গুরুত্বপূর্ণ ৩৫টা প্রশ্নোত্তর

গুরুত্বপূর্ণ৩৫টাপ্রশ্নত্তোরঃ

লাহোর প্রস্তাব কবে পেশ করা হয় :- ২৩মার্চ,১৯৪০
২. বাংলার প্রথম মুখ্যমন্ত্রি/ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রি কে? :- এ,কে, ফজলুল হক।
(শেষ মুখ্যমন্ত্রি :- হোসেন শহিদ সোহরাওয়ার্দী)

৩. বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় :- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)

৪. ভারতের সর্বশেষ গভর্নর / স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল :- লর্ড মাউন্টব্যাটেন।

৫. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন :-
ধীরেন্দ্রনাথ দত্ত( ২৩ ফেব্রুয়ারা, ১৯৪৮)

৬. “সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” – কবে গঠিত হয় :- ৩০ জানুয়ারি, ১৯৫২।

৭. ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কতভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা :- ৫৬%

৮. বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্টিত হয় :-
২৩জুন,১৯৪৯।

৯. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে :-
৩ এপ্রিল, ১৯৫৪। (গঠিত হয় ৪ ডিসেম্বর ১৯৫৩)

১০. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল :- ‘বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা’

১১. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কয়টি লাভ করে :- ২২৩টি।

১২. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক :- নৌকা

১৩. আওয়ামীলীগের প্রতিষ্টাকালীনস
ময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন :-যুগ্ন সম্পাদক

১৪. পাকিস্তানের শাসনতন্ত্র/ সংবিধান কার্যকর হয় :- ২৩মার্চ,১৯৫৬

১৬. পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয় :-
২৩ মার্চ/১৯৫৬।

১৭. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় :- ২৩ মার্চ,১৯৫৬

১৮. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় :- ৭অক্টোবর , ১৯৫৮,

১৯. কেন্দ্রীয় শহিদ মিনার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয় :- ২৩ ফেব্রুয়ারি,১৯৫২।

২০. ঐতিহাসিক ৬ দফা কে, কবে, কোথায় ঘোষণা করেন? :- ৫ফেব্রুয়ারি ১৯৬৬, শেখমুজিবুর রহমান, লাহোরে।

২১. ৬দফার প্রথম দফা কি ছিল:- স্বায়ত্তশাসন।

২২. আগড়তলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় :-
৩ জানুয়ারি, ১৯৬৮, ২৩. আগড়তলা ষড়যন্ত্র মামলার মোট আসামী কতজন :- ৩৫ ( প্রধান আসামী শেখ মুজিবুর রহমানসহ)

২৪. আগড়তলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল :- “রাষ্ট্রদোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য “

২৫. আগড়তলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় :- ২২ফেব্রুয়ারি, ১৯৬৯

২৬. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়? :- ২৩ফেব্রুয়ারি,১৯৬৯। (রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ

Leave a Comment