বর্তমান যুগ অনলাইন যুগ এই সময় অনলাইনের এক বিশেষ ব্যবহার হয়ে থাকে। আমাদের অধিকাংশ মানুষের মন জয় করে নিয়েছে এই অনলাইন। এ সময় আমাদের প্রযুক্তির এক বিশেষ পরিবর্তন ঘটেছে।প্রযুক্তির এক অশেষ প্রসারতা আমরা সাধারণত এ যুগে চলে এসেছি। আর এই অনলাইন কে প্রযুক্তির এক বিশেষ অবদান বলা চলে।
ডোমেইন বেচা-কেনার মাধ্যমে অনলাইন আয়, ডোমেইন কেনা বেচা করে আয়, ডোমেইন কেনা-বেচা করে কিভাবে আয় করব?, ডোমেন ক্রয়-বিক্রয় অর্থ আয় করুন, ডোমেইন হোস্টিং ব্যবসা আয় করুন, ডোমেইন বিক্রি করে লাখপতি কিভাবে?
সময়ের সাথে সাথে প্রযুক্তি খাত পরিবর্তন ঘটিয়েছে আর এই পরিবর্তনের মাধ্যমে অনলাইন সাধারণত গোটা বিশ্বকে জয় করে নিয়েছে। আমাদের আজকের এই দিনে অনলাইন সাধারণত দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবং আমাদেরকে এক বিশেষ সেবা প্রদান করে যাচ্ছে।
আমরা এখন অনলাইনের মাধ্যমে অনেক কাজ করে থাকি। অনলাইন শুধু আমাদের দেশে নয় গোটা বিশ্বে তাদের প্রসার ঘটিয়ে ফেলেছে। আর এই অনলাইন কে চালিত করার বিশেষ মাধ্যম হচ্ছে কম্পিউটার ও মোবাইল।
ডোমেন ক্রয়-বিক্রয় অর্থ আয় করুন, ডোমেইন হোস্টিং ব্যবসা আয় করুন, ডোমেইন বিক্রি করে লাখপতি কিভাবে?
আপনার কাছে একটি মোবাইল বা একটি কম্পিউটার থাকলে গোটা বিশ্ব আপনার হাতে আছে বলে আপনি মনে করতে পারেন। বর্তমান এই অনলাইনের যুগে অনলাইনের কার্যকারিতা বলে শেষ করা যাবে না। এখন পৃথিবীর বেশিরভাগ কাজ কর্ম অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
একটি দেশের অধিকাংশ কাজেই অনলাইনে হয়ে থাকে। আমাদের এই আধুনিক যুগে তাল মিলিয়ে চলতে গেলে অনলাইন ছাড়া কখনোই সম্ভব নয়। অনলাইন ব্যাবহার আমাদের বর্তমান সময়ে প্রচুর গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এ সময় মানুষের নানা প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে এই অনলাইন।
অনলাইন কে ছাড়া একটি দেশ প্রায় অচল বলা যেতে পারে। বর্তমান সময়ে অনলাইন এর অবদান এবং এই অনলাইনের জনপ্রিয়তা আপনাদেরকে বলে শেষ করা যাবে না। আর এই অনলাইনে যুগে বর্তমান আমরা অনেকেই আছি জরের ঘরে বসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যাচ্ছি।
অনলাইন কে কাজে লাগিয়ে মানুষ অনলাইনের বিভিন্ন সাইটে কাজ করে প্রচুর টাকা ইনকাম করে থাকে। সেসব কে সাধারণত ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বলা হয়। বর্তমান সময়ে আমরা অনেকেই আছি যারা অনলাইনের মাধ্যমে ভালোমতন বিজনেস করে থাকি।
সাধারণত অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে ব্যবসা করা যায়। আজকে আমরা আপনাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে কিভাবে ডোমেইন কেনা বেচা করে ব্যবসা শুরু করবেন।ডোমেইন কেনা বেচা করে আপনি সাধারণত একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। আমরা অধিকাংশ মানুষ আছি যারা অনলাইনের মাধ্যমে নানা ভাবে ব্যবসা করে থাকে।
আবার অনেকেই আছে যারা এই অনলাইন কে কাজে লাগিয়ে আমাদের ব্যবসার এক বিশেষ প্রসার ঘটিয়ে থাকি। এসব ব্যবসার মতনই ডোমেইন কেনা বেচা একটি বিশেষ ব্যবসা। বর্তমান এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
অনলাইনে ব্যবসা করতে গেলে আপনাকে অনলাইন সম্পর্কে বিভিন্ন ভাবে ভাল করে জানতে হবে। আপনি অনলাইনে সাইটের যে ব্যবসা করুন না কেন তার সম্পর্কে আপনার আগে পরিপূর্ণ ভাবে জানতে হবে। তারপর আপনি সেই ব্যবসাটি ভালোমতন করতে পারবেন।
ডোমেইন কেনা বেচা করে ব্যবসা করা খুব একটা জনপ্রিয় হয়ে যাচ্ছে এই অনলাইন সাইটে। এটা খুব সহজ কাজ তবে আপনাকে এটি সম্পর্কে ভালো মতন জানতে হবে তাহলে আপনি কি করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা এখনো এ ব্যাপারটি নিয়ে কিছু জানিনা।
আপনাদেরকে এ বিষয়টি নিয়ে জানতে গেলে শুরু থেকে জানতে হবে শুরু থেকে আলোচনা করতে গেলে প্রথমেই ডোমেইন কি সেটি নিয়ে আলোচনা করতে হবে। নিচেই ব্যাপারটি নিয়ে আলোচনা করা হলো:
- ইমেইল মার্কেটিং কী? বিস্তারিত
- ইমেইল মার্কেটিং করে কত টাকা আয় সম্ভব?
- গুগল থেকে কিভাবে আয় করব
- ইউটিউব থেকে আয়
ডোমেইন কি:
ডোমেইন একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ওয়েবসাইটের হয়ে থাকে। যাকে কাজে লাগিয়ে আমরা অনলাইনে নানাভাবে আমাদের কাজ হাসিল করে থাকি। ডোমেইনকে ছাড়া কোন ওয়েবসাইট বা ব্লগ তৈরি হতে পারে না। আপনি কোন একটি ওয়েবসাইট বা ব্লগ ঢুকতে গেলে বা তৈরি করতে গেলে আপনার প্রথমে ডোমেইন দিতে হবে।
কারণ ডোমেইন মূলত কোন ওয়েবসাইট এর পরিচয় বহন করে থাকে। যেমন আপনি আমাদের এই সাইটে আমাদের লেখা আর্টিকেলটি পড়ছেন এই ওয়েবসাইটটির নাম অবশ্যই আপনার সর্বপ্রথম চোখে পড়বে এই ওয়েবসাইটটির নামটি হলো banglanewsexpress.com। ঠিক এভাবেই পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট রয়েছে তারা সবাই কোন না কোন ডোমেইন নেম ব্যবহার করে থাকে যেমন ফেসবুকের জন্য facebook.com এবং গুগলের জন্য google.com।
আরো সহজ করে বলতে গেলে বলতে হয় ডোমেইন নাম হল ওয়েবসাইটের একটি ঠিকানা। ওয়েবসাইটগুলো বিভিন্ন সার্ভার কম্পিউটারে সেভ করা থাকে। আর সেই কম্পিউটারগুলো নিয়ে পৃথিবীতে যে কেউ প্রবেশ করতে পারবে তবে সেখানে প্রবেশ করতে হলে নির্দিষ্ট কিছু কোড টাইপ করতে হবে শুরুতেই আর এই কোড কে বলা হয় আইপি অ্যাড্রেস।
কিন্তু সমস্যা হল পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে এতগুলো কোড কিভাবে মনে রাখবেন মানুষ এই সমস্যার সমাধানের জন্য আসলো ডোমেইন নেম। অর্থাৎ এই কোডগুলো নামে পরিবর্তন করা যেমন banglanewsexpress.com। এখানে ডট কম হলো ডোমেইন নেম এক্সটেনশন। ডোমেইন নেম অক্ষর নাম্বার এবং হাইফেন চিহ্ন ব্যবহার করা যায়।
ওয়েবসাইটে সাধারণত এক্সেস পাওয়ার জন্য ডোমেইন ব্যবহার করা হয়। ডোমেইন ছাড়াও ওয়েবসাইটের ওয়েবসাইটের এক্সেস পাওয়া সম্ভব না। বর্তমান লক্ষ-লক্ষ ওয়েবসাইটে এখন আপনি যদি কোন ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে কিভাবে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটি হয়তো আপনাকে আগে জানতে হবে।
কোন ওয়েবসাইটকে খুঁজে পাওয়া এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করার পেছনে আইপি অ্যাড্রেস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একমাত্র আইপি অ্যাড্রেস এর মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
আপনি কম্পিউটার বা মোবাইলের যে কোন ব্রাউজার ব্যবহার করলে তারা মূলত আইপি অ্যাড্রেস ডিটেক্ট করে কোন ওয়েবসাইটকে খুঁজে পায়। তাই ডোমেইন কোন সাইটের এক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ডোমেইন কে ছাড়া ওয়েবসাইটের কোন এড্রেস হতে পারে না, এবং এই ডোমেইন কে ব্যবহার করে মানুষ সকল ওয়েবসাইটে প্রবেশ করে থাকে।
কিভাবে ডোমেইন বিক্রি করে অর্থ উপার্জন করতে হয়?
যেহেতু আমাদের প্রাথমিক লক্ষ্য হল ডোমেইন বিক্রি করে অর্থ উপার্জন করা, আসুন কিভাবে অর্থ উপার্জন করা যায় সে সম্পর্কে কথা বলি। আপনি যদি অধিভুক্ত ব্যবসায় সফল হওয়ার ভাগ্যের চেয়ে বেশি কিছু পেয়ে থাকেন তবে এটি সাহায্য করবে। যদি পরবর্তীতে ওই নামের কোনো কোম্পানি তৈরি হয়, তারা আপনার কাছ থেকে ডোমেইনটি কিনবে। এভাবেই আপনি ডোমেইন ক্রয় বিক্রয় করে অর্থ উপার্জন করেন।
ধরুন আপনি abcd.com নামে একটি ডোমেইন কিনেছেন। তারপর, আপনি যদি ABCD নামে একটি কোম্পানি শুরু করতে চান, তারা আপনাকে সেই ডোমেইন বিক্রি করার প্রস্তাব দেবে কারণ তাদের কোম্পানির নামে একটি ডোমেন পেতে abc.com প্রয়োজন হবে। কারণ যে কোন কোম্পানি তাদের নামের সাথে সামঞ্জস্য রেখে তাদের ডোমেইন নেয়, এইভাবে, আপনি বিভিন্ন ভাল মানের ডোমেইন কিনতে এবং রাখতে পারেন। যাইহোক, আপনি এই ডোমেইন বিক্রি করবেন এমন কোন নিশ্চয়তা নেই।
অনিশ্চিত হলেও এই ডোমেইনগুলো প্রায়ই লাখ লাখ টাকায় বিক্রি হয়। একটি ডোমেনের ক্রয় মূল্য মাত্র 700-800TK। কিন্তু পরবর্তীতে ওই নামের কোনো বড় কোম্পানি থাকলে তা লাখ লাখ টাকায় কিনে নেয় কোম্পানিগুলো। কারণ তারা তাদের কোম্পানির নাম পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি পেতে এত টাকা দিয়ে ডোমেইন ক্রয় করে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে ডোমেইন কেনা-বেচা হয়। আমরা আজকের ব্লগে এগুলো নিয়ে আলোচনা করব।
ডোমেইন নির্বাচন
ব্যবসা করার জন্য সঠিক ডোমেইন নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সম্পূর্ণ ব্যবসার সাফল্য নির্ভর করে ডোমেইন নির্বাচনের উপর। আপনি যদি ভালো মানের ডোমেইন বেছে নিতে না পারেন, তাহলে আপনি সেগুলি বাতিল করতে পারেন। এর জন্য আপনাকে একটি ডোমেইন কিনতে হবে যার চাহিদা থাকতে পারে।
আপনি যদি আপনার পছন্দের কোনো ডোমেইন ক্রয় করেন তবে আপনার হারানোর সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনাকে প্রতি বছর 700-800 ফি দিয়ে সেই ডোমেনগুলি পুনর্নবীকরণ করতে হবে। কিন্তু আপনি যদি একটি ভালো মানের ডোমেইন কিনে থাকেন তবে প্রথম বছরের মধ্যেই এটি বিক্রি করার সম্ভাবনা থাকবে। ডোমেইন নির্বাচন করার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। এগুলো নিচে উল্লেখ করা হলো।
সংক্ষিপ্ত নাম এর ডোমেইন
আপনি যদি কোনো ডোমেইন কেনার সময় ছোট নাম খুঁজছেন তাহলে এটি সাহায্য করবে। কারণ যেকোন প্রতিষ্ঠানের নাম সবসময় ছোট হয়, তাই যেকোনো ছোট নামের সাথে মিলে একটি ডোমেইন পেতে চেষ্টা করুন। তাহলে পরবর্তীতে চাহিদা ভালো হতে পারে যেমন abcd.com।
অর্থপূর্ণ নাম
একটি ডোমেইন কেনার সময়, আপনাকে ডোমেনের মান বিবেচনা করতে হবে। কারণ আপনার ডোমেইনের অর্থ ভালো হলে চাহিদা বেশি হবে। মনে হচ্ছে আপনি “ইজি শপ” নামে একটি ডোমেন কিনেছেন। পরে, যদি “ইজি শপ” নামে একটি কোম্পানি তৈরি করা হয়, তবে তারা আপনার কাছ থেকে এই ডোমেইনটি গ্রহণ করবে কারণ এর অর্থটি দুর্দান্ত। যেকোনো ই-কমার্স কোম্পানি এমন নাম বেছে নিতে পারে। তাই একটি ডোমেইন নাম নির্বাচন করার সময়, সংজ্ঞা মনোযোগ দিন।
ডোমেন এক্সটেনশন
যে কোনো ডোমেইন নামের শেষ অংশকে বলা হয় এক্সটেনশন। আপনি যে এক্সটেনশন সাইটে যাচ্ছেন তার নাম হল toptechcare.com। টপ টেক কেয়ার হল ডোমেইন নাম এবং ডটকম হল এক্সটেনশন। একটি ডোমেইন কেনার সময়, এক্সটেনশন দেখুন। কোনো এক্সটেনশন ডোমেইনের চাহিদা ভালো নয়। সর্বাধিক চাওয়া-পরে এক্সটেনশন হল .com।এছাড়াও আরও অনেক চাহিদাপূর্ণ ডোমেইন এক্সটেনশন রয়েছে। নিচে বেশ কিছু জনপ্রিয় এক্সটেনশনের নাম দেওয়া হল। আপনি শীর্ষ-স্তরের এক্সটেনশনগুলির মধ্যে একটি ডোমেন কেনার চেষ্টা করবেন।
ডোমেইন এর প্রকারভেদ
বর্তমানে বিভিন্ন ডোমেইন রয়েছে। নিচে কিছু জনপ্রিয় ধরনের ডোমেইন দেওয়া হল। এগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনার ডোমেইন কেনার ক্ষেত্রে সাহায্য করবে।
TLD ডোমেইন
“TLD” মানে টপ-লেভেল ডোমেইন। যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় টপ-লেভেল ডোমেইন। TLDs হল বাজারে সবচেয়ে বেশি চাওয়া-পাওয়া ডোমেনগুলির মধ্যে একটি৷ একটি ডোমেইন কেনার সময়, আপনাকে অবশ্যই একটি TLD ডোমেইন কেনার চেষ্টা করতে হবে। গুগল সহজেই শীর্ষ-স্তরের ডোমেনগুলিকে স্থান দেয়। যেহেতু এই ডোমেনগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আমরা সেগুলিকে সেরা দামে বিক্রি করতে পারি। শীর্ষ-স্তরের ডোমেইন এক্সটেনশনগুলি হল:
1. (.com)
2. (.net)
3. (.org)
4. (.info)
5. (.xyz)
CCTLD ডোমেইন
শীর্ষ প্রযুক্তির দ্বারা ডোমেইন বাই সেল বিজনেস সিক্রেট টিপস। ওয়েবসাইটটি যদি একটি নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়, তাহলে CCTLD ডোমেইন ব্যবহার করা হয়। এই ধরনের ডোমেইন শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের লোকেদের লক্ষ্য করে।
আপনি আপনার নিজের দেশের চাহিদার উপরে কিছু নিখুঁত ডোমেইন কিনতে পারেন। যাইহোক, আপনি এই ধরনের ডোমেইনগুলি আরও ভাল দামে বিক্রি করতে পারবেন না। কারণ এগুলো শুধুমাত্র একটি দেশের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে রয়েছে:
1. (.bd) বাংলাদেশ
2. (.us) মার্কিন যুক্তরাষ্ট্র
3. (.cn) চীন
মেয়াদোত্তীর্ণ ডোমেন:
যদি কোনো ডোমেইন তার সমাপ্তির তারিখের পরে পুনর্নবীকরণ না করা হয়, তাহলে তাকে মেয়াদোত্তীর্ণ ডোমেইন বলা হয়। প্রায় অনেক হোস্টিং কোম্পানি এক বছরের জন্য ডোমেইন-নিবন্ধিত পরিষেবা প্রদান করে। প্রতি বছর ডোমেইন রিনিউ করতে হয়। ধরুন যে ডোমেইনটি মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করা হয় না। অন্য কেউ পরে আবার সেই ডোমেইন কিনতে পারবে।
ডোমেইন কেনার সময় আপনাকে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ ডোমেইন সম্পর্কে জানতে হবে। কারণ বিভিন্ন কোম্পানি ডোমেইন ব্যবহার করে অবৈধভাবে কাজ করতে পারে। পরবর্তীতে এগুলো ব্যবহার না করলে অপ্রচলিত হয়ে যায়।তারা যে ডোমেইন ব্যবহার করে তা কিনলে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে। এমনকি এই বিষয়গুলো নিয়ে মামলাও হতে পারে। তাই সবসময় নতুন ডোমেইন কেনার চেষ্টা করুন। আগে এমন কোনো ডোমেইন ব্যবহার না করাই ভালো।
আপনি যদি পূর্বে ব্যবহৃত ডোমেইন কিনতে চান তবে আপনাকে অবশ্যই সেই ডোমেইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অতীতে এটি ব্যবহার করে কোন ধরনের কোম্পানি তৈরি করা হয়েছিল? কেন কোম্পানি বন্ধ করে দেওয়া হল তার বিস্তারিত জেনে নিন। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ডোমেইন কিনুন যদি সব কিছু জানার পর ভালো লাগে। এছাড়াও আপনি বার্ষিক ক্রয় ডোমেন পুনর্নবীকরণ করা আবশ্যক। প্রথম বছরের মধ্যে বিক্রি করতে পারলে রিনিউ করার দরকার নেই। কিন্তু যদি আপনার প্রথম বছরে একটি ডোমেইন বিক্রি না হয়, তাহলে আপনাকে এটি পুনর্নবীকরণ করতে হবে।
আরও পড়ুন:
- ওয়েবসাইট তৈরির নিয়ম
- গুগল অ্যাডসেন্স সেরা নিশ বা টপিক,গুগল এডসেন্স কাজ করার জন্য কিছু হাই পেইং নিশ
- ঘরে বসে আয় করার উপায়, ঘরে বসে আয় করার ১০টি উপায়
ডোমেইন কিভাবে কেনাবেচা করবেন:
ডোমেইন কেনা বেচা করার সাধারণত একটি ভালো ধরনের বিজনেস হয়ে থাকে। বর্তমান সময়ে ডোমেইন কেনা বেচা জনপ্রিয়তায় বিশেষভাবে লক্ষ্য করা যায়। আপনি যদি সাধারণত সুন্দর নাম এর বিজনেস নেম কিনতে পারেন তাহলে আপনি ভালো বিজনেস করতে পারবেন।
যখন আপনি একটি নামে ডোমেইন কিনবেন এরপরে আর কেউ ওই নামের ডোমেইনটি আর কিনবে না। যেমন আপনি একটি সিম কেনার পর আপনার যে নম্বরটি দেওয়া হয় সেই নম্বরটি শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারেন আপনি ছাড়া সেই নম্বর কেউ ব্যবহার করতে পারে না। ঠিক সেইরকম আপনি যখন একটি নামে ডোমেইন কিনবেন আপনার পরবর্তী নামে কেউ আর সেই ডোমেইনটি কিনতে পারবে না।
ডোমেইন কেনা বেচা সম্পর্কে আপনাকে বিস্তারিত ভালোভাবে জানাতে গেলে হয়তো এখন আপনাকে জানাতে হবে আপনি ডোমেইন কেন কিনবেন। আপনি সাধারণত আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য ডোমেইন কিনতে পারেন। আবার অনেক মানুষ আছে যারা ভালো ভালো ডোমেইনগুলো আগেই কিনে রাখে। যাতে পরবর্তীতে সেই ডোমেইনগুলো কে বিক্রি করে তারা বেশি টাকা ইনকাম করতে পারে।
বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করার পর ডোমেইন ক্রয় করে থাকে। ডোমেইন নেম ক্রয় করার অনেক ওয়েবসাইট রয়েছে। আপনাদের কাছে একটি ঘটনা আলোচনা করা যাক তাহলে আপনাদের বুঝতে পুরোপুরি সুবিধা হবে।
তা হলে চলুন সেটি নিয়ে আলোচনা করা যাক সেটি হলো ২০১০ সালে ফেসবুক fb.com এই ডোমেইনটি ক্রয় করে। কিন্তু ডোমেইনটি কোন ডোমেইন কেনা বেচার ওয়েবসাইটের অধীনে ছিল না ছিল একটা ছেলের অধীনে যে কিনা ডোমেইনটি কিনে রেখে দিয়েছিল পরবর্তীতে ফেসবুক যখন ইচ্ছা পোষণ করে থাকে তখন ওই ছেলেটির কাছ থেকে ৮.5 মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি ক্রয় করে থাকে।
এছাড়া বর্তমান সময়ের জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি শাওমি তাদের mi.com ওয়েবসাইটটি এইভাবে ২০১৪ সালে 3.6 মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করে থাকে। এইবার আপনি ভাবতে পারছেন নিশ্চয়ই ডোমেইন কিভাবে বেচাকেনা হয়ে থাকে। তবে ডোমেইন কেনাবেচার মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারবেন।
আরও পড়ুন:
- ওয়েবসাইট তৈরির নিয়ম
- গুগল অ্যাডসেন্স সেরা নিশ বা টপিক,গুগল এডসেন্স কাজ করার জন্য কিছু হাই পেইং নিশ
- ঘরে বসে আয় করার উপায়, ঘরে বসে আয় করার ১০টি উপায়
এবার চলুন জেনে আসি প্রফেশনালি কিভাবে ডোমেইন নেম কেনাবেচা করতে হয়। এই কাজকে সাধারণত ডোমেইন পাকিং বা ডোমেইন বলা হয়। আজকাল ডোমেইন কেনার ওয়েবসাইট গুলো তাদের সাইট থেকে ডোমেইন কেনার পর সেটা আবার অন্যের কাছে বিক্রি সুবিধা দিয়ে থাকে এরকম কিছু জনপ্রিয় ওয়েবসাইট গুলো হলো:
- Namecheap
- Sedo
- Godaddy
- Flippa
- Igloor
- Afternic
- NameJet
- Domain Name Sales
ডোমেইন নেম কেনাবেচার কিছু টিপস:
আপনি যদি ডোমেইন কেনা বেচা করে সফল হতে চান তাহলে কিছু টিপস আপনাকে অনুসরণ করতে হবে। এটি অনেক ভালো রকমের একটি ব্যবসা হলেও এর জন্য আপনাকে বিশেষ কিছু টিপস মনে রাখতে হবে। নিচে এরকম কিছু টিপস আপনাকে আলোচনা করা হলো।
টার্গেট নির্ধারণ করা:
আপনি কাদের নিয়ে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ ডোমেইন নেম কিরকম হবে কি ভিত্তিক হবে সেটা নির্ধারণ করুন। আপনি টার্গেট নিতে পারেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ই-কমার্স কোম্পানির কারখানা মানুষের নাম সংগঠন ইত্যাদি।
এখন এক্ষেত্রে অবস্থা বুঝে আপনাকে দাম দিতে হবে অনেকেই আছে প্রচন্ড হওয়া সত্ত্বেও দাম বেশি হলে অন্য নামে কিনে নিতে পারেন ডোমেইনটি। তাই এমন কিছু টার্গেট করুন যারা আপনার ডোমেইন কিনতে কিছুটা হলেও বাধ্য হয়ে যাবে।
মেয়াদ উত্তীর্ণ ডোমেইন কিনুন:
অনেক ওয়েবসাইট মালিক আছে যারা ডোমেইন এর মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু ডোমেইন রিনিউ করে না কিংবা তাদের মনে থাকে না সেইসব ডোমেইন কিনে নিতে পারলে আপনি অনেক বেশি লাভবান হবেন। কেননা এদের গুগল ব্যাংক অনেক বেশি হয়ে থাকে যে মানুষ কিনতে আগ্রহী হয় বেশি।
মার্কেট রিচার্জ করুন:
নিয়মিত মার্কেট বিশ্বাস করুন মানুষ কোন ধরনের ডোমেইন বেশি কিনছে আপনি। এটা কিন্তু আপনি একটা ব্যবসায় চাবিকাঠি করে তুলেছেন আর ব্যবসা করতে গেলে প্রতিনিয়ত বাজার খেয়াল রাখা একটা বিশেষ কর্তব্য হয়ে থাকে। তাই আপনাকে সেটি ভুলে গেলে চলবে না।
সঠিক কিওয়ার্ডে ডোমেইন নির্বাচন করুন:
সঠিক কিওয়ার্ডে বলতে যেমন একজন গাড়ি বিক্রির সাইট তৈরি করতে চাইলে গাড়ি সম্পর্কিত কিওয়ার্ড বেশি প্রাধান্য দেয় এছাড়া সঠিক এসইও এর জন্য জরুরী হয়ে থাকে তাই সঠিক কীবোর্ড নির্বাচন করুন যাতে মানুষ আপনার ডোমেইনটি কেনার ব্যাপারে আগ্রহী হয়।
আপনি যদি এই ডোমেইন নেম গুলোর কেনাবেচার ভবিষ্যতের উপর লক্ষ্য করেন তাহলে আপনাকে একটি পরিসংখ্যান দেখানো যায় সেটি নিচে আলোচনা করা হলো
- GoDaddy= ১৬,৯৯,৩২০টি।
- Namechap=৭,৮১,৬৯৭টি।
- Uniregistrar Crop=৬৩,৭০১টি।
- Xin Net Technology=৩,২৮২৭২টি।
- Tucows Domains Inc=৪০,৩৯২টি।
এখানে শুধু মাত্র ঔ পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে এরকম সদস্যদের সাইট আছে যারা ডোমেইন বিক্রি করে থাকে। এবার ডোমেইন বিক্রি করে লাখপতি কিংবা কোটিপতি হওয়া কয়েক জনের তালিকা আপনি নিজে দেখে নিতে পারেন।
ডোমেইন কেনা বেচা সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। কোন ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই আপনার পরিপূর্ণ চেষ্টার দরকার থাকবে তাই এখানেও আপনি আপনার চেষ্টার দ্বারা সফল হতে পারেন। একজন সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে চেষ্টা করতে হবে।
আমাদের লেখা আর্টিকেলটিতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনাদের একটি সাইটের অবশ্যই একবার শেয়ার করবেন আপনাদের করে একটি শেয়ার আমাদেরকে আরো নতুন আর্টিকেল লিখতে উৎসাহিত করবে।
ঘরে বসে টাকা আয় করার কিছু পরামর্শ
- ডোমেইন বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকাম
- অনলাইনে অর্থ উপার্জন করুন
- ভয়েস ওভার আর্টিস্ট টাকা ইনকাম করুন
- ছাত্রজীবনে পার্ট টাইম চাকরির গুরুত্ব
- ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি করে ইনকাম করার উপায়
- ই-বুক বানিয়ে কিভাবে আয় করা যাই
- ফেসবুক থেকে ইনকাম করার উপায়
- ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইনে ইনকাম
- অনলাইন সার্ভে থেকে আয়
- ব্লগার ওয়েবসাইট পোষ্ট ইনডেক্স করবো কিভাবে
- ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয়
- ওয়েবসাইট তৈরির নিয়ম
- গুগল অ্যাডসেন্স সেরা নিশ বা টপিক,গুগল এডসেন্স কাজ করার জন্য কিছু হাই পেইং নিশ
- ঘরে বসে আয় করার উপায়, ঘরে বসে আয় করার ১০টি উপায়
- অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন যেভাবে টাকা আয় করবেন বিস্তারিত
- ব্লগিং করে ইনকাম অনলাইনে যেভাবে টাকা আয় করবেন বিস্তারিত
- ১০০% নিশ্চিত অনলাইন ইনকামের পথ
- কনটেন্টরাইটিংওব্লগিংবিস্তারিতজানতেক্লিককরুন!
- ছাত্রজীবনে আয় করবেন যেভাবে
- ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ
- ওয়েব ডিজাইন কি ? কিভাবে শিখব, ওয়েব ডিজাইন
- What is email marketing? Details
- এসইও কি? কিভাবে এসইও শিখবো?,এসইও (SEO) কি?
- কিভাবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে ইনকাম করা যাই
- CPA marketing কি ? সিপিএ মার্কেটিং এর লাভ ও উদাহরণ
- ইমেইল মার্কেটিং কী? বিস্তারিত
- ইমেইল মার্কেটিং করে কত টাকা আয় সম্ভব?
- গুগল থেকে কিভাবে আয় করব
- ইউটিউব থেকে আয়
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও