” তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ” ৬ষ্ঠ শ্রেণির ২০২১ ১৭ তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, class 6 ict answer 17th week assignment answer/solution 2021

শ্রেণি: ৬ষ্ঠ-2021 বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি।

অ্যাসাইনমেন্ট:

“করােনায় স্কুল বন্ধ থাকায় তুমি তােমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসসমূহ অনুসরণ করে থাকো। এছাড়া তুমি তােমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাসসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো।”

তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করাে? তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখ।

শিখনফল/বিষয়বস্তু:

  • পাঠ-১. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার
  • পাঠ-২. কম্পিউটার কম্পিউটার খেলা
  • পাঠ-৩. ইনপুট ডিভাইস
  • পাঠ-৪. মেমরি ও স্টোরেজ ডিভাইস
  • পাঠ-৫. প্রসেসর ও মাদারবাের্ড
  • পাঠ-৬. আউটপুট ডিভাইস
  • পাঠ-৭. সফটওয়্যার
  • পাঠ-৮. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  • পাঠ-৯. তথ্য ও যােগাযােগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি। 

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

শিরােনাম, বিষয়বস্তু উপস্থাপন, পরিশিষ্ট (প্রতিবেদন প্রস্তুতকারীর নাম, শ্রেণি, রােল, প্রতিবেদন তৈরির সময়, তারিখ ও স্থান)

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

তারিখ : –/—/২০২১ ইং ।

বরাবর , প্রধান শিক্ষক রাকিবুল স্কুল ,ঢাকা।


বিষয় : করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করতে প্রযুক্তির ব্যবহার।

জনাব,
বিনতি নিবেদন এই যে , আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ : –/—/২০২১ ইং অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম ।

করােনা মহামারিতে প্রযুক্তির ব্যবহার

করােনা মহামারীতে সারা পৃথিবী স্থবীর হয়ে পড়েছে। অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কার্যত লডাউন, মহামারির এই সময়ে করােনা নিয়ন্ত্রনে সবাইকে বাসায় থাকতে হচ্ছে। বাসায় থেকেই প্রযুক্তির কল্যানে সরকারি-বেসরকারি সহ বিভিন্ন অফিসের কাজ বাসায় বসেই করা সম্ভব হচ্ছে।

গত ০৮ ই মার্চ দেশে করােনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারন ছুটি ঘােষনা করে প্রকার বিভিন্ন ধাপে ধাপে সাধারন ছুটি বাড়িয়েও জনগনের অসচেতনতা এবং স্বাস্থবিধি না মানার কারনে করােনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। কতদিন এই মহামারি চলবে বা কবে নাগাদ শেষ হবে তার হদিস কেউ জানেনা। সবাই এক রকম ঘরবন্দী জীবন যাপন করছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কিন্তু তাই বলে জীবন তাে থেমে থাকবে না। বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যানে ঘরে বসেই বিভিন্ন অত্যা| ধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত না হয়েই অফিস – আদালত পরিচালনা মিটিং, শিক্ষা কার্যক্রম পরিচালনা অনলাইন শপিং, ই-কমার্স , সমাজিক যােগাযােগ ছাড়াও বহু সুবিধা পাওয়া যাচ্ছে।

ইন্টারনেট প্রযুক্তি :

ইন্টারনেটের কল্যানে বর্তমানে বেশিরভাগ অনলাইন প্রযুক্তি পরিচালিত হয়। যার মাধ্যমে সামাজিক যােগাযােগ থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ও কাজ করা যাচ্ছে। বর্তমানে করােনা মহামারীতে ইন্টারনেটের ব্যাবহার ৫০ শতাংশ বেড়ে গেছে।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার :

শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষাখাতে প্রযুক্তির ব্যবহার করা সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন | সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় মনােযােগী হচ্ছে। এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে যারা যেতে পারছে না। তাদের জন্য ক্লাস গুলাের ভিডিও আপলােড দিচ্ছে যাতে পরবর্তীতে এগুলাে দেখা যায় । করােনার এই পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা যাবে শিক্ষর্থীদের। আমার ব্যবহৃত ডিভাইস গুলাের আলােচনা করা হলাে: টেলিভিশন, মােবাইল ফোন, কম্পিউটার… টেলিভিশন:পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয়। মূলত বিনাদনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিনাদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনার মতা«ে গুরুত্বপূর্ণ বিষয়গুলাতে প্রচার করে থাকে। কম্পিউটার: কম্পিউটারের ব্যাবহার আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে, ব্যাক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। কম্পিউটার কর্ম জীবনে ব্যাবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত। অনেক জন মানুষের কাজ। একমুহূর্তে নির্ভুল ভাবে করতে পারে কম্পিউটার। দৈনন্দিন জীবনে সবকাজেই রয়েছে কম্পিউটারের ব্যাবহার ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়। শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে।

স্কুল, কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে।চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যাবহার উল্লেখযােগ্য।মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। কম্পিউটারে উপলব্ধ ইন্টারনেট পরিষেবা | গােটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শুধু কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যাবহার সীমাবদ্ধ নয়।কম্পিউটারের প্রমােদ মূল্যও যথেষ্ট। অনলাইনে গেম খেলা, গান শােনা, সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যাবহার করে থাকি আমরা। | টিকিট বুকিং, পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্র পাত্রী নির্বাচন, অপরাধী খোঁজা সবকিছুতেই কম্পিউটার -তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল। এসকল ডিভাইস ব্যবহার করে আমি সংসদ টিভিতে ক্লাসগুলাে করেছি

প্রতিবেদকের নাম : রাকিব হোসেন সজল
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক,
প্রতিবেদনের শিরোনাম : করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করতে প্রযুক্তির ব্যবহার।
প্রতিবেদন তৈরির স্থান : ঢাকা
তারিখ : –/—/২০২১ ইং ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment