বিষয়: Degree 1st Year Exam Home economics 2nd Paper Suggestion 2025
ডিগ্রি ১ম বর্ষ গার্হস্থ্য অর্থনীতি ২য় পত্র 2025
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল কত?
উত্তর: জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল ২৮০ দিন।
২. বর্ধন বলতে কী বোঝ?
উত্তর: শিশুর বেড়ে ওঠার ধারা, তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ, বৈশিষ্ট্য, সমস্যা, প্রভাবকারী বিষয়াদির ওপর বিজ্ঞানসম্মত আলোচনাই হল বর্ধন বা শিশু বর্ধন।
৩. বিকাশের ২টি নীতি লেখ।
উত্তর: বিকাশের ২টি নীতি হল: ১. বিকাশ পরিবর্তনের সাথে জড়িত ২. বিকাশ নির্দিষ্ট ও ভবিষ্যৎ সূচক দ্বারা অনুসরণ করে।
৪. কোন সময়কে নবজাতককাল বলা হয়?
উত্তর: জন্মকাল হতে ২ সপ্তাহকাল পর্যন্ত সময়কে নবজাতককাল বলা হয়।
৫. জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে?
উত্তর: জন্মের সময় নবজাতকের ২.৭-২.৯ কেজি গড় ওজন থাকে।
৬. প্রাক-স্কুলগামী শিশুর বয়স কত?
উত্তর: প্রাক-স্কুলগামী শিশুর বয়স ৬ বছর।
৭. শিক্ষণ কী?
উত্তর: আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হল শিক্ষণ যা অভিজ্ঞতার ফলে সংঘটিত হয়।
৮. প্রতিবর্তী ক্রিয়া কী?
উত্তর: প্রাণীদেহে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে।
৯. শিশুর আকারের পরিবর্তন বলতে কী বোঝ?
উত্তর: শিশুর বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা, ওজন, আকৃতি ও দেহের আয়তনের যে পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বলা হয়।
১০. জ্ঞানশক্তি বলতে কী বোঝ?
উত্তর: শিশুর জন্মের পর পর্যায়ক্রমে বৃদ্ধির যে বিকাশ ঘটে তাকে জ্ঞানশক্তি বলে।
১১. কিশোর অপরাধ কাকে বলে?
উত্তর: শিশু ও কিশোরদের দ্বারা সংঘটিত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ।
১২. জীবনের সূচনা কীভাবে হয়?
উত্তর: স্ত্রী ও পুরুষের যৌন কোষ হতে যথাক্রমে ডিম্বকোষ ও শুক্র বীজ মিলনের ফলে স্ত্রীর জরায়ুতে একটি ডিম্ব সৃষ্টি হয়। এভাবেই জীবনের সূচনা হয়।
১৩. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?
উত্তর: সমাজ কাঠামোর রূপান্তর এবং জনগণের জীবনধারা ও সংস্কৃতির পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে।
১৪. শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো কী?
উত্তর: শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো হল: পরিবার, সমাজ ও রাষ্ট্র।
১৫. পারিবারিক বিপর্যয় কী?
উত্তর: সুষ্ঠ ও সুশৃঙ্খল পারিবারিক জীবনে যখন কোন অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয় তখন তাকে পারিবারিক বিপর্যয় বলে।
১৬. পারিবারিক সংকট কত প্রকার?
উত্তর: পারিবারিক সংকট ২ প্রকার।
১৭. দ্বন্দ্ব কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তি বা দল যখন কোন গুরুত্বপূর্ণ বিষয় অসম্মত হয় এবং ঐ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে তখন তাকে দ্বন্দ্ব বলে।
১৮. বুদ্ধ্যাঙ্ক কাকে বলে?
উত্তর: ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের তুলনামূলক উপস্থাপন হল বুদ্ধ্যাঙ্ক।
১৯. মাদকাসক্তি কী?
উত্তর: কোন কোন অবাঞ্ছিত পরিস্থীতি ব্যক্তিকে দৈহিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল করে তবে তাকে মাদকাসক্তি বলে।
২০. মানসিক প্রতিবন্ধী কত প্রকার ও কী কী?
উত্তর: মানসিক প্রতিবন্ধী ৪ প্রকার। যথা ১. মৃদু স্তর, ২. মধ্যম স্তর, ৩. গুরুতর স্তর ও ৪. গভীর স্তর।
২১. অপরাধ প্রবণতা বলতে কী বোঝ?
উত্তর: মাদকদ্রব্য গ্রহণের ফলে ব্যক্তির মনের স্বাভাবিক, অপ্রকৃতিস্থতা, বিচার-বুদ্ধিহীনতা, পাশবিকতা দেখা দেয়। ব্যক্তির মধ্যে এরূপ যেকোন প্রবণতাকে অপরাধ প্রবণতা বলে।
২২. শিশু কল্যাণ বলতে কী বোঝ?
উত্তর: সাধারণত সমাজের সব শিশুর কল্যাণার্থে গৃহীত ও বাস্তবায়িত সকল কার্যাবলীর সমষ্টি হল শিশু কল্যাণ।
২৩. শিশু কল্যাণের মূল লক্ষ্য কী?
উত্তর: শিশু কল্যাণের মূল লক্ষ্য হল শিশুর সকল দিকের উন্নয়ন সাধন করা।
২৪. আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা বলতে কী বোঝ?
উত্তর: আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা (IUCW) হল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
২৫. ‘SOS’ এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘SOS’ এর পূর্ণরূপ Save Our Souls.
২৬. স্বেচ্ছাসেবক সংস্থা বলতে কী বোঝ?
উত্তর: জনগণ নিজেদের সামাজিক প্রয়োজন মেটানোর জন্য যখন স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তাকে স্বেচ্ছাসেবক সংস্থা বলে।
২৭. শিশু পর্যবেক্ষণ পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর: শিশু পর্যবেক্ষণ পদ্ধতি ২ প্রকার। যথা: ১. স্বাভাবিক/প্রাকৃতিক পর্যবেক্ষণ ২. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ।
২৮. ডে কেয়ার সেন্টার বলতে কী বোঝ?
উত্তর: কর্মজীবী মহিলাদের (৫-৯ বছরের) শিশুদের মায়ের অনুপস্থিতিতে দিবাকালীন সময়ে যে রক্ষণাবেক্ষণ করা হয় তাকে ডে কেয়ার সেন্টার বলে।
২৯. নির্বাচিত পদ্ধতি কী?
উত্তর: সময়, অর্থ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যখন বাধা আসে সেক্ষেত্রে যেভাবে জীবন প্রবাহের বিকাশধারা প্রবাহিত হয় সেটাকে জ্ঞানলব্ধ করতে যে পদ্ধতির প্রয়োজন হয় তাকে শিশুর নির্বাচিত পদ্ধতি বলা হয়।
৩০. শিশুর সংশোধন বলতে কী বোঝ?
উত্তর: স্কুলে বালক-বালিকাদের পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা স্কুলের প্রতি তাদের মনোভাব, বিতৃষ্ণা, শিক্ষকের প্রতি রাগ-অনুরাগ, পাঠের প্রতি একাগ্রতা প্রভৃতি বুঝতে পারা হল শিশুর সংশোধন।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বর্ধন ও বিকাশের পার্থক্যগুলো কী?
২. অতি শৈশবকালের বৈশিষ্ট্য লেখ।
৩. শিক্ষণের বৈশিষ্ট্য লেখ।
৪. শিশুবৃদ্ধির পর্যায়সমূহ সংক্ষেপে লেখ।
৫. প্রাক-স্কুলগামী শিশুর বৈশিষ্ট্য লেখ।
৬. নবজাতক শিশুর বৈশিষ্ট্য লেখ।
৭. বাবা-মায়ের আচরণ কীভাবে শিশুর জীবনে প্রভাব ফেলে?
৮. শিশুর বৃদ্ধি-বিকাশে পরিবারের দায়িত্ব কী?
৯. শিশু পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা কর।
১০. কিশোর অপরাধের কারণ কী?
১১. প্রারম্ভিক পরিবার সম্পর্কে লেখ।
১২. দ্বন্দ্ব ও মানসিক চাপের মধ্যে পার্থক্য কী?
১৩. পারিবারিক জীবনে বেকারত্বের প্রভাব আলোচনা কর।
১৪. পিতামাতা ও শিশুর সম্পর্কের প্রভাব বিস্তারকারী বিষয়গুলো লেখ।
১৫. বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।
১৬. মানসিক প্রতিবন্ধীতার কারণগুলো উল্লেখ্য কর।
১৭. শিশুকল্যাণ ধারণাটির ব্যাখ্যা কর।
১৮. শিশুকল্যাণের গুরুত্ব কী?
১৯. ছোটমণি নিবাস সম্পর্কে লেখ।
২০. পর্যবেক্ষণ/নিরীক্ষণ পদ্ধতি কী?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. গর্ভকালীন বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো আলোচনা কর।
২. প্রাক-শৈশব দ্রুত বর্ধন ও পরিবর্তনের সময় আলোচনা কর।
৩. ‘পরিপক্কতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কিত’ – গবেষণালব্ধ তথ্য দ্বারা প্রমাণ কর।
৪. গর্ভকালী বিকাশের ধাপসমূহ আলোচনা কর।
৫. কৈশরে বাবা মা ও সন্তানের দ্বন্দ্বের কারণসমূহ লেখ। এ দ্বন্দ্ব নিরসনে পরিবারের ভূমিকা আলোচনা কর।
৬. পারিবারিক জীবনচক্র কী? পারিবারিক জীবচক্রের বিভিন্ন স্তরের বর্ণনা দাও।
৭. বিভিন্ন প্রকার পারিবারিক সংকট পরিবারের ওপর কী প্রভাব ফেলে? বর্ণনা কর।
৮. পেশা কী? পেশা নির্বাচনে পিতামাতার ভূমিকা আলোচনা কর।
৯. সামাজিকীকরণ কাকে বলে? শিশু সামাজিকীকরণের মাধ্যমগুলো বর্ণনা কর।
১০. পারিবারিক সংকট কী? বিবাহবিচ্ছেদ ও মাদকাসক্তি কীভাবে পারিবারিক জীবনকে প্রভাবিত করে? আলোচনা কর।
১১. বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।
১২. মানসিক প্রতিবন্ধীকার কারণগুলো উল্লেখ কর।
১৩. মানসিক প্রতিবন্ধী কারা? মানসিক প্রতিবন্ধীতের পরিচালনার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? আলোচনা কর।
১৪. উন্নতিমূলক কার্যক্রম কী বোঝ? তারুণ্যের উন্নতিমূলক কার্যক্রম আলোচনা কর।
১৫. বাংলাদেশের শিশুকল্যাণ কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা কর।
১৬. শিশু ও পরিবার কল্যাণে প্রতিকারমূলক কার্যক্রমগুলো লেখ।
১৭. শিশু পরিচালনার নীতিগুলো আলোচনা কর।
১৮. প্রাক-বিদ্যালয়ে শিশুদের পরিচালনার নীতি ও কৌশলগুলো উদাহরণসহ আলোচনা কর।
১৯. শিশু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা লেখ। শিশু পর্যবেক্ষণের দুটি পদ্ধতির বর্ণনা দাও।
২০. শিশুর সামাজিক বিকাশের ধারাসমূহ বর্ণনা কর।