ছেলে বেলা কবিতা মোঃ শফিকুল ইসলাম

Google Adsense Ads

লেখা:- ছেলে বেলা
লেখক:- মোঃ শফিকুল ইসলাম

স্মৃতি জড়ানো সেই ছেলেবেলা,
স্কুল শেষে বাড়ি ফেরা।
সবাই মিলে জড়ো হওয়া,
একসাথে মার্বেল খেলা।

বাড়ির পাশে পুকুর পাড়ে,
কাঁঠাল পাতার তাস কুড়িয়ে;
কাঠফাটা রোদে দাঁড়িয়ে,
উঠতাম মেতে উল্লাসের দ্বারে।

একসাথে কত মারামারি,
পাথারে গিয়ে হাঁস চুরি।
বাড়ির পিছনে কারীর ঘরে,
একসাথে পাপ করি।

এখন সবকিছুই হারিয়ে গেছে,
ভবিষ্যতের দ্বারে।
এসব কথা কি এখনো তোদের,
স্মৃতি জানান দিয়ে মনে পড়ে ?

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment