ডিগ্রী সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] পরিচিতিমূলক সমাজবিজ্ঞান (Introductory Sociology) সুপার সাজেশন সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Sociology 1st paper Suggestion Degree 1st year Subject Code: 112001 |
ডিগ্রী সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
ডিগ্রী সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2025
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজ বিদ্যার জনক অগাস্ট কোঁৎ।
২. Sociology শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : Sociology শব্দটি সর্বপ্রথম অগাস্ট কোঁৎ ব্যবহার করেন।
৩. কত সালে অগাস্ট কোঁৎ সোশিয়লজি শব্দটির স্মরণ করেন?
উত্তর : ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ সোসিওলজি শব্দটি চয়ন করেন।
৪. Sociology শব্দটি কোন দুটি শব্দের সমাহার ও কোন দেশীয় শব্দ?
উত্তর : socius ও logos শব্দের সমাহার। ল্যাটিন ও গ্রীক দেশিও শব্দ।
৫. socius শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : ল্যাটিন শব্দ যার অর্থ সমাজ।
৬. সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞান ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।
৭. ক্রিয়া বাদের জনক বলা হয় কাকে?
উত্তর : বিখ্যাত দার্শনিক ডেকার্টকে কি আমাদের ক্রিয়া বাদের জনক বলা হয়।
৮. দুজনে ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম লিখ ?
উত্তর : দুজন ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম হল মেলিনষ্কি এবং রেডক্লিফ ব্রাউন
৯. ‘সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কে প্রদান করেছেন?
উত্তর : সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খেইম।
১.০. অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞান কে কোন দুটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : অগাস্ট কোঁৎ সমাজ বিজ্ঞানকে social staties এবং social dynamics এ দু’ভাগে বিভক্ত করেন ।
১১. দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর : অগাস্ট কোঁৎ |
১২. সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি ম্যাকাইভার ও পেজের।
১৩. সমাজবিজ্ঞান বিকাশে কোন দুইটি বিপব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর : ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লব।
১৪. সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন?
উত্তর : সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেনসার ।
১৫. যান্ত্রিক সংহতি কি?
উত্তর : ডুর্খেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতি কি বুঝিয়েছেন যেখানে সভ্যদের মধ্যে অন্যান্য সাদৃশ্য বিদ্যমান ।
১৬. ডুর্খেইম আত্মহত্যা কে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : তিন ভাগে ভাগ করেছেন যথা 1 আত্মকেন্দ্রিক আত্মহত্যা 2 কোন অর্থমূলক আত্মহত্যা 3 নৈরাজ্যজনক আত্মহত্যা।
১৭. দুজন জার্মান সমাজ বিজ্ঞানীর নাম লেখ?
উত্তর : কাল মার্কস ও ম্যাক্স ওয়েবার ।
১৮. das capital গ্রন্থটি কার?
উত্তর : কাল মার্কস এর।
১৯. the social ordar গ্রন্থটি কার?
উত্তর :আর বেস্ট ট্রিড।
২০. বিজ্ঞান কি ?
উত্তর : যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ পরীক্ষণ ডিউটিতে অর্জিত সুসংহত জ্ঞান-বিজ্ঞান এক কথায় প্রমাণ সমর্থিত জ্ঞান কে বিজ্ঞান বলে ।
২১. সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে কি বুঝায়?
উত্তর : সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে একটি বিমূর্ত ধারণা বোঝায়।
২২. বৈজ্ঞানিক পদ্ধতি কি?
উত্তর : যৌক্তিক পদ্ধতি ও সামাজিক ও প্রাকৃতিক বিষয়ে বলে বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণ এর মাধ্যমে গবেষক বিজ্ঞানী কোন সাধারন তত্ত প্রতিষ্ঠিত করেন তাকে সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
২৩. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
উত্তর : সমস্যা নির্বাচন ও চিহ্নিত করন।
২৪. নমুনায়ন কত প্রকার?
উত্তর : নমুনায়ন দুই প্রকার।
২৫. সমগ্রক কি?
উত্তর : অভিন্ন গুণ-বৈশিষ্ট্য অধিকার জনগোষ্ঠীর বিষয়বস্তু বা ঘটনাকে সমগ্রক বলে।
২৬. সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?
উত্তর : গবেষণা সমস্যা নির্বাচন করা।
২৭. সংস্কৃতি সংজ্ঞা দাও?
উত্তর : সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ রীতি নীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃত বলে ।
২৮. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রবক্তা কে?
উত্তর : সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী অগবার্ন এবং নিমকফ w.f.ogburn and nimkoff।
২৯. সংস্কৃতির উপাদান সমূহ কি?
উত্তর : সংস্কৃতির উপাদান সমূহ হচ্ছে ১. ভাষা ২. কথা বিহীন যোগাযো ৩. আদর্শ বা শ্রেয়োবোধ. ৪. নৈতিক অনুমোদন ও ৫. মূল্যবোধ।
৩০. আমরা যা তা সংস্কৃতি সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তর : ম্যাকাইভার।
ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স ২০১৯
৩১. কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর : কালচার শব্দটির ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন প্রথম ব্যবহার করেন।
৩২. আদর্শ norms কি??
উত্তর : আদর্শ বা norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদন্ড।
৩৩. মর্যাদা কি?
উত্তর : সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগত হবে সমর্থিত একটি মাপকাঠির যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ আচার ব্যবহারের যত যোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে।
৩৪. লোকাচার কি?
উত্তর : প্রচলিত আচার-আচরণকে লোকাচার বলে।
৩৫. সামাজিক মূল্যবোধ কি?
উত্তর : সমাজ রাষ্ট্র ব্যক্তিবর্গের সত্য মিথ্যা নয় অন্যায় উচিত-অনুচিত কাঙ্ক্ষিত অনাকাঙ্খিত ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা আদর্শ রূপ হচ্ছে মূল্যবোধ।
৩৬. নৈতিক অনুমোদন কি?
উত্তর : নৈতিক অনুমোদন হচ্ছে সামাজিক আদর্শের সাথে সম্পৃক্ত মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পুরস্কার ব্যবস্থা।
৩৭. সভ্যতার ইংরেজি প্রতিটি সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি কোন শব্দ হতে?
উত্তর : সিভিলাইজেশন শব্দটি উৎপত্তি ল্যাটিন শব্দ Civilis থেকে।
৩৮. উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?
উত্তর : বৃহত্তর সমাজ ব্যবস্থার মধ্যে প্রাধান্য সংস্কৃতির উপাদান সমূহ যেমন অবশ্য পালনীয় রীতিনীতি প্রথা বিশ্বাস আদর্শ মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা এই ভিন্নতা সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।
৩৯. উপ সংস্কৃতির প্রধান উপাদান সমূহ কি?
উত্তর : ভাষা ভাবনা আহার বিহার পোশাক পরিচ্ছদ ।
৪০. পাল্টা সংস্কৃতি কি?
উত্তর : সংস্কৃতি যখন সংস্কৃতির বিরোধিতা করে তার প্রধান মূল্যবোধ এর নীতিমালা কে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণকে গ্রহণ করে তখন তাকে পাল্টা সংস্কৃতি বলে।
৪১. সংস্কৃতির ভিন্নতা কি?
উত্তর : স্থান কাল জাতভেদে মানুষের জীবন যাত্রার ভিন্নতায় হতে সংস্কৃতির ভিন্নতা।
৪২. বিপরীত সংস্কৃতি কি?
উত্তর : অপসংস্কৃতি যদি ভুল সংস্কৃতির বিরুদ্ধাচারণ করে তার প্রধান মূল্যবোধ তোমাকে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণ গ্রহণ করে তখন তাকে বিপরিত পাল্টা সংস্কৃতি বলে।
৪৩. বস্তুগত সংস্কৃতি কি?
উত্তর : মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হল বস্তুগত সংস্কৃতি।
৪৪. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৯ সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।
৪৫. ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী।
৪৬. ‘সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’ – উক্তিটি কার?
উত্তর: ‘সমাজবিজ্ঞান” একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’ উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ- এর।
৪৭. ‘যান্ত্রিক ও সংহতি’ ও জৈবিক সংহতি’ প্রত্যয় দুটি কে প্রদান করেন?
উত্তর: ‘যান্ত্রিক ও সংহতি’ ও জৈবিক সংহতি’ প্রত্যয় দুটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম প্রদান করেন।
৪৮. ‘Das Kapital’ বইটি কার লেখা?
উত্তর: ‘Das Kapital’ বইটি কার্ল মার্কসের লেখা।
৪৮. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: বিজ্ঞানীরা যে পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
৪৯. পদ্ধতি কী?
উত্তর: বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা পরিচালনার নিয়মতান্ত্রিক ও সুষ্ঠ অনুশীলনকে পদ্ধতি বলে।
৫০. ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে, কখন ব্যবহার করেন?
উত্তর: ‘Culture’ শব্দটি সর্বপ্রথম ইংরেজ মনীষি ফ্রান্সিস বেকন ষোল শতকের শেষার্ধে ব্যবহার করেন।
৫১. সংস্কৃতির ধরনগুলো কী?
উত্তর: সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. বস্তুগত সংস্কৃতি ও ২. অবস্তুগত সংস্কৃতি।
৫২. অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও?
উত্তর: অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হলো আইন।
৫৩. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
উত্তর: সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন পরিবার।
৫৪. ‘Social status’ প্রত্যয়টি সামাজিক শ্রেণির বিপরীতে কে ব্যবহার করেন?
উত্তর: বিশিষ্ট জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার সামাজিক শ্রেণি (Social Class) Ñ এর বিপরীতে ‘Social status’ প্রত্যয়টি ব্যবহার করেন।
৫৫. মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও?
উত্তর: মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ হলো পরিবার।
৫৬. সামাজিক প্রতিষ্ঠান কী?
উত্তর: সামাজিক প্রতিষ্ঠান হলো মানবজীবনের আচরণের সংঘবদ্ধ রূপ, যা সমাজের মানুষের মৌল সামাজিক প্রয়োজনগুলো পূরণ করে।
৫৭. আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন?
উত্তর: আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার।
৫৮. সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?
উত্তর: সামাজিক স্তরবিন্যাস পাঁচ প্রকার।
৫৯. দাসপ্রথার প্রধান দুইটি শ্রেণির নাম কী?
উত্তর: দাসপ্রথার প্রধান সামাজিক স্তর দুটি। যথা: ১. দাস ও ২. দাস মালিক।
৬০. কে দাসদেরকে ‘জীবন্ত হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদেরক ‘জীবন্ত হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন।
৬১. অনুভূমিক গতিশীলতা কী?
উত্তর: একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে অন্য পদে যাওয়াকে অনুভূতিক গতিশীলতা বলে।
৬২. ‘বিভিন্নমুখী মেলামেশা’ তত্ত্বটি কে দিয়িছেন?
উত্তর: বিচ্যুত আচরণ সম্পর্কিত বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড প্রদান করেছেন।
৬৩. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি কার?
উত্তর: ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ডের।
৬৪. গুরুদণ্ড কী?
উত্তর: সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে সর্বোচ্চ পর্যায়ের শাস্তিমূলক ব্যবস্থাকে গুরুদণ্ড বলা হয়।
৬৫. STD এর পূর্ণরূপ কী?
উত্তর: STD এর পূর্ণরূপ হলো Sexually Transmitted Dissases.
৬৬. HIV এর পূর্ণরূপ কী?
উত্তর: HIV এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus. এটি একটি Retro Virus যা মরণঘাতী এইডস রোগের জন্য দায়ী।
Sociology 1st paper suggestion FOR Degree 1st Year Exam
৬৭. বিশ্ব এইডস দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?
উত্তর: বিশ্ব এইডস দিবস প্রতি বছর ডিসেম্বরের তারিখে পালন করা হয়।
৬৮. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা: ১. দুর্যোগপূর্ব, ২. দুর্যোগকালীন, ৩. দুর্যোগপরবর্তী পর্যায়।
৬৯. কার্ল মার্কসের মতে সমাজ বিবর্তনের সর্বশেষ নাম কী?
উত্তর: কার্ল মার্কসের মতে মানবসমাজের শেষ স্তর হলো সমাজতান্ত্রিক সমাজ।
৭০. পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি কী কী?
উত্তর: পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি হলো- ১. পুঁজিপতি শ্রেণি, ২. শ্রমিক শ্রেণি।
৭১. সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পুর্নগঠন, রূপান্তর বা পরিবর্তনকে বুঝায়।
৭২. একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম লিখ?
উত্তর: একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম হলো- ডব্লিউ. ডব্লিউ. রস্টো।
সমাজবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা কর।
২. দৃষ্টবাদ কী?
৩. পদ্ধতি ও কৌশলের মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
৪. ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বুঝ?
৫. সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬. সাংস্কৃতিক ব্যবধান কী?
৭. সমাজ কাঠামোর উপাদানগুলো কী কী?
৮. সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা কর।
৯. মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে?
১০. আমলাতন্ত্র কী?
১১. সম্পত্তির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১২. সামাজিক গতিশীলতা বলতে কী বুঝ?
১৩. উল্লম্বী গতিশীলতা কাকে বলে?
১৪. অপরাধ কাকে বলে?
১৫. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য কর।
১৬. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো আলোচনা কর।
১৭. বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
১৮. শিকার ও সংগ্রহমূলক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
১৯. পুঁজিবাদ বলতে কী বুঝ?
২০. আধুনিকায়ন সংজ্ঞা দাও।
২১. বিশ্বায়ন কী?
PDF Download সমাজবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন2025
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা কর।
২. সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর।
৩. বাংলাদেশে সমাজ জরিপ গবেষণায় জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
৪. বাংলাদেশে সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তুমি মনে কর? যুক্তি দাও।
৫. সংস্কৃতির উপাদানগুলো আলোচনা কর।
৬. সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৭. ‘সমাজ কাঠামো হচ্ছে প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়’ বিশদভাবে ব্যাখ্যা কর।
৮. সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা কর।
৯. একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা কর।
১০. পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্বটি পর্যালোচনা কর।
১১. সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে শ্রেণি ও জাতিপ্রথা বিশ্লেষণ কর।
১২. সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
১৩. সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৪. বেকার সমস্যার কারণসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের বেকরাত্ব সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর।
১৬. বাংলাদেশে নারী নির্যাতন রোধে তুমি কী কী সুপারিশ করবে? আলোচনা কর।
১৭. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ সম্পর্কে আলোচনা কর।
১৮. লেনস্কির সমাজ বিবর্তনের স্তরগুলো আলোচনা কর।
১৯. সমাজজীবনের ওপর বিশ্বয়নের প্রভাব আলোচনা কর।
২০. সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বয়নের ভূমিকা পর্যালোচনা কর।
Sociology 1st paper Degree 1st Year Suggestion PDF 2025
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
খ সংক্ষিপ্ত প্রশ্নাবলী যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=২০)
- সমাজবিজ্ঞান বলতে কী বোঝ?
- সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো?
- দৃষ্টবাদ কি?
- সামাজিক গবেষণা বলতে কি বুঝ?
- বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর?
- জরিপ পদ্ধতি কাকে বলে?
- সংস্কৃতি কি?
- সংস্কৃতির উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করো?
- সাংস্কৃতিক ব্যবধান কি?
- সমাজ কাঠামোর সংজ্ঞা দাও?
- সামাজিকীকরণ এর সংজ্ঞা দাও?
- সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা করো?
- সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও?
- পরিবার বলতে কী বোঝ?
- আমলাতন্ত্র কাকে বলে?
- সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও?
- মানিক গতিশীলতার প্রকারভেদ আলোচনা করো?
- অপরাধের কারণ গুলো উল্লেখ করো?
- সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও?
- সামাজিক সমস্যা বলতে কী বোঝো?
- AIDS কি? এর লক্ষন গুলো লিখ?
- পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কি?
- সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও?
- সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করো?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ(রচনামূলক প্রশ্নাবলী) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=৫০)
- সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো?
- সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর?
- সামাজিক গবেষণায় ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করো?
- সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো?
- সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা আলোচনা করো?
- সমাজ কাঠামোর উপাদান সমূহ আলোচনা কর?
- পরিবারের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করো?
- আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো?
- সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে ধর্মের ভূমিকা আলোচনা করো?
- সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ আলোচনা করো?
- বেকারত্বের সংজ্ঞা দাও .বেকারত্বের কারণ গুলি আলোচনা করো?
- শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ সম্পর্কে আলোচনা করো?
- বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এরচূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের সমাজবিজ্ঞান ১ম পত্র 2025 ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2025
Degree 1st year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: Degree 1st Year Sociology 1st paper Suggestion 2025, Degree Sociology 1st paper Suggestion 2025