গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা এক সাথে

  • দানবীর হিসাবে খ্যাত হাজী মুহাম্মদ মহসীন এর জন্ম–১৭৩২ সালে, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।
  • ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন– হাজী শরিয়তউল্লাহ, পরবর্তীতে তাঁর ছেলে দুদু মিয়া যিনি ঘােষণা করেছিলেন— “জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থি।
  • ব্রিটিশ বিরােধী সশস্ত্র আন্দোলনে প্রথম শহীদ বাঙ্গালি— তিতুমীর।
  • তিতুমীরের প্রকৃত নাম— সৈয়দ মীর নিসার আলী।
  • তিতুমীরের আন্দোলন সংঘটিত হয়— নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা কেন্দ্র করে।
  • বাঁশের কেল্লা ধ্বংস হয় ও তিতুমীর শহীদ হন ১৮৩১ সালে।।
  • উপমহাদেশে সর্বপ্রথম রেল যােগাযােগ(১৮৫৩)চালু করেন— লর্ড ডালহৌসী।
  • সিপাহী বিদ্রোহ হয়- ১৮৫৭ সালে।
  • পরের বছর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায়।
  • নীল বিদ্রোহের অবসান ঘটে—১৮৬০ সালে। বঙ্গভঙ্গ হয়— ১৯০৫ সালে, রদ হয়-১৯১১ সালে।
  • পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।

প্রতিষ্ঠাতা

ব্রাহ্মসমাজ → রাজা রামমােহন রায়।
মােহামেডান লিটারেরি সােসাইটি → নওয়াব আবদুল লতিফ
আলীগড় আন্দোলন → স্যার সৈয়দ আহমদ খান
কংগ্রেস → এ্যালান অক্টোভিয়ান হিউম
অসহযােগ আন্দোলন → মােহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)
দ্বি-জাতি তত্ত্ব → মুহাম্মদ আলী জিন্নাহ

  • ‘মহাত্মা’ উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • লাহাের প্রস্তাব ঘােষণা করেন এ. কে ফজলুল হক (১৯৪০ সালে ২৩ মার্চ)।
  • কংগ্রেস—১৮৮৫ এবং মুসলীম লীগ—১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
  • ভারত শাসন আইন–১৯৩৫, ক্রিপস মিশন— ১৯৪২, মাউন্টব্যাটেন পরিকল্পনা—১৯৪৭।

বাংলায় ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত বিভিন্ন আইনী সংস্কার পদক্ষেপ

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

শাসকপদক্ষেপসাল
লর্ড ক্লাইভদ্বৈত শাসন ব্যবস্থা১৭৬৫
লর্ড কর্ণওয়ালিসচিরস্থায়ী বন্দোবস্ত১৭৯৩
উইলিয়াম বেন্টিঙ্কসতীদাহ প্রথা নিষিদ্ধ১৮২৯
লর্ড কার্জনবঙ্গভঙ্গ১৯০৫
লর্ড হার্ডিঞ্জবঙ্গভঙ্গ রদ১৯১১
লর্ড মিন্টোমর্লি-মিন্টোর সংস্কার আইন১৯০৯
লর্ড চেমসফোর্ডমন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন১৯১৯
লর্ড উইলিংডনভারত শাসন আইন১৯৩৫
লর্ড লিনলিথগােক্রিপস মিশন১৯৪২
লর্ড ওয়াভেলক্যাবিনেট মিশন১৯৪৬
লর্ড মাউন্টব্যাটেনভারত স্বাধীনতা আইন১৯৪৭

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা

নামসময়কাল
ওয়ারেন হেস্টিংস১৭৭৪-১৭৮৬
লর্ড কর্ণওয়ালিস১৭৮৬-১৭৯৩
লর্ড ওয়েলেসলি১৭৯৩-১৮০৫
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক১৮২৮-১৮৩৫
লর্ড অকল্যান্ড ও লর্ড এলেনবরা১৮৩৬-১৮৪৪
লর্ড ডালহৌসি১৮৪৮-১৮৫৬
লর্ড ক্যানিং (শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়)১৮৫৬-১৮৬২
লর্ড লিটন১৮৭৬-১৮৮০
লর্ড রিপন১৮৮০-১৮৮৪
লর্ড কার্জন১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো১৯০৫-১৯১০
লর্ড হার্ডিঞ্জ১৯১০-১৯১৬
লর্ড চেমসফোর্ড১৯১৬-১৯২১
লর্ড মাউন্টব্যাটেনমার্চ ১৯৪৭-আগস্ট ৪৭

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমাস বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

গণিত

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বীজগাণিতিক মান নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment