জাতীয় বিশ্ববিদ্যালয়ের #প্রমোশনের নিয়মাবলী

👉জাতীয় বিশ্ববিদ্যালয়ের #প্রমোশনের নিয়মাবলীঃ👈

👉(১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং সিজিপিএ ১.৭৫ অর্জন করতে হবে.👈.

👉(২) ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে👈..

👉(৩) ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে.. 👈

👉(৪) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে.. 👈

👉(৫) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students) 👈

👉(৬) ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students) 👈

👉(৭) ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students) 👈

(৮) C,D গ্রেড এ যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে..

(৯) রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর..
(১০) একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে.. (১২) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না..

(১১) Not-Promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে..

(১২) একই শিক্ষাবর্ষে ২বার Not-Promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন..

(১৩) ২বার Not-Promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে.. ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না..

(১৪) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে.. অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না..

(১৫) যারা Not-Promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে পাশ করতে হবে..

(১৬) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে..

(১৭) শুধু C, D বা F পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে..

(১৮) Not-Promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয়.. তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে..

(১৯) C,D ইম্প্রুভমেন্ট পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে Subject GPA আগেরটাই থাকবে..

(২০) ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্চ B+ গ্রেড়ের সীমার নিয়ম রাখলেও তা এখন কার্যকর নয়, তাই এখন যে যা পাবে তা দিয়ে দেয়া হবে

Leave a Comment