জ্ঞানমূলক প্রশ্ন -৪র্থ অধ্যায়: অংশীদারি ব্যবসায় এইচএসসি প্রস্তুতি
চতুর্থ অধ্যায়
অংশীদারি ব্যবসায়
১। অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী?
উত্তর : চুক্তি।
২। অংশীদারদের মধ্যকার সম্পর্ককে কী বলে?
উত্তর : অংশীদারি।
৩। অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হতে পারে?
উত্তর : ২ জন।
৪। অংশীদারি কী?
উত্তর : অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যকার সম্পর্ককে অংশীদারি বলে।
৫। অংশীদারি ব্যবসায় কী?
উত্তর : চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।
৬। অংশীদারি চুক্তিপত্র কী?
উত্তর : অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।
৭। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী?
উত্তর : যে অশীদারি ব্যবসায়ের চুক্তিতে ব্যবসায়ের মেয়াদকাল সম্পর্কে কিছুই বলা থাকে না তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে।
৮। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী?
উত্তর : কোনো অংশীদারি ব্যবসায়ের এক বা একাধিক সদস্যের দায় সীমাবদ্ধ থাকলে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে।
৯। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কী?
উত্তর : সব অংশীদারের মধ্যকার সম্পর্কের বিলুপ্তিকেই অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলে।
১০। আচরণে অনুমিত অংশীদার কে?
উত্তর : কোনো ব্যক্তি অংশীদার না হয়ে ও কথা-বার্তা ও আচার-আচরণের দ্বারা কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে নিজকে পরিচয় দিলে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
১১। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়।
১২। অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বণ্টিত হয়?
উত্তর : চুক্তি মোতাবেক অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টিত হয়।
১৩। কর্মী অংশীদার কে?
উত্তর : যে সাধারণ অংশীদার ব্যবসায়ে মূলধন না দিয়ে নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে।
H.S.C
- জ্ঞান মূলক প্রশ্ন -১ম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা এইচএসসি প্রস্তুতি
- একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন
- বহু নির্বাচনী প্রশ্ন – এইচএসসি প্রস্তুতি বিষয়: বাংলা ১ম পদ্য: সাম্যবাদী
- বহুনির্বাচনী প্রশ্ন একাদশ-দ্বাদশ – ফিন্যান্স ২য় পত্র ১০ ম অধ্যায় , পাঠ -১
- একাদশ-দ্বাদশ – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, বীমা সম্পর্কে মৌলিক ধারণা ১০ অধ্যায়
- একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান ২য় পত্র, ৩য় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী
- H.S.C – Preparation বিষয়: হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
- ৭ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে
- SMS এইচএসসির ফলাফল জানা নিয়ম
- ‘SSC পরীক্ষা জুনে, HSC আগস্টে’