1.ক্রিকেট খেলার জন্ম কোথায়?
Ans.ইংল্যান্ডে
2.ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?
Ans.ICC
3.ICC প্রতিষ্টিত হয় কখন?
Ans.১৯০৯
4.ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?
Ans.১০৬টি
5.১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ন কোন দেশ?
Ans.বাংলাদেশ
6.টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?
Ans.১৮৭৭
7.টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?
Ans.মুরালিধরন
8.টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে?
Ans.শচীন টেন্ডুলকার.
9.টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?
Ans.সোহাগ গাজী
10.ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?
Ans.১৯৭১
11. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?
Ans.১৯৭৫
12.বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে?
Ans.অস্ট্রেলিয়া
13.২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
Ans.ইংল্যান্ডে
14.২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?
Ans.মিচেল স্টার্ক
15.প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?
Ans.২০০৭
16.২০১৬ সালে T-20 ক্রিকেট কোথায় হয়?
Ans.ভারতে
17.বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে?
Ans.১৯৯৭
18.বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে?
Ans.২০০০
19.বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
Ans.ভারত
20.বাংলাদেশের ক্রিকেটের বর্তমান কোচ কে?
Ans.হাতুড়ে সিংহে
21.বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?
Ans.নাঈমুর রহমান দুর্জয়
22.বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে ?
Ans.আশরাফুল
23.ICC চ্যাম্পিয়ন ট্রফি কি হিসাবে পরিচিত?
Ans.ক্রিকেটের ২য় বিশ্বকাপ
24.২০১৬ এশিয়া কাপ ক্রিকেট কোথায় হয়?
Ans.বাংলাদেশে
25.২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হবে?
Ans.ইংল্যান্ডে
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর
তোমাদের জন্য দেওয়া রইলো কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু খেলাগুলা বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।
1. কোন খেলার সঙ্গে “আগা খান কাপ” জড়িত? [ 👉 TC Exam 2008 ]
– ফুটবল ⚽
– বাস্কেটবল 🏀
– হকি 🏑
– ব্যাডমিন্টন 🏸
2. “সুব্রত কাপ” কোন খেলার জড়িত? [ 👉CC/TC Exam 2008 ]
– বাস্কেটবল
– হকি
– ফুটবল
– ব্যাডমিন্টন
3. ওয়াটার পোলো-তে উভয়পক্ষে কতজন খেলোয়াড় থাকে? [ 👉Goods Guard Exam 2006 ]
– 6 জন
– 11 জন
– 9 জন
– 7 জন
4. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
– ফ্রান্সে
– ইংল্যান্ডে
– বেলজিয়ামে
– জার্মানিতে
5. “থমাস কাপ” কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉ASM Exam 2009 ]
– লন টেনিস 🎾
– ব্যাডমিন্টন 🏸
– বিলিয়ার্ড 🎱
– টেবিল টেনিস 🎾
6. “নক আউট” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Jr. Clerk Exam 2009 ]
– বাস্কেটবল 🏀
– ক্রিকেট 🏏
– বক্সিং 🥊
– ফুটবল ⚽
7. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়? [ 👉TC Exam 2006 ]
– গলফ
– পোলো
– রাগবি
– ভলিবল
8. একজন খেলোয়াড় FIDE র্যাঙ্কিং এ স্থান পেলে, সে খেলে……. [ 👉Jr. Clerk Exam 2009 ]
– দাবা ♟️
– টেনিস 🎾
– টেবিল টেনিস 🎾
– ব্যাডমিন্টন 🏸
9. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
– 9 ফুট
– 6 ফুট
– 8 ফুট
– 5 ফুট
10. ফুটবল রেফারিদের দক্ষতার জন্য কী পরীক্ষা দিতে হয়?
– জনসন টেস্ট
– কুপার টেস্ট
– স্মিথ টেস্ট
– ম্যাকফারসান টেস্ট
11. বাস্কেটবল ( 🏀 ) খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন? [ 👉Group D Exam 2012 ]
– 7 জন
– 5 জন
– 6 জন
– 4 জন
12. “ব্রেস্টস্টোক” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Group D Exam 2012 ]
– স্কেটিং 🎿
– ক্রিকেট 🏏
– শুটিং 🔫
– সাঁতার 🏊
13. ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত?
– 23 ফুট
– 28 ফুট
– 24 ফুট
– 26 ফুট
14. “গ্র্যান্ড স্ল্যাম” নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Traffic App. Exam 2005 ]
– দাবা
– ব্যাডমিন্টন
– কোনোটিই নয়
– টেনিস এবং ব্রিজ
15. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল?
– 1721
– 1820
– 1810
– 1745
16. “অ্যাসেজ” শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? [ 👉Group D Exam 2012 ]
– বাস্কেটবল
– ফুটবল
– ক্রিকেট
– হকি
17. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?
– সাপুরা
– ইয়ট
– কমক
– ইসক
18. কোন জোড়টি একই খেলার দুটো নাম বোঝায়? [ 👉Goods Guard Exam 2006 ]
– বিলিয়ার্ড–স্নুকার
– সকার–ফুটবল
– ভলিবল–স্কোয়াশ
– গলফ–পোলো
19. ক্যারাম খেলাতে কতগুলি গুটি থাকে?
– 12টি
– 17টি
– 14টি
– 19টি
20. “ডুরান্ড কাপ” নিম্নলিখিত কোন খেলার সাথে জড়িত? [ 👉ECRC/CC/Sr. Clerk Exam 2006 ]
– বাস্কেটবল
– ফুটবল
– হকি
– বেসবল
21. কমনওয়েলথ গেমস, 2018-এর ম্যাসকট কী ছিল?
– শেরু
– বরোবি
– বরফি
– কারক
22. “স্ম্যাশ” কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Jr. Clerk Exam 2009 ]
– টেনিস
– ভলিবল
– ব্যাডমিন্টন
– হকি
23. “হ্যামলেট কাপ” নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? [ 👉Group D Exam 2006 ]
– টেনিস
– হ্যান্ডবল
– ব্যাটমিন্টন
– ভলিবল
24. “অলিম্পিক খেলা” কত সময়ের ব্যবধানে হয়? [ 👉TC Exam 2008 ]
– 3 বছর
– 4 বছর
– 2 বছর
– 5 বছর
25. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
– 28 মাইল 280 গজ
– 26 মাইল 385 গজ
– 27 মাইল
– 26 মাইল
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
1. কোন ক্রিকেটার ‘ একদিবসীয় ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (৩১ বলে ১০৪) করে পূর্বে নিউজিল্যান্ডের কুরি অ্যান্ডারশনের (৩৬ বলে ১০০) রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ?
– এ বি ডেভিলিয়ার্স ।
2. নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নাম কী যিনি ৭৯ তম পুরুষ খেলােয়াড় হিসাবে আই সি সি -র হল অফ ফেম ’ নির্বাচিত হয়েছেন ?
– মার্টিন ক্রো ।
3. কোন ক্রিকেটার একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপ ক্রিকেটে পরপর চারটি শতরান করেছেন ?
– শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ।
3. ৬৯ তম সন্তোষ ট্রফিতে পাঞ্জাবকে ৫-৪ গােলে (ট্রাইব্রেকার) হারিয়ে কে জয়লাভ করল ?
– সার্ভিসেস ফুটবল দল ।
4. বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ -তে কোন ক্রিকেটার সব থেকে বেশি রান করার রেকর্ড অর্জন করলেন ?
– মার্টিন গাপটিল (২৩৭ রান, নিউজিল্যান্ড) ।
5. কে ইন্ডিয়া ওয়েলস ওপেন টেনিস (পুরুষ) সিঙ্গেলস -এ রজার ফেডেরারকে হারিয়ে জয়লাভ করলেন ?
– নােভাক জকোভিচ (সার্বিয়া)
6. বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি ?
– ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ।
7. একদিবসীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে দু’বার দ্বিশতরানের নজির গড়লেন রােহিত শর্মা । তিনি কোন দেশের বিরুদ্ধে কত রান করেন ?
– অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান ।
8. ২০১৫ সালে ডুরান্ড কাপ ফুটবল প্রতিযােগিতা জিতল কোন দল ?
– সালগাওকর ।
9. কোন দেশকে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ টেনিস প্রতিযােগিতা জিতল সুইজারল্যান্ড ?
– ফ্রান্স
10. ২০১৫ সালে ‘ সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট ’ পেলেন কোন ক্রিকেটার ?
– দিলীপ বেঙ্গসরকার ।
11. দ্রুততম (৫৬ বলে) টেস্ট সেঞ্চুরির নজির স্পর্শ করলেন পাকিস্তানের মিসবা উল হক । কার রেকর্ড স্পর্শ করলেন ?
– ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস ।
12. প্রথম কৃয়াগ মহিলা হিসেবে সাঁতারে বিশ্বচ্যাম্পিয়ন হলেন আলিয়া অ্যাটকিনসন । তিনি কোন দেশের নাগরিক ?
– জামাইকা ।
13. সপ্তদশ এশিয়ান গেমসে কে ভারতের পতাকা বহন করলেন ?
– ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং ।
14. সপ্তদশ এশিয়ান গেমসে ভারত পদ তালিকায় কততম স্থানে রয়েছে ?
– অষ্টম (সােনা -১১, রুপাে -১০, ব্রোঞ্জ -৩৬) ।
15. কোন ভারতীয় ক্রীড়াবিদ সপ্তদশ এশিয়ান গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতলেন ?
– মহিলা ১০ মিটার এয়ার পিস্তলে ভারতীয় শুটার শ্বেতা চৌধুরী ব্রোঞ্জ জিতলেন ।
16. সপ্তদশ এশিয়ান গেমসে ভারতের হয়ে কে প্রথম স্বর্ণপদক জিতলেন ?
– শুটার জিতু রাই (৫০ মিটার পুরুষ পিস্তল বিভাগে) ।
17. এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ২০ কিমি হাঁটা প্রতিযােগিতায় পদক জিতলেন ?
– খুশবীর কৌর
18. দশম এশিয়ান গেমস, ১৯৮৬ তে কর্তার সিং – এর পর কে কুস্তি প্রতিযােগিতায় ২০১৪ সালে অনুষ্ঠিত সপ্তদশ এশিয়ান গেমসে সােনা জিতলেন ?
– যােগেশ্বর দত্ত ।
19. সপ্তদশ এশিয়ান গেমস ২০১৪ এর আয়ােজক দেশ দক্ষিণ কোরিয়ায় এর পূর্বে কতবার এশিয়ান গেমসের আসর বসেছিল ?
– ২ বার- সিওল (১৯৮৬) এবং বুসান (২০০২) ।
20. সপ্তদশ এশিয়ান গেমন ২০১৪ – র মােটো কী ছিল ?
– Diversity Shines Here |
21. সপ্তদশ এশিয়ান গেমন, ২০১৪ -র পদকতালিকায় থানাধিকারী প্রথম পাঁচটি দেশ হল ?
– চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান এবং ইরান ।
22. সপ্তদশ এশিয়ান গেমসে সবচেয়ে দামি খেলােয়াড়ের মর্যাদা পেলেন কে ?
– জাপানের বিখ্যাত সাতারু কোশুকে হাগিনাে, তিনি সাতটি বিভাগের প্রত্যেকটিতেই পদক (সােনা -৪, রুপাে -১, ব্রো -২) পেয়েছেন ।
23. অক্টোবরে প্রকাশিত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন রচিত আত্মজীবনীর নাম কী ?
– কেপি ।
24. আন্তলা বিশ্ব তিরন্দাজি প্রতিযােগিতায় কোন ভারতীয় মহিলা ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন ?
– দীপিকা কুমারী ।
25. মুরলীথরণ কোন মাঠে তার ৮০০ টেস্ট উইকেট পূর্ণ করেন ?
– শ্রীলঙ্কার গল – এ ।
26. মুরলীথরনের ৮০০ তম শিকার কে হন ?
– প্রজ্ঞান ওঝা ।
27. মুরলীথরণ সুনামি বিধ্বস্ত কোন গ্রামে ১,০০০ বাড়ি তৈরি করে দেন ?
– গল – এর কাছে সিনিগামা ।
28. মুরলীথরণ কততম টেস্টে ৮০০ উইকেট পান ?
– ১৩৩ তম ।
29. মুরলীর প্রথম টেস্ট উইকেটটি কে ?
– অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাকডারমট ।
30. ম্যাচে (২ ইনিংস মিলিয়ে) ক’বার ১০ উইকেট পান ?
– ২২ বার ।
31. মুরলীথরনের টেস্ট অভিষেক কবে, কোন দেশের বিপক্ষে হয় ?
-১৯৯২ সালের ২৮ আগস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ।
32. মুরলী’র ৭৯৯ তম টেস্ট শিকার কে ?
– হরভজন সিং ।
33. ঋণ মুরলী’র ৫০০ তম টেস্ট শিকার কে ?
– অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রােউইচ ।
34. গল টেস্টে খেলতে নামার আগে মুরলী’র টেস্ট উইকেট সংখ্যা কত ছিল ?
-৭৯২ টি ।
35. ক্রিকেট কাদের জাতীয় খেলা ?
-ইংল্যান্ড
36. ক্রিকেটের জনক কাকে বলে ?
– ইংল্যান্ডের ডব্লউ ঞ্জি . গ্রেস ।
37. ‘গ্রেট ক্রিকেটার’ বইটি কার জীবনী গ্রন্থ ?
– ডবুই জি গ্রেগের ।
38. ক্রিকেটের পূর্বনাম কী ছিল ?
– ক্লাব বল খেলা ।
39. প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয়েছিল ?
– অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ।
40. বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ দুদলের অধিনায়ক কে ছিলেন ?
– অস্ট্রেলিয়ার ডেভ গ্রেগরী এবং ইংল্যান্ডের লিলি হােয়াইট ।
41. কোন বছর থেকে ক্রিকেটে ছয় বলে ওভার শুরু হয় ?
– ১৯৩০ সালে ।
42. বিশ্বে প্রথম টেস্ট ম্যাচটি কত সালে অনুষ্ঠিত হয় ?
– ১৮৭৭ সালের ১৫ ই মার্চ ।
43. বিশ্বে প্রথম ‘ টাই টেস্ট ’ কবে, কার কার মধ্যে হয় ?
– ১৯৬০ সালে অস্ট্রেলিয়া (৫০৫, ২০৩) ও ওয়েস্ট ইন্ডিজের (৪৫৩, ২৮৪) এর মধ্যে হয়েছিল ব্রিসবেনে ।
44. ক্রিকেটে ‘ফলাে- অন’ আইন কবে চালু হয় ?
– ১৮৩৫ সালে ।
45. MCC এর পুরাে নাম কী ?
– Melbourn Cricket Club (1887)
46. রেডিওতে প্রচারিত প্রথম ক্রিকেট খেলাটি কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত হয় ?
– অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ।
47. ভারতে প্রথম কবে টেলিভিমানে টেস্ট ম্যাচ দেখানাে হয় ?
– ১৯৬৬ সালে দিল্লী থেকে ।
48. বিশ্বে কোন বােলার প্রথম হ্যাটট্রিক করেন ?
– ইংল্যান্ডের ফ্রেড স্পাের্ফেস অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৯৭৮-৭৯)
49. কোন ব্যাটসম্যান পর পর তিনটি টেস্টে যথাক্রমে ৯৯, ৯৮, ৯৭ রান করেন ?
– অস্ট্রেলিয়ার ক্রেমহিল ।
50. টেস্ট ক্রিকেট প্রথম বাউন্ডারী কে মেরেছিলেন ?
– চার্লস ব্যানারম্যান (অস্ট্রেলিয়া) ।
51. টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করেন ?
– চার্লস ব্যানার ম্যান (অস্ট্রেলিয়া)
52. টেস্ট ক্রিকেটে প্রথম ত্রিশতরান কে করেন ?
– অ্যান্ডি স্যান্ডহাম (ইংল্যান্ড) ।
53. টেস্টক্রিকেট এক টেস্টে সর্বাধিক উইকেট কে নিয়েছিলেন ?
– ইংল্যান্ডে জিম লেকার ( ১৯ টি ) ।
54. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ টি উইকেট কে নিয়েছিলেন ?
– জিম লেকার (ইংল্যান্ড), অনিল কুম্বলে (ভারত)
55. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান কোন দেশের ?
– শ্রীলংকার ১৯১৭ সালে কত বিরুত্বে ৬ উইকেটে ১৫২ রান করে ।
56. কী টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রান কোন দেশের ?
– নিউজিল্যান্ড, ১৯৫৪-৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রান ।
57. টেস্ট ক্রিকেটে নব্বই -এর ঘরে আউট হয়েছেন বেশীবার কোন ক্রিকেটার ?
– অ্যালভিন কালীচরণ । (ওয়েস্ট ইন্ডিজ) ৮ বার ।
58. ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট কোথায় খেলে ?
– লর্ডসে (ইংল্যান্ড) ।
59. প্রথম এশিয়া কাপ ক্রিকেট কোন দল চ্যাম্পিয়ন হয় ?
– ভারত ।
60. কোন টেস্টে তিনজন ব্যাটসম্যান ৯৯ রানে আউট হন ?
– ১৯৭৩ সালে করাচি টেস্টে পাকিস্থানের মুস্তাক আহম্মদ, মজিদ খান, এবং ইংল্যান্ডের ডেনিস অ্যামিস ।
61. সর্বপ্রথম তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের শিকার কোন খেলােয়াড় ?
– শচীন তেন্ডুলকার ।
62. কোন ক্রিকেটার কেবলমাত্র অধিনায়কত্ব করার জন্য ‘ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ।
– ইংল্যান্ডের বব উইলিস ।
63. কোন বিশ্বখ্যাত ক্রিকেট খেলােয়াড় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর হয়ে লড়াই করেছিলেন ?
– অস্ট্রেলিয়ার লিন্ডাস হ্যাসেট ।
64. ক্রিকেট ‘ গুগলী বল ’ এর আবিষ্কারক কে ?
– বারনাড় জেমন টিন্ডল বােমানকোয়েট ।
65. কোন ক্রিকেটার প্রথম নাইট ’ উপাধি পান ?
– ডন ব্রাডম্যান ।
66. ভারত কত সালে ICC এর সদস্য হয় ?
– ১৯২৬ সালে ।
67. ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বাের্ডের প্রথম সভাপতি কে ?
– আর, ই, গ্রান্ট, গ্রোভেন ।
68. ভারত কত সালে প্রথম টেস্ট ম্যাচ খেলে ?
– ১৯৩২ সালে ।
69. প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক কে ?
– সি, কে, নাইডু ।
70. প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার শতরান করেন
? – লালা অমরনাথ ।
71. ভারতীয় ক্রিকেট দলে প্রথম বাঁ হাতী ব্যাটসম্যান কে ?
– কোট্টারী রামস্বামী ।
72. কোন ভারতীয় ক্রিকেটার প্রথম ‘ পদ্মশ্রী পুরস্কার পান ?
– সি. কে. নাইডু ।
73. কোন ভারতীয় ক্রিকেটার প্রথম ‘ অর্জুন ’ পুরস্কার পান ?
– সেলিম দুরানী ।
74. ভারতের কোন খােলােয়াড় জীবনের প্রথম বলেই উইকেট পান ?
– নীলেশ কুলকানী ।
75. কোন ভারতীয় ব্যাটসম্যান অভিষেকেতিনটি টেস্টে পরপর তিনটি সেঞ্চুরী করেন ?
– মহঃ আজাহারউদ্দীন ।
76. কোন ভারতীয় ব্যাটসম্যান কোন শতরান না করে ২০০০ এর বেশী রান করেছেন ?
– চেতন চৌহান ।
77. কোন খেলােয়াড় টেস্টে একই ওভারে ছ’টি বলে ছ’টি চার মারেন ?
– সন্দীপ পাতিল (ভারত) ।
78. প্রথম শ্রেণীর ক্রিকেটে কোন ক্রিকেটার সর্বপ্রথম ৬ বলে ছটা ৬ মারেন ?
– স্যার গ্যারী সােবার্স (নাটিং হামশায়ার এর হয়ে গ্লামারগণের, এম. এ. নাসেরের বলে) ।
79. একদিনের ক্রিকেটে কোন ক্রিকেটার সর্বপ্রথম ৬ বলে ছটা ৬ মারেন ?
– দঃ আফ্রিকার হার্শেল গিবস (হল্যান্ডের ড্যানভান বাঞ্ছ) ।
80. বিশ্বকাপ ক্রিকেটে চার বলে চারটি উইকেট কে পান ?
– শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (দঃ আফ্রিকার বিরুদ্ধে) ।
81. একটি বিশ্বকাপে সর্বাধিক উইকেট পাওয়ার নজির কার আছে ?
-অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ (২৬ টি) ।
82. কোন ক্রিকেটার সবচেয়ে বেশী বয়সে টেস্ট ক্রিকেট খেলে রেকর্ড সৃষ্টি করেছেন ?
– আর. জে. ডি. জামসেদজী । ৪১ বছর ২৩৭ দিন ।
83. টেস্ট ক্রিকেটে যে কোন উইকেটের জুটিতে বিশ্বে সর্বোচ্চ রানের ইনিংস গড়ার বিশ্বরেকর্ড কাদের দখলে ?
– শ্রীলঙ্কার রােশন মহানামা ও সনৎ জয়সূর্যের ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে করা ৫৪৬ রান (কলম্বাে) ।
84. সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক কে ?
– তাই তাড়ার তাইবু ।
85. কোন ক্রিকেটার পর পর পাঁচটি ইনিংসে সেঞ্চুরী করেন ?
– এভার্টন উইক ।
86. বিশ্বের প্রথম একদিনের আন্তজাতিক ম্যাচ কবে খেলা হয় ?
– ১৯৭১ সালের ৫ ই জানুয়ারি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ।
87. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা কার কার মধ্যে হয়েছিল ?
– ভারত ও ইংল্যান্ডের মধ্যে ।
88. বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলটি কে করেছিলেন ?
– মদনলাল ।
89. বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন কোন বােলার ?
– নিউ জিল্যান্ডের বিপক্ষে রাদারফোর্ড, ইয়ান স্মিথ, চ্যাটফিল্ড এর উইকেট নিয়ে, ভারতের চেতন শর্মা ( ১৯৮৭ )
90. কোন খেলােয়াড় দেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল দুইই খেলেছেন ?
– ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ।
91. বিশ্বকাপ ক্রিকেটে একটি ম্যাচে সর্বাধিক রান করে কোন দেশ ?
– ভারত (৪১৩ রান ৫ উইকেটে) বারবুডার বিরুদ্ধে ।
92. বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে কম রান কোন দলের ?
– কানাডা (৪৫ রানে অল আউট) ।
93. বিশ্বকাপে একটি ম্যাচে সেরা বােলিং -এর রেকর্ড কার দখলে ?
– উইনস্টন ডেভিস (ওয়েস্ট ইন্ডিজ) ।
94. কোন বিশ্বকাপের ফাইনালে মােট ৮ জনশূন্য রানে আউট হন ?
– ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ৩ জন, ইংল্যান্ডের ৫ জন ।
95. সর্বপ্রথম কোন বিশ্বকাপ ফাইনালে ভারতীয় আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন ?
– ১৯৮৭ সালে । রামবাবু গুপ্তা ।
96. বিশ্বকাপ ক্রিকেট প্রথম শতরানটি কে করেন ?
– ইংল্যান্ডের ডেনিস অ্যামিস (১৩৭ রান) ।
97. বিশ্বকাপে ভারতের কে প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয় ?
– ফারুক ইঞ্জিনিয়ার ।
98. বিশ্বকাপে প্রথম যুগ্ম ম্যান অব দ্য ম্যাচ ’ দেওয়া হয় কাদের ?
– সুনীল গাভাসকার ও চেতন শর্মা ।
99. কোন খেলােয়াড় জীবনের প্রথম ও শেষ একদিনের ম্যাচ দুটোতেই শতরান করার দুর্লভ কৃতিত্ব অর্জন করেছেন ?
– ওঃ ইন্ডিজের ডেসমন্ড হেইনস্ ।
100. একদিনের ক্রিকেটে সর্বপ্রথম কোন বােলার হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন ?
– পাকিস্তানের জালালউদ্দিন ।
101. একদিনের ক্রিকেটে পরপর চারবার ‘ ম্যান অব দি ম্যাচ হওয়ার সম্মান কার দখলে ?
– সৌরভ গাঙ্গুলি ।
102. এশিয়া কাপ প্রতিযােগিতা শুরু হয় কত সালে ?
– ১৯৮৪ সালে ।
103. কমনওয়েলথ গেমস্ ক্রিকেট প্রথম সােনাজয়ী ক্রিকেট দলের নাম কি ?
– দক্ষিণ আফ্রিকা ।
104. একদিনের ক্রিকেটে প্রথম ম্যান অব দি ম্যাচ ’ কে হন ?
– ইংল্যান্ডের জন এডরিচ ১৯৭১ সালে ।
105. বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশী রানে জেতার নজির কোন দলেন ?
– ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে ২০২ রানে জেতে ( ১৯৭৫ ) ।
106. বিশ্বকাপে ক্রিকেটে কৃপণতম বােলার কে ?
– বিযেন সিং বেদী ( ১২-৮-৬-১ )
107. ক্রিকেটে চার বলে ওভার হত কত সাল পর্যন্ত ?
– ১৮৮৯ সাল ।
108. রবি শাস্ত্রী প্রথম শ্রেণীর ক্রিকেটে কার বলে ওভারে ছয়টি চার মেরেছিলেন ?
– তিলকরাজ ।
109. ফ্লাডলাইটে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ কোথায় খেলা হয়েছিল ?
– ১৯৭৯ সালের ২৭ শে নভেম্বর, সিডনিতে ।
110. কোন ক্রিকেটার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষে ও বিপক্ষে খেলেছেন ?
– ডব্লু.ই. মিউইন্টার ।
111. একই টেস্টে শতরান ও দশ উইকেটে নেওয়ার নজির কার আছে ?
– ইয়ান বথাম ( ১১৪ রানও ১০৬ রানে ১৩ উইকেট ) এবং ইমরান খান ( ১১৭ রান ও ১৮২ রানে ১১ উইকেট ) ।
112. টেস্ট ম্যাচ শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয় ?
– ১৬ ই সেপ্টেম্বর, ১৮৮৪ মেলবাের্ন ।
113. কোন ক্রিকেটার তার জীবনের দশটি শতরানই করেছেন অধিনায়ক থাকাকালীন ?
– ববি সিম্পসন ।
114. কোন ক্রিকেটার জীবনের প্রথম টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে শতরান করেন ?
– ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রাে ।
115. ‘ ক্রিকেটে হাটট্রিক ’ কী ? –
– পর পর তিন বলে আউট করলে ১৮৫৮ সালে প্রথম বােলারকে হ্যাট বা টুপি দেওয়ার ব্যবস্থা চালু হয় । এই হ্যাট দেওয়ার প্রথা থেকেই হ্যাটট্রিক কথাটির উদ্ভব ।
116. বিশ্বক্রিকেটে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় ?
– মেলবাের্নে ১৮৭৭ সালের মার্চ মাসে ।
117. কে প্রথম ব্যাটিং প্যাড ব্যবহার করেন ?
– রবার্ট রবিনসেন ।
118. ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশীপ কবে থেকে খেলা হয় ?
– ১৮৬৪ সালে ।
119. ক্রিকেটে কবে থেকে তিন উইকেটে খেলা চালু হয় ?
– ১৭৭৬ সালে ।
120. ক্রিকেটে দুটি বেল কবে সংযযাজিত হয় ?
– ১৮১৮ সালে ।
121. টেস্ট ক্রিকেটে প্রথম কে দুটি ইনিংসে শতরান করেন ?
– অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসে ( ১৯০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ) ।
122. কোন ক্রিকেটার একটানা পাঁচটি টেস্টে সেঞ্চুরী করেন ?
– এভার্টন উইকস ( ১৯৪৭-৮৪ ) ।
123 সর্বপ্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কারাছিলেন ?
– লিলি হােয়াইট ( ইং ) ও ডেভ গ্রেভরী ( অস্ট্রেলিয়া ) ।
124. ওয়েস্ট ইন্ডিজ ও ভারতে টেস্ট সিরিজ জয়ী দলকে কি ট্রফি দেওয়া হয় ?
– রাবার ।
125. ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড টেস্ট সিরিজ জয়ী দলকে কি ট্রফি দেওয়া হয় ?
– উইজডেন ট্রফি ।
126. একটি টেস্টে শতরান সহ দশটি উইকেট পেয়েছেন কোন ক্রিকেটার ?
– এলান ডেডিসন ( অস্ট্রেলিয়া ) ১৯৬০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ।
127. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংস কোনটি ?
– ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৬ রান ( ১৯৫৪-৫৫ ) ।
128. বিশ্ব ক্রিকেটে কোন ক্রিকেটার একটি টেস্টে একটানা সবচেয়ে বেশী ওভার মেডেন পান ?
– বাপু নাদকার্নি ( ভারত ) ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ২১.৫ ওভার ( ১৩১ টি ) বল মেডেন হয় ।
129. কোন ICC- র ক্রিকেট আম্পায়ার FIFA অনুমােদিত রেফারি ?
– স্টিভ বাকনার ।
130. প্রথম বার ইংল্যান্ডকে হারিয়ে ভারত রাবার জেতে কার নেতৃত্বে ?
– নরি কন্ট্রাকটর ( ১৯৬১-৬২ )
131. ভারতের মাটিতে রনজি ট্রফি খেলা কবে থেকে শুরু হয় ?
– ১৯৩৪-৩৫ ।
132. প্রথম বছর কারা এই ট্রফি জয়লাভ করে ?
– বােম্বাই, রানার্স হয় নর্দান ইন্ডিয়া ।
133. রনজি ট্রফিটি কে ডােনেট করে ?
– মহারাজা অব পাতিয়ালা ।
134. রনজি ম্যাচে প্রথম খেলতে নেমে কে উভয় ইনিংসে সেঞ্চুরী করে ?
– নরী কনট্রাকটার ( ১৯৫২ সালে ) গুজরাটের হয়ে বরােদার বিরুদ্ধে ১৫০ ও ১০২ ।
135. কোন ইংরেজ ক্রিকেটার রনজি ট্রফিতে খেলেছেন ?
– ডেনিস ক্রমটন ।
136. ভারতীয় কোন ক্রিকেটার আবির্ভাব ‘ টেস্টে প্রথম ইনিংসে শুন্য ও দ্বিতীয় ইনিংসে শতরান করেন ?
– গুন্ডাপ্লা বিশ্বনাথ ।
137. টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রথম রানটি কে করেন ?
– জি, ডি, নাভেল ।
138. প্রথম ক্রিকেটের বই কোন ভাষায় লেখা হয় ?
– লাতিন ।
139. ফাদার অব পেশাদার ক্রিকেট কাকে বলা হয় ?
– টমাস ওয়েমার্ক ( সাক্সেস ) ।
140. কে তিন ওভারে ( সেকেন্ড ক্লাস ম্যাচ ) সেঞ্চুরী করেন ?
– ডন ব্রাডম্যান, ( তখন আট বলে ওভার ছিল ) ( ৬,৬ , ৪,২,৪,৪,৬,৬ ) ( ৬,৪,৪,৬,৬,৪,৬ , ৪ ) সঙ্গীর ১ রান ৬,৬,১ ( আবার সঙ্গীর ১ রান ( ৪,৪, ৬ )
141. ভারতীয় কোন ক্রিকেটার টেস্টে সর্বপ্রথম ৩০০ রান করেন ?
– বীরেন্দ্র সেহবাগ ।
142. ক্রিকেটে পীচের প্রবর্তন কবে হয় ?
– ১৭৫৫ সালে ।
143. ক্রিকেট কবে আবিষ্কৃত হয় ?
– ১৩০০ খ্রিষ্টাব্দে কিং এডওয়ার্ড ওয়ামের সময়ে ।
144. ক্রিকেট প্রথম কোথায় খেলা হয় ?
– প্রিস্কুল, গিলফোর্ড, ১৫৫০ ।
145. লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়নটি কবে তৈরী হয়েছে ?
– ১৮৯০ সালে ।
146. ক্রিকেটে প্রথম সেঞ্চুরীটি কার ?
– জন স্মল, হ্যামবলডনের বিরুদ্ধে ১৭৭৫ সালে ১৩৬ রান করেন ।
147. ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরী কে করেন ?
– উইলিয়ম ল্যাম্বার্ট । নরক্লক্সদলের বিরুদ্ধে ।
148. প্রথম টেস্ট ম্যাচের বেতার ধারাবিবরণী কবে প্রচারিত হয় ?
– ১৯৩০ সালে নটিং হাম ম্যাচে ।
149. আই.সি.সি. পুরস্কার ( ক্রিকেট অস্কার ) ২০০৪, বর্ষসেরা ক্রিকেটার কে ?
– রাহুল দ্রাবিড় ( ভারত ) পেলেন স্যার গ্যারফিল্ড সােবার্স ট্রফি ।
150. প্রথম টেস্ট বাউন্ডারীটি কে মারেন ?
– চার্লস ব্যানারম্যান ।
151. টেস্ট ক্রিকেটের প্রথম বলটি কে করেন ?
– ইংল্যান্ডের অ্যালফ্রেডশ ।
152. ‘ মাই সাইড ’ কার আত্মজীবনী ?
– ডেভিস বেকহাম ।
153. আন্তজাতিক ফুটবল সংস্থা ‘ FIFA ‘ কবে জন্ম নেয় ?
– ১৯০৪ সালের ২১ শে মে ।
154. ফুটবল বিশ্বকাপে ‘ জুলেরিমে কাপ ’ কে তৈরী করেন ?
– ফরাসী শিল্পী আবেল লেফলিউর ।
155. ‘ জুলেরিমে ট্রফি ’ কবে চুরি যায় ?
– ১৯৬৬ সালে । ওয়েস্ট মিনস্টার হলের সােকেশ থেকে কাপটি চুরি যায় ।
156. ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
– জুরিখ ( সুইজারল্যান্ডের )
157. ফিফার প্রথম সভাপতির নাম কী ?
– মঁসিয়ে জুলেরিমে ।
158. কোলাজ ’ – কে জাপানী ভাষায় কী বলা হয় ?
– ওরিগামী ।
159. বর্তমানে ফিফার সভাপতির নাম কী ?
– গুয়ানি ইনফেন্টিনাে ( সুইজারল্যান্ড ) ।
160. প্রথম ফিফার সদর দপ্তর কোথায় ছিল ?
– ফ্রান্সের প্যারিস শহরে ।
161. প্রতিষ্ঠা কালে ফিফার সদস্য সংখ্যা ক’টি ছিল ?
– ৭ টি । ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড, স্পেন, সুইডেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ড ।
162. বর্তমান ফিফা কাপটি কে তৈরী করেছেন ?
– ইতালির শিল্পী সিলালিও গাজ্জানিগার ।
163. বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সুপার ঈগল বলা হয় ?
– নাইজেরিয়া ।
164. পেলের পুরাে নাম কী ?
– অ্যারানটেস দ্য নাসিমেন্টো এডসন পেলে ।
165. পেলে কবে কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ খেলেন ?
– ১৯৫৮ সালে ১৫ ই জুন রাশিয়ার বিপক্ষে ।
166. ‘ মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি ’ – কার আত্মজীবনী ?
– পেলে
167. বিশ্বকাপে সবচেয়ে কম সময়ে মাঠে থেকেছেন কোন খেলােয়াড় ?
– উরুগুয়ের জোস ব্যাতিস্তা, মাত্র ৫৫ সেকেন্ড ।
168. বিশ্বকাপে প্রথম মাঠ থেকে বহিঃস্কৃত ফুটবলার কে ?
– আর্জেন্টিনার সিয়েরাে ( ১৯৩০ ) ।
169. কোন দেশের জাতীয় ফুটবল দলকে বলা হয় লাল শয়তান ’ ?
– বেলজিয়াম ।
170. বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচে কারা খেলেছিলেন ?
– মেক্সিকো এবং ফ্রান্স ।
171. বিশ্বকাপ ফুটবলে প্রথম গােল কে করেন ?
– ফ্রান্সের লুই লরেন্ট ।
172. বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক কে করেন ?
– বেলজিয়ামের স্কোরেন্স ।
173. প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনালে কে রেফারী ছিলেন ?
– জ্যাঁ ল্যাঙ্গেনাস ( বেলজিয়াম ) ।
174. ‘ মরুভূমির পেলে ’ কাকে বলা হয় ?
– সৌদি আবারের মজিদ আবদুল্লা ।
175. ‘ আজুরি ’ কী ?
– নীল জার্সি পরিহিত ইতালী ফুটবল দলকে ‘ আজুরি ’ বলা হয় ।
176. বিশ্বকাপ ফুটবল ফাইনালে এখন পর্যন্ত একজন খেলােয়াড়েরই হ্যাট্রিক রয়েছে । কে তিনি ?
– ইংল্যান্ডের জিওফ হাস্ট ( ১৯৫৫ সালে জার্মানীর বিপক্ষে ) ।
177. কোন বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছিল ?
– ব্রাজিল বনাম ইতালি ( ৩-২ ) ১৯৯৪ সালে ।
178. কোন প্রাক্তন বিশ্ববিখ্যাত গােলকিপারের নামানুসারে বিশ্বকাপে সেরা গােল কিপারের পুরস্কার দেওয়া হয় ?
– লেভ ইয়াসিনের নামানুসারে ( লেভ ইয়াসিন ট্রফি )
179. কবে প্রথম বিশ্বকাপের ডাকটিকিট প্রকাশিত হয় ?
– ১৯৩৪ সালে ইতালী ।
180. কোন ভারতীয় অধিনায়ক একটি সিরিজের সব টস জিতেছেন ?
– মনসুর আলি খান, ৬৩-৬৪ সালে ইংল্যান্ডে ।
181. পােলাে ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
– তিব্বতি শব্দ ‘ পুলু’অর্থাৎ বল ।
182. ফরাসী ফুটবল দল তাদের জার্সিতে কোন পাখির ছবি পরে ?
– ককরেল ।
183. কোন ফুটবলার অ্যাথলিট অব দ্য সেঞ্চুরী ’ খেতাব জয় করেছেন ?
– পেলে ।
184. কোন ভারতীয় ফুটবলার প্রথম ‘ পদ্মশ্রী ’ খেতাব জয় করেন ?
– গােষ্ঠ পাল ।
185. কোন ব্রিটিশ রাজা উইম্বলডন টেনিস খেলেছিলেন ?
– রাজা ষষ্ঠ জর্জ ।
186. প্রথম কোন ভারতীয় উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন ?
– নিহাল সিং ।
187. টক্সোফিলি ’ নামক খেলাটি কী নামে অধিক পরিচিত ?
– তীরন্দাজী ।
188. ব্যাডমিন্টনে কোন ভারতীয় খেলােয়াড় পরপর নয়বার জাতীয় খেতাব অর্জন করেন ?
– প্রকাশ পাডুকন ।
189. ফুটবলের নিয়ম কানুনের কবে পত্তন হয় ?
– ১৮৪৬ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ।
190. এ পর্যন্ত একজন মহিলা অলিম্পিকে মশাল জ্বালেন এবং ঐ অলিম্পিকে সােনা জেতেন তিনি কে ?
– ক্যাথি ফ্রিমান (অস্ট্রেলিয়া) ।
191. অলিম্পিকে একবারই ডুব সাঁতার ইভেন্ট ছিল কোন সালে ?
– ১৯০০ সালে, প্যারিসে ।
192. অলিম্পিকে ভারত কবে প্রথম হকিতে সােনা জোতে ?
– ১৯২৮ সালে ।
193. অলিম্পিকে হকিতে প্রথম সােনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন ?
– জয়পাল সিং ।
194. ১৯১১ সালে শীল্ড জয়ী মােহনবাগান দলে দুই ভাই ছিলেন । তারা কারা ?
– বিজয়দাস ভাদুড়ী ও শিবদাস ভাদুড়ী ।
195. প্রথম কোন ফুটবলার প্রথম গােলকিপার হিসাবে অর্জুন হন ?
– থঙ্গরাজ ।
196. ভারতের কোন খেলােয়াড় চারবার অলিম্পিক হকিতে প্রতিনিধিত্ব করেছেন ?
– লেসলী ক্ল্যডিয়াস ।
197. বৈদিক সভ্যতায় প্রাপ্ত কোন খেলাটি আধুনিক অলিম্পিকেও জনপ্রিয় ?
– বক্সিং ।
198. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় ?
– নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ।
199. মিশরীয় সভ্যতায় প্রথম আউটডাের গেম কী ছিল ?
– রথের দৌড় ও মরুভূমিতে তীর ধনুকের সাহায্যে কুকুর শিকার ।
200. মিশরীয় সভ্যতায় সবচেয়ে জনপ্রিয় ছিল কোন খেলা ?
– কুস্তি ।
201. দাবা খেলা কত বছর আগে প্রচলিত হয় ?
– ৩২৪ খ্রিস্ট পূর্বাব্দে ।
202. কোন প্রাচীন রােমান সম্রাট নিজেকে শ্রেষ্ঠ খেলােয়াড় হিসাবে মনে করতেন ?
– সম্রাট নীরাে ।
203. খ্রিস্ট জন্মের আগে এক প্রখ্যাত অ্যাথলিটের নাম কী ?
– কোরােবােজ ।
204. কার ডাক নাম ছিল ফ্লাইং ফিন এবং ফ্যান্টম ফিন ?
– পাভাে নুর্মি ( ফিনল্যাণ্ড ) ।
205. ‘ Human Locomotive ‘ কাকে বলা হয় ?
– পাভাে নুর্মি ।
206. ‘ ম্যারাথন ’ জায়গাটি আসলে কোথায় ?
– গ্রীসের রাজধানী এথেন্সের ২২ মাইল উত্তর – পূর্বে ।
207. গ্রিসে প্রাচীন অলিম্পিক কবে শুরু হয় ?
– ৭৭৬ খ্রিস্ট পূর্বাব্দে ।
208. ২৯২ টি অলিম্পিক ( প্রাচীন ) হওয়ার পর কোন সম্রাট এটি বন্ধ করে দেন ?
– সম্রাট থিওডেসিয়াস ।
209. অলিম্পিকের বলয়গুলাের রং কী কী ?
– নীল, হলুদ, কালাে, সবুজ, লাল ।
210. কোন অলিম্পিক ইভেন্টে মানুষের প্রচেষ্টা ছাড়াও পশুর সাহায্য লাগে ?
– ইকুয়ে সস্ট্রায়ন ।
211. অলিম্পিকে মহিলা বাস্কেট বল অন্তর্ভুক্ত হয় কবে ?
– ১৯৭৬ সালে মন্ট্রিলে ।
212. প্রথম অলিম্পিকে ম্যারাথন দৌড়ে কতজন প্রতিযােগী ছিল ?
– ১৬ জন ।
213. কোন অলিম্পিকে প্রথম জিমনাস্টিক অন্তর্ভূক্ত হয় ?
– ১৮৯৬ খ্রিস্টাব্দে ।
214. ১৯২৮ – এর পর ১৯৬০ সাল পর্যন্ত মহিলাদের কোন ইভেন্ট বাতিল থাকে অলিম্পিকে ?
– ৮০০ মিটার দৌড় ।
215. আধুনিক অলিম্পিকের আসলে প্রথম পদক কে জেতেন ?
– আমেরিকার জেমস কলােনী ।
216. অলিম্পিকে ১০,০০০ মিটার দৌড়ে কত পাক দৌড়তে হয় ?
– ২৫ বার ।
217. ১০০ মিটার মনে হয় যেন ১০ ঘন্টার রাস্তা । কার উক্তি ?
– কার্ল লুইস ।
218. অলিম্পিক মহিলা পেন্টাথেলনে কী কী ইভেন্ট রয়েছে ?
– ২০০ মিটার, ১০০ মিটার দৌড়, হার্ডল দৌড়, হাইজাম্প, লং জাম্প, শর্টপাট ।
219. ডেকাথেলন প্রথম কবে অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় ?
– ১৯১২ সালে ।
220. চিন কবে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ?
– ১৯৩২ সালে ।
221. ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ?
– ২৬ মাইল ৩৮৫ গজ ।
222. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয় কবে ?
– ১৮৯৪ সালে ।
223. পাভাে নুরমী নিজের প্রতিযােগিতার জীবনে কতগুলি বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন ?
– ২৪ টি ।
224. এশিয়ার মাটিতে প্রথম কবে অলিম্পিক অনুষ্ঠিত হয় ?
– ১৯৬৪ সালে টোকিওতে ।
225. অলিম্পিক চলাকালীন প্রথম কোন অ্যাথলিট মারা যান ?
– ১৯১২ সালে ম্যারাথন দৌড়বীর পর্তুগালের লাজেরাে ।
226. প্রাচীন অলিম্পিকের কত তম আসরে রথ চালনা অন্তর্ভূক্ত হয় ?
– ২৫ তম ।
227. কোন পিতা ও পুত্র অলিম্পিকে একইসঙ্গে পুদক লাভ করেন ?
– পিটার লানডি ও জুনিয়র পিটার লানডি ( ইয়াটিং ) ।
228. কোন পিতা ও কন্যা অলিম্পিকে পদক জুয় করেন ?
– ১৯০৮ সালে লণ্ডন অলিম্পিকে ডব্লিউ ডােড ও কন্যা ‘ এন ডোেড ( আর্চারী ) ।
229. কোন অলিম্পিকে মহিলারা অংশগ্রহণের অনুমতি পায় ?
– ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ।
230. অলিম্পিকে ফুটবল খেলা শুরু হয় কবে ?
– ১৯০০ সালে ।
231. ১৯০৮ সালে অলিম্পিকের স্থান পরিবর্তন করে রােম থেকে শুনে নিয়ে যাওয়া হয় কেন ?
– ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের জন্য ।
232. অলিম্পিকের পতাকা কবে চালু হয় ?
– ১৯২০ সালে আন্টয়ার্থ অলিম্পিক থেকে ।
233. অলিম্পিককে স্মরণীয় রাখতে কোন দেশ প্রথম মুদ্রা চালু করে ?
– ফিনল্যাণ্ড, ১৯৫২ সালে ।
234. ১৯০৮ – এর অলিম্পিকে কে ৪০০ মিটার দৌড়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পদক জেতেন ?
– ব্রিটেনের হ্যালম ওয়েলস ।
235. কোন প্রখ্যাত ম্যারাথন দৌড়বিদ তার শেষ জীবন হুইল চেয়ারে কাটিয়েছেন ?
– আবেবে বিকিলা ।
236. ভুটান কবে প্রথম অলিম্পিকে যােগদান করে ?
-১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলসে ।
237. ট্রিপ জাম্প অন্য কী নামে পরিচিত ?
– হফ স্টেপ জাম্প ।
238. অলিম্পিকে ব্যবহৃত একটি জ্যাভলিন -এর ওজন কত ?
– ২ কেজি ।
239. অলিম্পিকে Gaine of Ironmen কাকে বলে ?
– ভারত্তোলন ।
240. জেসি ওয়েন্স – এর পুরাে নাম কী ?
– জেমস্ ক্লিভল্যাণ্ড ওয়েন্স ।
241. প্রাচীন অলিম্পিকে কোন রােমান রাজা কর্মকর্তাদের ঘুষ দিয়ে পুরস্কার জিতেছিলেন ?
– সম্রাট নীরাে ।
242. অলিম্পিকে টেনিস কবে অন্তর্ভুক্ত হয় ?
– ১৯৮৬ সালে ।
243. ভারতের বিপক্ষে একটি টেস্টে আহত হওয়ার জন্য ইংল্যান্ডকে খেলেয়াড় সমস্যায় পড়তে হলে শেয় পর্যন্ত একজন ভারতীয় খেলােয়াড় ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করেন কে তিনি ?
-১৯৬৪ সালে ২ য় টেস্টে এ.জি. কৃপাল সিং ।
244. কোন ফুটবলার ডের বােম্বার নামে পরিচিত ?
– গার্ড মুলার ।
245. কোন ফুটবলার ‘ফ্লাইং বার্ড’ নামে পরিচিত ?
– গ্যারিঞা ।
246. ভারতের সর্বপ্রথম ফুটবল ক্লাব কোনটি ?
– কোলকাতার ডালহৌসি ক্লাব (১৮৭৮) ।
247. সুব্রত কাপ ফুটবলে খেলােয়াড়ের বয়স সীমা কত ?
– ১৭ বছর ।
248. ১৯৪০ সালের ২৩ শে অক্টোবর স্মরণীয় কেন ?
– পেলের জন্মদিন ।
249. অর্জুন পুরস্কার কবে চালু হয় ?
– ১৯৬১ সালে ।
250. বিশ্ব ক্রিকেটে কোন দুই ভাইকে ডাকা হয় বিচা ডগ ও লিট্ল ডগ ’ নামে ?
– পিটার পােলক ও গ্রেম পােলক ।
251. কোন সাঁতারু পরবর্তীকালে টারজানের চরিত্রে হলিউডে অভিনয় করেন ?
– জনি ওয়াইজ মূলার ।
252. প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হয় ?
– মাথায় পরানাে হত অলিভ পাতার মুকুট ও হাতে দেওয়া হত তালপত্র ।
253. অলিম্পিয়া নগরী কোন রােমান সম্রাট জ্বালিয়ে দেন ?
– ৪২৬ খ্রিস্টাব্দে সম্রাট থিও ডােমিয়াস -২ ।
254. প্রথম আধুনিক অলিম্পিক (৬ ই এপ্রিল, ১৮৯৬) কে উদ্বোধন করেন ?
– গ্রীসের রাজা ৬ ষ্ঠ জর্জ ।
255. অলিম্পিকের মূলমন্ত্র কী ?
– “ The important thing in the Olympic games is not wining but taking past. The essential thing in life is not conquering but figthing well ” .
256. অলিম্পিকের আসলে পাকিস্তান প্রথম কবে হকিতে ভারতের মুখােমুখি হয় ?
– ১৯৫৬ সালে, পাকিস্তানকে ১-০ গােলে ভারত হারায় ।
257. বিশ্ব হকিতে প্রথম ডবল হ্যাট্রিক কার ?
– ধ্যানচাঁদ (১৯৩২) ।
258. অলিম্পিক আসলে ভারতের হকিতে সর্বোচ্চ গোল কত ?
– ১৯৩২ সালে ভারত আমেরিকাকে ২৪-১ গােলে হারায় ।
259. ভারতীয় হকি দল কবে প্রথম অলিম্পিকে যােগদান করে ?
– ১৯২৮ সালে আমস্টারডার্ম ওলিম্পিকে ।
259. ইণ্ডিয়ার হকি ফেডারেশনের প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন ?
– ব্রুস টার্নবুল ও এন, এস. আনসারি ।
260. প্রথম ভারতীয় অলিম্পিক হকি দলের অধিনায়ক কে ছিলেন ?
– জয়পাল সিং ।
261. অলিম্পিকে প্রথম কোন দেশকে ফাইনালে হারিয়ে ভারত সােনা পায় ?
– হল্যাণ্ড (৩-০) ।
262. অলিম্পিকে প্রথম হকি ম্যাচটি ভারত কার বিরুদ্ধে খেলেছিল ?
– অস্ট্রিয়ার বিরুদ্ধে (৬-০) ভারত জেতে ।
263. ভারতের কোন হকি খেলােয়াড় চারবার অলিম্পিকে খেলেছেন ?
– লেসলি ক্লেডিয়াস । (১৯৪৮, ১৯৫২, ১৯৫৬ এবং ১৯৬০) ।
264. এশিয়ান গেমসে হকিতে ভারত কবে সােনা পায় ?
– ১৯৬৬ ব্যাংকক এশিয়াডে ।
265. এশিয়ান গেমসের ফাইনালে ভারত কাকে হারায় ?
– পাকিস্তানকে ১-০ গােলে । ভারতের বলবীর সিং গােল দেন ।
266. ইষ্টবেঙ্গল হকি দল কবে বেটন কাপ পায় ?
– ১৯৫৭ সালে ।
267. মােহনবাগান হকি দল কবে বেটন কাপ পায় ?
– ১৯৫২ সালে ।
268. প্রথম বিশ্বকাপের শুভ উদ্বোধনে অংশ নেওয়া দুটি দল কারা ?
– ১৯৩০ সালের ১৩ জুলাই ফ্রান্স ও মেস্কিকো ।
269. বিশ্বকাপ আসরে প্রথম কিক অফ করে কোন্দল ?
– ফ্রান্স ।
270. বিশ্বকাপ ফুটবলে প্রথম গােল কার ?
– লুই লরেন্ট (ফ্রান্স) ।
271. বিশ্বকাপ আসরে প্রথম কে পেনাল্টি অপচয় করেন ?
– ব্রাজিলের রাইট ই ডিব্রিটো, স্পেনের বিরুদ্ধে ।
272. ভারতের মাটিতে প্রথম ফুটবল খেলা কবে হয় ?
– ১৮০১ সালে মুম্বাইতে ।
273. কোলকাতায় প্রথম ফুটবল খেলা কবে হয় ?
– ১৮৫৪ সালে ।
274. বিশ্বের কোন ফুটবলার যিনি স্যার উপাধি পান প্রথম ?
– স্যার স্ট্যানলী ম্যাথিউস ।
275. বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা গােলকিপার কে ?
– লেভ ইয়াসিন ( রাশিয়া ) ।
276. কোলকাতার ফুটবল লীগ কবে শুরু হয় ?
– ১৮৯৮ সালে ।
277. কোলকাতা ফুটবল লীগে প্রথম কোন দুটি দল অংশ নেয় ?
– সিভিলিয়ানস অব ক্যালকাটা ও জেন্টেলম্যান অব ব্যারাকপুর ।
278. প্রথম কলেজের ছাত্রদের নিয়ে গড়ে ওঠা ফুটবল ক্লাব কী ?
– প্রেসিডেন্সি ক্লাব ( ১৮৮৪ ) ।
279. আই. এফ. এ. শীল্ড কারা তৈরি করে ?
– কলকাতার ওয়াল্টার লক্ কোম্পানির মারফৎ লণ্ডনের এলটিংটন কোম্পানি ।
280. আই.এফ.এ. শীল্ড কবে শুরু হয় ?
– ১৮৯৩ সালে ।
281. প্রথম আই.এফ.এ. শীল্ড কারা পায় ?
– রয়্যাল আইরিশ দল ।
282. আই.এফ.এ. শীন্ডে প্রথম বছর কোন ভারতীয় দল যােগ দেয় ?
– শােভাবাজার ক্লাব ।
283. কোলকাতা ফুটবল লীগে কত বছর কোনাে ভারতীয় দল প্রবেশাধিকার পায় নি ?
–১৮৯৮ থেকে ১৯১৬ |
284. প্রথম কোন ভারতীয় দল কোলকাতা ফুটবল লীগে খেলার সুযােগ পায় ?
– প্রথম বিভাগে মােহনবাগান, দ্বিতীয় বিভাগে এরিয়ান্স ক্লাব ।
285. কোলকাতা ফুটবল লীগে ২ য় বিভাগ কবে থেকে চালু হয় ?
– ১৯০৪ সালে ।
286. এরিয়ান্স ক্লাব কবে তৈরি হয় ?
– ১৮৮৯-৯০ সালে স্যার দুঃখীরাম মজুমদার ।
287. মােহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠা হয় ?
– ১৮৮৯ সালে ।
288. প্রথম আই.এফ.এ. শীল্ড কোন ভারতীয় দল জয়লাভ করে ?
– মােহনবাগান, ১৯১১ সালে, ইস্ট ইয়র্ক ক্লাবকে ( ২-১ গােলে ) হারিয়ে ।
289. কোলকাতা ফুটবল লীগে মােহনবাগান কবে চ্যাম্পিয়ন হয় ?
– ১৯৩৯ সালে ।
290. প্রথম শীল্ড জয়ী মােহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন ?
– শিবদাস ভাদুড়ী ।
291. প্রথম লীগ জয়ী মােহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন ?
– বিমল মুখার্জী ।
292. কলকাতা ফুটবলে প্রথম হ্যাট্রিক কে করেন ?
– নরম্যান প্রিচার্ড ।
293. মহামেডান স্পাের্টিং ক্লাব কবে তৈরি হয় ?
– ১৮৯১ সালে ।
294. ‘ ডুরান্ড কাপ ’ প্রতিযােগিতা কবে শুরু হয় ?
– ১৮৮৮ সালে ।
295. কোন দল প্রথম ‘ ডুরান্ড কাপ জয়লাভ করে ?
– রয়্যাল স্কট ফুসিলিয়ারী দল এইচ.এল. আইদলকে ২-১ গােলে হারিয়ে জয়লাভ করে ।
296. প্রথম কোন ভারতীয় দল প্রথম ‘ ডুরান্ড কাপ ’ লাভ করে ?
– মােহনবাগান দল ।
297. রােভার্স কাপ ‘ কবে শুরু হয় ?
– ২৮৯১ সালে মুম্বাইতে ।
298. ‘ রােভার্স কাপ ’ প্রথম কে লাভ করে ?
– ফার্স্ট ব্যাটেলিয়ান ওরেস্টার রেজিমেন্ট ১৮৯১ সালে ।
299. রােভার্স কাপে যােগ দেয় প্রথম কোন ভারতীয় ফুটবল দল ?
– মােহনবাগান, ১৯২৩ সালে ।
300. কোন ভারতীয় দল প্রথম বােভার্স কাপ পায় ?
– ১৯৩৭ সালে বাঙ্গালাের মুসলিম দল ।
301. ডি.সি.এম. ট্রফি কবে শুরু হয় ?
– ১৯৪৫ সালে ।
302. ডি.সি.এম. ট্রফি কোন দল প্রথম পায় ?
– নিউ দিল্লি হিরােজ এম.সি. তারা কিংস ইয়ার্কশায়ারকে হারায় ।
303. কোন ভারতীয় দল প্রথম কোলকাতার ফুটবল লীগ জয় করে ?
– মহমেডান স্পাের্টিং ক্লাব ।
304. কোন ভারতীয় দল সর্বপ্রথম একটানা পাঁচবার লীগ জয় করে ?
– কোলকাতা মহামেডান স্পাের্টিং ক্লাব (১৯৩৪) ।
305. কোন ভারতীয় দল সবচেয়ে বেশিবার একটানা লিগ জয় করে ?
– ইস্টবেঙ্গল, ৬ বার (১৯৭০-৭৫) ।
306. কোন ভারতীয় দল অপরাজিত অবস্থায় টানা তিনবার লীগ জয় করে ?
– ইস্টবেঙ্গল (১৯৭০-৭২) ।
307. আই.এফ.এ. শীল্ডফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জেতে কোন দল ? কোন সালে ?
– ১৯০০ সালে ক্যালকাটা ক্লাব ৬-০ গােলে ডালহৌসী কে হারায়, ১৯৭৫ -এ ইষ্টবেঙ্গল ৫-০ গােলে হারায় মােহনবাগানকে | ২০০৯ সালে মােহনবাগান ৫-১ গােলে ইষ্টবেঙ্গলকে হারায় ।
308. সন্তোষ ট্রফি প্রতিযােগিতা কবে শুরু হয় ?
– ১৯৪২ সালে কোলকাতায় ।
309. মহিলা জাতীয় ফুটবল প্রতিযােগিতা কবে থেকে শুরু হয় ?
– ১৯৭৫ সালে ।
310. মেয়েদের, ফেডারেশন কাপ কবে চালু হয় ?
– ১৯৭৯ সালে ।
311. ডা. বি.সি. রায় ট্রফি কবে চালু হয় ?
– ১৯৬২ সালে (জুনিয়র) ।
312. মীর ইকবাল হােসেন ট্রফি কবে চালু হয় ?
– ১৯৭৭ সালে (সাব জুনিয়র) ।
313. সুব্রত মুখার্জী কাপ কবে চালু হয় ?
– ১৯৬০ সালে ।
314. প্রথম এশিয়ান গেমস ফুটবল ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন ?
– শৈলেন মান্না (১৯৫১ সালে) ।
315. মারদেকা ফুটবল আসর কবে শুরু হয় ?
– ১৯৫৭ সালে ।
316. ফুটবলে নেটের ব্যবহার কবে চালু হয় ?
– ১৮৯০-৯১ সালে ।
317. সর্বপ্রথম ফ্লাড লাইটে ফুটবল খেলা কবে হয় ?
-১৯৭৮ সালের ১৪ ই অক্টোবর ।
318. কোন ভারতীয় রেফারি সর্বপ্রথম শীল্ড ফাইনাল খেলিয়েছিলেন ?
– পংকজ গুপ্ত ( ১৯৩৩ ) ।
319. কোন ভারতীয় রেফারি প্রথম ফিফা ব্যাজ ধারণ করেন ?
– প্রতুল চক্রবর্তী ।
320. মারদেকা ফাইনালে প্রথম কোন ভারতীয় রেফারী ম্যাচ পরিচালনা করেন ?
– প্রতুল চক্রবর্তী ।
321. ইডেন গার্ডেনে প্রথম ইস্টবেঙ্গল মােহনবাগান খেলা কবে হয় ?
– ১৯৬৭ সালে ।
322. ১৯৪৭ সালে স্বাধীনতার বছরে লীগ ও শীল্ড চ্যাম্পিয়ান হয় কারা ?
– লীগ মহমেডান স্পাের্টিং ক্লাব, শীল্ড মােহনবাগান স্পাের্টিং ক্লাব ।
323. নেহরু গােল্ড কাপ কবে থেকে শুরু হয় ?
– ১৯৮২ সালে কোলকাতায় ।
324. কোন ভারতীয় ফুটবলার অলিম্পিক আসরে হ্যাটট্রিক করেছেন ?
– নেভিল ডিসুজা ।
325. কোন ভারতীয় ক্লাব ময়দানে প্রথম তাবু করে ?
– ন্যাশনাল ক্লাব ।
326. সরকারি উদ্যোগে কো ভারতীয় ফুটবলারের মূর্তি স্থাপন করা হয় ?
– গােষ্ঠ পালের ।
327. অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণপদক কে পেয়েছিলেন ?
– ট্রিপল জাম্পার জেমস বার্নাড কনােলী (১৮৯৬) ।
328. কোন অলিম্পিকে মহিলা অ্যাথলিটরা যােগ দেয় ?
– ১৯২৮ সালে আমস্টারডার্ম ।
329. এশিয়ার কোন মহিলা প্রথম অলিম্পিকে পুরস্কার পান ?
– ১৯৬৮ সালে চাই চিয়াং ৮০ মিটার হার্ডলস্ – এ ব্রোঞ্জ পদকপান ।
330. ভারতের কোন মহিলা প্রথম অলিম্পিকে পদক পান ?
– কৰ্ণম মালেশ্বরী (ভারত্তোলন) ।
331. বার্কার কাপ কাকে দেওয়া হয় ?
– অলিম্পিকের সেরা বক্সারকে দেওয়া হয় ১৯৩৬ সাল থেকে ।
332. বিশ্বের কোন অ্যাথলিট – এর অলিম্পিক পদক ও রেকর্ড পেশাদারিত্বের অভিযােগে কেড়ে নিয়ে পরে ফেরৎ দেওয়া হয় ?
– পেন্টাথেলন ও ডেকাথেলন । জয়ী জিম থর্ম (১৯১২) । তাঁর মৃত্যুর পঞ্চাশ বছর পর ১৯৮৩ সালে তা ফেরৎ দেওয়া হয় ।
333. কোন অলিম্পিক মহিলা হাইজাম্পারে প্রথম হলেও রৌপ্য পদক পান ?
– বেবী ডিড্রিকসন ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান কোনটি?
- অলিম্পিক গেমস
✨ ফুটবলের জন্ম কোন দেশে? - চীনে
✨ ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে? - ম্যারাডোনাকে
✨ ফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয় কাকে? - পেলেকে
✨ FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে? - ১৯০৪ সালে
✨ ক্রিকেট খেলার জনক কে? - ডব্লিউ জি. গ্রেস
✨ ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে? - ব্রায়ান চার্লস লারাকে
✨ ICC এর সদর দপ্তর কোথায়? - দুবাই
✨ বাংলাদেশ কবে ICC ‘র সহযোগী সদস্যপদ লাভ করে? - ১৯৭৭ সালে
✨ বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি? - হকি
✨ ব্যাডমিন্টন খেলার জন্ম হয় কত সালে? - ১৮৬০ সালে
✨ দাবা খেলার আদি নাম কি? - চতুরঙ্গ
✨ বাংলাদেশের কয়জন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছেন? - ৫ জন
✨ বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? - কাবাডি
✨ কাবাডি খেলার সূচনা কোথায়? - ভারতে
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
১. প্রশ্নঃ ১২তম সাউথ এশিয়ান (SA) গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ-ভারত
২. প্রশ্নঃ ২০১৫ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে?
উত্তরঃ-কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
৩. প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ বিশ্বকাপ ফুটবলের কততম আয়জন?
উত্তরঃ-২১তম
৪. প্রশ্নঃ ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়ার কে?
উত্তরঃ-মাহেলা জয়াবর্ধনে
৫. প্রশ্ন: ২০১৫ কতজন ওয়ানডে ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন?
উত্তরঃ-৬ জন
৬. প্রশ্নঃ প্রথম বাংলাদেশি কোন ক্রীড়াবিদ অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যাতা অর্জন করে?
উত্তরঃ-গলফার সিদ্দিকুর রহমান
৭. প্রশ্নঃ এক বছরে সর্বোচ্চ ছক্কা মারেন কোন খেলোয়াড়?
উত্তরঃ-এ বি ডি ভিলিয়ার্স
৮. প্রশ্নঃ ২০১৫ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে?
উত্তরঃ-ফ্যাবিও লোপেজ (ইতালি)
৯. প্রশ্নঃ টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ-২৪ মার্চ ২০১৬
১০. প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে কে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট লাভ করে?
উত্তরঃ-সাকিব আল হাসান
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান