ডিগ্রী সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন

ডিগ্রী সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান (Social History & Anthropology) সুপার সাজেশন
সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের
 Sociology 2nd paper Suggestion Degree 1st year
Subject Code: 112003
2025 এর ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

ডিগ্রী সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন

ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

ডিগ্রী সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন 2025

১.  সামাজিক ইতিহাস কি বা কাকে বলে?

উত্তর : সামাজিক ইতিহাস হল সমাজস্থ মানুষের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি-প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন।

২.  সামাজিক ইতিহাস সম্পর্কে ভিকো এর সংজ্ঞাটি কি?

উত্তর : সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা যেমন প্রথা, আচার, জীবনযাপন প্রণালী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সমন্বয়ে গঠিত ইতিহাস।

৩. প্রশ্ন  : political economy বইটি কার লেখা?

উত্তর : political economy বইটি লিখেন কার্ল মার্কস (karl Marx).

৪.  আকবর নামা ও আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আবুল ফজল।

৫.  ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : আল বিরুনী।

৬. প্রশ্ন:  ancient society গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : এল এইচ মরগান।

৭.  culture বা সংস্কৃতি কি?

উত্তর : Culture অর্থ – কর্ষণ বা চাষ. ইহা একটি জনগোষ্ঠীর সামগ্রিক জীবনের রূপরেখা।

৮.  প্রস্তর যুগ কি?

উত্তর : সমাজ বিবর্তনের যে যুগে মানুষ পাথরের হাতিয়ারের মাধ্যমে আত্মরক্ষা করতো তাকে বলা হয় প্রস্তর যুগ।

৯.  কোন যুগকে feudalism এর যুগ বলা হয়?

উত্তর : ইউরোপের ইতিহাসে মধ্যযুগ কে feudalism এর যুগ বলা হয়।

১০.  revolution of Neolithic age এর প্রবক্তা কে?

উত্তর : ভি গর্ডন চাইল্ড।

১১.  কখন তামার আবিষ্কার হয়?

উত্তর : নব্য প্রস্তর যুগের শেষের দিকে।

১২.  কৃষি কাজের আবিষ্কারক কারা?

উত্তর : কৃষিকাজের আবিষ্কারক হলো নারীরা।

১৩.  neolithic শব্দটির উৎপত্তি কোন শব্দ হতে?

উত্তর : neolithic শব্দটি এসেছে গ্রিক শব্দ Neo যার অর্থ নব বা নতুন এবং Lithas যার অর্থ পাথর এর সমন্বয়ে।

১৪.  civitas অর্থ কি?

উত্তর : civitas অর্থ হলো নগর বা নাগরিক।

১৫.  ভারতীয় উপমহাদেশের দুইটি প্রাচীন সভ্যতা কি কি?

উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো।

১৬.  a study of history গ্রন্থের লেখক কে?

উত্তর : a study of history গ্রন্থের লেখক আর্নল্ড টয়েনবি।

১৭.  মিশরীয়দের প্রধান ভাষার নাম কি?

উত্তর : মিশরীয়দের প্রধান ভাষার নাম আরবি ভাষা, যার লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক।

১৮.  heliopolis কি?

উত্তর : heliopolis হল সংযুক্ত মিশরের রাজধানী।

১৯.  মিশরে এখন পর্যন্ত কতটি পিরামিড টিকে আছে?

উত্তর : মিশরে এখন পর্যন্ত 70 টি পিরামিড আছে।

২০.  পিরামিড শব্দের অর্থ কি?

উত্তর : গ্রীক ভাষায় পিরামিড শব্দের অর্থ হলো খুব উচ্চ।

২১. প্রশ্ : ব্যাবিলন শব্দের অর্থ কি?

উত্তর : ব্যাবিলন শব্দের অর্থ দেবতার নগর।

২২.  ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কি ছিল?

উত্তর : মারডক।

২৩.  হোয়া অর্থ কি?

উত্তর : হোয়া অর্থ ফুল।

২৪.  চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে?

উত্তর : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন কনফুসিয়াস।

২৫.  হোমার কে ছিলেন?

উত্তর : গ্রিক মহাকবি ও সাহিত্যিক।

২৬.  রোমান আইন কি নামে পরিচিত ছিল?

উত্তর : রোমান আইন নাগরিকদের জনগণদের আইন নামে পরিচিত.

২৭.  এপিটাফ কি?

উত্তর : এপিটাফ হলো – জীবনধারার সাক্ষী, সমাজ চিত্রের দর্শন।

২৮.  manorial system বলতে কি বুঝ?

উত্তর : manor হচ্ছে সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন।

২৯.  ম্যানর প্রথা কি বা ম্যানর বলতে কী বোঝো?

উত্তর :  ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক।

৩০.  রেনেসাঁ কি?

উত্তর : চতুর্দশ শতাব্দীতে ইউরোপের শিল্প ও সংস্কৃতি জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসাঁ নামে পরিচিত।

ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান সাজেশন্স 

৩১.  রেনেসাঁ শব্দের অর্থ কি?

উত্তর : রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ।

৩২.  পুঁজিবাদ কি?

উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি করে গড়ে ওঠে।

৩৩.  নৃবিজ্ঞান কাকে বলে?

উত্তর : যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নিয়ে বিজ্ঞান বলে।

৩৪.  নৃবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর : E.B. Tylor কে সামাজিক নিম বিজ্ঞানের জনক বলা হয়।

L.H. Morgan কে আধুনিক নৃবিজ্ঞানের জনক বলা হয়।

৩৫.  গোত্র কি?

উত্তর : রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্র বা কৌম।

৩৬.  পরিবার কি?

উত্তর : পরিবার হল একত্রে বসবাস কারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে, আত্মীয়তার সূত্রে, পিতা-মাতা সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী। এটা হল ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ক্ষুদ্র গোষ্ঠী।

৩৭.  বিবাহ কি?

উত্তর : বিবাহ হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতি পালনের নিমিত্তে একটি চুক্তি।

৩৮.  কে সর্বপ্রথম কুলারিং ধারণাটি আলোচনা করেন?

উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী ম্যালিনোস্কি।

৩৯.  সম্পত্তি কাকে বলে?

উত্তর : কোন কিছুর মালিকানা বা এর নিরঙ্কুশ অধিকারকেই সম্পত্তি বলে।

৪০.  কারা সর্বপ্রথম লিখিত আইন প্রণয়ন করেন?

উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হাম্বুরাবি সর্ব প্রথম লিখিত আইন প্রণয়ন করেন।

৪১.  ধর্ম কি?

উত্তর : ধর্ম হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর এমন শক্তির সন্তুষ্টিবিধানের প্রচেষ্টা যা মানব জীবন ও প্রকৃতি ধারাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।

৪২.  ব্যান্ড কি?

উত্তর : ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠন কে ব্যান্ড বলে।

৪৩.  মহাপ্রানবাদ কি?

উত্তর : মহাপ্রানবাদ ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি মতবাদ।

৪৪.  ট্যাবু কি?

উত্তর : ধর্মের আধ্যাত্মিক ও অতি প্রাকৃতিক বস্তু প্রভৃতিতে বিশ্বাস স্থাপন করা. এরূপ অসাধারণ কিছু বিশ্বাস করা হয়. এসব অসাধারণ কিছু বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন ও ট্যাবু।

৪৫.  মমি কি?

উত্তর : প্রাচীন মিশরীয়রা মৃতদেহ কে সংরক্ষণের জন্য মমিতে পরিণত করত।

৪৬.  ট্যাবু শব্দটির অর্থ কি?

উত্তর : নিষিদ্ধ।

৪৭.  টোটেম কি?

উত্তর : টোটেম ঈশ্বরের প্রতীক।

৪৮.  রূপকথা কি?

উত্তর : রূপকথা হল কাল্পনিক কাহিনী অর্থাৎ লোকসংস্কৃতি একটি বিশেষ রূপ।

৪৯.  এথনিক গ্রপ কি?

উত্তর : এথনিক গ্রুপ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যার সদস্যরা পরস্পর কোন সংস্কৃতি ও ঐতিহ্যের কারণে পরিচিত।

৫০.  বাংলাদেশের চারটি উপজাতির নাম লিখ?

উত্তর : সাঁওতাল, চাকমা, গারো ও ত্রিপুরা।

৫১.  চাকমা সমাজের প্রধান কে?

উত্তর : চাকমা সমাজের প্রধান চাকমা রাজা।

২. ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ – উক্তিটি কার?
উত্তর: ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ উক্তিটি জি.এম ট্রিভেলিয়ানের।

সমাজবিজ্ঞান ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

৩. ‘The Idea of History’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Idea of History’ গ্রন্থের লেখক আর. জে কলিংউড।

৪. ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক ডেভিড হিউম।

৫. ‘প্রত্নতত্ত্ব’ কী?
উত্তর: খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, ফসিল, আসবাবপত্র, শিলালিপি, মুদ্রা, তৈজসপত্র প্রভৃতি পরীক্ষা-নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানবসমাজ সম্পর্কে গবেষণার বিষয়ই হচ্ছে ‘প্রত্নতত্ত্ব’।

৬. ঐতিহাসিক যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: উৎসের ভিত্তিতে ঐতিহাসিক যুগকে ৩ ভাগে ভাগ করা যায়। ১. প্রাগৈতিহাসিক কাল, ২. সুপ্ত ঐতিহাসিক কাল এবং ৩. ঐতিহাসিক কাল।

৭. নব্যপ্রস্তর যুগ কী?
উত্তর: ঐতিহাসিক যুগের যে পর্বে এসে মানুষ বুদ্ধিমত্তার মাধ্যমে পাথর ব্যবহার করতে শেখে তাকে নব্যপ্রস্তর যুগ বলে।

৮. কে নব্যপ্রস্তর যুগকে ‘নবপলীয় বিপ্লব’ বলে আখ্যায়িত করেন?
উত্তর: নৃবিজ্ঞানি ভি. গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে ‘নবপলীয় বিপ্লব’ বলে আখ্যায়িত করেন।

৯. মিশরীয় লিখন পদ্ধতির নাম কী?
উত্তর: মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক।

৬০. চীনা সভ্যতা কোন নদীর সাথে সংশ্লিষ্ট?
উত্তর: চীনা সভ্যতা হোয়াংহো নদীর সাথে সংশ্লিষ্ট।

৬১. হাম্মুরাবি কে ছিলেন?
উত্তর: হাম্মুরাবি ছিলেন ব্যবিলনের দুর্ধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলক।

৬২. গ্রিক সভ্যতার অপর নাম কী?
উত্তর: গ্রিক সভ্যতার অপর নাম হেলেনীয় সভ্যতা।

৬৩. রোমান আইনের ভিত্তি কী?
উত্তর: রোমান আইন প্রথা ও প্রযুক্তির ভিত্তিতে তৈরি।

৬৪. রোমান সমাজে প্লেবিয়ান শ্রেণিভুক্ত কারা?
উত্তর: রোমান সমাজে প্লেবিয়ান বলতে ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিক প্রভৃতি শ্রেণিকে বোঝায়।

৬৫. সামন্ততন্ত্র কী?
উত্তর: সামন্ততন্ত্র বলতে এমন একটি সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমিই হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি।

৬৬. Fief কী?
উত্তর: হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীন জমি দানকে Fief বলে।

৬৭. প্রিবেল্ডালাইজেশন কী?
উত্তর: প্রিবেল্ডালাইজেশন হল প্রাচীন ভারতীয় সমাজে প্রচলিত জমিদান প্রথা সংবলিত এক বিশেষ ধরনের ভূমিব্যবস্থা যা ছিল সামন্ততন্ত্রের একটি বিশেষ রূপ।

৬৮. রেনেসাঁ অর্থ কী?
উত্তর: রেনেসাঁ অর্ধ পুনর্জাগরণ বা নবজাগরণ।

৬৯. শিল্পবিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: শিল্পবিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল।

৭০. নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ ও মানুষ সম্পর্কিত অধ্যয়ন।

৭১. ‘Anthropos’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘Anthropos’ শব্দটির অর্থ মানুষ।

৭২. নৃবিজ্ঞানের জনক কে?
উত্তর: নৃবিজ্ঞানের জনক ই.বি টেইলর।

৭৩. বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম হল ই.বি টেইলর।

৭৪. জ্ঞাতি সম্পর্ক কী?
উত্তর: রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ককে জ্ঞাতি সম্পর্ক বলে।

৭৫. ‘Ancient Society’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Ancient Society’ গ্রন্থটির লেখক এল. এইচ মর্গান।

৭৬. লেভিরেট কী?
উত্তর: মৃত স্বামীর কোন ভাইয়ের সাথে বিধবা নারীর বিয়ে হওয়াকে লেভিরেট বলে।

৭৭. কৌম কী?
উত্তর: যে ক্ষুদ্র মানবগোষ্ঠি অভিন্ন আদি পুরষদের বংশধর হিসেবে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে বসবাস করে তাকে কৌম বলে।

৭৮. ‘Life was either a feast or fast’ উক্তিটি কার?
উত্তর: ‘Life was either a feast or fast’ উক্তিটি ভারতীয় নৃতাত্ত্বিক মিনু মাসানির।

৭৯. কুলারিং কী?
উত্তর: কুলারিং হল বৃহত্তকার সজ্জিত কতকগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠির মধ্যে ক্রিয়াশীল বিনিময় প্রথা বিশেষ।

৭০. রাজনৈতিক সংগঠন কাকে বলে?
উত্তর: রাজনৈতিক সংগঠন বলতে সামজিক সংগঠনের সেই অংশকে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট ভূখ-ের অধিবাসীদের জীবনযাপন পদ্ধতিতে কর্তৃত্ব, সমঝোতা বলপ্রয়োগের মাধ্যমে যাবতীয় কর্মকা- নিয়ন্ত্রিত হয়।

৮১. কোন সমাজে ‘Chiefdom’ (মুখিয়াতন্ত্র) ব্যবস্থার অস্তিত্ব ছিল?
উত্তর: আফ্রিকার পশ্চিম উপকূলের জাতিসমূহে ‘Chiefdom’ (মুখিয়াতন্ত্র) ব্যবস্থার অস্তিত্ব ছিল।

৮২. সর্বপ্রাণবাদের প্রবক্তা কে?
উত্তর: সর্বপ্রাণবাদের প্রবক্তা ই.বি টেইলর।

৮৩. ট্যাবু কী?
উত্তর: ট্যাবু শব্দের অর্থের নিষিদ্ধ। কোন ব্যক্তি বা বস্তুকে অপবিত্র মনে করে নিষিদ্ধ করার প্রথাকে ট্যাবু বলা হয়।

৮৪. বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী কারা?
উত্তর: বাংলাদেশের গারো ও খাসিয়া নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক।

৮৫. রাখাইন নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রাখাইন নৃগোষ্ঠী বসবাস করে।

৮৬. সাঁওতাল নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অ অঞ্চলে বসবাস করে?
উত্তর: সাঁওতালদের অধিকাংশের বসবাস রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর ও পঞ্চগড় জেলায়।

special short suggestion degree 1st year Social History & Anthropology

আরো ও সাজেশন:-

Sociology 2nd paper Degree 1st Year Suggestion PDF 2025

খ – বিভাগ(সংক্ষিপ্ত প্রশ্নাবলী) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=২০)

  •  সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও?
  •  সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি?
  •  প্রস্তর যুগ বলতে কী বোঝো?
  •  নব্য প্রস্তর যুগ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য গুলো আলোচনা করো?
  •  সভ্যতা কি?
  •  নদী তীরবর্তী সভ্যতা বলতে কি বুঝ?
  •  হাম্বুরাবি আইন কি?
  •  সভ্যতার সংজ্ঞা দাও?
  •  রোমান সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো?
  •  সামন্ততন্ত্র বলতে কী বোঝো?
  •  শিল্পায়িত সমাজ এর বৈশিষ্ট্য গুলি লেখ?
  •  নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও ও বিজ্ঞান নৃবিজ্ঞান কাকে বলে?
  •  প্রত্নতত্ত্ব কি?
  •  নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য উল্লেখ করো?
  •  জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?
  •  বিবাহের সংজ্ঞা দাও?
  •  শ্রেণী মূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  •  খাদ্য অর্থনীতি কি?
  •  আদিম অর্থনীতি বলতে কী বোঝায়?
  •  রাষ্ট্র কি ?রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি কি?
  •  ধর্মের সংজ্ঞা দাও?
  •  সর্বপ্রাণবাদ ও মহাপ্রানবাদ বলতে কি বুঝ?
  •  নরগোষ্ঠী বলতে কি বুঝ?
  •  উপজাতি কাকে বলে?

১. সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও।

২. সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা কর।

৩. প্রাগৈতিহাসিক যুগ কী?

চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের সমাজবিজ্ঞান ২য় পত্র 2025

৪. নব্যপ্রস্তর যুগের ৫টি বৈশিষ্ট্য লিখ।

৫. নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

৬. রোমান সভ্যতার পতনের কারণসমূহ উল্লেখ কর।

৭. সামন্তবাদের সংজ্ঞা দাও।

৮. সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯. দাসপ্রথা কী?

১০. পুঁজিবাদ কাকে বলে?

১১. নৃবিজ্ঞান কাকে বলে?

১২. নৃবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা কর।

১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও।

১৪. শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝ?

১৫. শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৬. পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৭. খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কী বোঝ?

১৮. খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

১৯. ব্যান্ড কী?

২০. ধর্ম কী?

২১. ট্যাবু বলতে কী বোঝ?

২২. নৃগোষ্ঠির সংজ্ঞা দাও।

২৩. সাঁওতালদের পরিচয় দাও।

Degree 1st Year Sociology 2nd paper Suggestion 2025

গ-বিভাগ(রচনামূলক প্রশ্নাবলী) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে(পূর্ণমান=৫০)

  •  মধ্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  •  নব্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  •  মিশরকে কেন নীল নদের দান বলা হয় ব্যাখ্যা করো?
  •  সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো?
  •  গ্রিক সভ্যতা সংক্ষিপ্ত বর্ণনা দাও?
  •  মধ্যযুগীয় ইউরোপের বিশ্ববিদ্যালয়ের উত্থান আলোচনা করো?
  •  সমাজ জীবনের শিল্পায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা করো?
  •  ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায় সমূহ আলোচনা কর?
  •  নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো?
  •  পরিবারের কার্যাবলী লিখ?
  •  মর্গান এর মত অনুযায়ী পরিবারের বিবর্তন আলোচনা করো?
  •  আদিম সমাজের জীবন ছিল ভুরিভোজ না হয় উপবাস” ব্যাখ্যা করো?
  •  রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে লুই এর মতবাদ পর্যালোচনা কর?
  •  ধর্ম ও যাদু বিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর?
  •  মহাস্থানগড় ও পাহাড়পুর আবিষ্কৃত প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ বর্ণনা করো?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১. সামজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।

২. সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর।

৩. প্রাচীন প্রস্তরযুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা কর।

৪. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৫. ‘দাসপ্রথাই গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী।’ আলোচনা কর।

৬. রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

৭. ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৮. মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যে দ্বন্দ্বের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।

৯. মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

১০. পুঁজিবাদ বলতে কী বুঝ? পুঁজিবাদের মূলনীতি আলোচনা কর।

১১. ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা কর।

১২. নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।

১৩. বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা কর।

১৪. জ্ঞাতি সম্পর্কের ধরনসমূহ আলোচনা কর।

১৫. পরিবারের বিবর্তন সম্পর্কিত মর্গানের তত্ত্বটি পর্যালোচনা কর।

Degree Sociology 2nd paper Suggestion 2025

১৬. আদিম অর্থনীতি কী? আদিম অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

১৭. খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১৮. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামজিক চুক্তি মতবাদ আলোচনা কর।

১৯. ধর্মের উৎপত্তি সংক্রান্ত আর. আর. ম্যারেটের তত্ত্বটি পর্যালোচনা কর।

২০. ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

২১. উপজাতি বলতে কী বোঝ? বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি সম্প্রদায়ের পরিচয় দাও।

২২. চাকমাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ডিগ্রী প্রথম বর্ষের সমাজবিজ্ঞান ২য় পত্র বিশেষ সংক্ষিপ্ত সাজেশন, সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান সাজেশন ডিগ্রি ১ম বর্ষের

Degree 1st year Common Suggestion 2025

আজকের সাজেশান্স: Sociology 2nd paper Degree 1st Year Suggestion PDF Sociology 2nd paper Degree 1st Year Exam Suggestion PDF

Leave a Comment