জনসমষ্টি কাকে বলে,জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ,জনসমষ্টি কত প্রকার,
জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর,
জনসমষ্টি কাকে বলে,জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ,জনসমষ্টি কত প্রকার, জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর,
জনসমষ্টি কাকে বলে?
উত্তর : জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে বুঝায়। যাদের ভাষা, সামাজিক রীতি নীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক বা অভিন্ন।
জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : জনসমষ্টির তিনটি বৈশিষ্ট্য হলো :
ক. একই অঞ্চলে বসবাসকারী অন্তরঙ্গ মানবগোষ্ঠী;
খ. জনসমষ্টির আয়তন ক্ষুদ্র অথবা বৃহৎ উভয় হতে পারে;
গ. সমষ্টিভুক্ত সকলেই বিশেষ অঞ্চলের অধিবাসী।
জনসমষ্টি কত প্রকার?
উত্তর : জনসমষ্টি তিন প্রকার।
জনসমষ্টির প্রকারগুলো উল্লেখ কর।
উত্তর : জনসমষ্টির প্রকারগুলো হলো :
ক. আঞ্চলিক জনসমষ্টি;
খ. পরিচিত এবং স্বার্থবাহী জনসমষ্টি;
গ. ব্যক্তিগত কর্মবেষ্টনী ভিত্তিক জনসমষ্টি।
জনসমষ্টির উপাদানগুলো কী কী?
উত্তর : জনসমষ্টির উপাদানগুলো হলো :
ক. জনগোষ্ঠী; খ. ভৌগোলিক এলাকা; গ. অভিন্নতা; ঘ. জনসমষ্টি চেতনা এবং ঙ. স্বাভাবিকতা।
জনসমষ্টির কার্যাবলি কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : জনসমষ্টির কার্যাবলি ৫ভাগে ভাগ করা যায়।
জনসমষ্টির কার্যাবলিগুলো কী কী?
উত্তর : জনসমষ্টির কার্যাবলিগুলো হলো :
ক. উৎপাদন, বণ্টন এবং ভোগ;
খ. সামাজিকীকরণ;
গ. সামাজিক ন্ত্রণ;
ঘ. সামাজিক অংশগ্রহণ এবং
ঙ. পারস্পরিক সমর্থন।
পেশাদার সমাজকর্মে জনসমষ্টি কয় প্রকার?
উত্তর : পেশাদার সমাজকর্মে জনসমষ্টি তিন প্রকার ।
পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারগুলো কী কী?
উত্তর : পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারগুলো হলো :
ক. আধুনিক জনসমষ্টি;
খ. আদর্শিক জনসমষ্টি: 110W Isive viirummo
গ. ঐতিহ্যগত জনসমষ্টি।
জনসমষ্টি সমাজকর্মের সূচনা হয় কত সালে?
উত্তর : ১৮৬৯ সালে।
জনসমষ্টি সংগঠন কাকে বলে?
উত্তর : জনসমষ্টি সংগঠন এমন একটি সমাজকর্ম পদ্ধতি যার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট এলাকার সমাজকল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়।
জনসমষ্টি সংগঠনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : জনসমষ্টি সংগঠনের তিনটি বৈশিষ্ট্য হলো :
i. স্থানীয় প্রয়োজন;
ii. জনঅংশগ্রহণ;,
iii. স্থানীয় জনগণের সংগঠিত উদ্যোগ
সমষ্টি সংগঠনের তিনটি পরিধি উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি পরিধি হলো :
i. সমস্যা চিহ্নিতকরণ;
ii. সমস্যা সমাধানে যৌথ কার্যক্রম এবং
iii. সম্পদ অনুসন্ধান।
সমষ্টি সংগঠনের তিনটি উপাদান লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি উপাদান হলো :
i. জনসমষ্টি;
ii. জনসমষ্টির প্রয়োজন ও
iii. জনসমষ্টির সম্পদ।
সমষ্টি সংগঠনের তিনটি নীতি উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি নীতি হলো :
i. গ্রহণনীতি;
ii. সমষ্টি স্বাতন্ত্রীকরণ নীতি ও
iii. সমষ্টির আত্মনিয়ন্ত্রণ নীতি ।
সমষ্টি সংগঠনের তিনটি উদ্দেশ্য লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি
i. সমষ্টির চাহিদা চিহ্নিতকরণ।
ii. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ।
iii. সমষ্টির কল্যাণমূলক কার্যাবলীর সমন্বয় সাধন।
সমষ্টি সংগঠনের তিনটি ধাপ উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠনের তিনটি ধাপ হলো :
সমস্যা ও প্রয়োজনের স্বীকৃতি;
ii. সমস্যা বিশ্লেষণ ও
iii. তথ্য সংগ্ৰহ ।
সমষ্টি সংগঠনের ৫টি পদ্ধতি লিখ।
উত্তর : সমষ্টি সংগঠনের ৫টি পদ্ধতি হলো :
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তথ্য অনুসন্ধান;
ii. বিশ্লেষণ;
iii. পরিকল্পনা প্রণয়ন;
iv. সমস্যর অনুকল্প নির্ধারণ এবং
v. মূল্যায়ন।
সমষ্টি সংগঠন পদ্ধতির মডেল কয়টি?
উত্তর : সমষ্টি সংগঠন পদ্ধতির মডেল তিনটি।
সমষ্টি সংগঠনের মডেলগুলো কী কী?
উত্তর : সমষ্টি সংগঠনের মডেলগুলো হলো :
i. স্থানীয় উন্নয়ন মডেল;
ii. সমাজিক পরিকল্পনা মডেল ও
iii. সামাজিক কার্যক্রম মডেল।
সমষ্টি সংগঠন কর্মীর ৫টি ভূমিকা উল্লেখ কর।
উত্তর : সমষ্টি সংগঠন কর্মীর ৫টি ভূমিকা উল্লেখ করা হলো :
i. তথ্য সংগ্রহকারী;
ii. গবেষক হিসেবে;
iii. বিশেষজ্ঞ হিসেবে;
iv. সাহায্যকারী হিসেবে;
v. সক্ষমকারী হিসেবে।
বাংলাদেশে সমষ্টি সংগঠনের ৫টি পরিধি লিখ।
উত্তর : বাংলাদেশে সমষ্টি সংগঠনের ৫টি পরিধি হলো :
i.. সমস্যা চিহ্নিতকরণ;
ii. তথ্য অনুসন্ধান;
iii. সম্পদ অনুসন্ধান;
iv. সমন্বয় সাধন;
v. সমস্যার সমাধান ক্ষেত্র।
জনসমষ্টি পরিকল্পনা কী?
উত্তর : জনসমষ্টি পরিকল্পনা হলো সমষ্টির জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের সুসংগঠিত কর্মপন্থাকে বুঝায়