ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কত সালে শুরু হয়,ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল লিখ,কোন চুক্তি ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল
ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ কত সালে শুরু হয়?
উত্তর : ১৬১৮ সালে ।
ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল লিখ।
উত্তর : ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ।
কোন চুক্তি ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল?
উত্তর : অগসবার্গের সন্ধি দ্বারা ।
আধুনিক ইউরোপের দীর্ঘতম যুদ্ধ কোনটি ছিল?
উত্তর : ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ ৷
প্রটেস্টান্ট ইউনিয়ন কত সালে গঠিত হয়?
উত্তর : ১৬০৮ সালে ।
কোন যুদ্ধে ফ্রেডারিক পরাজিত ও নির্বাসিত হন?
উত্তর : হোয়াইট হিলের (White Hill) যুদ্ধে ।
ওয়েস্টফেলিয়া সন্ধি কি?
উত্তর : ১৬১৮-১৬৪৮ সাল পর্যন্ত স্থায়ী দীর্ঘ ত্রিশবছরব্যাপী যুদ্ধ যে চুক্তির মাধ্যমে শেষ হয় তাওয়েস্টফেলিয়ার সন্ধি নামে পরিচিত।
ওয়েস্টফেলিয়া’র সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৬৪৮ সালে ।
ওয়েস্টফেলিয়ার সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে।
ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে?
উত্তর : ওয়েস্টফেলিয়া সন্ধির মাধ্যমে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]