চতুর্দশ লুই কে ছিলেন,চতুর্দশ লুই কোন রাজবংশের শাসক ছিলেন,চতুর্দশ লুই ও পোপের দ্বন্দ্বের সময়কাল লিখ
চতুর্দশ লুই কে ছিলেন?
উত্তর : ফ্রান্সের রাজা এবং ফরাসি রাজা ত্রয়োদশ লুইয়ের পুত্র ছিলেন ।
চতুর্দশ লুই কোন রাজবংশের শাসক ছিলেন?
উত্তর : ফ্রান্সের বুরবোঁ রাজবংশের ।
চতুর্দশ লুই ও পোপের দ্বন্দ্বের সময়কাল লিখ ।
উত্তর : ১৬৮২-১৬৯২ সাল পর্যন্ত ।
I am the state উক্তিটি কার?
উত্তর : চতুর্দশ লুইয়ের।
চতুর্দশ লুই এর অর্থনীতি বিশারদ কে ছিলেন? অথবা, চতুর্দশ লুই এর অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর : কোলবাট ।
নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ইতালির কর্সিকা দ্বীপের অর্ন্তগত আজসিও শহরে জন্মগ্রহণ করেন ।
টেইলি কি?
উত্তর : একটি প্রত্যক্ষ কর যা জনসাধারণের নিকট থেকে আদায় করা হতো ।
প্রিভি কাউন্সিল কি? অথবা, কাউন্সিল অব পার্টিস কি?
উত্তর : চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়।
কর্তি কি? অথবা, কর্তি কোন ধরনের কর ছিল?
উত্তর : বাধ্যতামূলক শ্রমকর।
কার্ডিনাল রিশল্যু কে ছিলেন?
উত্তর : ত্রয়োদশ লুইয়ের প্রধানমন্ত্রী ছিলেন।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
রিশল্যুর পুরো নাম কি?
উত্তর : আর্মান্ড-ডি-রিশল্যু।
ফ্রান্সের বুরবো রাজবংশের প্রতিষ্ঠাতা কে? অথবা, ফ্রান্সের বুরবো বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : চতুর্থ হেনরি।
ষোড়শ শতাব্দী কিসের যুগ ছিল?
উত্তর : ফরাসি ধর্মীয় মতভেদ তথা প্রতিদ্বন্দ্বতা গৃহযুদ্ধ এবং তীব্র রাজনৈতিক সংকটের যুগ।
চতুর্থ হেনরির প্রকৃত নাম কি?
উত্তর : ন্যাভারে হেনরি ৷
Edict of Nantes জারি করেন কে?
উত্তর : চতুর্থ হেনরি।
‘Edict of Nantes’ কত খ্রিষ্টাব্দে জারি করা হয়?
উত্তর : ‘Edict of Nantes’ ১৫৯৮ খ্রিস্টাব্দে জারি
চতুর্থ হেনরি কোন কোন দেশ নিয়ে শক্তিসংঘ গঠন করেন?
উত্তর : ইংল্যান্ড, স্যাভয়, ভেনিস ও জার্মানির রাজন্যবর্গকে নিয়ে।