জামিলা খাতুন রাহামনি মামুনীর জন্মদিন আজ
মোঃ ফিরোজ খান
আট বছর আগে এসেছিলে মা এই পৃথিবীতে
যেদিন তোমার মা বাবা হেসেছিল আনমনে
সেদিন থেকেই আজকের দিন পর্যন্ত তুমি
মা বাবার ভীষণ আদরের হয়ে আছো বুকেতে।
শুভ হোক তোমার জন্মদিন রাহামনি
আমি চাচ্চু দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে
তোমার হৃদয়ের গভীরে রেখো যতনে মা বাবাকে
তোমাকে ভালোবাসা দিলাম উপহার প্রাণখুলে।
তোমাকে আদর ভালোবাসা দিলাম সবটুকু
সন্ধ্যার আলোতে,বুকে জড়িয়ে নিলো তোমাকে
জামিলা খাতুন রাহামনি বড় হয়ে তুমি মা বাবার
আর্দশ নিয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাবে হেসে হেসে
শুভ জন্মদিন মামুনী তোমার আজকে জন্মদিন
সবার দোয়া ভালোবাসা থাকবে তোমার সাথে
লেখাপড়া করে দেশের প্রতি ভালোবাসা রেখো
সুখী হবে তুমি সবসময় তোমার জীবন গঠনে।
- কন্টেন্ট মার্কেটিং করে ইনকাম করুন,কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে আয় করা যায়?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর