৩. জনাব রফিক নগদ ১,৫০,০০০ টাকা, ৭৫,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১লা জানুয়ারী তারিখে ব্যবসা আরম্ভ করল। উক্ত মাসে তার ব্যবসায়ে নি¤œলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল।
জানুয়ারী ২ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ১৫,০০০টাকা।
জানুয়ারী ৪ কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১০,০০০ টাকা।
জানুয়ারী ৮ আলমকে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হল এবং ১০০ টাকা বাট্টা পাওয়া গেল।
জানুয়ারী ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা।
জানুয়ারী ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ৩,৫০০ টাকা।
উত্তর
১ জানু ২০২০
নগদান হি: – ডেবিট, —১৫০,০০০০ টাকা
যন্ত্রপাতি হি: – ডেবিট —৭৫,০০০ টাকা
মূলধন হি: – ক্রেডিট—২২৫,০০০ টাকা
২ জানু ২০২০
ভাড়া হি:– ডেবিট, —১৫০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১৫০০০ টাকা
৪ জানু ২০২০
বেতন হি:– ডেবিট, —১০০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১০০০০ টাকা
৮ জানু ২০২০
দেনাদার/ আলম হি:– ডেবিট, —৮০০০ টাকা
নগদার হি : – ক্রেডিট—৭৯০০ টাকা
প্রপ্ত বাটা হি: – ক্রেডিট—১০০০ টাকা
২৫ জানু ২০২০
অফিস সাপ্লাইজ হি:– ডেবিট, —৫০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—৫০০ টাকা
৩০ জানু ২০২০
বীমা প্রিমিয়াম :– ডেবিট, —৩৫০০ টাকা
ব্যাংক হি : – ক্রেডিট—৩৫০০ টাকা
H.S.C
- Diploma in Commerce Accounting Assessment Answer, ডিপ্লোমা ইন কমার্স হিসাববিজ্ঞান এ্যাসারমেন্ট উত্তর
- HSC BM Business Math and statistics Assignment Answer, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান অ্যাসাইনমেন্ট উত্তর
- ২য় অধ্যায়: চলক, ধ্রুবক এবং তথ্য উপস্থাপনা, গণিতে 52 জন ছাত্র-ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া হলাে
- পরিসংখ্যান কী? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর।
- সেট কি? ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ দাও। নির্দেশনা* সেট কাকে বলে লিখবে। *৫টি সেটের সংজ্ঞা দাও।
- HSC BM Computer Office Application 1 (1813) Assignment Answer
- ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১ (১৭১৩) অ্যাসাইনমেন্ট উত্তর
- VIRUS এর পূর্ণরূপ কি ?, ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লিখ?,ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রমের ২ টি
- অপারেটিং সিস্টেম কি? সিঙ্গেল ও মাল্টি ইউজার অপরেটিং সিস্টেম বর্ণনা কর
- ৪র্থ অধ্যায়: নম্বর সিস্টেম ও ডিজিটাল লজিক, সংখ্যা পদ্ধতি কি?