ট্রেনের অবস্থান জানার মেসেজ,ট্রেন কোথায় আছে দেখার নিয়ম,ট্রেন লোকেশন অ্যাপস কোনটি
বাংলাদেশে যত ধরনের দূরপাল্লার বাহন আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ট্রেন। সাশ্রয়ী ভাড়ায় নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌছানোর সুবিধা পেতে সকলেরই পছন্দের শীর্ষে থাকে রেল ভ্রমণ।
কিন্তু অনেক সময়েই এই সুখের ভ্রমণ রূপ নিতে পারে বিরক্তি ও বিড়ম্বনায়। ট্রেন স্টেশনে পৌছানোর অনেক আগেই আমরা সাধারতন স্টেশনে গিয়ে হাজির হয়ে যায়, এই ভয়ে যে ট্রেনটা যদি মিস করি।
আবার কখনো কখনো সঠিক সময়ে স্টেশনে পৌছাতে পারি না। ফলে ট্রেন মিস করতে হয়। স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই যদি ট্রেনের লাইভ লোকেশন জানা যেত তাহলে বেশ উপকার হতো। তাই তো?
বর্তমানে ট্রেনের অবস্থান জানা যায় কয়েকটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে। যেমন সরাসরি আপনি অনলাইনে কয়েকটি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে জানতে পারবেন, এছাড়াও রেল মন্ত্রণালয়ের হট লাইনে এসএমএস এর মাধ্যমে ট্রেনের লোকেশন জানা যায়। এছাড়াও বিকল্প পদ্ধতিতে গুগল ম্যাপ ব্যবহার করে ট্রেনের বর্তমান অবস্থান শনাক্ত করা যায়। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং গুগল ম্যাপ ব্যবহার করার মাধ্যমে ট্রেনের লোকেশন সনাক্ত করা একটু কঠিন, সবথেকে সহজ পদ্ধতি হলো এসএমএসের মাধ্যমে ট্রেনের অবস্থান জানা।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এই সমস্যার সমাধান জানতে পারবেন আজকের এই আর্টিকেলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়তে থাকুন।
ট্রেনের লোকেশন জানার উপায় ২০২৪
আপনি যেকোনো সময় যেকোনো ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন। এজন্য আপনাকে স্টেশনে পৌছাতে হবে বা স্টেশন মাস্টারের কাছে যেতে হবে, বিষয়টি সেরকম না।
মোবাইলে ট্রেনের অবস্থান জানার উপায় রয়েছে দুইটি। সেগুলো হলো:
- ট্রেন লোকেশন মেসেজ (SMS)
- ট্রেনের লোকেশন অ্যাপ (App)
নিচের অংশে আমরা এই দুইটা মাধ্যম সম্পর্কে বিস্তারিত জানবো।
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় ২০২৪
আপনার যদি একটা স্মার্টফোন (Android/IOS) থাকে তাহলে এটি দিয়ে যেকোনো সময় ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন।
এর ফলে স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি আসতে কত সময় লাগবে।
অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায় হিসেবে আমরা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করবো। কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন তা জানতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
ধাপ-১: ট্রেনের লোকেশন অ্যাপ ইনস্টল করুন ২০২৪
সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো Play Store-এ গিয়ে BR Explorer লিখে সার্চ করুন। নিচের ছবিতে দেখানো অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে ফেলুন।
ধাপ-২: অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন
এই অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমেই একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য প্রয়োজন হবে একটি সচল মোবাইল নাম্বার ও একটি ইমেইল অ্যাড্রেস।
ফোনে অ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন। কালো ব্যাকগ্রাউন্ডের প্রথম পেইজের নিচের দিকে Signup Now লেখা বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ফরম দেখতে পাবেন।
এখানে আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড লিখুন। জাতীয় পরিচয়পত্র স্ক্যান করা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে এটা এড়িয়ে যেতে পারেন।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে Terms and conditions ফিল্টে টিক মার্ক দিয়ে Registration লেখা হলুদ বাটনে ক্লিক করুন।
ধাপ-৩: কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করুন
সফল্ভাবে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পুনরায় লগিন করুন। এবং BR Explorer অ্যাপের উপরের ডান পাশের মেনুবারে ক্লিক করুন। তারপরে ট্রেনের বর্তমান অবস্থান জানতে Locate Train অপশনটি নির্বাচন করুন।
পরবর্তী পেইজে আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি নির্বাচন করতে হবে যেটি আপনি ভ্রমণ করতে চান। এজন্য সেই ট্রেনের নাম অথবা কোড লিখে সার্চ করুন। সকল ট্রেনের কোড নাম্বার শেয়ার করেছি এই আর্টিকেলের শেষে।
আপনি যখন কোনো ট্রেনের নাম লিখে সার্চ করবেন তখন দুইটা ট্রেন দেখতে পাবেন। একটি হলো UP এবং একটা DOWN. যেগুলো ঢাকার উদ্দেশ্যে যায় সেগুলো আপ ট্রেন এবং যেগুলো ঢাকা থেকে ছেড়ে আসে সেগুলো ডাউন ট্রেন। আপনি যেটাতে ভ্রমণ করবেন সেটা নির্বাচন করুন।
কাঙ্ক্ষিত ট্রেনের নামের উপরে ক্লিক করলে উপরের ছবির মতো একটা কনফারমেশন মেসেজ দেখতে পাবেন। এখানে Yes সিলেক্ট করুন।
ধাপ-৪: ট্রেনের লাইভ লোকেশন দেখুন
এবার যে পেইজটি আসবে সেখানে আপনার নির্বাচিত ট্রেনের অবস্থান, গতিবেগ, কোচের সখ্যাসহ যাবতীয় তথ্য দেখতে পাবেন। আর গুগল ম্যাপে ট্রেনের লোকেশন দেখতে Open Train Location on Map বাটনে ক্লিক করবেন।
বলে রাখা ভালো যে, একাউন্ট রেজিস্ট্রেশন করলে প্রথমে কয়েকবার ফ্রিতে লোকেশন ট্র্যাক করার সুযোগ দেয়। পরবর্তীতে টাকা টাকা দিয়ে পয়েন্ট কিনে এই অ্যাপটি ব্যবহার করতে হবে।
মেসেজে ট্রেনের লোকেশন জানার উপায় ২০২৪
যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে তাহলে ট্রেনের অবস্থান জানতে এসএমএস পদ্ধতি ব্যবহার করতে পারেন। এবার জানাবো কিভাবে ট্রেন লোকেশন মেসেজ পাঠাবেন।
ট্রেনের অবস্থান জানার উপায় হিসেবে SMS পাঠাতে নিচের ধাপগুলো খেয়াল করুনঃ
- ধাপ-১: প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে যান।
- ধাপ-২: এরপরে Sender এর ঠিকানায় 16318 নাম্বারটি লিখুন।
- ধাপ-৩: মেসেজ অংশে লিখুন TR <space> Train Name/Code No.
- ধাপ-৪: সবশেষে পাঠিয়ে দিন উক্ত নাম্বারে।
মেসেজ লেখার ফরম্যাটটি যেন ভালোবাভাবে বুঝতে পারেন সেজন্য Sundarban Ex. (725 ট্রেনের অবস্থান জানতে এসএমএস এর উদাহরণটি খেয়াল করুন।
Write Message: TR 725
Send to: 16318
উক্ত মেসেজটি পাঠানোর কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে ট্রেনের লাইভ লোকেশন ও অন্যান্য তথ্য লেখা থাকবে। এম.এম.এস পাঠাতে চার্জ প্রযোজ্য হবে।
সকল ট্রেনের কোড নাম্বার ২০২৪
আপনি যদি ট্রেনের অবস্থান জানতে এসএমএস পাঠাতে চান তাহলে ট্রেনের কোড নাম্বার অথবা নাম লিখতে হবে। আপনারা যাতে সহজেই সকল ট্রেনের কোড নাম্বার খুঁজে পেতে পারেন সেজন্য নিচে একটি টেবিল সম্বলিত ছবি যুক্ত করেছি।
ট্রেনের অবস্থান নির্ণয় করার খরচ ২০২৪
ট্রেনের অবস্থান নির্ণয় করার দুটো প্রক্রিয়াতেই কিছুটা খরচ করতে আছে। এক্ষেত্রে এসএমএস এবং অ্যাপের খরচ বেশ আলাদা।
মাধ্যম | খরচ |
এসএমএস | প্রতি বার ৪.৫ টাকা |
বিআর এক্সপ্লোরার (BR Explorer) অ্যাপ | প্রথম ২০ বার ফ্রি। |
পরবর্তীতে প্রতিবার ২ টাকা। |
ট্রেনের অবস্থান নির্ণয়ের জন্য ট্রেন নং ও ট্রেন কোড ২০২৪
সকলের কাছে স্মার্ট ফোন নাই থাকতে পারে। আবার স্মার্ট ফোন থাকলেও অনেক সময়ই অনেকের ইন্টারনেট সংযোগ থাকে না। এক্ষেত্রে ট্রেনের অবস্থান জানার জন্য এসএমএসই ভরসা। আর এসএমএস এর সাহায্যে ট্রেনের অবস্থান জানার জন্য প্রয়োজন ট্রেন নং অথবা ট্রেন কোডের। নিচে থাকছে সকল আন্তঃনগর ট্রেনের রুট, ট্রেন নং, ট্রেন কোড এবং নামসমূহ।
ঢাকা – চট্টগ্রাম ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
701 | Subarna | সুবর্ণ এক্সপ্রেস |
702 | Subarna | সুবর্ণ এক্সপ্রেস |
703 | GodhuliU | মহানগর গোধুলী |
704 | ProvatiD | মহানগর প্রভাতী |
721 | ProvatiU | মহানগর প্রভাতী |
722 | GodhuliD | মহানগর গোধুলী |
741 | TurnaU | তূর্ণা |
742 | TurnaD | তূর্ণা |
ঢাকা – সিলেট ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
709 | Para | পারাবত এক্সপ্রেস |
710 | Para | পারাবত এক্সপ্রেস |
717 | JoyantU | জয়ন্তিকা এক্সপ্রেস |
718 | JoyantD | জয়ন্তিকা এক্সপ্রেস |
739 | UpabanU | ঊপবন এক্সপ্রেস |
740 | UpabanD | ঊপবন এক্সপ্রেস |
773 | Kalani | কালনী এক্সপ্রেস |
774 | Kalani | কালনী এক্সপ্রেস |
ঢাকা – দিনাজপুর ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
705 | Ekota | একতা এক্সপ্রেস |
706 | Ekota | একতা এক্সপ্রেস |
757 | Druta | দ্রুতযান এক্সপ্রেস |
758 | Druta | দ্রুতযান এক্সপ্রেস |
ঢাকা – রাজশাহী ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
753 | Silk | সিল্ক সিটি এক্সপ্রেস |
754 | Silk | সিল্ক সিটি এক্সপ্রেস |
759 | Padma | পদ্মা এক্সপ্রেস |
760 | Padma | পদ্মা এক্সপ্রেস |
769 | Dhum | ধুমকেতু এক্সপ্রেস |
770 | Dhum | ধুমকেতু এক্সপ্রেস |
ঢাকা – খুলনা ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
725 | Sundar | সুন্দরবন এক্সপ্রেস |
726 | Sundar | সুন্দরবন এক্সপ্রেস |
763 | Chitra | চিত্রা এক্সপ্রেস |
764 | Chitra | চিত্রা এক্সপ্রেস |
চট্টগ্রাম – সিলেট ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
719 | PaharU | পাহাড়িকা এক্সপ্রেস |
720 | PaharD | পাহাড়িকা এক্সপ্রেস |
723 | UdayU | উদয়ন এক্সপ্রেস |
724 | UdayD | উদয়ন এক্সপ্রেস |
ঢাকা ক্যান্ট. – কোলকাতা ট্রেন রুট
ট্রেন নং | ট্রেন কোড | ট্রেনের নাম |
3107 | Moitree | মৈত্রী এক্সপ্রেস |
3108 | Moitree | মৈত্রী এক্সপ্রেস |
3109 | Moitree | মৈত্রী এক্সপ্রেস |
3110 | Moitree | মৈত্রী এক্সপ্রেস |
অথবা ট্রেন নাম্বার জানতে eticket.railway.gov.bd ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন।
সারসংক্ষেপ: ট্রেনের লাইভ লোকেশন ২০২৪
আশা করছি, আজকের পুরো টিউটোরিয়ালটি যদি মনোযোগ দিয়ে অনুসরণ করেন এবং সে মোতাবেক কাজ করতে পারেন তাহলে যেকোনো সময় আপনার হাতের মোবাইলটি দিয়ে যেকোনো ট্রেনের লোকেশন চেক করতে পারবেন।
আজকের বিষয়: ট্রেনের অবস্থান জানার উপায়, Live Location অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়
FAQ (প্রশ্ন উত্তর)
ট্রেনের অবস্থান জানার মেসেজ?
ট্রেনের অবস্থান জানার মেসেজ হলো TR Train code বা Train number এবং সেন্ট করুন 16318 নাম্বারে। যেমন: TR 705 এবং পাঠিয়ে দিবেন 16318 নাম্বারে।
ট্রেন কোথায় আছে দেখার নিয়ম?
ট্রেন কোথায় আছে জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR Train code এবং পাঠিয়ে দিবেন 16318 নাম্বারে। ফিরতি মেসেজে ট্রেন কোথায় আছে জানতে পারবেন।
ট্রেন লোকেশন অ্যাপস কোনটি?
ট্রেন লোকেশন দেখার অ্যাপস হলো BR Explorer. এই অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এছাড়া গুগল ম্যাপের সাহায্যে ট্রেনের লোকেশন জানতে পারবেন।
ট্রেনের অবস্থান নির্ণয় খরচ কত | এসএমএস খরচ
ট্রেনের অবস্থান নির্ণয় করার জন্য এসএমএস খরচ ৪ টাকা ৫০ পয়সা এবং BR Explorer অ্যাপের মাধ্যমে ২ টাকা। অ্যাপ থেকে প্রথম ২০ বার ফ্রি।
ট্রেনের কোড নাম্বার কিভাবে বের করবো?
ট্রেনের কোড নাম্বার বা ট্রেন নাম্বার ট্রেনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তাছাড়া আপনার টিকেটে ট্রেনের নাম এবং কোড নাম্বার উল্লেখ করা থাকবে।
অ্যাপের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে চাইলে কিভাবে টাকা কাটবে?
উত্তরঃ প্রথম ২০ বারের পর আপনার প্রতি ১০ বারের জন্য ২০ টাকা আগেই রিচার্জ করে নিতে হবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও