ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকি vs অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকি ও অনিশ্চয়তার তুলনামূলক আলোচনা, অনিশ্চয়তার ও ঝুঁকি মধ্যে পার্থক্য

প্রশ্ন সমাধান: ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকি vs অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকি ও অনিশ্চয়তার তুলনামূলক আলোচনা, অনিশ্চয়তার ও ঝুঁকি মধ্যে পার্থক্য


ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য

ঝুঁকি ও অনিশ্চয়তা একই মনে হলেও দুটো শব্দই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যে শব্দটির সাথে সম্ভাবনা জানা থাকে তখন ঐ অবস্থাকে ঝুঁকি বলে। আবার কোন সংঘটনশীল ঘটনার সম্ভাবনা জানা না থাকলে সে অবস্থাকে অনিশ্চয়তা বলা হয়। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে মূল পার্থক্য হল ঝুঁকিতে অনিশ্চয়তার মত বিভিন্নতা তুলানামূলকভাবে কম। ভবিষ্যতের যে অবস্থা সম্পর্কে বর্তমানে কোন জ্ঞান নেই বা কিছু জ্ঞান থাকলেও তা অর্থহীন তাকে অনিশ্চয়তা বা Uncertainty  বলে। অপর দিকে প্রাপ্তির বিভিন্নতা ঝুঁকির নির্দেশক।


নিচে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-

পার্থক্যের বিষয়ঝুঁকিঅনিশ্চয়তা
১। সংজ্ঞাভবিষ্যতে কোন ঘটনা ঘটা বা ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করে ঘটা ও না ঘটার বিভিন্ন মানের যে প্রাক্কলিত মানের বিচ্যুতি নির্ধারণ করা হয় তখন ঐ বিচ্যুতিকেই ঝুঁকি বলা হয়।ভবিষ্যতে কোন ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এ রকম একটি অবস্থাকে অনিশ্চয়তা বলা হয়।
২। তথ্যভিত্তিকঝুঁকি নির্ধারণের জন্য ঐতিহাসিক তথ্যের প্রয়োজন এবং ভবিষ্যত সম্পর্কে নির্ভুল বিশ্লেষণধর্মী প্রাক্কলন প্রয়োজন।অনিশ্চয়তা একটি ভাগ্য নির্ভর ধারণা যা কোন তথ্যের মাধ্যমে প্রকাশ করা যায় না।
৩। পরিহারযোগ্যতাঝুঁকি যেহেতু গাণিতিক বিশ্লেষন সেহেতু তা বাস্তবে প্রায় অসম্ভব হলেও বিভিন্ন শর্তে তা পরিহার করা যায়।অনিশ্চয়তা মানুষের সৃষ্ট কোন বিষয় বা ঘটনা নয় বিধায় তা পরিহার করা যায় না।
৪। জানতে পারাঝুঁকির পরিমাণ জানতে পারা যায়।অনিশ্চয়তার পরিমাণ জানা যায় না।
৫। আয়ের সাথে সম্পর্কবিনিয়োগকারীকে আয়ের জন্য ঝুঁকি নিতে হয়। তাই ঝুঁকি আয়ের সাথে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, সেহেতু আয়ের সাথে তার সম্পর্কও জানা যায় না।
৬। পরিমাপের এককঝুঁকি পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয়। যেমন: পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ইত্যাদি।অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয় বিধায় এর কোন একক নেই।
৭। সংজ্ঞায়নের সুবিধাঝুঁকি যেহেতু পরিমাপযোগ্য সেহেতু এটা স্পষ্টভাবে ও সঠিকভাবে সংজ্ঞায়িত করা সম্ভব।অনিশ্চয়তা সঠিক ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা কঠিন।

Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Leave a Comment