ঝুঁকি বলতে কী বুঝ?, ঝুঁকি কাকে বলে?, প্রকৃত (real) ঝুঁকি মুক্ত আয় বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।, অপরিহারযোগ্য ঝুঁকির ধারণাটি ব্যাখ্যা কর,কেন এটিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়?

প্রশ্ন সমাধান: ঝুঁকি বলতে কী বুঝ?, ঝুঁকি কাকে বলে?, প্রকৃত (real) ঝুঁকি মুক্ত আয় বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।, অপরিহারযোগ্য ঝুঁকির ধারণাটি ব্যাখ্যা কর,কেন এটিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়?

ঝুঁকি বলতে কী বুঝ?, ঝুঁকি কাকে বলে?

ভূমিকা : দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ঝুঁকি বা Risk শব্দটি ব্যবহার করে থাকি। আভিধানিক অর্থে ঝুঁকি বলতে আর্থিক ক্ষতি, আপদ-বিপদ বা হারানোর সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারবে না বলেই ঝুঁকির সৃষ্টি হয় ।

ঝুঁকির সংজ্ঞা : সাধারণ অর্থে, ঝুঁকি বলতে ক্ষয়ক্ষতি বা আপদ-বিপদ বা হারানোর সম্ভাবনাকে বুঝায়। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ঝুঁকির সংজ্ঞা প্রদান করেছেন।

নিম্নে ঝুঁকির কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :

সিডনী এল. রবিন্স-এর মতে, “ঝুঁকি হলো অনিশ্চয়তার ফল বা অনিশ্চয়তা হতে উৎপন্ন যা ব্যাপকভাবে জ্ঞানের অসম্পূর্ণতা বা তাদের বিচারবুদ্ধির অসামর্থ্যতার সঙ্গে সম্পৃক্ত।” Besly এবং Brighan-এর মতে, “Risk can be defind as he chance the some event other than expected will occur”.

John J. Hampton-এর মতে, “বিনিয়োগ হতে প্রকৃত প্রাপ্তি পূর্বাভাষ হতে কম হওয়ার সম্ভাবনাই ঝুঁকি”। অর্থাৎ প্রাপ্তির বিভিন্নতা ঝুঁকি নির্দেশক ।

Block এবং Hirt-এর মতে, “Risk may be defined interms of the variability of possible outcomes from a given investiment.”

আর্থার উইলিয়াম এবং রিচার্ড এম হেন্স-এর মতে, “কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে সম্ভাব্য স্বাভাবিক ফলাফলের বিভিন্নতাই ঝুঁকি ।”

L. J. Gitman-এর মতে, “ফার্মের যখন কোনো দায় সৃষ্টি হয় তখন বিল পরিশোধ করতে না পারার সম্ভাবনাই হলো ঝুঁকি।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, যেখানেই সম্ভাব্য কোনো ক্ষতির ব্যাপারে অনিশ্চয়তা থাকে সেখানেই ঝুঁকি থাকে। অর্থাৎ কোনো আর্থিক ক্ষতি হতে পারে এমন অনিশ্চয়তাকেই ঝুঁকি বলে ।


আরো ও সাজেশন:-

প্রকৃত (real) ঝুঁকি মুক্ত আয় বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।

উত্তর : প্রকৃত ঝুঁকিমুক্তি আয় এমন এক ধরনের আয় যেখানে কোনো মুদ্রাস্ফিতীর হার কোনো মুদ্রাস্ফিতি এবং ভবিষ্যতের নগদ প্রবাহ বা পরিশোধের বিষয়ে অনিশ্চয়তা অনুমান করে না। এখানে, ঝুঁকিমুক্ত হারের সাথে সকল ধরনের ট্রেজারি বিলও এতে সম্পৃক্ত থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এই ধরনের ট্রেজারি বিলও এতে সম্পৃক্ত থাকে ।

উদাহরণ হিসাবে আমরা এই ধরনের ট্রেজারি বিলসমূহের কথা বলতে পারি। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ট্রেজারি বিলসমূহ ঝুঁকিমুক্ত আয়ের সাথে মিলে স্থিতিশীল অবস্থানে বিরাজ করে এবং সকল ধরনের পেমেন্ট পরিশোধে ভূমিকা পালন করে থাকে । আবার, আমরা দেখতে পাই যে, প্রকৃতি ঝুঁকিমুক্ত আয়কে অনেক সময় অর্থ বিশুদ্ধ করার সময় মানও বলা যায় ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অপরিহারযোগ্য ঝুঁকির ধারণাটি ব্যাখ্যা কর। কেন এটিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়?

উত্তর : সমাজ সর্বদা গতিশীল বিধায় অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থায় নিয়ত পরিবর্তন সাধিত হয়ে আসছে। কোম্পানির কাজকর্মের উপর এবং সেসূত্রে শেয়ারমূল্যের উপর ঐ পরিবর্তনগুলোর প্রভাব থাকে।

তবে এসব পরিবর্তন সকল কোম্পানি এবং সিকিউরিটির উপর বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলে । উদাহরণস্বরূপ, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সকল শিল্পপ্রতিষ্ঠানের উপর বিরূপ প্রভাব ফেলে। অর্থনৈতিক মন্দা দেখা দিলে সংস্থাগুলোর মুনাফা কমতে থাকে এবং অধিকাংশ শেয়ারের দর নিম্নমুখী হয়।

সুতরাং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অভিঘাত কার্যকারণ সম্পর্কযুক্ত, আর সার্বিক মুনাফা- তারতম্যের যে অংশটুকু উক্তরূপ কার্যকারণ-সম্পর্কযুক্ত কারণগুলো থেকে সৃষ্ট তাকে অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়। অপরিহারযোগ্য ঝুঁকি তিনভাগে বিভক্ত।
যথা :
১. সুদহার ঝুঁকি,

২. বাজার ঝুঁকি এবং

৩. ক্রয়ক্ষমতা ঝুঁকি ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment