♥ খালুর জ্বলছে তালু♥
♦ শ্যামল বণিক অঞ্জন♦
খালুর জ্বলছে তালু
কিনতে গিয়ে আলু,
আলুর মূল্য শুনে খালুর
মাথাই আলুথালু!
পিঁয়াস রসুন আদা
কিনতে পকেট সাদা,
দ্রব্যমুল্য খালুর কাছে
যেন গোলকধাঁধা!
ঝিঙে বেগুন পটল
বিক্রেতা ভাই অটল,
দামের তাপে টাকে ধোঁয়া
ঠাসেন খালু জল!
শিম কপি আর লাউ
নেই তো কেনার ভাও,
এ সবে হায় আগুন যেন
জ্বলছে যে দাউ দাউ!
হরেক রকম শাক
বিক্রেতা দেয় হাঁক
“এক জোড়া বিশ,এক জোড়া বিশ,
কম দিলে ভাই থাক,।
মনে নিয়ে শঙ্কা
কিনতে গেলো লঙ্কা,
দামের ঝাঁজে কাশেন খালু
বুকে বাজে ডঙ্কা!
কাঁচা পেঁপের কাছে
হাঁফ ছেড়ে খালু বাঁচে,
এক কিলো বিশ, দামটা শুনে
আনন্দে মন নাচে!
- পাবলিক ইস্যুর বিধানাবলি আলোচনা কর
- কন্টেন্ট মার্কেটিং করে ইনকাম করুন,কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে আয় করা যায়?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর