশ্লেষণ কর।
- কন্ডিশনাল স্টেটমেন্ট কী? কী কী ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহারিত হয়। তিনটি সংখ্যার মধ্যে ছােট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে nesed if ব্যবহার করে একটি প্রেগ্রাম লিখ।
- অপারেটর কী? সি প্রােগ্রামে কী কী ধরনের অপারেটর ব্যবহার করা হয়? তােমার মতে বহুল ব্যবহারিত হয় এমন দুইটি অপারেটরের বর্ণনা দাও
কোভিড – ১৯ পরিস্থিতিতে অনলাইন শিক্ষা তুমি অপরিহার্য মনে কর কী? ,
তথ্য প্রযুক্তির ধারনা ব্যাখ্যা করবে।,
তথ্য প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা বর্ননা করবে।,
অনলাইন শিক্ষার অপরিহার্যতার স্বপক্ষে যুক্তি প্রদান।,
উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে।।,