“চিরস্থায়ী মজুদ পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতি অপেক্ষা ভালো। “আপনি কি একমত?, কালান্তিক মজুদ পদ্ধতি কি, পারপেচুয়াল মজুদ পেরিওডিক মজুদ এর চেয়ে ভাল। আপনি কি একমত? ব্যাখ্যা করুন।
কালান্তিক মজুদ পদ্ধতি কি
কালান্তিক মজুদ পদ্ধতিতে প্রতিদিনের মজুদ প্রতিদিন মূল্যায়ন না করে পণের আগমন নির্গমন-এর উপর ভিত্তি করে বছর শেষে বা হিসাবকাল শেষে অবিক্রান্ত পণ্য গুণে, মেপে বা ওজোন করে মজুদ তালিকা প্রস্তুত করা হয়। তুলনামূলক কম দামের এবং বেশি চাহিদাসম্পন্ন পণ্যের ক্ষেত্রে এ পদ্ধতি অনেক বেশি উপযোগী।
নিম্নে কালান্তিক মজুত পদ্ধতির কিছু প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলে
Pyle এবং Lerson-এর মতে, “কালান্তিক মজুদ পদ্ধতি হলো এমন এক মজুত গণনা পদ্ধতি যাতে প্রত্যেক হিসাবকাল শেষে প্রত্যেক প্রকার পণ্যের পরিমাপের সাথে ঐ পণ্যের ব্যয় করে বিভিন্ন দ্রব্যের অবিক্রীত পণ্যের মূল্যায়ন করা হয়।”
B. Banerjee-এর মতে, “Periodic inventory system refers to a system where stock-taking is usually done periodically say once or twice in a year.”
Weygandt Kikso এবং Kimmel-এর মতে, “In a periodic inventory system no attempt is made to keep detailed inventory records of the goods on hand throughout the period. The cost of goods sold is determined only at the end of the accounting period when a physical inventory count is taken to determine the cost of goods in hand.”
প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ করে মোট প্রাপ্ত পণ্য হতে বিক্রীত পণ্য বিয়োগ দিয়ে সমাপনী মজুত মূল্যায়ন করা হয়। এতে পণ্যের স্বাভাবিক ক্ষতি, ঘাটতি, বিনষ্ট পণ্য ইত্যাদি তেমন কোনো হিসাব রাখা হয় না। সুতরাং বলা যায়, কোনো নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে শুদামে রক্ষিত মজুত গণনা, ওজন বা মেপে হিসাবভুক্ত ও মূল্যায়ন করাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে।
আরো ও সাজেশন:-
নিত্য মজুদ পদ্ধতি কাকে বলে
কোনো কারবার প্রতিষ্ঠানে প্রতি দিনের ক্রয়-বিক্রয় লিপিবদ্ধ করার সাথে সাথে প্রতিদিনের মজুত মূল্যায়ন পদ্ধতি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলে। অন্যভাবে বলা যায়, যে পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে প্রতিদিনেরমজুতের পরিমাণ দিনকাল শেষে জানা যায় তাকে অবিরত বা নিত্য মজুত পদ্ধতি বলে। অতি উচ্চ মূল্যের সীমিত প্রকার পণ্যসামগ্রীর ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়। একে ইংরেজিতে Perpetual inventory system বলে।
Migs এবং Others এর মতে, “Perpetual Inventory system is a system of accounting for merchandising transactions in which the inventory and cost of goods sold accounts are kept perpetually up to date.”
Pyle এবং Lerson-র মতে, “অবিরত মঞ্জুত তালিকা পদ্ধতি হলো মজুত পণ্য মূল্যায়নের এমন এক পদ্ধতি যেখানে প্রত্যেক পণ্যের প্রারম্ভিক মজুত এলক, জাকৃত কেক, বিক্রয় একক বা ক্রয় ও বিক্রয়ের পর নতুন উদ্বৃত্তের স্বতন্ত্র হিসাব।”
Weygandt, Kieso এবং Kimmel-এর মতে, “Under a perpetual inventory system the cost of goods sold is determined and rewarded each time a sole occurs.”
ICMA, London-এর মতে, “পণ্যের অবিরত মজুত পদ্ধতি হলো বিভাগ কর্তৃক রক্ষিত এমন একটি পদ্ধতি যাতে মালের বাস্তব পরিবর্তন এবং উহাদের চলতি উদ্বৃত্ত দেখানো হয়।”
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায় নিত্য মজুত পদ্ধতি পণ্য নিয়ন্ত্রণের একটি কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে পণ্য সুষ্ঠু নিয়ন্ত্রণ করা যায়, ঘাটতি, ক্ষতি ও অপচয় রোধ করে, পণ্যের বিল কার্ড ও মজুত বইতে প্রদর্শিত পণের উদ্বৃত্তের সাথে প্রকৃত উদ্বৃত্তের তুলনা করে কারবার প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও কার্যকর করে তোলে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
চিরস্থায়ী মজুদ পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতি অপেক্ষা ভালো। “আপনি কি একমত? ব্যাখ্যা করুন।/ পারপেচুয়াল মজুদ পেরিওডিক মজুদ এর চেয়ে ভাল। আপনি কি একমত? ব্যাখ্যা করুন।
হ্যাঁ আমি এই যুক্তির সাথে একমত। কারণগুলো নিচে প্রদত্ত হলো:
১. আর্থিক বিবরণ প্রণয়ন মজুদ মালের অংকের জন্য বিলম্বিত হয় না কারন সর্বদাই মজুদপণ্যের পরিমাণ ও মূল্য জানা যায়।
২. এ পদ্ধতিতে হিসাব রাখলে পণ্যের চুরি বা অপচয় যথাসময়ে ধরা পড়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
৩. গুদামজাত পণ্যের উপর উপযুক্ত নিয়ন্ত্রণ রাখা সম্ভবপর।
৪. নির্দিষ্ট মাত্রার মাল মজুত রাখা হয় বলে মাল বাবদ অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে হয় না।
৫. অতি সহজে বিক্রয়কৃত পণ্যের ক্রয় বা উৎপাদন ব্যয় জানা যায়।
৬. মজুতমালের গণনার জন্য ব্যবসায়ের স্বাভাবিক কর্মকান্ড বন্ধ রাখবার প্রয়োজন হয় না।
৭. পণ্য নষ্ট হওয়ার আশংকা কম থাকে।
৮. যে কোনো সময় মজুদ পণ্যের পরিমাণ সম্পর্কে অবগত হওয়া যায়
৯. এই পদ্ধতি ভাণ্ডারের উপর একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতিঃ ।
১০. অভিজ্ঞ ব্যক্তিকে এই কাজে নিয়োগ করা সহজতর হয়।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- মার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা করমার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা কর মার্চেন্ট ব্যাংক (Merchant Bank) হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন …
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুনবিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা প্রচলিত রয়েছে, যা তাদের আর্থিক …
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করোসোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো সোয়াপ (SWAP) হল একটি আর্থিক চুক্তি যেখানে দুই …
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করোব্যবসায়িক ঝুঁকি বলতে একটি ব্যবসা পরিচালনা করতে গিয়ে লাভের পরিবর্তে লোকসান হওয়ার সম্ভাবনাকে বোঝায়। এটি মূলত সেই ঝুঁকি যা কোনো …
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করোবিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো বিনিয়োগ ব্যাংকের (Investment Bank) ট্রেডিং ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূলত ক্লায়েন্টদের জন্য এবং …
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্যখিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য, খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য খিলাফত ও বর্তমান আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের …
- What do you near by Business communication?, Explain the concept of business communicationWhat do you near by Business communication?, Explain the concept of business communication What is Business Communication? Business communication refers …
- Describe the barriers to effective communication in business organizationWhat are the barriers to effective communication?, Describe the barriers to effective communication in business organization Barriers to Effective Communication …