জজ নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১১, Judge Job Preliminary Examination Question Solution 2011,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান-২০১১,বিজেএস নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০১১, BJS Job Examination Question Solution 2011

জজ নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১১, Judge Job Preliminary Examination Question Solution 2011,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান-২০১১,বিজেএস নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০১১, BJS Job Examination Question Solution 2011

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১
৬ষ্ঠ সহকারী জজ নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষা-২০১১

১. ১ কোটিতে কত মিলিয়ন?

ক) ১০✔

খ) ০.১

গ) ১০০

ঘ) ১০০০

২. কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়?

ক) সূর্য

খ) চন্দ্র✔

গ) নক্ষত্র

ঘ) মঙ্গল গ্রহ

৩. আমলকি , লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস?

ক) ভিটামিন সি✔

খ) ভিটামিন ডি

গ) ভিটামিন ই

ঘ) ভিটামিন কে

৪. ডেঙ্গু জ্বরের বাহক মশা —

ক) এনোফিলিস

খ) কিউলেক্স

গ) এডিস✔

ঘ) সকল ধরনের মশা

৫. প্রাকৃতিক গ্যাস হচ্ছে–

ক) ইথিন

খ) মিথেন✔

গ) ইথাইন

ঘ) প্রোপাইন

৬. কয়লার মূল উপাদান কোনটি?

ক) গ্রাফাইট

খ) কার্বন✔

গ) জিংক

ঘ) কার্বন-মনোক্সাইড

৭. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) শূণ্যতা

খ) লোহা✔

গ) পানি

ঘ) বাতাস

৮. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক) ০ ডিগ্রি সেলসিয়াস খ)১০ ডিগ্রি সেলসিয়াস

গ) ৪ ডিগ্রি সেলসিয়াস✔

ঘ) ১০০ ডিগ্রি সেলসিয়াস

৯. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে?

ক) আপিল

খ) রিভিউ

গ) রেফারেন্স

ঘ) রিভিশন✔

১০. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর হতে হবে?

ক) ৩০ বছর

খ) ৩৫ বছর✔

গ) ৪০ বছর

ঘ) ৪৫ বছর

১১. ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর?

ক) ২ বছর✔

খ) ৫ বছর

গ) ৩ বছর

ঘ) ৪ বছর

১২. কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারী মামলা দায়ের করলে, তার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?

ক) ২২০ ধারায়

খ) ২১১ ধারায়✔

গ) ৩০৫ ধারায়

ঘ) ৪১২ ধারায়

১৩. দোওয়ানী মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত?

ক) সর্বোচ্চ ৫ লক্ষ টাকা

খ) সর্বোচ্চ ১০ লক্ষ টাকা

গ) সর্বোচ্চ ৪ লক্ষ টাকা

ঘ) সীমাহীন✔

১৪. দেওয়ানী আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক) ৪ ভাগে

খ) ২ ভাগে✔

গ) ৩ ভাগে

ঘ) ৭ ভাগে

১৫. বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সালে?

ক) ১৯৯৬ সালে

খ) ১৯৯২ সালে

গ) ১৯৯০ সালে

ঘ) ১৯৯৯ সালে✔

১৬. সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে?

ক) ২৫ ধারায়

খ) ৩০ ধারায়

গ) ৪৫ ধারায়✔

ঘ) ৬০ ধারায়

১৭. Arbitration Council – এর গঠন প্রণালী কোন আইনে আছে?

ক) দেওয়ানী কার্যবিধি আইন, ১৯০৮

খ) The Family Court Ordinance,1985

গ) The Muslim Family Laws Ordinance,1961

ঘ) সালিস আইন,২০০১✔

১৮. স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তমাদি আইনের সময় সীমা-

ক) ৬ মাস✔

খ) ৩ বছর

গ) ৬ বছর

ঘ) ১২ বছর

১৯. ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কয় জন সদস্যের প্রয়োজন?

ক) ৭ জন

খ) ৩ জন

গ) ৫ জন✔

ঘ) ১০ জন

২০. কোর্ট ফী আইনে কয় প্রকারের কোর্ট ফীর উল্লেখ আছে?

ক) ৫ প্রকার

খ) ২ প্রকার✔

গ) ৪ প্রকার

ঘ) ৩ প্রকার

২১. দন্ডবিধি আইনে অপহরণ কত প্রকার?

ক) ৭ প্রকার

খ) ২ প্রকার✔

গ) ৪ প্রকার

ঘ) ৫ প্রকার

২২. দলিল সংশোধন বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে?

ক) ৪০ ধারা

খ) ৩৩ ধারা

গ) ৪২ ধারা

ঘ) ৩১ ধারা✔

২৩. ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন?

ক) ১৯৩ ধারায়✔

খ) ১৯০ ধারায়

গ) ১৯৫ ধারায়

ঘ) ১৯৬ ধারায়

২৪. যুক্তরােষ্ট্র নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন–

ক) ১৯৩১ সালে

খ) ১৯২০ সালে✔

গ) ১৯০২ সালে

ঘ) ১৮৯৩ সালে

২৬. ‘অ্যাবোটাবাদ’ কোন দেশে অবস্থিত?

ক) আফগানিস্তানে

খ) রাজস্থান

গ) পাকিস্থান✔

ঘ) ইরানে

২৭. সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে যোগদান করে?

ক) ১৯৯৯ সালে

খ) ২০০৫ সালে

গ) ২০০৭ সালে✔

ঘ) ২০০৯ সালে

২৮. বিশ্বের কোন দেশে সাগরতলে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?

ক) জাপানে

খ) মালদ্বীপে✔

গ) শ্রীলংকায়

ঘ) আইসল্যান্ড

২৯. রীট কত প্রকার?

ক) ৪ প্রকার

খ) ৬ প্রকার

গ) ৩ প্রকার

ঘ) ৫ প্রকার✔

৩০. বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?

ক) ৫ আগস্ট ১৯৭৩

খ) ১৬ সিসেম্বর ১৯৭২✔

গ) ১১ নভেম্বর ১৯৭৬

ঘ) ৪ এপ্রিল ১৯৭১

৩১. বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন–

ক) লর্ড বেন্টিং

খ) লর্ড ডালহৌসি

গ) লর্ড হার্ডিঞ্জ✔

ঘ) লর্ড ক্যানিং

৩২. ‌’বান্দুং’ কোথায় অবস্থিত?

ক) মালয়েশিয়া

খ) থাইল্যান্ড

গ) ইন্দোনেশিয়া✔

ঘ) মিয়ানমার

৩৩. ‘অটোমেটেড টেলার মেশিন’–

ক) ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়✔

খ) টিকেট কেনার জন্য ব্যবহার হয়

গ) স্বল্প খরচে ছবি তোলার ব্যবহৃত হয়

ঘ) ভবিষ্যৎ বাণীর জন্য ব্যবহৃ হয়

৩৪. বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র–

ক) ভারত

খ) জাপান

গ) চীন✔

ঘ) আমেরিকা

৩৫. ‘এক দেশ দুই নীতি’ কোন দেশে চালু আছে?

ক) কানাডায়

খ) ভারতে

গ) চীনে✔

ঘ) যুক্তরাষ্ট্রে

৩৬. বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?

ক) চীন✔

খ) রাশিয়া

গ) ভারত

ঘ) আর্জেন্টিনা

৩৭. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?

ক) দক্ষিণ আফ্রিকায়

খ) ভারতে

গ) বাংলাদেশে✔

ঘ) ইংল্যান্ডে

৩৮. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার–

ক) বীরউত্তম

খ) বীরশ্রেষ্ঠ✔

গ) বীরবিক্রয়

ঘ) বীর প্রতীক

৩৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ–

ক) ঘানা

খ) মোজাম্বিক

গ) সুদান

ঘ) সেনেগাল✔

৪০. ‘বিজয় উল্লাস’ ভাঙ্কর্যটি কোথায় অবস্থিত?

ক) খুলনা

খ) কুষ্টিয়া✔

গ) ফিরদপুর

ঘ) যশোর

৪১. পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে?

ক) সাইদুল আলম

খ) মাহবুব আলম

গ) মাকসুদুল আলম✔

ঘ) আব্দুল কাইয়ূম

৪২. ‘ভাওয়াল জাতীয় উদ্যান’ কত সালে প্রতিষ্ঠিত?

ক) ১৯৮২✔

খ) ১৯৮৩

গ) ১৯৮০

ঘ) ১৯৮৪

৪৩. ‘আড়িয়াল বিল’ কোথায় অবস্থিত?

ক) মানিকগঞ্জ

খ) মুন্সীগঞ্জ✔

গ) রুপগঞ্জে

ঘ) হবিগঞ্জে

৪৪. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি রচয়িতা–

ক) অদ্বৈত মল্লবর্মণ✔

খ) আলাউদ্দীন আল আযাদ

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) আবুজাফর শামসুদ্দীন

৪৫. ‘আলালের ঘরের দুলাল ‘ উপন্যাসটির রচয়িতা–

ক) কালিপ্রসন্ন সিংহ

খ) প্যারীচাঁদ মিত্র✔

গ) ভবানীচরন বন্দোপাধ্যায়

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪৬. ‘আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’– এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) প্রেমেন্দ্র মিত্র

গ) বুদ্ধদেব বসু

ঘ) জীবনানন্দ দাশ✔

৪৭. ‘কবর’ নাটকের রচয়িতা —

ক) কবীর চৌধুরী

খ) জসীমউদ্দিন

গ) আনোয়ার পাশা

ঘ) মুনীর চৌধুরী✔

৪৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?

ক) প্রমথ চৌধুরী

খ) মোহিতলাল চৌধুরী

গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়✔

ঘ) যতীন্দ্র মোহন বাগচী

৪৯. সর্বাধিক বাংলাদেশী জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?

ক) সৌদি আরব✔

খ) সংযুক্ত আরব আমিরাত

গ) মালয়েলিয়া

ঘ) কুয়েত

৫০. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী

ক) এ.কে. ফজলুল হক

খ) নূরুল আমিন

গ) আবুল হাশেম

ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী✔

৫১. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা —

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ) সৈয়দ ওয়ালীউল্লাহ✔

গ) সৈয়দ শামসুল হক

ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৫২. বাংলা ভাষার উৎপত্তিকাল–

ক) সপ্তম শতাব্দী

খ) অষ্টম শতাব্দী

গ) নবম শতাব্দী

ঘ) দশম শতাব্দী✔

৫৩. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম–

ক) চেনাকণ্ঠ

খ) নীল লোহিত✔

গ) কালকুট

ঘ) কালপেঁচা

৫৪. ‘নদীমাতৃক’ শব্দের সমাস হলো–

ক) নদী মাতা যার✔

খ) নদীতে মাতা আছে যার

গ) নদী ও মাতা

ঘ) নদী এবং মাতৃকা

৫৫. ‘অপু’ কোন উপন্যাসের চরিত্র?

ক) পথের পাঁচালী✔

খ) পদ্মা নদীর মাঝি

গ) লালসালু

ঘ) কাঁদো নদী কাঁদো

৫৬. ‘নীলদর্পণ’ নাটক রচনা করেছেন–

ক) দ্বিজেন্দ্রলাল রায়

খ) আনোয়ার পাশা

গ) দীনবন্ধু মিত্র✔

ঘ) মমতাজ উদ্দীন আহমেদ

৫৭. বাক্যের ক্ষদ্রতম একক–

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) অক্ষর

ঘ) শব্দ✔

৫৮. ‘ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল–

ক) কুশাবী✔

খ) মুখোপাধ্যায়

গ) শাস্ত্রী

ঘ) ঘোষ

৫৯. বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো–

ক) দিগদর্শন✔

খ) বেঙ্গল গেজেট

গ) সমাচার দর্পণ

ঘ) নবযুগ

৬০. মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন–

ক) মুকুন্দরাম চক্রবর্তী✔

খ) ভারতচন্দ্র রায় গুণাকর

গ) চন্ডীদাস

ঘ) বিদ্যাপতি

৬১. ‘কাশবনের কন্যা’ — কোন ধরনের রচনা?

ক) উপন্যাস✔

খ) কাব্যগ্রন্থ

গ) ছোটগল্প

ঘ) নাটক

৬২. ‘সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ উক্তিটি কার?

ক) চন্ডীদাস✔

খ) বিদ্যাপতি

গ) বিবেকানন্দ

ঘ) কালিদাস

৬৩. ‘বিরাজ বৌ’ উপন্যাসের রচয়িতা–

ক) মানিক বন্দোপাধ্যায়

খ) সত্যেন সেন

গ) সুকান্ত ভট্রাচার্য

ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়✔

৬৪. ‘বিদ্যাপতি’ কোথাকার কবি?

ক) পাটনা

খ) আসাম

গ) মিথিলা✔

ঘ) কলকাতা

৬৫. বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো–

ক) দিগদর্শন✔

খ) বেঙ্গল গেজেট

গ) সমাচার দর্পণ

ঘ) নবযুগ

৬৬. মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন–

ক) মুকুন্দরাম চক্রবর্তী✔

খ) ভারতচন্দ্র রায় গুণাকর

গ) চন্ডীদাস

ঘ) বিদ্যাপতি

৬৭. ‘কাশবনের কন্যা’ — কোন ধরনের রচনা?

ক) উপন্যাস✔

খ) কাব্যগ্রন্থ

গ) ছোটগল্প

ঘ) নাটক

৬৮. ‘সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ উক্তিটি কার?

ক) চন্ডীদাস✔

খ) বিদ্যাপতি

গ) বিবেকানন্দ

ঘ) কালিদাস

৬৯. ‘বিরাজ বৌ’ উপন্যাসের রচয়িতা–

ক) মানিক বন্দোপাধ্যায়

খ) সত্যেন সেন

গ) সুকান্ত ভট্রাচার্য

ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়✔

৭০. ‘বিদ্যাপতি’ কোথাকার কবি?

ক) পাটনা

খ) আসাম

গ) মিথিলা✔

ঘ) কলকাতা

৭১. The word ‘inept’ means the same as–

ক) unlucky

খ) careless

গ) disorganized

ঘ) incompetent✔

৭২. ‘Run counter to’ means–

ক) disobey

খ) rebel

গ) remove

ঘ) contradict✔

৭৩. ‘pass for’ means—

ক) appear to be

খ) allow

গ) brush aside

ঘ) qualify✔

৭৪. ‘Cry wolf’ means—

ক) give a false alarm✔

খ) bare one’s teeth

গ) clear the road

ঘ) show anger

৭৫. “Cupboard love’ is–

ক) flattery

খ) open love

গ) show of affection✔

ঘ) feckless love

৭৬. ‘Look over’ means–

ক) ignore

খ) examine closely✔

গ) neglect

ঘ) choose

৭৭. ‘Cataclysm’ means–

ক) disorder

খ) anarchy

গ) violence

ঘ) sudden violent change of disaster✔

৭৮. ‘At one go ‘ means–

ক) at once

খ) in one single attempt✔

গ) losing no more time

ঘ) extremely fast

৭৯. ‘proscribe’ means–

ক) advise

খ) seize

গ) take into custody

ঘ) prohibit✔

৮০. A fall guy is–

ক) a silly person

খ) one who has been betrayed

গ) a scapegoat✔

ঘ) an irresponsible person

৮১. ‘Circumvent’ means–

ক) prevent

খ) limit

গ) find a way of overcoming or avoiding✔

ঘ) oppose

৮২. The synonym for ‘corrective’ is—

ক) righteous

খ) preventive

গ) prohibitive

ঘ) remedial✔

৮৩. ‘Allegation’ means–

ক) accusation✔

খ) rebuke

গ) disapproval

ঘ) statement made without proof

৮৪. It is difficult to part— a long – held belief.

ক) from

খ) for

গ) up

ঘ) with✔

৮৫. Over-work will tell — your health.

ক) upon✔

খ) about

গ) across

ঘ) off

৮৬. She has great fondness—– classical music.

ক) of

খ) for✔

গ) in

ঘ) with

৮৭. Try to fill — the cracks first.

ক) up✔

খ) in

গ) against

ঘ) about

৮৮. The meaning of the word ‘antiquated’ is–

ক) very old

খ) ridiculous

গ) out of date✔

ঘ) absurd

৮৯. The word ‘anathema’ means–

ক) detested person of thing✔

খ) poison

গ) imprisonment

ঘ) short musical composition

৯০. কিলোমিটার সমান কত মাইল?

ক) ১.৬০

খ) ০.৬২✔

গ) ১.৬২

ঘ) ০.৬৫

সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

৯১. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার। নদীপথে ৪৫ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

ক) ১২ ঘণ্টা✔

খ) ১০ ঘণ্টা

গ) ১৫ ঘণ্টা

ঘ) ২০ ঘণ্টা

৯২. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

ক) ২৫%

খ) ২৮%

গ) ৩০%✔

ঘ) ৩২%

৯৩. কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে ৬০% পাশ করলে উভয় বিষয়ে কতজন ফেল করল?

ক) ১৫%

খ) ১০%✔

গ) ১২%

ঘ) ১৪%

৯৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?

ক) ২৪

খ) ২০

গ) ১৮✔

ঘ) ১৬

৯৫. এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম?

ক) ১

খ) ১০

গ) ১০০✔

ঘ) ১০০০

৯৬. একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

ক) ৮%

খ) ৯%

গ) ১০%

ঘ) ১২%✔

৯৭. বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক) ২০২৫ বর্গমিটার✔

খ) ২০১৫ বর্গমিটার

গ) ২৪৭৫ বর্গমিটার

ঘ) ১০১৫ বর্গমিটার

৯৮. ১২ হতে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

ক) ৫টি

খ) ৬টি✔

গ) ৭টি

ঘ) ৮টি

৯৯. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?

ক) ১৬✔

খ) ২৪

গ) ১২

ঘ) ৩২

১০০. -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?

ক) -১✔

খ) ১

গ) -২

ঘ) ২

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

Leave a Comment