ঝুঁকি মূল্যায়ন কি? ও ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আলোচনা কর, ঝুঁকি মূল্যায়ন কি? , ঝুঁকি মূল্যায়ন বলতে কি বুঝ?, ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আলোচনা কর।, ঝুঁকি মূল্যায়ন পদ্ধতিসমূহ লিখ ।
ঝুঁকি মূল্যায়ন কি? অথবা, ঝুঁকি মূল্যায়ন বলতে কি বুঝ?
ভূমিকা : মানুষের জীবন ও সম্পদ-সম্পত্তি প্রতিনিয়ত নানাবিধ প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ঝুঁকি ও অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। আর এ কারণেই মানুষ প্রতিনিয়ত প্রাপ্তি বা হারানোর অনিশ্চয়তায় চিন্তাগ্রস্ত থাকে। তাই ঝুঁকি সৃষ্টিকারী উপাদানগুলো চিহ্নিত করার পর তা নিয়ন্ত্রণ ও মোকাবিলা করার উদ্দেশ্যে ঝুঁকির মাত্রা সঠিকভাবে পরিমাপ করা প্রয়োজন ।
ঝুঁকি মূল্যায়ন : ঝুঁকি মোকাবিলা করার জন্য আধুনিক যুগের মানুষ একটি চমৎকার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আর এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো ‘বিমা’। বিমা কারবারগুলো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে সংশ্লিষ্ট বিনিয়োগে কি পরিমাণ ঝুঁকি রয়েছে বিমাকারীকে তা জানতে হয়। অপরদিকে ঝুঁকি মূল্যায়ন সঠিকভাবে করা, ঝুঁকি গ্রহণের বিনিময়ে কি পরিমাণ মুনাফা অর্জিত হবে তাও পূর্বানুমান করা যায়। এ থেকে ঝুঁকি গ্রহণের যৌক্তিকতা বিবেচনা করা সম্ভব হয়। তাছাড়া সঠিক ঝুঁকি পরিমাণের বিমা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে প্রিমিয়াম বা সেলামি নির্ধারণে সহায়তা করে। কেননা, ঝুঁকি বেশি হলে প্রিমিয়াম বেশি হবে, আর ঝুঁকি কম হলে প্রিমিয়ামের হারও কম হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিমাকারীকে প্রস্তাবিত বিমাগ্রহীতার সাথে চুক্তিতে আবদ্ধ হতে হলে বিমাগ্রহীতার ব্যক্তিগত বা সম্পদ-সম্পত্তিগত আর্থিক ক্ষতির অনিশ্চয়তা বা ঝুঁকির পরিমাণ প্রথমেই নিরাপদ করতে হয়। তা না হলে চুক্তি
সম্পাদন অসম্ভব হয়ে পড়বে ।
আরো ও সাজেশন:-
ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আলোচনা কর। অথবা, ঝুঁকি মূল্যায়ন পদ্ধতিসমূহ লিখ ।
উত্তর : ভূমিকা : দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে ঝুঁকি বলতে বুঝায় বিনিয়োগ প্রকল্প থেকে প্রাপ্য নগদ প্রবাহের পরিবর্তনশীলতা । যদি নগদ প্রবাহের পরিবর্তনশীলতা বিবেচনা না করে কেস বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে তা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর নাও হতে পারে। ঝুঁকি বিশ্লেষণ ও যথাযথ পূর্বানুমানের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যেতে পারে ।
ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি : নিম্নে ঝুঁকি মূল্যায়নের প্রধান প্রধান পদ্ধতি আলোচনা করা হলো :
১. সমন্বিত বাট্টার হার পদ্ধতি : ঝুঁকি মূল্যায়নের সকল পদ্ধতির মধ্যে এটি অন্যতম। এটি খুব সহজ-সরল ও বহুল ব্যবহৃত পদ্ধতি। যে পদ্ধতিতে ঝুঁকি বৃদ্ধির সাথে নগদ প্রবাহ বৃদ্ধির আশা করা হয় তাকে RAD Approach বলে ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এই পদ্ধতির সূত্র হলো :
RAD Rate = Cost of capital + Risk premium rate = Risk free + Risk premium = Time preference rate + Risk preference rate.
২. নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি : যে পদ্ধতিতে ভবিষ্যৎ প্রাপ্য Cash flow-কে একটি নির্দিষ্ট ঝুঁকি সমন্বয় ফ্যাক্টর দ্বার গুণ করে ঝুঁকিহীন Cash flow-এর সমান দেখানো হয় তাকে নিশ্চয়তা সমতুল্য ঝুঁকি বলে । একে CE পদ্ধতিও বলে ।
৩. সম্ভাবনা বিন্যাস পদ্ধতি : যে পদ্ধতিতে প্রকল্প থেকে প্রাপ্য নগদ প্রবাহের সম্ভাবনা বিন্যাসের প্রত্যাশিত মূল্য ও নগদ প্রবাহের পরিমিত ব্যবধানের ভিত্তিতে প্রকল্প মূল্যায়ন করা হয় . তাকে সম্ভাবনা বিন্যাস পদ্ধতি বলে ।
৪. সিদ্ধান্ত বৃক্ষ পদ্ধতি : বিনিয়োগ প্রস্তাবে মূল্যায়নের আরেকটি অন্যতম বিকল্প পদ্ধতি হচ্ছে সিদ্ধান্ত বৃক্ষ পদ্ধতি। সংক্ষেপে একে DT পদ্ধতিও বলে ।
৫. অন্যান্য পদ্ধতি : এছাড়াও অন্যান্য পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হলো :
(i) সেনসিটিভিটি:
(ii) সাইমুলেশন ও
(iii) পোর্টফোলিও ঝুঁকি এপ্রোচ ইত্যাদি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ঝুঁকি মূল্যায়নের জন্য উপরে উল্লিখিত পদ্ধতিগুলো ব্যবহৃত হয় ।