প্রশ্ন সমাধান: ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য আলোচনা কর, ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের লক্ষ্য কি?
যে কোনো ব্যবসায়ের জন্য অর্থের প্রয়োজন। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার উদ্দেশ্যেই অর্থায়ন করা হয় । ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের কিছু মৌলিক উদ্দেশ্য রয়েছে। নিম্নে এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা হলো-
১. মূলধন সংগ্রহ : ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নেয় প্রধান উদ্দেশ্য হলো ফার্মের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা। ফার্মকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কাঁচামাল ক্রয়, শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন প্রদানের জন্য প্রচুর মূলধনের দরকার হয়। আর্থিক ব্যবস্থাপক কম খরচে নির্বাচিত উৎস হতে প্রয়োজনীয স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহ করার চেষ্টা করেন ।
২. মূলধনের বিনিয়োগ : ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের দ্বিতীয় উদ্দেশ্য হলো সংগৃহীত মূলধন সঠিক সময়ে এবং সঠিক খাতে বিনিয়োগ করা। কারণ মূলধনকে সঠিক খাতে ব্যবহার করতে না পারলে মুনাফার্জন করা সম্ভব হয় না ।
৩. মূলধন সংরক্ষণ : ব্যবসায়ে নিয়োজিত মূলধন সংরক্ষণ করা ব্যবসায় অর্থসংস্থানের আরেকটি উদ্দেশ্য ব্যবসায় জগতে অনিশ্চয়তা বিরাজ করে। অর্থ বিনিয়োগ সঠিকভাবে না হলো ফার্মের আর্থিক ক্ষতি সাধিত হয়। এমতাবস্থায় ফার্মের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়।
আরো ও সাজেশন:-
৪. মুনাফার সর্বাধিকরণ : ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের আরেকটি উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিকরণ। আর্থিক ব্যবস্থাপক এমনভাবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন এবং আর্থিক কার্যাবলি নিয়ন্ত্রণ করেন- যাতে ব্যবসায়ের মালিকের জন্য সন্তোষজনক হারে মুনাফার্জন করা সম্ভব হয় ।
৫. সম্পদের সর্বাধিকরণ : সম্পদ সর্বাধিকরণও ব্যবসায় অর্থসংস্থানের অন্যতম একটি লক্ষ্য। এটি মুনাফা সর্বাধিকরণ ধারণা সীমাবদ্ধতাসমূহ দূর করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে সম্পদ বৃদ্ধিকরণ বলতে মালিকের সম্পদ বৃদ্ধি করাকে বুঝানো হয়েছে। প্রকল্পের ভবিষ্যৎ প্রাপ্ত আর্থিক সুবিধাসমূহের নিট বর্তমান মূল্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পের সম্ভাব্য আর্থিক সুবিধাসমূহের বর্তমান মূল্যকে সম্পদ রূপে গণ্য করা হয় ৷
প্রকল্পের সম্ভাব্য আর্থিক সুবিধাসমূহের বর্তমান মূল্য যদি বিনিয়োগের বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয় তবে উভয়ের পার্থক্যকে সম্পদ সর্বাধিকরণ বলা হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা অর্থায়ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ