অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (History of the Muslims of Southeast Asia upto 1824) সুপার সাজেশন ২০২৫ Department of : Islamic History and Culture & Other Department Subject Code: 241613 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন,দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস, অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. Howard Malcolm কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : Howard Malcolm ব্রিটেনের নাগরিক ছিলেন।
২. দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কথা সর্বপ্রথম হাওয়ার্ড ম্যালকম উল্লেখ করেন।
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোন অঞ্চলকে ‘মৌসুমি এশিয়া’ নামে অভিহিত করা হয়?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়াকে ‘মৌসুমি এশিয়া’ নামে অভিহিত করা হয়।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়ায় কতটি দেশ আছে?
অথবা, কয়টি রাষ্ট্র নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া গঠিত?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১১টি দেশ আছে।
৫. মিয়ানমারের পূর্বনাম কী?
উত্তর : মিয়ানমারের পূর্বনাম বার্মা।
৬. আরাকানের বর্তমান নাম কী?
অথবা, আরাকান রাজ্যের বর্তমান নাম কী?
উত্তর : আরাকানের বর্তমান নাম রাখাইন স্টেট।
৭. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ মুক্তভূমি।
৮. কিদুঙ কী?
উত্তর : কিদুঙ ইন্দোনেশিয়ান শব্দ, এটি হলো প্রাচীন কোনো কাহিনি সংবলিত সাদামাটা গান বা কবিতা। বিশেষ করে প্রাচীন জাভার গান বা কবিতাকে কিদুঙ বলা হতো।
৯. ইন্দোনেশিয়ায় কে কালচার সিস্টেম প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন ভশ্চ ইন্দোনেশিয়ায় কালচার সিস্টেম প্রবর্তন করেন।
১০. ‘আসিয়ান’ কী?
উত্তর : আসিয়ান হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিসংস্থা। যার পূর্ণরূপ Association of South East Asian Nations.
১১. বানতাম কী?
উত্তর : মালয়েশিয়ার একটি দ্বীপের নাম বানতাম।
১২. সুলতান মালিক আল সালেহ কে ছিলেন?
অথবা, মালিক আস সালেহ কে ছিলেন?
উত্তর : সুলতান মালিক আল সালেহ সমুদ্র রাজ্যের প্রথম মুসলিম শাসক ছিলেন।
১৩. মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক শৈলেন্দ্র যুবরাজ পরমেশ্বর।
১৪. রাজা কাসিমের পিতার নাম কী?
উত্তর : রাজা কাসিমের পিতার নাম শ্রীমহারাজা।
১৫. শাহ বন্দর কাদেরকে বলা হতো?
উত্তর : ব্যবসায় ও বণিকদের সুখস্বাচ্ছন্দ্য তত্ত্বাবধান করার জন্য চারজন বন্দর কর্মী ছিল তাদেরকে শাহ বন্দর বলা হতো।
১৬. কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করেছিল?
উত্তর : পর্তুগাল সর্বপ্রথম এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করেছিল।
১৭. হেনরি দ্য নেভিগেটর কে ছিলেন?
উত্তর : হেনরি দ্য নেভিগেটর পর্তুগালের যুবরাজ ছিলেন।
১৮. ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ভাস্কো দা গামা পর্তুগিজ বা পর্তুগালের নাগরিক ছিলেন।
১৯. কখন VOC প্রতিষ্ঠিত হয়?
উত্তর : VOC প্রতিষ্ঠিত হয় ১৬০২ সালের মার্চ মাসে।
২০. কারতিনি কে ছিলেন?
উত্তর : কারতিনি ছিলেন ইন্দোনেশিয়ার নারী অধিকারকর্মী।
২১. জাকার্তাকে কে বাটাভিয়া নামকরণ করেন?
উত্তর: জে. পি. কোয়েন জাকার্তাকে বাটাভিয়া নামকরণ করেন।
২২. ইন্দোনেশিয়ায় কে ‘কালচার সিস্টেম’ প্রবর্তন করেন?
উত্তর : ভ্যানডেন ভশ্চ ইন্দোনেশিয়ায় ‘কালচার সিস্টেম’ প্রবর্তন করেন।
২৩. অ্যাংলা-ডাচ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : অ্যাংলা-ডাচ চুক্তি ১৮২৪ সালে স্বাক্ষরিত হয়।
২৪. কত সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়?
উত্তর : ১৯৫৮ সালে সিঙ্গাপুর প্রতিষ্ঠা হয়।
২৫. কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬০১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
২৬. কাদের ডাচ বলা হয়?
উত্তর : হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়।
২৭. ‘বেন্দাহারা’ অর্থ কী?
উত্তর : ‘বেন্দাহারা’ এর অর্থ হলো প্রধানমন্ত্রী।
২৮. মাহুয়ান কোন ধর্মের লোক ছিলেন?
উত্তর : মাহুয়ান ইসলাম ধর্মের লোক ছিলেন।
২১. ‘পণ্ডক’ ব্যবস্থা কী?
উত্তর : পণ্ডক পদ্ধতির শিক্ষাব্যবস্থা মাদ্রাসাভিত্তিক ইসলামি শিক্ষাব্যবস্থা।
৩০. দক্ষিণ-পূর্ব এশিয়ায় কারা ইসলাম ধর্মের প্রসার ঘটান?
উত্তর : আরব ও পারসিক মুসলিম বণিক দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম ধর্মের প্রসার ঘটান।
৩১. ‘The tiger of bicycle’ নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ‘The tiger of bicycle’ নামে পরিচিত ভিয়েতনাম।
৩২. পূর্ব তিমুরের রাজধানীর নাম কী?
উত্তর : পূর্ব তিমুরের রাজধানীর নাম হলো দিলি।
৩৩. ‘সাউথ ইস্ট এশিয়া হাইকমাণ্ড’ কবে গঠিত হয়?
উত্তর : ‘সাউথ ইস্ট এশিয়া হাইকমান্ড’ ১৯৪৩ সালের মে মাসে গঠিত হয়।
৩৪. ‘তুহফাত আন নাফিস’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘তুহফাত আন নাফিস’ সংকলন করেন আল রাজি।
৩৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্রের নাম লেখ।
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি মুসলিম রাষ্ট্রের নাম হলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
৩৬. কে দক্ষিণ-পূর্ব এশিয়াকে ‘ট্রপিকাল ফারইস্ট’ নামে অভিহিত করেন?
উত্তর : J. S. Furnivall (জে. এস. ফার্নিভাল) দক্ষিণ-পূর্ব এশিয়াকে বুঝাতে ‘ট্রপিকাল ফারইস্ট’ কথাটি ব্যবহার করেছেন।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
PDF Download দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৫
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আসিয়ান কী? এর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর নাম লিখ।
২. মালয় জগতের ভৌগোলিক পরিসীমা নির্ণয় কর।
৩. দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে লেখ।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষির উন্নয়ন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি ব্যয় উন্নয়ন সম্পর্কে কী জান?
৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাণিজ্য পণ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬. দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিম রাজ্যসমূহের নাম লেখ।
৭. পাংলিমা কী?
৮. তুন পেরাক কে ছিলেন?
অথবা, তুন পেরাক সম্পর্কে টীকা লেখ।
৯. মালাক্কার পাঁচজন মুসলিম শাসকের নাম লেখ।
অথবা, মালাক্কার চারজন মুসলিম শাসকের নাম লেখ।
১০. তোমে পিরেস তার ‘Suma Oriental’ গ্রন্থে মূলত কী বর্ণনা করেছেন?
১১. মুহম্মদ ইসকানদার শাহের পরিচয় দাও।
অথবা, মুহম্মদ ইস্কান্দার শাহের পরিচয় দাও।
১২. অবাধ বাণিজ্য বন্দর হিসেবে পেনাং দ্বীপের বর্ণনা দাও।
১৩. প্রণালি উপনিবেশ কী? এটি কিভাবে গঠিত হয়েছিল?
১৪. ডাচ কারা?
১৫. VOC কী?
অথবা, VOC বলতে কী বুঝ?
১৬. জে. পি. কোয়েন সম্বন্ধে যা জান লেখ।
১৭. লিবারেল পলিসি কী?
অথবা, লিবারেল পলিসি সম্পর্কে কী জান?
১৮. ভ্যান দিয়েমেন কে ছিলেন?
১৯. ফ্রান্সিস লাইট কে ছিলেন?
২০. মসলা বাণিজ্যের ওপর একটি টীকা লেখ।
২১. জাভার দ্বৈতশাসন বলতে কী বুঝ ?
২২. কালচার সিস্টেম কী?
২৩. সারেকাত ই ইসলামের ওপর একটি টীকা লেখ।
অথবা, সারেকাত ইসলাম সম্পর্কে বর্ণনা দাও।
২৪. পরমেশ্বর কে ছিলেন?
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস ২০২৫
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস অধ্যয়নের উৎসসমূহ আলোচনা কর।
২. দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক পরিসীমা বর্ণনা কর।
৩. দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ কথাটি ব্যাখ্যা কর।
অথবা, ভৌগোলিক বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখপূর্বক দক্ষিণ-পূর্ব এশিয়া প্রসঙ্গে ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত ইসলাম বিস্তারের কারণ নির্ণয় কর।
৫. দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় সভ্যতার প্রভাব কেমন ছিল, বিশ্লেষণ কর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় প্রভাব বিস্তার সম্পর্কে আলোচনা কর।
৬. মালাক্কা রাজ্যের পরিচয় দাও। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা তুলে ধর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা আলোচনা কর।
৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউরোপীয়দের আগমনের পটভূমি ব্যাখ্যা কর।
অথবা, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউরোপীয়দের আগমনের পটভূমি পর্যালোচনা কর।
৮. পর্তুগিজ কারা? তাদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
৯. পর্তুগিজ কারা? দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্য পথের অনুসন্ধান প্রক্রিয়া আলোচনা কর।
১০. ভিওসি কী? মালয় জগতে এর সম্প্রসারিত কর্মকাণ্ড সংক্ষেপে আলোচনা কর।
অথবা, VOC গঠনের পটভূমি আলোচনা কর।
১১. পর্তুগিজদের মালাক্কা বিজয়ের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর এবং এর বহুমুখী প্রভাবের ওপর মন্তব্য কর।
১২. ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণের জে.পি কোয়েনের নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. ইন্দোনেশিয়ায় কালচার সিস্টেমের বিপরীতে কীভাবে লিবারেল পলিসি চালু হয়েছিল?
১৪. কালচার সিস্টেমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ইন্দোনেশিয়ায় কেন ইহা ব্যর্থ হয়েছিল?
১৫. ফ্রান্সিস লাইট কে ছিলেন? মালয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল?
১৬. ১৮২৪ সালের ইঙ্গ-ওলন্দাজ চুক্তির ধারাসমূহ উল্লেখপূর্বক এর গুরুত্ব আলোচনা কর।
অথবা, কালচার সিস্টেমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ইন্দোনেশিয়ায় কেন ইহা বার্থ হয়েছিল?
অথবা, ১৮২৪ সালের ইচ্ছা- ওলন্দাজ চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৭. সিঙ্গাপুরের বিকাশে এস. টি. র্যাফেলস কী কী সংস্কার সাধন করেছিলেন?
অথবা, সিঙ্গাপুরের সার্বিক উন্নয়নে র্যাফেলস কী কী সংস্কার করেছিলেন তা পর্যালোচনা কর।
১৮. ফ্রান্সিস লাইট কে ছিলেন? মালয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল?
অথবা, মালয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ফ্রান্সিস লাইটের ভূমিকা নির্ণয় কর।
১৯. নগররাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠা ও সমসাময়িক বিশ্ব বাণিজ্যে এর প্রভাব আলোচনা কর।
২০. মোরো আন্দোলন কী? ফিলিপাইনে মোরো আন্দোলনের ইতিহাস সংক্ষেপে বিবৃত কর।
২১. মালাক্কা রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা কর।
২২. ষোড়শ ও সপ্তদশ শতকে মালয়ে মুসলিম শক্তিসমূহের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর।
২৩. এথিকাল পলিসির সংজ্ঞা দাও। এর আর্থসামাজিক প্রভাব আলোচনা কর।
২৪. পর্তুগিজ কারা? তাদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
অথবা, পর্তুগিজদের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন ২০২৫
ক বিভাগ
- কে দক্ষিণ পূর্ব এশিয়াকে ট্রপিকাল ফারইস্ট নামে অভিহিত করেন?
- Howard Malcolm কোন দেশের নাগরিক ছিলেন?
- কত সালে প্রথম দক্ষিণ পূর্ব এশিয়া শব্দটি উল্লেখ করা হয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোন অঞ্চলকে মৌসুমি এশিয়া নামে অভিহিত করা হয়
- দক্ষিণ পূর্ব এশিয়ায় কতটি দেশ আছে
- আরাকানের বর্তমান নাম কি
- ট্রপিকাল ফারইস্ট কার গ্রন্হে পাওয়া যায়
- পূর্ব তিমিরের রাজধানীর নাম কী?
- The tiger of bicycle নামে পরিচিত কোন দেশ
- ইন্দোনেশিয়ার কে কালচার সিস্টেম প্রবর্তন করেন?
- ASEAN এর পূর্ণ রুপ কী?
- বানতাম কি?
- দক্ষিণ পূর্ব এশিয়ার কারা ইসলাম ধর্মের প্রসার ঘটান
- সুলতান মালিক আস সালেহ কে ছিলেন?
- এমএনএনএফ এর পূর্ণ রুপ কী?
- মালাক্কায় মালয় রাজ্যের প্রতিষ্ঠাতা
- পরেমশ্বর ইশ্বর ধর্ম গ্রহণ করে কী নাম ধারন করে ছিল?
- মাহুয়ান কোন ধর্মের লোক ছিলেন?
- রাজা কাসিমের পিতার নাম কী?
- তুন পেরাক কে ছিলেন?
- বেন্দাহারা অর্থ কী?
- শাহ বন্দর কাদেরকে বলা হতো?
- মালাক্কার পতন ঘটে কখন
- হেনরি দ্যা নেভিগেটর কে ছিলেন?
- ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন?
- The cape of good Hope কোথায়
- হলান্ড কত খ্রিস্টাব্দে স্পেনের অধীনতা হতে স্বাধীনতা লাভ করে?
- কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়
- জাকার্তার পূর্ব নাম কি ছিল
- সিঙ্গাপুরের প্রাচীন নাম কী?
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন
খ বিভাগ
- দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক পরিচয় দাও
- দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাসের উৎস হিসেবে সমসাময়িক লেখক ও ঐতিহাসিক রচনাবলি আলোচনা কর
- দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ার সাংস্কৃতিক ঐতিজ্য লেখ
- দক্ষিন পূর্ব এশিয়ার কয়েকটি বাণিজ্য পণ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও
- দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম রাজ্য সমুহের নাম লেখ
- পাংলিমা সম্পর্কে যা জান লেখ
- মোরো মুসলিমদের পরিচয় দাও
- তুন পেরাক সম্পর্কে যা জান লেখ
- পরমেশ্বর কে ছিলেন
- মালাক্কার পাঁচজন মুসলিম শাসকের নাম লেখ
- তোমে পিরিসের suma oriental গ্রন্হের বর্ণনা দাও
- মুহম্মদ ইস্কান্দার মির্জার পরিচয় তুলে ধর
- ডাচ কারা
- VOC কী
- লিবারেল পলিসি কী?
- ভ্যান দিয়েমেনের পরিচয় দাও
- স্টেট কাউস্সিল সম্বন্ধে কী জান?
- মসলা বাণিজ্যের ওপর একটি টিকা লেখ
- জাভার দ্বৈতশাসন বলতে কী বুঝ?
- সারেকাত ই ইসলামের ওপর একটি টিকা লেখ
Honors 4th year Common Suggestion 2025
গ বিভাগ
- দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় উল্লেখ পূর্বক এর ইতিহাস অধ্যায়নের উৎস সমূহ বর্ণনা কর
- দক্ষিণ পূর্ব এশিয়ার নামকরণ ও ভৌগোলিক পরিসীমা আলোচনা কর
- দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত ইসলাম বিস্তারের কারণ নির্ণয় কর
- দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় সভ্যতার প্রভাব কেমন ছিল বিশ্লেষণ কর
- রোহিঙ্গা কারা? আরাকানে তাদের উৎপওি ও বিকাশ আলোচনা কর
- ফিলিপাইনে ইসলাম বিস্তারের পর্যায়ক্রমিক ধারা আলোচনা কর
- মালাক্কা রাজ্যের পরিচয় দাও?দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা তুলে ধর
- মালাক্কা সালতানাত প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর
- বুগিজদের পরিচয় দাও? তাদের উস্হান পতনের ইতিহাস লিপিবদ্ধ কর
- দক্ষিণ পূর্ব এশিয়ার ইউরোপীয়দের আগমনের পটভূমি ব্যাখ্যা কর
- পুর্তগিজ কারা?তাদের উস্হান ও পতনের ইতিহাস আলোচনা কর
- পুর্তগিজ বাণিজ্যের প্রকৃতি আলোচনা কর
- পুর্তগিজ কারা?দক্ষিণ পূর্ব এশিয়ার তাদের বাণিজ্য পথের অনুসন্ধান প্রক্রিয়া আলোচনা কর
- পুর্তগিজদের মালাক্কা বিজয়ের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর এবং এর বহুমখি প্রভাবের ওপর মন্তব্য কর
- VOC এর গঠন লেখ?মালয় উপদ্বীপে ডাচদের পর্যায়ক্রমিক বিকাশ ও কর্মকান্ড বর্ণনা কর
- মালাক্কায় ওলন্দাজ বাণিজ্য সম্প্রসারণে পিটারসন কোয়েনের নীতিসমূহ ও এর প্রভাব আলোচনা কর
- 1824 সালের ইঙ্গ ওলন্দাজ চুক্তির ধারাসমূহ উল্লেখ পূর্বক এর গুরুত্ব আলোচনা কর
- মালয় উপদ্বীপে ব্রিটিশ আধিপত্য ও শাসন পদ্ধতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও?
- নগররাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাও সমসাময়িক বিশ্ব বাণিজ্যে এর প্রভাব আলোচনা কর
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস স্পেশাল সাজেশন 2025,Honors History of the Muslims of Southeast Asia upto 1824 Suggestion 2025
PDF Download দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস সাজেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও