তোমার নিজের এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমূহ চাষের কারণ ও সেগুলোর জন্য জমি প্রস্তুতির বিবরণ দেওয়া
উত্তর:
তাই কোথাও ধানের, কোথাও গমের, কোথাও আলুর, আবার কোথাও পাটের ভালো ফলন হয়। যেমন- এটেল ও এটেল দোআঁশ মাটিতে ধান ভাল জন্মে।
আবার দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট, গম আলু ও টমেটোর ভালো ফলন হয়।
ফসলসমূহ চাষের কারণ :-
আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের মাটি দোআঁশ, বেলে ও পলি দোআঁশ হওয়ায় বিভিন্ন প্রকার কৃষিজ ফসল এ অঞ্চলে উৎপন্ন হয়।
আমাদের এলাকার প্রধান প্রধান ফসলসমূহ হচ্ছে পাট, গম, আলু টমেটো ইত্যাদি।
উক্ত ফসলসমূহের দোআঁশ ও বেলে দো-আঁশ মাটিতে ভালো ফলন হওয়ার কারণেই আমাদের অঞ্চলে এই ফসলসমূহ চাষ করা হয়।
উক্ত ফসলসমূহের জন্য জমি প্রস্তুতি নিচে বর্ণনা করা হলো –
পাট চাষের জন্য জমি প্রস্তুতি-
পাটের ভালো ফলনের জন্য সার, পানি, আগাছা ও ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
উঁচু ও মধ্যম জমি যেখানে বৃষ্টির পানি বেশি সময় দাঁড়ায় না এবং দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযুক্ত।
পাট চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ
- বৃষ্টিপাতের পরপরই আড়াআড়ি ৫ থেকে ৭ বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।
- ইউরিয়া সার প্রয়োগের আগে নিড়ানি দিয়ে জমিকে আগাছামুক্ত করতে হবে।
- জমির ঢেলা গুড়ো করতে হবে।
গম চাষের জন্য জমি প্রস্তুতি-
গমের ফসল ভালো এবং অভিন্ন বীজ অঙ্কুরোদগমের জন্য একটি ভালো জায়গা প্রয়োজন।
গম চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ
- সেচ এলাকায় পূর্ববর্তী ফসল কাটার পর মাঠ ডিস্ক বা ছাঁচ বোর্ড লাঙ্গল দিয়ে অনুসৃত চাষ করা উচিত।
- ঝুরঝুরা মাটি গম অঙ্কুরোদগমের জন্য খুবই উপযোগী। ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দেয়ার পর কয়েকবার মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হবে।
- চাষ সন্ধ্যায় সম্পন্ন করতে হবে এবং লাঙ্গল দেয়া জমি শিশির আর্দ্রতায় সারারাত খোলা রাখতে হবে।
- প্লাঙ্কিং খুব ভোরে সম্পন্ন করতে হবে।
- অজৈব ক্ষেত্র থেকে দূষণ এড়াতে ১০-৩০ মিটার প্রস্থ একটি বাফার জোন রাখা উচিৎ।
মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি
আলু চাষের জন্য জমি প্রস্তুতি –
নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়।
আলু চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ
- আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই অথবা পাওয়ার টিলার দ্বারা ৩-৪ বার আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা এবং সমান করে জমি প্রস্তুত করা হয়।
- জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সে.মি. গভীর করতে হবে।
- একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সে.মি.। অতঃপর নালার মধ্যে ১৫ সে.মি. দূরে দূরে বীজ বুনে দিতে হয়।
টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি –
শীতকালীন টমেটোর জন্য মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহে এবং গ্রীষ্মকালীন চাষের জন্য চৈত্র থেকে বৈশাখ মাসে চারা রোপণ করতে হয়।
টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ
- জমিতে ৪-৫ বার মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে।
- গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য ২০-২৫ সে.মি. উঁচু এবং ২৩০ সে.মি. চওড়া বেড তৈরি করতে হবে।
- সেচ দেওয়ার সুবিধার্থে ২ টি বেডের মাঝে ৩০ সে.মি. নালা রাখতে হবে।
জমি প্রস্তুতি ফসল উৎপাদনের প্রধানতম নিয়ামক।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
পরিবেশ ও ফসল অনুযায়ী সঠিকভাবে জমি প্রস্তুতি যেমন আশানুরূপ কৃষি উৎপাদন নিশ্চিত করে, তেমনিভাবে ফসলের গুণাগুণও অক্ষুণ্ণ রাখে।
বীজের অঙ্কুরোদগম থেকে শুরু করে বীজ গজানোর সঠিক ভৌত অবস্থা সৃষ্টি, পুষ্টি উপাদান এবং রাসায়নিক ও জৈবসারের মিশ্রণ সবকিছু জমি প্রস্তুতি দ্বারা প্রভাবিত হয়।
বলাবাহুল্য, ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি, নির্বাচিত ফসল, মৃত্তিকা বৈশিষ্ট্য, কৃষি পরিবেশ অঞ্চল এবং সর্বোপরি খামারের ধরণ প্রকৃতির উপর বিশেষভাবে নির্ভর করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
Shukriya 😇