ডিগ্রী রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্রসাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যবস্থা (Political Organization and The Political System of UK and USA) সুপার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Political Science 2nd Paper Suggestion Degree 1st year Subject Code: 111903 |
ডিগ্রী রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download PDF Download রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
ডিগ্রী রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন 2025
(ক) বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তর
১. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
উত্তর: একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান।
২. সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি আছে।
উত্তর: সংবিধান প্রতিষ্ঠার ৪টি পদ্ধতি আছে।
৩. সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য হল ১.আইনের শাসন, ২
প্রাধান্য, ৩. স্বভাবিক উপায়ে ক্ষমতা হস্তান্তর।
৪. এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার পলিটি বা মধ্যতন্ত্র।
৫. গণতন্ত্রের বিপরীত রুপ কী?
উত্তর: গণতন্ত্রের বিপরীত রুপ স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র।
৬. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কী?
উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম সংসদীয় সরকার।
৭. কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর: মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে।
৮. ‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Foedus’ শব্দের অর্থ সন্ধি বা মিলন।
৯. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু।
১০. ‘The Spirit of Laws’ এর রচয়িতা কে?
উত্তর: ফরাসি দার্শনিক মন্টেস্কু ‘The Spirit of Laws’ এর রচয়িতা।
১১. নির্বচন পদ্ধতি কত প্রকার?
উত্তর: নির্বচন পদ্ধতি দু- প্রকার।
১২. নির্বাচকমন্ডলী কারা?
উত্তর: যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থার প্রতিনিধি নির্বাচনেআইনগত ভোটদানের অধিকারী তারাই নির্বচকমন্ডলি।
১৩. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর: সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচকমন্ডলী।
১৪. চাপসৃষ্টিকারী গাষ্ঠীর প্রধান লক্ষ্য কী?
উত্তর: হলো সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা।
১৫. একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ কর। অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
উত্তর: একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম বণিক সমিতি।
১৬. জনমত বলতে কী বুঝ?
উত্তর: জনকল্যাণকামী সমকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমতই হলো জনমত।
১৭. ব্রিটেনের সংবিধান কোন ধরনের? অথবা, ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির?
উত্তর: ব্রিটিশ সংবিধান অলিখিত ও অবিধিবদ্ধ প্রকৃতির।
যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যবস্থা সাজেশন ডিগ্রি ১ম বর্ষের
১৮. ‘The mother of all the constitution’ কোন সংবিধানকে বলা হয়?
উত্তর: ব্রিটেনের সংবিধান ‘The mother of all the constitution’ বলা হয়।
১৯. ব্রিটেনের সংবিধানিক নাম কী? অথবা, ব্রিটেনের রাষ্টীয় নাম কী?
উত্তর: ব্রিটেনের সংবিধানিক নাম হলো- United Kingdom of Great Britain and Northern Ireland.
২০. ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী?
উত্তর: ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম লর্ডসভার প্রিভি কাউন্সিল।
২১. রাজতন্ত্র কী?
উত্তর: যে শাসনব্যবস্থা রাজা বা রাজার পদকে কেন্দ্র করে পরিচালিত হয় তাকে রাজতন্ত্র বলে।
২২. ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ডসভা।
২৩. USA এর পূর্ণরুপ কী?
উত্তর: USA এর পূর্ণরুপ United States of America.
২৪. ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
২৫. ভেটো কাকে বলে? অথবা, ভেটো কী?
উত্তর: কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত নিবৃতিকরণের উদ্দেশ্যে ভোট প্রদানকে ভেটো বলে।
২৬. মার্কিন আইনসভার নাম কী? অথবা, মার্কিন আইনসভার পরিষদের নাম কী?
উত্তর: মার্কিন আইনসভার নাম কংগ্রেস।
২৭. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী? অথবা, মার্কিন কংগ্রেসর উচ্চ কক্ষের নাম কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট।
২৮. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী? অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ।
২৯. মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন? অথবা, মার্কিন সিনেটে সভাপতিত্ব কে?
উত্তর: মার্কিন সিনেটে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন।
৩০. মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কী? অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নবলি
১. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর। অথবা, কোন কোন পদ্ধতিতে সংবিধান গড়ে ওঠে?
২. সংবিধানের প্রাধান্য রক্ষার উপায়সমূহ সংক্ষেপে লেখ।
৩. সাংবিধানিক সরকার বলতে কী বুঝ?
৪. সরকার বলতে কী বুঝ?
অথবা, সরকার কাকে বলে?
অথবা, সরকারের সংজ্ঞা দাও।
৫. একনায়কতন্ত্রের বৈশিষ্ঠ্যসমূহ আলোচনা কর?
৬. গনতন্ত্র বলতে কী বুঝ?
৭. সংসদীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৮. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ?
৯. রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লেখ।
১০. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
১১. ব্রিটিশ সংবিধানের উৎসমূহ কী?
১২. প্রথা কী?
১৩. ‘রাজা রাজত্ব করেন কিন্তু শসন করেন না।’ ব্যাখ্যা কর।
১৪. ‘রাজার মৃত্যু নেই।’ উক্তিটি ব্যাখ্যা কর।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী?
১৬. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কী?
১৭. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বুঝ?
১৮. মার্কিন সিনেটের লেখ।
১৯. মার্কিন সিনেটের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।
২০. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।
PDF Download রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন2025
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. সংবিধান কী? সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ উল্লেখ কর।
২. একটি উত্তম সংবধানের বৈশিষ্ঠ্যসমূহ ব্যাখ্যা কর।
৩. গণতন্ত্রের সংঞ্জা দাও। গণতন্ত্রের সফলতার শর্ত লেখ।
৪. মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? এ সরকারের আলোচনা কর।
৫. যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্বশর্ত আলোচনা কর।
৬. ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ উচিত নয়, সম্ভব ও নয়।” উক্তিটি বিশ্লেষণ কর।
৭. আইনসভা কাকে বলে? আইনসভার কার্যাবলি আলোচনা কর।
৮. আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর।
৯. শাসন বিভাগ কী? আধুনিককালে শাসন ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে?
১০. নির্বাচকমণ্ডলী সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা আলোচনা কর।
১১. নির্বাচকমণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণসমূহ আলোচনা কর।
2025 রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
১২. রাজনৈতিক দল কী? রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।
১৩. বিরোধী দল কাকে বলে? আধুনাক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর?
১৪. ব্রিটেন রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর?
১৫. প্রথা বলতে কী বুঝ? ব্রিটেনে সাংবিধানিক প্রথা কেন মান্য করা হয়?
১৬. ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৭. মার্কিন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন? আলোচনা কর।
১৮. ব্রিটেনের কমন্সসভা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১৯. জতীয় নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা লেখ।
২০. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ডিগ্রী ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র পরীক্ষার সাজেশন, 2025 ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন
Degree 1st year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: Political Science 2nd Paper Degree 1st Year Suggestion PDF 2025