প্রশ্ন সমাধান: ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড পার্থক্য, ডেবিট কার্ড vs ক্রেডিট কার্ড পার্থক্য, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড তুলনামূলক আলোচনা, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড মধ্যে পার্থক্য
নগদ অর্থ বা ক্যাশবিহীন লেনদেনের ক্ষেত্রে এই যুগে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এসব কার্ড ব্যবহার করে মাত্র একটি সোয়াইপ এর মাধ্যম্যেই আপনি বিভিন্ন দোকানে কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন। আপাতদৃষ্টিতে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড একই মনে হলেও এদের মধ্যে বড় ধরনের কিছু পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এর মধ্যে পার্থক্যসমূহ, যাতে আমরা ক্ষেত্র বিশেষে সঠিক কার্ডটি ব্যবহার করতে পারি।
ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্যঃ
১। ক্রেডিট কার্ডগুলি প্রচুর পুরষ্কার এবং বেনিফিট যেমন ক্যাস ব্যাকস, গিফট ভাউচারস, সাইন আপ বোনাস, ই-ভাউচার, এয়ার মাইলস, আনুগত্য পয়েন্ট ইত্যাদির সাথে আসে অন্যদিকে, ডেবিট কার্ড খুব কমই এই জাতীয় পুরষ্কার সরবরাহ করে থাকে ।
২। আপনি যদি কোনও প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনও জিনিস কিনেন, আপনি সেগুলি ইএমআইতে রূপান্তর করে এই অর্থটি ফেরত দিতে পারেন। ডেবিট কার্ডের ক্ষেত্রে এটি একই রকম নয় কারণ আপনি একসাথে পুরো অর্থ প্রদান করতে দায়বদ্ধ।
৩। ক্রেডিট এবং ডেবিট কার্ড উভয়ই নিরাপদ পিন সহ আসে। ক্রেডিট কার্ডের বেশিরভাগই একটি দায়বদ্ধতা সুরক্ষা বৈশিষ্ট্য নিয়ে আসে যা ব্যবহারকারীকে যে কোনও জালিয়াতি এবং অবৈধ লেনদেন থেকে রক্ষা করে। ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যগুলি উপলভ্য নয় এবং যদি তারা তাদের কার্ডকে অপব্যবহার বা হুমকী থেকে রক্ষা করতে চান তবে তাদের অতিরিক্ত ভাবে সিপিপি (কার্ড সুরক্ষা পরিকল্পনা) এর জন্য আবেদন করতে হবে।
৪। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সুদের চার্জ দিতে হবে, যদি তারা সময়মতো তাদের বিল পরিশোধ না করে অন্যদিকে ডেবিট কার্ড ব্যবহারকারীর পক্ষে, কোনও সুদের হার চার্জ করা হয় না কারণ ব্যাংক কোনও সার্ভিস চার্জ গ্রহণ করে না।
৫। আপনার ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট স্কোর তৈরি করতে সহায়তা করে। তবে, যখনই আপনি যথা সময়ে আপনার পাওনা পরিশোধে বিলম্ব করবেন তখন আপনার স্কোর বাধাগ্রস্ত হবে। আপনার ক্রেডিট স্কোরের সাথে ডেবিট কার্ডের কোনও সম্পর্ক নেই ।
ডেবিট কার্ড
কোন সেভিংস হোল্ডার (সঞ্চয়ী) কিংবা কারেন্ট (চলতি) অ্যাকাউন্ট এর গ্রাহকদের ব্যাংক থেকে ডেবিট কার্ড প্রদান করা হয়। এছাড়াও কর্পোরেট ব্যক্তিত্বদেরও ডেবিট কার্ড প্রদান করা হয়। এই কার্ডগুলি গ্রাহকের অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, অনলাইন এবং অফলাইনে কেনাকাটা করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারও অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরও করতে পারবেন। বিভিন্ন ধরনের সেবা পেতে কিংবা পণ্য ক্রয় করতে ডেবিট কার্ড ব্যবহার করা যায়, এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেয়া হবে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক্রেডিট কার্ড
ক্রেডিট কার্ড হল ডেবিট কার্ডের ন্যায় পকেট সাইজের একটি প্লাস্টিকের কার্ড। বর্তমানে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি চিপ-ভিত্তিক ক্রেডিট কার্ড প্রদান করে থাকে। ক্রেডিট কার্ডধারীর নাম, ক্রেডিট কার্ড নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ক্রেডিট কার্ড এর সম্মুখে দেয়া থাকে। সিভিভি, ক্রেডিট কার্ডধারীর স্বাক্ষর এবং কাস্টমার কেয়ার কেন্দ্রের বিবরণ অন্যদিকে দেয়া থাকে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization