গবেষণা কাকে বলে?,গবেষণা এর শাব্দিক অর্থ কি?,গবেষণা কত প্রকার ও কি কি?
গবেষণা কাকে বলে?
উত্তর : অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির প্রয়োগকেই গবেষণা বলা হয়। গবেষণা মানেই নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান ৷
গবেষণা এর শাব্দিক অর্থ কি?
উত্তর : গবেষণা এর শাব্দিক অর্থ পুনরায় অনুসন্ধান করা ৷
গবেষণা কত প্রকার ও কি কি?
উত্তর : গবেষণা দুই প্রকার। যথা- (ক) মৌলিক গবেষণা ও (খ) ফলিত গবেষণা ।
তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ কর।
উত্তর : প্রস্তাবনা, ভাষা, চলক ।
তথ্য বিশ্ব বা সমগ্রক কী?
উত্তর : পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তুর সমাহার হলো সমাগ্রহ বা তথ্য বিশ্ব ।
প্র মৌলিক ও ফলিত গবেষণা
মৌলিক গবেষণা কি?
উত্তর : প্রাকৃতিক বিভিন্ন বিষয়াবলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণাকর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলে ।
ফলিত গবেষণা কাকে বলে?
উত্তর : যে গবেষণা বাস্তব কোন সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে ।
One of Business Statistice বইটি কার লেখা?
উত্তর : S. P. Gupta.
সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তর : সামাজিক গবেষণা পদ্ধতি প্রধানত ২ প্রকার : যথা- ১. পূর্ব পরীক্ষণ ও ২.পরীক্ষণ পদ্ধতি।
সামাজিক জরিপের ২টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : ১. এটি সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি যার দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করা হয়। ২. এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধত্বশীল অংশ অথবা সমগ্রক উভয়কেই অনুসন্ধানে সক্ষম ।
The Social Work Dictionary বইটি কার লেখা?
উত্তর : The Social Work Dictionary বইটি Robert L. Barker.
পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তর : যখন কতিপয় উপাদান যত্নসহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তাকে পরীক্ষণ পদ্ধতি বলে ।
পরীক্ষামূলক গবেষণা কি?
উত্তর : যখন কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা যাচাই করা হয় তাকে পরীক্ষামূলক গবেষণা বলে।
কেস স্টাডি পদ্ধতি কি?
উত্তর : কোনো একটি সামাজিক একক যেমন- কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধ্যানকে case study বা ঘটনা অনুধ্যান পদ্ধতি বলা হয়।
কেস স্টাডি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : কেস স্টাডি বর্তমানে ঘটনা অনুধ্যান পদ্ধতি নামে পরিচিত।
কেস স্টাডির ধাপ কয়টি? উত্তর : কেস স্টাডির ধাপ ৪টি।