চূড়ান্ত সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র, ডিগ্রি ৩য় বর্ষের ১০০% কমন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন
ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য এবং অধ্যায়ন [ International Trade and Studies] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের Subject Code: 132401 |
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৪০১। বিষয়: আন্তর্জাতিক বাণিজ্য এবং অধ্যায়ন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝায়?
উত্তর : দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে বিভিন্ন প্রকার পণ্য ও সেবাসমূহের আদান- প্রদান আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য।
২. চালানপত্র কী?
উত্তর : যে পত্রে পণ্যের নাম, ওজন, সংখ্যা, মূল্য, তারিখ ক্রেতা- বিক্রেতার বিস্তারিত ঠিকানা উল্লেখ করে রপ্তানিকারক আমদানিকারকের বরাবরে প্রেরণ করে তাকে চালানপত্র বলে।
৩. বাণিজ্য কোটা বলতে কী বোঝায়?
উত্তর : সরকার কর্তৃক পরিমাণ বা মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমা বেঁধে দেয়া হয় তাকেই বাণিজ্য কোটা বলে।
৪. সুযোগ ব্যয় কী?
উত্তর : একটি উৎপন্ন দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
৫. বাণিজ্য সংরক্ষণ কী?
উত্তর : যে বাণিজ্য ব্যবস্থায় রাষ্ট্র বা কর্তৃপক্ষ কর্তৃ ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয় তাকে বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষিত বাণিজ্য বলে।
৬. GATT- এর পূর্ণরূপ কী?
উত্তর : GATT- এর পূর্ণরূপ হল- General Agreement on this Tariffs and Trade.
৭. অনূকূল বাণিজ্য ভারসাম্য বলতে কী বুঝ?
উত্তর : একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দৃশ্যমান বস্তুগত পণ্যসামগ্রী রপ্তানি করে তার মোট মূল্য যদি যে পরিমাণ দৃশ্যমাণ বস্তুগত পণ্যসামগ্রী আমদানি করে তার মোট মূল্য অপেক্ষা অধিখ হয় তাহলে তাকে অনুকূল বাণিজ্য ভারসাম্য বাণিজ্য বলে।
৮. মুদ্রার অবমূল্যায়ন কী?
উত্তর : সরকারি সিদ্ধান্ত ও ঘোষণা অনুসারে অন্যান্য দেশের মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাসকরণকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
৯. পরোক্ষ বিনিময় হার বলতে কী বুঝায়?
উত্তর : যে পদ্ধতিতে দেশীয় মুদ্রাকে স্থির ধরে এবং বৈদেশিক মুদ্রাকে পরিবর্তনশীল ধরা হয় তাকে পরোক্ষ বিনিময় হার বলে।
১০. ওয়েজ আর্নার স্কিম কী
উত্তর : যে কর্মসূচির আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানির সুযোগ দেয়া হয় তাকে ওয়েজ আর্নার স্কিম বলে।
১১. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে।
উত্তর : রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এলাকা বলতে একটি সুনির্দিষ্ট সীমানা পরিবেষ্টিত এলাকা ভৌগলিক অবস্থান বুঝানো হয়, যেখানে শিল্প বা প্রক্রিয়াকরণ একককে প্রেরণা ও সুবিধা প্রদান করা হয়?
১২. BEPZA- পূর্ণ রূপ কী?
উত্তর : BEPZA- পূর্ণ রূপ হলো- Bangladesh Export Processing Zone Authority.
১৩. আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বকে কী বলা হয়?
উত্তর : হিকসার-ওলিন তত্ত্ব বলা হয়।
১৪. ব্রেটন উডস সিস্টেম বলতে কী বুঝায়?
উত্তর : ব্রেটন উডস সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী সমন্বয় বিধানকারী বিনিময় হারের অবস্থা হলো Adjustable peg system, এই হারে পদ্ধতিকে ব্রেটন উডস সিস্টেম বলে।
১৫. আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের প্রধান কারণ কী?
উত্তর : আন্তর্জাতিক শ্রম বিশেষায়নই আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের প্রধান কারণ।
১৬. পেগিং বিনিময় হার ব্যবস্থা কী?
উত্তর : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিধি মোতাবেক এক আউন্স স্বর্ণের নির্ধারিত মূল্য ছিল ৩৫ ডলার এবং বিনিময় হার নির্ধারিত হয়ে থাকত ডলারের ভিত্তিতে। এক্ষেত্রে সদস্য দেশসমূহের জন্য সমতা বিন্দু থেকে বিনিময় হার শতকরা ১ ভাগ বেশি বা কম স্তরে পরিবর্তনের সুযোগ রাখা হয়।
১৭. বৈদেশিক বিনিময় বলতে কী বুঝায়?
উত্তর : দুটি দেশে বৈদেশিক বাণিজ্যর সময়ে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তকরণকে বৈদেশিক বিনিময় বলে।
১৮. বাণিজ্য হার কাকে বলে?
উত্তর : বাণিজ্য হার বলতে পণ্য সামগ্রীর আমদানি ও রপ্তানির বিনিময় হারকে নির্দেশ বা চিহ্নিত করা হয়ে থাকে। পারস্পরিক চাহিদার তীব্রতা অনুযায়ী প্রতি একক রপ্তানিকৃত পণ্যদির বিপরীতে অধিক পরিমাণ আমদানিকৃত পণ্যদি প্রাপ্তির বিষয়টিকে রপ্তানিকারক দেশের বানিজ্য লাভ হিসেবে দেখানো হয়ে থাকে। এর ফলে রপ্তানি শিল্পে নিয়জিত শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
১৯. ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তর : ASEAN = Association of South East Asian Nations
২০. আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সুবিধা লিখ।
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সুবিধা হলো- ১. উৎপাদন বৃদ্ধি, ২. প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার।
২১. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : আপেক্ষিক সুবিধা/ তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন ডেভিড রিকার্ডো।
২২. WTO এর পূর্ণরূপ কী?
উত্তর : WTO – এর পূর্ণরূপ হলো: World Trade Trade Organization.
২৩. আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো দেশের সরকার বা প্রতিষ্ঠানের মধ্যে অর্থের আদান-প্রদানের পদ্ধতিকে বুঝায়।
২৪. জি. এস. পি সুবিধা বলতে কী বুঝায?
উত্তর : জি. এস. পি জনিত শুল্ক সুবিধা আমদানিকৃত পণ্য সামগ্রীর ক্ষেত্রে হ্রাসকৃত হারে অথবা বিনা শুল্কের মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে। এক্ষেত্রে জি. এস. পি সুবিধা ভোগকারী দেশকে শুল্ক সুবিধা গ্রহীতা দেশ এবং সুবিধা প্রদানকারী দেশকে শুল্ক সুবিধা দাতা দেশ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আমদানি বাণিজ্য ও রপ্তানি বাণিজ্যেরে মধ্যে পার্থক্য দেখাও।
২. আন্তর্জাতিক বাণিজ্যে হতে লাভ লাভ বলতে কী বোঝায়?
৩. অবাধ বাণিজ্য ধারণাটি বর্ণনা কর।
৪. আর্থিক পদ্ধতির উপাদানসমূহ আলোচনা কর।
৫. বিনিময় হারের ধারণাটি ব্যাখ্যা কর।
৬. সংরক্ষণ বাণিজ্যর সুবিধাসমূহ আলোচনা কর।
৭. প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পার্থক্য উরেুল্লখ কর।
৮. মুদ্রার অবমূল্যায়নের কারণসমূহ আলোচনা কর।
৯. একটি ছোট দেশ বাণিজ্যর মাধ্যমে কিভাবে লাভবান হয়? ব্যাখ্যা কর।
১০. বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যসমূহ লিখ।
১১. আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি আলোচনা কর।
১২. বাণিজ্য হারের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণ না কর।
১৩. বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখ।
১৪. বাণিজ্য সংরক্ষণ কীভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করে?
১৫. ক্লাসিক্যাল তত্ত্ব ও হেকসার-ওলিন তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ।
১৬. মুদ্রার অবমূল্যায়নের ফলাফর আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ক. আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
খ. বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
২. ক. আন্তর্জাতিক বাণিজ্যের অর্থনৈতিক ভিত্তিসমূহ উল্লেখ কর।
খ. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি আলোচনা কর।
৩. ক. অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তিসমূহ লিখ।
খ. সংরক্ষণের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৪. ক. বৈদেশিক বিনিময় হারের তত্ত্বসমূহ সংক্ষেপে আলোচনা কর।
খ. লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৫. ক. বিশ্বব্যাংকের প্রধান উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
খ. বাংলাদেশ কীভাবে বিশ্বব্যাংক দ্বারা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।
৬. ক. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
খ. বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ কর কর।
৭. ক. অবাধ বাণিজ্যের সুুবধাসমূহ আলোচনা কর।
খ. অবাধ ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যকার পার্থক্যসমূহ বর্ণনা কর।
৮. ক. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের কারণসমূহ বর্ণনা কর।
খ. বাংলঅদেশের লেনদেণেল ভঅরসাম্যের প্রতিকূলতা দূরীকরণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এর ভূমিকা আলোচনা কর।
৯. ক. আন্তর্জাতিক বাণিজ্য হেক্সার ওলিন তত্ত্বটি ব্যাখ্যা কর।
খ. ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো’- ব্যাখ্যা কর।
১০. ক. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সমস্যাসমূহ আলোচনা কর।
খ. বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
১১. ক. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তা আলোচনা কর।
খ. বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক বাণিজ্যের গতিধারা বর্ণনা কর।
১২. ক. আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের প্রয়োজনীয়তা কি?
খ. অ্যাডাম স্মিথের গরম ব্যয় সুবিধা তত্ত্বটি বর্ণনা কর।
১৩. ক. সংরক্ষণবাদের হাতিয়ারসমূহ আলোচনা কর।
খ. আমাদের দেশে কোন ধরনের শিল্পে সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক? ব্যাখ্যা কর।
১৪. ক. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর।
খ. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্থাপনযোগ্য শিল্পসমূহের বর্ণনা দাও।
১৫. ক. রপ্তানি অধ্যায়ন কাকে বলে?
খ. বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানির পদ্ধতি আলোচনা কর।
১৬. ক. বাংলাদেশের রপ্তানি পণ্যের বর্ণনা দাও।
খ. সাপটাচুক্তিতে বাণিজ্য সম্প্রসারণের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র
Degree 3rd Year Common Suggestion 2025
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
বিষয়: ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (ফিন্যান্স এন্ড ব্যাংকিং পঞ্চম পত্র) [ আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন ]
বিষয় কোড: ১৩২৪০১
খ-বিভাগ
১) আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝ?
২) আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ ।
৩) আন্তজাতিক বাণিজ্যের সুবিধাসমূহ কী?
৪) বৈদেশিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
৫) অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।
৬) আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের সংজ্ঞা দাও। আন্তজার্তিক বাণিজ্যের বৈশিষ্ট্য লিখ।
৭) আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের কারণ কি?ওয়েজ আর্নারস স্কীমের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৮) হেক্সান ওলিন তত্ত্বের অনুমতি শর্তসমূহ লিখ ।
৯) শুল্ক কি? কাম্য শুল্ক কি? কাম্য শুল্ক কখন নির্ধারিত হয়? শুল্ক আরােপের কারণসমূহ আলােচনা কর ।
১০) সংরক্ষণের শিশু শিল্প যুক্তি কি? MNC কী? এর বৈশিষ্ট্য সমূহ লিখ।
১১) রপ্তানি কোটা ধার্য করার কারণ উল্লেখ কর।
১২) বিনিময় হারের ধারণাটি ব্যাখ্যা কর।
১৩) বৈদেশিক বিনিময় হার কীভাবে নির্ধারিত হয়?
১৪) ইসলামি উন্নয়ন ব্যাংকের কার্যাবলি লিখ।
১৫) আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যের জীবনচক্র তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৬) বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়ােগের কারণসমূহ আলােচনা কর।
১৭) লেনদেন ভারসাম্য বলতে কী বুঝ? লেনদেন ভারসাম্যের বৈশিষ্ট্য লিখ ।
১৮) বাণিজ্যের ভারসাম্য বলতে কী বুঝ?
১৯) বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য দেখাও।
গ-বিভাগ
১) বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা সুবিধাসমূহ আলােচনা কর।
২) সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলােচনা কর। এবং অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য সংরক্ষণের ভূমিকা বর্ণনা | কর।।
৩) বাণিজ্য হতে আয়ের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ লিখ।
৪) পরম ব্যয় সুবিধা তত্ত্বটি আলােচনা কর। এডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর পরম বা পূণাঙ্গ ব্যয় | সুবিধা তত্ত্ব সম্পর্কে লিখ ।
৫) আন্তর্জাতিক বাণিজ্যের ক্লাসিক্যাল ও আধুনিক তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ ।।
৬) উদাহরণসহ তুলনামূলক সুবিধা ও তত্ত্বটি আলােচনা কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭) হেবারলার প্রদত্ত আন্তর্জাতিক বাণিজ্যের সুযােগ ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা কর।
৮) আন্তর্জাতিক আর্বিট্রেজ কি? আন্তর্জাতিক আর্বিট্রেজ এর প্রকারভেদ আলােচনা কর ।
৯) বাণিজ্যের লাভ কি কি উপাদানের উপর নির্ভর করে?
১০) আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া প্রতিযােগিতামূলক মডেলের অনুমতি শর্তসমূহ লিখ।
১১) কোটা বলতে কী বুঝ? কোটা ও শুল্ক বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।
১২) সােয়াপ বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের সােয়াপ আলােচনা কর।
১৩) বাংলাদেশে আমদানি কীভাবে হ্রাস করা যায়? বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির উপায়সমূহ আলােচনা কর ।।
১৪) বৈদেশিক বিনিময় হারের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর।
১৫) বৈদেশিক বাণিজ্যের অসুবিধাসমূহ আলােচনা কর।
১৬) বিনিময় হার রপ্তানি উপাদানসমূহ বর্ণনা কর।
১৭) লেনদেন উদ্বৃত্তের ভারসাম্যহীনতার কারণগুলাে কি কি?
১৮) বাণিজ্য হার নির্ধারণের পদ্ধতিগুলাে আলােচনা কর।
১৯) ব্যালেন্স অব পেমেন্টের উপাদানগুলাে বর্ণনা কর। কোন কোন ক্ষেত্রে দেশ পেগিং -এ যায়?
২০) শুল্ক সংঘ ও সাধারণ বাজারের মধ্যে পার্থক্য কিরূপ?
২১) বহুজাতিক কোম্পানির উদ্দেশ্যার্জনের বাধাসমূহ আলােচনা কর।
২২) স্থির বিনিময় হার ও ভাসমান বিনিময় হার পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র
Degree 3rd Year Common Suggestion 2025
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025
বিষয় | সুপার সাজেশন |
---|---|
ইংরেজি Subject Code: 121101 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 131903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৫ম পত্র Subject Code: 132101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র Subject Code: 132103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৫ম পত্র Subject Code: 131501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৫ম পত্র Subject Code: 131601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র Subject Code: 131603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৫ম পত্র Subject Code: 131701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৬ষ্ঠ পত্র Subject Code: 131703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র Subject Code: 133201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র Subject Code: 133203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র Subject Code: 131801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র Subject Code: 131803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৫ম পত্র Subject Code: 132201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৬ষ্ঠ পত্র Subject Code: 132205 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৫ম পত্র Subject Code: 132601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র Subject Code: 132603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র Subject Code: 132401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৫ম পত্র Subject Code: 132301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৬ষ্ঠ পত্র Subject Code: 132303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133103 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৫ম পত্র Subject Code: 132801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৬ষ্ঠ পত্র Subject Code: 132803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 133001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 133003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 132701 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র Subject Code: 132703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৫ম পত্র Subject Code: 133701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৬ষ্ঠ পত্র Subject Code: 133703 | সুপার সাজেশন লিংক |
BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2025