জাবেদা তৈরি, গাণিতিক শুদ্ধতা যাচয়, তিনঘরা নগদান বই

৪. জুনাব মাসুম নগদ ৫০,০০০ টাকা , ব্যাংক জমা ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার সঠিকতা যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১ লা জুলাই তারিখে বাকা আরম্ভ করল । উক্ত মাসে তার # সঠিক সিদ্ধান্ত ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল ।

জুলাই ২ কমিশন প্রাপ্তি ১,৭০০ টাকা ।
জুলাই ৪ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ৫,০০০ টাকা ।
৮ জুলাই কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১৫ , 00
জুলাই ২২ অফিসের প্রয়োজনে কাগজ , কালি ও পেন্সিল ক্রয় ৪০০ টাকা ।
জুলাই ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ১০০ টাকা ।
জুলাই ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ২,৫০০ টাকা ।

করণীয়ঃ জনাব মাসুম হিসাবের বইতে লেনদেনগুলাের জাবেদা তৈরি কর ।

উত্তর:

1

৫. সাথী এন্ড সন্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্ধৃত্তসমূহ নিম্নরূপঃ

মূলধন ২,৫০,০০০ টাকা , উত্তোলন ২০,০০০ টাকা , দেনাদারবৃন্দ ৮১,০০০ টাকা , পাওনাদারবৃন্দ ৫০,০০০ টাকা , ক্রয় ১,৭০,০০০ টাকা , বিক্রয় ৩,৫০,০০০ টাকা , মজুদ পথ ( ১.১.২০২০ ) ৩০,০০০ টাকা , বলক ও যন্ত্রপাতি ৩,৫০,০০০ টাকা , হাতে নগদ ৫০,০০০ টাকা , ‘ ডাক ও তার ৫,০০০ টাকা , বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা , ভ্যাট চলতি ।
হিসাব ৫০,০০০ টাকা , আয়কর ৩০,০০০ টাকা , উপ ভাড়া ৪৫,০০০ টাকা , প্রভিডেন্ট ফান্ড ৭৫,০০০ টাকা , আইন পরচ ৬,০০০ টাকা , রপ্তানি ল ১৮,০০০ টাকা , শিক্ষানবিশ সেলামী ১৫,০০০ টাকা , পেটি কাশ রচ ৩,০০০ টাকা , অবচয় ১৫,০০০ টাকা ।

করণীয়ঃ ও সাথী এন্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচয় কর ।

উত্তর:

2

৬. নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলাে অবলম্বন করে একখানি তিনঘরা নগদান বই | তৈরি কর ।২০২০ ইং

জানুঃ ১ , হাতে নাদান ৪০,০০০ টাকা ও ব্যাংক ব্যালেন্স ( ক্রেডিট ) ১,০০০ টাকা ।
জানুঃ ৪ , ৬০০ টাকার একটি প্রদেয়বিল যথা সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশােধ করা হল ।
জানু ৬ , ব্যাংক হতে উত্তোলিত ১,০০০ টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হল ।
জানু ৮ , আবুলের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকার একটি বিল ৫ % হারে ব্যাংকের নিকট টুকরন করে ব্যাংকে জমা রাখা হয় ।
জানুঃ ১০ , জালালের পাওনা ৬০০ টাকা ৫ % বহ্রিয় চেকের মাধ্যমে পরিশােধ করা হল ।
জানুঃ ১২ , অফিসের প্রয়ােজনে ব্যাংক হতে ২,০০০ টাকা উত্তোলন করা হল ।
জানঃ ১৫ , আবুলের বিলটি প্রত্যাখাত হওয়ায় ব্যাংক ফেরত পাঠায় ।
জানুঃ ১৯ , নগদ বিত্র ৭.০০০ টাকা ( বাদ বাট্রা ৪ % ) ।
জানুঃ ২১ পিয়াসের নিকট হতে ৫,০০০ টাকার মাল ৫ % কারবারী বাট্রায় ক্রয় করা হল ।
জানুঃ ২৩ , নগদে ক্র্য ২০,০০০ টাকা ।

Note: আমাদের ২ জন স্যার ২ রকমের উত্তর দিয়েছে আমরা ২টি উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম

উত্তর:

14

H.S.C

5 thoughts on “জাবেদা তৈরি, গাণিতিক শুদ্ধতা যাচয়, তিনঘরা নগদান বই”

  1. এখন ও অনেক উত্তর আসেনি তাই অনুরোধ থাকবে সব প্রশ্নের উত্তর গুলি দিন

    Reply

Leave a Comment