টিন সার্টিফিকেট কয় প্রকার ও কি কি?,টিন সার্টিফিকেট এর প্রকারভেদ আলোচনা করো, TIN সার্টিফিকেট এর প্রকারভেদ আলোচনা করো, টিআইএন এর প্রকারভেদ আলোচনা করো

প্রশ্ন সমাধান: টিন সার্টিফিকেট কয় প্রকার ও কি কি?,টিন সার্টিফিকেট এর প্রকারভেদ আলোচনা করো, TIN সার্টিফিকেট এর প্রকারভেদ আলোচনা করো, টিআইএন এর প্রকারভেদ আলোচনা করো

টিন/ টিআইএন বা ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (TIN- Taxpayer Identification Numbers) হলো ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর, যা সংশ্লিষ্ট কর অফিস প্রদান করে। এর প্রথম চারটি সংখ্যা দ্বারা করদাতার অঞ্চল, মাঝের চারটি সংখ্যা দ্বারা করদাতার পদমর্যাদা এবং শেষ চারটি দ্বারা করদাতাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। ব্যবসা করতে হলে টিন/ টিআইএন লাগে।

শুধু ব্যবসা কেন, আয় করেন এমন সব মানুষের দৈনন্দিন অনেক প্রয়োজনে টিন/ টিআইএন লাগে। এমনকি আপনি যদি আয় না করেন, কিন্তু পৈতৃক সূত্রে সম্পদ থাকে, তা–ও টিন/ টিআইএন একটি জরুরি কর সনদপত্র। টিন/ টিআইএন করদাতাকে করের সব ঝামেলা থেকে সুরক্ষা করে।


আরো ও সাজেশন:-

টিন/ টিআইএন সার্টিফিকেট- এর প্রকারভেদ
টিন/ টিআইএন সার্টিফিকেট পাঁচ প্রকার হয়ে থাকে। নিম্নে এর প্রকারগুলো তুলে ধরা হলো-
১. SSN (Social Security Number): সামাজিক নিরাপত্তা কার্ড তৈরির জন্য প্রয়োজন।
২. EIN (Employer Identification Number): একজন কর্মীর ব্যবসা সংক্রান্ত বিষয়াবলিতে প্রয়োজন।
৩. ITIN (Individual Taxpayer Identification Number): একজন ব্যক্তির আবাসিক, অনাবাসিক, বাসস্থান, তার বৈবাহিক অবস্থান প্রভৃতির জন্য প্রয়োজন (যদি তার কাছে SSN নম্বর না থাকে)।
৪. ATIN (Adoption Taxpayer Identification Number): বাংলাদেশে এই টিন সার্টিফিকেটের প্রয়োজন বা প্রয়োগক্ষেত্র নেই।
৫. PTIN (Preparer tax identification number): বাংলাদেশে এই টিন সার্টিফিকেটের প্রয়োজন বা প্রয়োগক্ষেত্র নেই।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

টিন/ টিআইএন কেন প্রয়োজন
বর্তমানে আপনি যে কোন কাজই করেন না কেন আপনার টিন/ টিআইএন লাগবে। যেমন- ব্যবসা করতে হলে টিন/ টিআইএন লাগে। শুধু ব্যবসা কেন, আয় করেন এমন সব মানুষের দৈনন্দিন অনেক প্রয়োজনে টিন/ টিআইএন লাগে। এমনকি আপনি যদি আয় না করেন, কিন্তু পৈতৃক সূত্রে সম্পদ থাকে, তা–ও টিন/ টিআইএন একটি জরুরি কর সনদপত্র। এছাড়া যে সকল ক্ষেত্রে টিন/ টিআইএন লাগবে-


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

TIN সার্টিফিকেট সরকারের রাজস্ব আহরণের একটি হাতিয়ার। এটি আমাদের অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে TIN সার্টিফিকেট এর গুরুত্ব তুলে ধরা হলো : ১. বিদেশ থেকে পণ্য আমদানি করতে TIN সার্টিফিকেট এর প্রয়োজন হয় ৷

২. ট্রেড লাইসেন্স সংগ্রহ এবং নবায়নের বেলায় ‘TIN সার্টিফিকেট দাখিল করতে হয়।

৩. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত যেকোনো ক্লাবের সদস্যপদ অর্জনেও TIN সার্টিফিকেট এর ব্যবহার লক্ষণীয়।

৪. গাড়ি, মাইক্রোবাস, কারের নিবন্ধন, মালিকানা পরিবর্তন এবং গাড়ীর ফিটনেস সার্টিফিকেট সংগ্রহে TIN সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়।

৫. যেকোনো বাণিজ্যিক ব্যাংক, লিজিং কোম্পানি থেকে ৫ লক্ষ্য টাকার ঊর্ধ্বে ঋণ নেওয়ার ক্ষেত্রেও TIN সার্টিফিকেট ব্যবহৃত হয়।

৬. যেকোনো মূল্যের ক্রেডিট কার্ড সংগ্রহের ক্ষেত্রেও TIN সার্টিফিকেট এর ব্যবহার বা প্রদর্শন বাধ্যতামূলক ।

৭. ইনকাম ট্যাক্স আইনজীবী, ব্যয় ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানী, চার্টার ও একাউনটেন্ট অথবা যেকোনো ডাক্তারকে তাদের পেশাগত পরামর্শ প্রদানের লক্ষ্যে স্থাপিত প্রতিষ্ঠানের লাইসেন্স সংগ্রহে TIN সার্টিফিকেট একান্ত অপরিহার্য একটি দলিল ।

b. Import Registration Certificate সংগ্রহের ক্ষেত্রেও TIN সার্টিফিকেট একটি অতি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয় ।

৯. ১ লক্ষ টাকার ঊর্ধ্বমূল্যে সিটি কর্পোরেশন এলাকায় এলাকায় বা এ্যাপার্টমেন্ট, ভবন অথবা ভূমি ক্রয়ে TIN সার্টিফিকেট এর ব্যবহার লক্ষ্যণীয়।

১০. যেকোনো ব্যবসায় সংঘের সদস্যপদ অর্জন ও সদস্য পদ নবায়নে TIN সার্টিফিকেট দাখিল করতে হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় TIN সার্টিফিকেট এর গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশের উন্নয়নে নির্ধারত কর পরিশোধ করার লক্ষ্যে আমাদের সকলেরই TIN সার্টিফিকেট সংগ্রহ করা নৈতিক কর্তব্য

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment