- দানবীর হিসাবে খ্যাত হাজী মুহাম্মদ মহসীন এর জন্ম–১৭৩২ সালে, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।
- ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন– হাজী শরিয়তউল্লাহ, পরবর্তীতে তাঁর ছেলে দুদু মিয়া যিনি ঘােষণা করেছিলেন— “জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থি।
- ব্রিটিশ বিরােধী সশস্ত্র আন্দোলনে প্রথম শহীদ বাঙ্গালি— তিতুমীর।
- তিতুমীরের প্রকৃত নাম— সৈয়দ মীর নিসার আলী।
- তিতুমীরের আন্দোলন সংঘটিত হয়— নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা কেন্দ্র করে।
- বাঁশের কেল্লা ধ্বংস হয় ও তিতুমীর শহীদ হন ১৮৩১ সালে।।
- উপমহাদেশে সর্বপ্রথম রেল যােগাযােগ(১৮৫৩)চালু করেন— লর্ড ডালহৌসী।
- সিপাহী বিদ্রোহ হয়- ১৮৫৭ সালে।
- পরের বছর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায়।
- নীল বিদ্রোহের অবসান ঘটে—১৮৬০ সালে। বঙ্গভঙ্গ হয়— ১৯০৫ সালে, রদ হয়-১৯১১ সালে।
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
প্রতিষ্ঠাতা
ব্রাহ্মসমাজ → রাজা রামমােহন রায়।
মােহামেডান লিটারেরি সােসাইটি → নওয়াব আবদুল লতিফ
আলীগড় আন্দোলন → স্যার সৈয়দ আহমদ খান
কংগ্রেস → এ্যালান অক্টোভিয়ান হিউম
অসহযােগ আন্দোলন → মােহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)
দ্বি-জাতি তত্ত্ব → মুহাম্মদ আলী জিন্নাহ
- ‘মহাত্মা’ উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- লাহাের প্রস্তাব ঘােষণা করেন এ. কে ফজলুল হক (১৯৪০ সালে ২৩ মার্চ)।
- কংগ্রেস—১৮৮৫ এবং মুসলীম লীগ—১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- ভারত শাসন আইন–১৯৩৫, ক্রিপস মিশন— ১৯৪২, মাউন্টব্যাটেন পরিকল্পনা—১৯৪৭।
বাংলায় ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত বিভিন্ন আইনী সংস্কার পদক্ষেপ
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
শাসক | পদক্ষেপ | সাল |
লর্ড ক্লাইভ | দ্বৈত শাসন ব্যবস্থা | ১৭৬৫ |
লর্ড কর্ণওয়ালিস | চিরস্থায়ী বন্দোবস্ত | ১৭৯৩ |
উইলিয়াম বেন্টিঙ্ক | সতীদাহ প্রথা নিষিদ্ধ | ১৮২৯ |
লর্ড কার্জন | বঙ্গভঙ্গ | ১৯০৫ |
লর্ড হার্ডিঞ্জ | বঙ্গভঙ্গ রদ | ১৯১১ |
লর্ড মিন্টো | মর্লি-মিন্টোর সংস্কার আইন | ১৯০৯ |
লর্ড চেমসফোর্ড | মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন | ১৯১৯ |
লর্ড উইলিংডন | ভারত শাসন আইন | ১৯৩৫ |
লর্ড লিনলিথগাে | ক্রিপস মিশন | ১৯৪২ |
লর্ড ওয়াভেল | ক্যাবিনেট মিশন | ১৯৪৬ |
লর্ড মাউন্টব্যাটেন | ভারত স্বাধীনতা আইন | ১৯৪৭ |
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা
নাম | সময়কাল |
ওয়ারেন হেস্টিংস | ১৭৭৪-১৭৮৬ |
লর্ড কর্ণওয়ালিস | ১৭৮৬-১৭৯৩ |
লর্ড ওয়েলেসলি | ১৭৯৩-১৮০৫ |
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | ১৮২৮-১৮৩৫ |
লর্ড অকল্যান্ড ও লর্ড এলেনবরা | ১৮৩৬-১৮৪৪ |
লর্ড ডালহৌসি | ১৮৪৮-১৮৫৬ |
লর্ড ক্যানিং (শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়) | ১৮৫৬-১৮৬২ |
লর্ড লিটন | ১৮৭৬-১৮৮০ |
লর্ড রিপন | ১৮৮০-১৮৮৪ |
লর্ড কার্জন | ১৮৯৯-১৯০৫ |
লর্ড মিন্টো | ১৯০৫-১৯১০ |
লর্ড হার্ডিঞ্জ | ১৯১০-১৯১৬ |
লর্ড চেমসফোর্ড | ১৯১৬-১৯২১ |
লর্ড মাউন্টব্যাটেন | মার্চ ১৯৪৭-আগস্ট ৪৭ |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান