ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন, ডিগ্রি প্রথম বর্ষের ১০০% কমন অর্থনীতি ১ম পত্র সাজেশন, degree 1st year economics 1st paper super suggestion

ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যষ্টিক অর্থনীতি (Microeconomics) সুপার সাজেশন
অর্থনীতি ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
 Economics 1st paper Suggestion Degree 1st year
Subject Code: 112201
2024 এর ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download অর্থনীতি ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, অর্থনীতি ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, অর্থনীতি ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন

ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

অর্থনীতি ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

(ক) বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ব্যস্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

২. ইসলামি অর্থনীতির ধারণা দাও।
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা- বাণিজ্যসহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদমুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামি অর্থনীতি বলে।

৩. ধনতান্ত্রিক অর্থনীতি কী?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থনীতি বলে।

৪. অর্থনীতির জনক কে? অথবা, অর্তসাস্তের জনক কে?
উত্তর: অর্থনীতিবিদ এডাম স্মিথ।

৫. সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপাদানের ব্যক্তি মালিকানার পরিববর্তে রাষ্টীয় মালিকানা বিদ্যমান থাকে তাই তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে।

৬.চলক বলতে কী বুঝ?
উত্তর: গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল হয় তাকে সাধারণত চলক বলে।

৭. চা ও কফি কোন ধরনের দ্রব্য?
উত্তর: চা ও কফি হলো পরিবর্তক দ্রব্য।

৮. চাহিদা বিধি কী?
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। দামের সাথে চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে তাকে চাহিদা বিধি বলে।

৯. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে?
উত্তর: মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে।

১০. প্রান্তিক উপযোগ কাকে বলে?
উত্তর: কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।

১১. MRS কী নির্দেশ করে?
উত্তর: নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে।

১২. MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলতে কী বুঝ? অথবা, প্রান্তিক বিকল্পন হার কী?
উত্তর: দুটো দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে।

১৩. আয় প্রভাব কাকে বলে?
উত্তর: দুটি পণ্যের দাম স্থির থেকে ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যে ক্রয়ের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে আয় অভাব বলে।

১৪. গিফেন দ্রব্যে কী?
উত্তর: গিফেন দ্রব্যে হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের সমপর্যায়ের দ্রব্যে।

১৫. MRS এর পূর্ণরূপ কী?
উত্তর: MRS এর পূর্ণরূপ হলো Marginal Rate of Substitution.

১৬. ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন কী?
উত্তর: যখন উপকরণ নিয়োগের হারের চেয়ে উৎপাদন বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন বলে।

১৭. সমজাতীয় পণ্য কী?
উত্তর: একই ধরনের উৎপাদিত পণ্যকে বলা হয় সমজাতীয় পণ্য।

১৮. ফার্মের সংঙ্গা দাও। অথবা, ফার্ম কী?
উত্তর: ফার্ম বলতে আমরা বুঝি কোনো উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে।

১৯. একজন বিক্রেতার বাজারকে কী বলে? অথবা, একজন বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: একজন বিক্রেতার বাজারকে একচেটিয়া বাজার বলে।

২০. অলিগোপলি বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে কতিপয় বিক্রেতা কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে।

২১. নিম খাজনা বলতে কী বুঝ?
উত্তর: স্বল্পকালে উৎপাদন হলে ক্ষতিগ্রস্ত হলে চাহিদা অনুযায়ি দ্রব্যের যোগান দেওয়া হয়না বলে দাম বৃদ্ধির ফলে যে অতিরিক্ত আয় উপার্জন হয় তাকে নিম খাজনা বলে।

২২. সুযোগ ব্যয় কী?
উত্তর: একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অন্য দ্রব্যটির যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে।

২৩. VMP এর পূর্ণরূপ লেখ?
উত্তর: VMP এর পূর্ণরূপ হলো Value of Marginal Product.

২৪. প্রকৃত মজুরি কী?
উত্তর: শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ- সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে।

আরো ও সাজেশন:-

PDF Download অর্থনীতি ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024

(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী?
২. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ।
৩. চাহিদা রেখা বলতে কী বুঝ?
৪. চাহিদার নির্ধারকগুলো লেখ।
৫. চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন?
৬. প্রান্তিক উপযোগ কী?
৭. সমপ্রান্তিক উপযোগ বিধি কী?
৮. পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কী?
৯. নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?
১০. ভোক্তার উদ্বৃত্ত কী?
১১. উৎপাদন কাকে বলে?
১২. নিরপেক্ষ রেখা অসম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য লেখ?
১৩. দীর্ঘকালিন গড় খরচ রেখা কেন আকৃতির হয়?
১৪. স্বাভাবিক মুনাফা কী?
১৫. স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) কেন ইংরেজি U আকৃতির হয়?
১৬. কেন মূল্য বৈষম্যের উদ্ভব হয়?
১৭. একচেটিয়া বাজার বলতে কী বুঝায়?
১৮. পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
১৯. মজুরি কী?
২০. চুক্তিবদ্ধ ওলিগোপলি এবং অচুক্তিবদ্ধ ওলিগোপলি এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
২১. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্যগুলো লেখ।

2024 অর্থনীতি ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ?
৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লেখ।
৪. চাহিদার আয় স্থিতীস্থাপকতা কাকে বলে?
৫. একটি সরলাকৃতির চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতীস্থাপকতা নির্ণয় কর।
৬. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
৭. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।

Degree Economics 1st paper Suggestion 2024, অর্থনীতি ১ম পত্র চূড়ান্ত সাজেশন,অর্থনীতি ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024


৮. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. ভোক্তার ভারসাম্য কাকে বলে?
১০. নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসম্য ব্যাখ্যা কর।
১১. উৎপাদনের উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১২. মাত্রাগত উৎপাদন কী?
১৩. সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে ব্যয় রেখা অংকন কর এবং এর আকৃতি আলোচনা কর।
১৫. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ।
১৬. কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়?
১৮. একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না?
১৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
২০. দাম নেতৃত্ব কী? অলিগোপলি বাজারে বিজ্ঞাপন ব্যয় আলোচনা কর।
২১. ডুয়োপলি বাজার কী? ডুয়োপলি বাজারের সাথে অলিগোপলি বাজারের পার্থক্য আলোচনা কর।
২২. মুনাফার উপাদানসমূহ ব্যাখ্যা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রী ১ম বর্ষের অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন 2024, অর্থনীতি ১ম পত্র চূড়ান্ত সাজেশন,অর্থনীতি ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024

Degree 1st year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: 2024 ডিগ্রী ১ম বর্ষের অর্থনীতি ১ম পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী প্রথম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন

5 thoughts on “ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র স্পেশাল সাজেশন, ডিগ্রি প্রথম বর্ষের ১০০% কমন অর্থনীতি ১ম পত্র সাজেশন, degree 1st year economics 1st paper super suggestion”

Leave a Comment