বিষয়: ঘরে বসেই Parts of Speech শিখুন এক বাক্যে সকল parts of speech,Parts of Speech নিয়োগ পরীক্ষায় প্রশ্ন
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।
Every single word we use in a sentence is called a Part of Speech.
Example:
- Karim is a good boy.
- He goes to school
- Ashik eats Rice.
১ নং বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.
ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।
Definition (2):
Words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes, called parts of speech.
বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।
Example:
- Do not run in the sun.
- Walking is the best exercise.
- He went to school.
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।
Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।
Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।
Parts of Speech এর প্রকারভেদঃ
There are eight types of parts of speech according to their functions in a sentence.
- Noun (বিশেষ্য)
- Pronoun (সর্বনাম)
- Adjective (নাম বিশেষণ)
- Verb (ক্রীয়া বা কাজ)
- Adverb (ক্রীয়া বিশেষণ)
- Preposition (পদান্বয়ী অব্যয়)
- Conjunction (সংযোজক অব্যয়)
- Interjection (আবেগ সূচক অব্যয়)
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.
Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.
Example:
- Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
- Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
- Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)
Nouns are classified into five types. These are:
- Proper Noun (নাম বাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Pronoun (সর্বনাম):
সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
The word which we use instead of Noun is called Pronoun.
Example:
- Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
- He goes to school every day.
- We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।
Adjective (নাম বিশেষণ):
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. It describes about nouns or pronouns.
Example:
- Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
- He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
- Safi is (Noun এর অবস্থা বুঝাচ্ছে)
Verb (ক্রিয়া বা কাজ):
Verb is an important part of speech. Without verb no sentence can be formed. It shows a physical or mental action. Verb always believes in doings and actions.
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.
Example:
- We play cricket.
- He writes a letter.
- He gave me a glass of water.
Adverb (ক্রিয়া বিশেষণ):
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
The word that usually modifies the verb, adjective or other adverb is known as an adverb.
Example:
- He asked my name gently.
- She walks slowly.
- She bought a very long dress.
Preposition (পদান্বয়ী অব্যয়):
Preposition defines the relationship between noun or pronoun with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.
Example:
- The book is on the table.
- Rahim is hiding behind the tree.
- The girl brought a letter for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।
Conjunction (সংযোজক অব্যয়):
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Usually, a conjunction joins the word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.
Example:
- Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
- Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
- She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)
Interjection (আবেগসূচক অব্যয়):
It expresses strong feelings, emotions and sudden changes of mind. It may be sudden happiness or sadness.
Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.
Example:
- Alas! Her father is dead.
- Hurrah! We’ve won the game.
- Oh! What a beautiful girl she is!
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
Noun কাকে বলে? Noun কত প্রকার? ও কি কি? Noun এর অবস্থান।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গ্রামার। আজকের আলোচনার বিষয় হলো Noun.
আজকে আমরা শিখবো Noun কাকে বলে? এবং গুরুত্বপূর্ণ ৫ প্রকারের Noun গুলো।
Noun কাকে বলে?
Noun: সাধারণত যে কোন কিছুর নাম কে Noun বলে। যেমনঃ Flower, Man, Cow, Beauty, Police, Army, Earth ইত্যাদি।
Noun কত প্রকারঃ
Noun প্রধানত ২ প্রকার। এগুলো কি কি?
১। Concrete Noun ও ২। Abstract Noun.
Concrete Noun কাকে বলে?
Concrete Noun: (যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমান/পরিমাপ করা যায়- এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য)। Concrete Noun চার প্রকার। Proper Noun, Common Noun, Collective Noun এবং Material Noun
Abstract Noun কাকে বলে?
Abstract Noun : (যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমান/পরিমাপ করা যায় না- এক কথায় অনুভব করতে হয়। )
এক নজরে আলোচনার বিষয়বস্তু গুলোঃ
- Proper Noun (নাম বাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Proper Noun কাকে বলে?
যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান, ঘটনা বা প্রতিষ্ঠানের নাম বোঝায়, তাকে Proper Noun বলে।
Example:
Sumon does not like to play football. এই বাক্যে Sumon একজন ব্যক্তির নাম।
Saudi Arabia is a Muslim country. এখানে সৌদি আরব একটি দেশের নাম।
Gold is very valuable. সোনা একটি বস্তুর নাম।
Proper Noun চেনার উপায়ঃ
১। Proper Noun এর প্রথম অক্ষর capital হবে। Dhaka is the capital of Bangladesh.
২। Proper Noun এর আগে The হবে না। Shamim passed the exam.
৩। Proper Noun Plural হবে না। Karim runs in the field.
Common Noun কাকে বলে?
যখন কোন Noun একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Boy, Girl, Student, City, Book, Dog, Flower etc.
Example:
Shamima is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
The Cow is a helpful animal. ( Cow দ্বারা সকল জাতীয় গরুকে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন গরু হতে পারে।)
I love flower ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)
Common Noun চেনার উপায়ঃ
বাক্যে ৩ ভাবে Common Noun বসে।
১। A + noun সহকারে বাক্যের প্রথমে বসে। A dog is a faithful animal.
২। Plural সহকারে বাক্যে প্রথমে বসে। Boys are playing in the field.
৩। The + Noun সহকারে বাক্যের শুরুতে বসে। The dog is a faithful animal.
A Complete (A-Z) Guide to Your English Journey
Collective Noun কাকে বলে?
Collective Noun দ্বারা একজাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। অর্থাৎ পৃথক পৃথক না বুঝিয়ে অবিভক্ত ভাবে তাদের দল/গ্রুপ কে বুঝায়। যেমন, Team, Army, Class, Family, Orchestra etc.
Example:
Our team played the match well yesterday. (Team দ্বারা খেলোয়াড়দের গ্রুপ কে বুঝানো হয়েছে)
Bangladeshi Army is doing a great job in UN mission. (Army দ্বারা সেনা সদস্যদের দল কে বুঝানো হয়েছে)
Our class had a trip to Sea beach last week. (Class দ্বারা ছাত্রছাত্রীদের বুঝানো হয়েছে)
Collective Noun চেনার উপায়ঃ
১। Collective Noun দ্বারা একজাতীয়/সমজাতীয় ব্যাক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায়।
২। Collective Noun আকারে Singular হলেও Verb Singular বা Plural হতে পারে, নিচে Note-এ আলোচনা করা হলো।
৩। Collective Noun এর পূর্বে Article বসতেও পারে আবার নাও বসতে পারে।
Note:
The team is playing very well. (অবিভক্ত Team কে বুঝানো হচ্ছে তাই Verb singular)
The team are going their home. (Team ভেঙ্গে আলাদা আলাদা হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে। বিভক্ত হয়ে গেছে তাই Verb plural হয়েছে। )
Material Noun কাকে বলে?
যে Noun শুধুমাত্র ওজন দ্বারা পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নামকে Material Noun বলে। যেমন, Rice, Water, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
Example:
You can buy gold for your sister.
I need to buy some rice.
Cotton dress is my favorite cloth
Material Noun চেনার উপায়ঃ
* এটি গননা করা যায় না + এটি ওজন করে পরিমাণ/পরিমাপ করতে হবে + এটি Plural হবে না + এই Noun এর আগে আর্টিক্যাল The হবে না।
কোনটা Material Noun এবং কোনটা Common Noun? কিভাবে চিনবেন?
মাদার বস্তুটি হবে Material Noun এবং Child বস্তুটি হবে Common Noun.
যেমনঃ
মাদার=Gold= Material Noun
Child= Gold এর ring, necklace এগুলো হলো Common Noun
মাদার=Wood= Material Noun
Child= Chair, table, door etc = Common Noun.
Abstract Noun কাকে বলে?
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর দোষ, গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে।
এসব Noun কে দেখা যায় না, ছোঁয়া যায় না, ব্যহ্যিক কোন আকার আকৃতি নেই, স্পর্শ করা যায় না, কোন গন্ধ পাওয়া যায় না। শুধু অনুভব করতে হয় এই ধরনের Noun কে Abstract Noun বলে। যেমনঃ Freedom, happiness, liberty, anger, kindness, love, beauty, ইত্যাদি।
Example:
His love for me cannot be denied.
His kindness is his real beauty.
Her beauty makes me charmed.
Noun এর অবস্থান:
Noun এর অবস্থান ৪টি অর্থাৎ Sentence-এ Noun চার জায়গায় থাকে। যেমনঃ
১। Subject হিসেবেঃ Dhaka is the capital of Bangladesh
২। Verb-এর object হিসেবেঃ I eat a Mango.
৩। Preposition এর object হিসেবেঃ I took Physics instead of Chemistry.
৪। Possesive-এর পরঃ I like your laptop.
Noun চেনার উপায়
শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Noun চেনা যায় :
(-tion, -ment, -ness, -hood, -dom, -ship, -th, -ity,-gy, -phy, -my, -ure, -cy, -tude, -mony, -nce, – age, -er, -or, -sion, -ist, -ee, -ism)
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি?
Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় এমন শব্দকে Pronoun বলে।
যেমন: I, We, He, She, They, It ইত্যাদি।
প্রকারভেদ: প্রায় ৯ প্রকারের pronoun দেখা যায়।
1.Personal Pronoun
2.Demonstrative Pronoun
3.Interrogative Pronoun
4.Indefinite Pronoun
5.Possessive Pronoun
6.Reciprocal Pronoun
7.Relative Pronoun
8.Reflexive Pronoun
9.Intensive Pronoun
আসুন এখন বিস্তারিত জেনে নিই
1. Personal pronoun কাকে বলে?
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Personal pronoun বলে।
যেমন: I, We, You, He, She, It, This ইত্যাদি।
Personal Pronoun আবার ২ প্রকার। 1. Subject Pronouns. 2. Object Pronouns.
i. Subject Pronouns কাকে বলে?
যে Pronoun গুলো কোন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত সেগুলোকে Subject Pronouns বলে।যেমন:
I know the boy.
We are friends.
He is a brilliant student ইত্যাদি।
ii. Object Pronouns কাকে বলে?
যে Pronoun গুলো বাক্যে Object হিসাবে বসে সেগুলোকে Object Pronouns বলে।
যেমন: We like him. I know her. ইত্যাদি। এখানে him, her হল Object Pronouns.
2. Demonstrative pronoun কাকে বলে?
যে Pronoun গুলো Noun এর আগে বসে উহার, এটি, ওটি, এগুলো ইত্যাদি নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে।
যেমন: this, that, These, those, such ইত্যাদি।
Examples:
This is my book.
That was my laptop.
These are my toys.
Those are our cats.
3. Interrogative pronoun কাকে বলে?
যে Pronoun গুলো দিয়ে প্রশ্ন করা হয় সে Pronoun গুলোকে Interrogative Pronoun বলে। যেমন: Which, Who, What, Whose, Whom ইত্যাদি।
Examples:
Which of these pen will you buy?
Whom are you calling?
Who came last in the class.
4. Indefinite pronoun কাকে বলে?
যে Pronoun দ্বারা বিশেষ কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোন ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তখন তাকে Indefinite Pronoun বলে । যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
5. Possessive pronouns কাকে বলে?
কোন মালিকানা বা অধিকার বুঝাতে যে Pronoun বসে তাকে Possessive Pronoun বলে। কোন ব্যাক্তি, বস্তু বা জিনিষ অধিকারে আছে এমন Noun এর পরিবর্তে Possessive Pronoun বসে ।
যেমন: This is my pen = This is mine
এখানে My pen এর পরিবর্তে mine
আরো কিছু উদাহরণ: mine, ours, yours, hers, his, its, and theirs ইত্যাদি।
6. Reciprocal pronouns কাকে বলে?
যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক/পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে । যেমন : Each other, One another ইত্যাদি হল Reciprocal Pronoun.
7. Relative pronouns কাকে বলে?
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ঐ একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সে Pronoun কে Relative Pronoun বলে।অন্যকথায়, Relative Pronoun গুলো দুটি Clause কে যুক্ত করে।
যেমন: I know the manwhom you love. (এখান Whom– relative pronoun টি The man এর পরে বসে আবার the man কে নির্দেশ করুছে। তাই এটি Relative Pronoun)
আরো কিছু Relative Pronoun: which, whose, who, That, whom, where ইত্যাদি।
8. Reflexive pronouns কাকে বলে?
Personal Pronoun এর সংগে self বা selves যুক্ত হয়ে এই Pronoun টি Object হিসেবে কাজ করে একই সাথে Subject কেও নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে।
যেমন: He killed himself (He হলো personal pronoun, এর সাথে self যুক্ত হয়ে object এর স্থানে আছে এবং একই সাথে Subject কেও নির্দেশ করছে।)
আরো কিছু Reflexive Pronouns: Himself, myself, herself, themselves ইত্যাদি।
9. Intensive pronouns কাকে বলে?
অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য যে সকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।
যেমন: Himself, myself, herself, themselves ইত্যাদি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Adjective এর ব্যবহার
যে সকল Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে। আর্টিকেলটি পড়তে থাকুন আমাদের eBook লিংক পেয়ে যাবেন।
Examples:
- He is a bad boy.(Pronoun এর দোষ)
- Salma is a beautiful girl. (এখানে beautiful দ্বারা Noun এর গুন বুঝাচ্ছে।)
- Sadia is happy (Noun এর অবস্থা)
- They have five houses.(এখানে Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
- We need one litre milk daily. (Noun এর পরিমাণ বোঝাচ্ছে)
তাই, Bad, beautiful, happy, five, one, litre ইত্যাদি word গুলো Adjective.
Adjective এর প্রকারভেদঃ
- Descriptive Adjective
- Adjective of Number
- Quantitative Adjective
- Demonstrative Adjective
- Possessive Adjective
- Interrogative Adjective
- Distributive Adjective
Descriptive/Qualitative adjective/Adjective of quality এর ব্যবহার
Descriptive adjective দিয়ে সাধারণত Noun বা pronoun-এর কোয়ালিটি বা গুন বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে।
Examples:
- He is an industrious boy.
- It is a nice flower garden.
- Bird’s singing is charming.
More adjective: great, good, bad, beautiful, nice ইত্যাদি।
Adjective of Number এর ব্যবহার
Nounবা Pronoun-এর ক্রম বা সংখ্যা প্রকাশ করতে বা নির্দেশ করতে এই Adjective of Number ব্যবহার করা হয়
Examples:
- I kept the pen in the first desk (ক্রম বুঝাচ্ছে)
- He bought four pens yesterday (সংখ্যা বুঝাচ্ছে)
More: Two, Three, Four, Seven, First, Second, Third, Fourth, Fifth, Single, Double, Trifle etc
Adjective of Quantity/Quantitative Adjectiveএর ব্যবহারঃ
Noun বা Pronoun-এর পরিমাণ বোঝাতে Quantitative Adjective ব্যবহার করা হয়।
Examples:
- Give me some water. (আমাকে কিছু পানি দাও)
- I have enough time to do this work. ( কাজটি করার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে)
- There is a little milk in the glass. (গ্লাসে সামান্য পরিমাণ দুধ আছে)
More: Some, enough, many, much, whole, sufficient, all, none, nothing, half, more, less etc
Demonstrative Adjective এর ব্যবহার
কোন Noun বা Pronoun কে নির্দিষ্ট করে বোঝাতে এই Adjective ব্যবহার করা হয়।
Examples:
- This is my pen. (এটা আমার কলম)
- These mangoes are very tasty. (এই আম গুলো অনেক মিষ্টি)
- That is your room. ( ওইটি তোমার রুম)
More: This, that, these, those etc
Possessive Adjective এর ব্যবহার
মালিকানা বা নিজস্ব কোন কিছু/সম্পদ বোঝাতে Possessive Adjective ব্যবহার করা হয়।
Examples:
- I live in their house. (আমি তাদের বাড়িতে বাস করি)
- Sabrina has lost her phone. ( সাবরিনা তার মোবাইল হারিয়ে ফেলেছে)
More: My, our, your, their, his, her, its etc
Interrogative Adjective এর ব্যবহার
সাধারণত Noun বা Pronoun কে প্রশ্ন করতে Interrogative Adjective ব্যবহার করা হয়।
Examples:
- What game do you like most? (তুমি কোন গেম সবচেয়ে বেশি পছন্দ করো?)
- Which college do you study in? ( তুমি কোন কলেজে পড়াশোনা করো?)
- Whose pen is this?( ইহা কার কলম?)
More: What, Which, Whose এগুলো Interrogative Adjective.
Distributive Adjective এর ব্যবহার
কোন গ্রুপে কাউকে বা কোন কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Distributive Adjective ব্যবহার করা হয়।
Examples:
- Each of the boys will participate in the competition. ( প্রত্যেক বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে)
- Any of them can drive my car. ( তাদের যে কেউ আমার গাড়িটি চালাতে পারবে)
- Every person needs to be educated. ( প্রত্যেক ব্যক্তিকে শিক্ষিত হতে হবে)
Degree of Adjective
Adjective of Degree তিন প্রকারঃ
- Positive
- Comparative
- Superlative
Positive Degree এর ব্যবহার
Positive ডিগ্রী দ্বারা কোন তুলনা করা বোঝায় না বরং এই Positive Degree দ্বারা সাধারণত কোন Noun বা pronoun এর দোষ গুণ বর্ণনা করে।
Examples:
- He is an intelligent boy. (সে একজন বুদ্ধিমান বালক)
- It is a beautiful house (ইহা একটি সুন্দর বাড়ি)
- Salman is tall ( সালমান লম্বা )
Or,
- Sadia is as intelligent as nadia. (সাদিয়া নাদিয়ার মতোই বুদ্ধিমতী)
- My house is as beautiful as your house. (আমার বাড়ি তোমার বাড়ির মত সুন্দর)
- Raihan is so tall as rahat. (রায়হান রাহাতের মতই লম্বা)
Be careful: এখানে এই বাক্যগুলোতে সাদিয়া এবং নাদিয়ার সাথে, My house এবং Your house এর সাথে, Salman এবং Rahat এর মধ্যে কোন তুলনা বোঝাচ্ছে না বরং উভয়ে এক-ই গুনের অধিকারী বোঝাচ্ছে।
Comparative degree এর ব্যবহারঃ
দুইটি জিনিস বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে Comparative Degree/Comparative Adjective ব্যবহার করা হয়
Examples:
- Sifat is better than Rifat (রিফাত এর চেয়ে সিফাত ভালো)
- Saima is more beautiful than Naima (সায়মা নাইমার চেয়ে অনেক সুন্দরী)
- Kabir is taller than Sabbir (কবির সাব্বির এর চেয়ে লম্বা)
Superlative Degree এর ব্যবহার
দুইয়ের অধিক ব্যক্তি/বস্তুর মধ্যে তুলনা করতে Superlative Adjective ব্যবহার করা হয় এই Adjective দ্বারা সাধারণত সবচেয়ে ভালো/সবচেয়ে খারাপ/সবচেয়ে কম/সবচেয়ে বেশি/সবচেয়ে বড়/সবচেয়ে ছোট ইত্যাদি প্রকাশ করা হয়।
Examples:
- He is the best boy in our class. (আমাদের ক্লাসে সে সবচেয়ে ভালো ছেলে)
- She is the most beautiful girl in our village. ( সে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে)
- Mr Barkat Ali is the oldest person in this area. ( জনাব বরকত আলী আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ)
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?
Adverb ( ক্রিয়া – বিশেষণ)
সংজ্ঞা: Adverb কোন verb , adjective বা অন্য Adverb কে modify করে। আবার ইহা একটি sentence কেও modify করতে পারে।
প্রকারভেদ: Adverb এর ব্যবহার অনুযায়ী উহাকে প্রধানতঃ তিন ভাগে ভাগ করা যায় ।
1. Simple Adverb
2. Interrogative Adverb
3. Conjunctive Adverb
Simple Adverb কাকে বলে?
যে adverb দ্বারা সরাসরি কোন শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বুঝায় তাকে Simple Adverb.
যেমনঃ He went early. You can run fast.
Interrogative Adverb কাকে বলে?
যে adverb দ্বারা কিছু জিজ্ঞাসা করা বুঝায় তাকে Interrogative Adverb বলে।
Example: What are you doing? How old are you?
Conjunctive Adverb কাকে বলে?
যে adverb দ্বারা Conjunctive এর সংযোগ বা সমন্বয় বুঝায় তাকে Conjunction Adverb বলে।
অর্থ অনুযায়ী Simple Adverb কে আবার সাত ভাগে ভাগ করা যায়ঃ
1. Adverb of time
2. Adverb of place
3. Adverb of manner of Quality
4. Adverb of degree or Number
5. adverb of order
6. Adverb of cause and effect
7. Adverb of Affirmation and negation
Adverb of time কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে। যেমনঃ today , now , early , when , daily ইত্যাদি। I am taking my dinner now.
Adverb of place কাকে বলে:
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার স্থান বা জায়গাকে নির্দেশ করে। যেমনঃ far , near , above , below ইত্যাদি। I live near his house.
Adverb of manner of Quality কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পদ্ধতি বা ধরণকে নির্দেশ করে। যেমনঃ Slowly , Calmly , quickly , highly ইত্যাদি। He came here suddenly and quickly.
Adverb of degree or Number কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পরিমাণ, মাত্রা ও সংখ্যাকে নির্দেশ করে। যেমনঃ very, too, much, Once, secondly, again ইত্যাদি।I have become very tired now after running 5 kilometres.
Adverb of order কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার পর্যায়কে নির্দেশ করে। যেমনঃ firstly, secondly, thirdly, finally ইত্যাদি।Firstly I will go there secondly I will ask him why he did not come to the party.
Adverb of cause and effect কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে। যেমনঃ why, as, yet, so ইত্যাদি। He was sick so he could not do his duty.
Adverb of Affirmation and negation কাকে বলে?
এ Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার হাঁ বোধক বা না বোধক অবস্থা বা কাজ সম্পন্ন সম্পর্কিত সন্দেহ বা নিশ্চয়তা অবস্থা নির্দেশ করে। যেমনঃ yes, no, not, never, truly ইত্যাদি। I will never talk to him anymore…
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Conjunction কাকে বলে? Conjunction কত প্রকার ও কি কি?
Conjunction (সংযোজন অব্যয় ) : Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন : and, or, but, yet ইত্যাদি।
Conjunction কত প্রকার ও কি কি?
Conjunction প্রধানতঃ তিন প্রকারের হয়।
i.Coordinating Conjunction.
ii.Subordinating Conjunction.
iii.Correlative Conjunction.
1. Coordinating conjunction কাকে বলে?
যে conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন Sentence বা clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে । এ conjunction কে coordinator ও বলা হয় ।
যেমন: and, such as, so, nor, for, but, or, yet etc.
Examples:
He is poor. He is honest.
With coordinating Conjunction: He is poor and he is honest
2. Subordinating Conjunction কাকে বলে?
Subordinating Conjunction: যে conjunction ১টি subordinate কে ১টি main clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে ।
যেমন: So that, before, until, unless ইত্যাদি।
Examples:
I am studying hard so that I can pass the exam.
3. Correlative Conjunction কাকে বলে?
যে conjunction গুলো জোড়া শব্দ, যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত words, phrases বা clauses কে যুক্ত করে তাদেরকে correlative conjunction বলে। যেমন: Whether…or, either…or, neither…nor, not only…but also, both…and.
Examples:
Suma is not only beautify but also meritorious.
Neither he nor I did broke the glass.
She is both beautiful and talent.
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?
Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?
যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে।
যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি।
Types of Interjections: ৬ ধরণের interjections দেখা যায়।
1. Interjections for Greeting
2. Interjections for Joy
3. Interjections for Approval
4. Interjections for Surprise
5. Interjections for Grief/Pain
6.Interjections for Attention
1. Interjections for Greeting: কাউকে সম্বোধন করে ডাকার জন্য বা মনোযোগ আকর্ষণ করে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for greeting বলে ।
যেমন: Hello!, Hey!, Hi! ইত্যাদি।
2. Interjections for Joy: হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দ বা সুখ প্রকাশে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for joy বলে ।
যেমন: Wow! , Yippee!, Hurray! ইত্যাদি।
3. Interjections for Approval: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে interjections for approval বলে ।
যেমন: Well done!, Bravo!, Brilliant!, Splendid! ইত্যাদি।
4. interjection for surprise: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় প্রকাশ করা হয় তাকে interjection for surprise বলে।
যেমন: Ah!, What!, Eh!, Oh!, Hey! ইত্যাদি।
5. interjection for grief/pain: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।
যেমন: Alas!, Oh!, Ouch!, Ah! ইত্যাদি।
6. Interjection for attention: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনোকিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে interjection for attention বলে।
যেমন: Behold!, Look!, Hush!, Listen! ইত্যাদি।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
গত কয়েক বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন (প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ) লিংক
গত কয়েক বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন (প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ) লিংক
গত কয়েক বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন (প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ) লিংক
গত কয়েক বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন (প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ) লিংক
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- Honors 2nd year suggestion
- অনার্স ২য় বর্ষের সাজেশন
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল