ডিগ্রী ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন

ডিগ্রী ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রাকৃতিক পরিবেশ ও ভূগোল (Physical Geography & Environment) সুপার সাজেশন
ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
 Geography 1st paper Suggestion Degree 1st year
Subject Code: 113201
2025 এর ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

PDF Download ভূগোল ও পরিবেশ ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, ভূগোল ও পরিবেশ ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ডিগ্রী ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন

ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

ভূগোল ও পরিবেশ ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

(ক) বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. পানি চক্র কাকে বলে? অথবা, পানি চক্র কী?
উত্তর: পৃথিবীর বিভিন্ন উৎসস্থল হতে পানি চক্রাকারে বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে স্থানান্তর হয়ে আবার উৎসস্থলে ফিরে আসে তাকে পানি চক্র বলে।

২. ভূ- ত্বক কী?
উত্তর: পৃথিবীর বাইরের পাতলা আবরণই হলো ভূ-ত্বক।

৩. পৃথিবীর আকার কীরূপ?
উত্তর: পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, দু’মেরুর মধ্যে দুরত্ব বা ভূ-গোলকের আক্ষিক ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে ৪৩ কি.মি কম। এজন্য পৃথিবীর আকৃতিকে বলা হয় অভিগত গোলক।

৪. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?
উত্তর: প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন মিসরীয় গ্রিক পন্ডিত ইরাতোস্থিনিস।

৫. শিলা কী? অথবা, শিলা কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একসাথে মিশে যে পদার্থ গঠিত হয় তাকে শিলা বলে।

৬. অশ্মমণ্ডলের গড় গভীরতা কত?
উত্তর: অশ্মমণ্ডলের গড় গভীরতা হলো ১৭ কি.মি।

৭. মোহোরিভিসিক বিযুক্তি কী?
উত্তর: মোহোরিভিসিক বিযুক্তি হলো ভূত্বক এবং গুরুমন্ডলের মধ্যে একটি পাতলা স্থর বা আবরণী।

৮. ভূমিকম্পের কেন্দ্রে ভূ-অভ্যন্তরের কত কিলোমিটারের মধ্যে অবস্থিত থাকে?
উত্তর: ভূমিকম্পের কেন্দ্রে ভূ-অভ্যন্তরের ১৬-২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত থাকে।

৯. প্রভাহিত পানি পরিমাপের একক কী?
উত্তর: প্রভাহিত পানি পরিমাপের একক কিউসেক।

১০. বায়ুমন্ডলের স্বভাবিক তাপ হ্রাসের হার কত?
উত্তর: বায়ুমন্ডলের স্বভাবিক তাপ হ্রাসের হার প্রতি কিলোমিটার উচ্চতায় ৬.৪ সেন্ট্রিগ্রেট কমে।

১১. সৌরশক্তি কী?
উত্তর: সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাই সৌরশক্তি।

১২. বায়ুর চাপবলয় কত প্রকার? অথবা, বায়ুর চাপবলয কতটি?
উত্তর: বায়ুর চাপবলয় সাত প্রকার।

১৩. নিরক্ষীয় এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর: নিরক্ষীয় এলাকায় সাধারণত পরচিলন বৃষ্টিপাত হয়ে থাকে।

১৪. সুনামি কী? অথবা, সুনামি কাকে বলে?
উত্তর: ভূকম্পের ফলে সৃষ্ট উপকূলীয় এলাকার সামুদ্রিক ঢেউকে সুনামি বলে।

১৫. পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কী? অথবা, গভীরতম সমুদ্র খাত কোনটি?
উত্তর: পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম হলো গ্রান্ড মারিয়ানা ট্রেঞ্চ।

১৬. মহীসোপানের গড় গভীরতা কত?
উত্তর: মহীসোপানের গড় গভীরতা প্রায় ১৮০ মিটার।

১৭. অশ্ব অক্ষাংশ কোথায়?
উত্তর: আটলান্টিক মহাসাগরের ২৫¬-৩৫ অক্ষাংশে অশ্ব অক্ষাংশ অবস্থিত।

১৮. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি?
উত্তর: আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত পুয়ের্তোরিকো ট্রেঞ্চ।

১৯. তটরেখা কী?
উত্তর: সমুদ্র উপকূলে জোয়ার ভাটার সময় পানি যে সীমারেখা পর্যন্ত উঠানামা করে তাকে তটরেখা বলে।

২০. সমুদ্র স্রোতের দুইটি কারণ লেখ।
উত্তর: সমুদ্র স্রোতের দুইটি কারণ হলো- ক. বায়ু প্রবাহ ও খ. পৃথিবীর আবর্তন গতি।

২১. প্রাকৃতকি পরিবেশ কী?
উত্তর: মানুষের আবির্ভাবের পূর্বে যা কিছু বিদ্যমান ছিল তা সবই প্রাকৃতিক পরিবেশ।

২২. একটি প্রচলিত শক্তির উৎসহের নাম লেখ।
উত্তর: একটি প্রচলিত শক্তির উৎসহের নাম হলো: কয়লা, খনিজ, তেল, প্রাকৃতিক গ্যাস, পানি বিদ্যুৎ, পারমাণবিক শক্তি।

২৩. মকরক্রান্তি রেখার মান লেখ।
উত্তর: মকরক্রান্তি রেখার মান হলো ২৩.৪৩৬৮৯।

২৪. অশ্ব অক্ষাংশ কী?
উত্তর: উত্তর গোলার্ধের কর্কটীয় শান্ত বলয়ের অন্তর্গত ৩০৩৮ উত্তর অক্ষাংশই অশ্ব অক্ষাংশ।

২৫. ভূপাত কী?
উত্তর: পাহাড় বা উচ্চস্থান হতে শিলারাশি নিচে ধসে পড়লে তাকে ভূপাত বলে।

২৬. বদ্বীপ কী?
উত্তর: নদী মোহনায় সঞ্চয়কার্যের ফলে নতুন নতুন সৃষ্টি প্রক্রিয়া আনবরত চলতে থাকে। নবগঠিত ভূখন্ডের দুই পাশ দিয়া নদী স্রোত প্রবাহিত হওয়ায় নবগঠিত ভূখণ্ডটি বা আকৃতির রূপ নেয়। এটাই বদ্বীপ নামে পরিচিত।

২৭. আর্দ্রতা বলতে কী বুঝ?
উত্তর: আদ্রতা বলতে বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের উপস্থিতিকে বুঝায়।

২৮. জোয়ারের বান কী?
উত্তর: জোয়ারের সময় সমুদ্রের পানি খারি ও মোহনা দিয়ে অগভীর নদীতে প্রবেশ করার ক্ষেত্রে কোনো সংকীর্ণ স্থানের কারণে পানি উপরের দিকে ফুলে ওঠে এবং প্রাচীরের মতো উচু হয়ে যায়। আর একেই জোয়ারের বান বলা হয়।

২৯. Ecosystem কী?
উত্তর: Ecosystem হলো একটির জীবন গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ড একক।

আরো ও সাজেশন:-

Degree 1st Year Geography 1st paper Or Physical Geography & Environment suggestion 2025

(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা কর। ডিগ্রী ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন
২. পানির শ্রেণীবিন্যাস দেখাও।
৩. ভূত্বক গঠনকারী উপাদান উল্লেখ কর।
৪. পাললিক শিলার বৈশিষ্টসমূহ লেখ।
৫. যান্তিক বিচূর্ণীভবন বর্ণনা কর।
৬. আগ্নেয়গিরির শ্রেণীভাগ কর।
৭. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নির্ণয় কর।
৮. আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য নির্ণয় কর।
৯. সৌরতাপের তারতম্যের কারণসমূহ লেখ।
১০. আয়ন বায়ুর বর্ণনা দাও।
১১. শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাতের বর্ণনা কর।
১২. মহীসোপান ও মহীঢালের পার্থক্য কর।
১৩. সামুদ্রিক শৈলশিরা কী?
১৪. জোয়ারভাটা বলতে কী বুঝ?
১৫. উপসাগরীয় স্রোতের বর্ণনা কর।
১৬. প্রাকৃতিক ভূগোলের প্রয়োজনীয়তা লেখ।
১৭. শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখ।
১৮. আগ্নেয়গিরির অগ্নূৎপাতের কারণ কী কী?
১৯. বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়?
২০. প্লাবন ভূমির বৈশিষ্ঠসমূহ লেখ। অথবা, প্লাবন সমভূমি কী?
২১. জোয়ারভাটা কারণসমূহ ব্যাখ্যা কর।

[year] ভূগোল ও পরিবেশ ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. কার্বন চক্রের বর্ণনা দাও।
২. পানিচক্র সংঘটিত হওয়ার প্রক্রিয়াসমূহ আলোচনা কর।
৩. উৎপত্তি ও গঠনপ্রণালী অনুযায়ী পাললিক শিলারর শ্রেণীবিন্যাস কর এবং এর বিবরণ দাও।
৪. ক্ষয়ীভবন বলতে কী বুঝ? বিভিন্ন প্রকার ক্ষয়ীভবন প্রক্রিয়া আলোচনা কর।
৫. আগ্নেয়গিরির অগ্নূৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা দাও।
৬. আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ কর। আগ্নেয়গিরির ফল সৃষ্ট ভূমিরুপের বর্ণনা দাও।
৭. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরুপের বিবরণ দাও।
৮. জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
৯. বায়ুর উলম্ব তাপ বন্টনের তারতম্যের কারণগূলো বর্ণনা কর।
১০. বৃষ্টিপাত কী? বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বৈশিষ্ঠসমূহ আলোচনা কর।
১১. সমুদ্রতলানির শ্রেণীবিভাগ কর এবং এদের বিবরণ দাও।
১২. সমুদ্রস্রোতের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১৩. সমুদ্রের পানির লবনাক্ততার বন্টন বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


১৪. ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের বর্ণনা কর।
১৫. প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহের বিবরণ দাও।
১৬. নাইট্রজেন চক্র বর্ণনা কর।
১৭. বায়ুমণ্ডলের স্তরসমূহের বিবরণ দাও।
১৮. নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও।
১৯. সমুদ্রের পানির লবনাক্ততার পার্থক্যের কারণ উল্লেখ কর।
২০. জোয়ারভাটা বলতে কী বুঝ? জোয়ারভাটার শ্রেণীবিভাগ আলোচনা কর। ডিগ্রী ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন

ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ডিগ্রী ১ম বর্ষের ভূগোল ও পরিবেশ ১ম পত্র স্পেশাল সাজেশন 2025, ভূগোল ও পরিবেশ ১ম পত্র চূড়ান্ত সাজেশন,ভূগোল ও পরিবেশ ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2025

Degree 1st year Common Suggestion 2025

আজকের সাজেশান্স: 2025 ডিগ্রী ১ম বর্ষের ভূগোল ও পরিবেশ ১ম পত্র পরীক্ষার সাজেশন, 2025 ডিগ্রী প্রথম বর্ষ ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন

Leave a Comment