চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৪র্থ পত্র, ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৪র্থ পত্র সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ভারতীয় দর্শন (Indian philosophy) সুপার সাজেশন দর্শন ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Philosophy 4th paper Suggestion Degree 2nd year Subject Code: 121703 |
চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৪র্থ পত্র, ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৪র্থ পত্র সাজেশন PDF Download দর্শন ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, দর্শন ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, দর্শন ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ দর্শন ৪র্থ পত্র সাজেশন, দর্শন ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
Philosophy 4th paper Degree 2nd Year Suggestion PDF 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ভারতীয় দর্শন কী?
উত্তর: প্রাচীন যুগ থেকে অদ্যাবধি ভারতবর্ষে হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক প্রভৃতি সর্বশ্রেণির চিন্তাবিদদের জীবন ও জগৎ সম্পর্কিত সামগ্রিক তত্ত্বালোচনাকেই ভারতীয় দর্শন বলে।
২. বেদ কী?
উত্তর: বেদ হলো ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ।এটি সনাতন হিন্দুদের প্রধান ধর্মীয় গ্রন্থ।
৩. ভারতীয দর্শনে দুটি সম্প্রদায়ের নাম কী?
অথবা, ভারতীয় দর্শনে প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: ভারতীয় দর্শনে প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো বেদান্ত সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়।
৪. ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কী বুঝায়?
উত্তর: ভারতীয় দর্শনে যারা বেদের প্রাধান্য স্বীকার করে না এবং বেদকে প্রমাণিক শাস্ত্র বলে গ্রহণ করে না তারাই নাস্তিক।
৫. ভারতীয় দর্শনে নাস্তিক কারা?
উত্তর: সাধারণত যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়।
৬. ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত?
উত্তর: ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব ১৫০০-৬০০ অব্দ পর্যন্ত।
৭. ষড়দর্শন কী?
উত্তর: ভারতীয় দর্শনে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এ ছয়টি আস্তিক দর্শন সম্প্রদায়ই হলো ষড়দর্শন।
৮. ষড়দর্শনের নাম লেখ।
উত্তর: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত দর্শন।
৯. উপনিষদ কী?
উত্তর: সংক্ষেপে বেদের শেষাংশকে উপনিষদ বলে।ব্যপকভাবে যে বিদ্যা নির্জনে বসে গুরুর সমীপে উপবিষ্ট হয়ে গ্রহণ করা হয় তাই উপনিষদ।
১০. ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ- উক্তিটি কার?
উত্তর: ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ- উক্তিটি চার্বাকদের।
১১. চার্বাকদের একটি বিখ্যাত উক্তি লেখ।
উত্তর: চার্বাকদের একটি বিখ্যাত উক্তি হলো- ‘ঋণ করে হলেও ঘি খাও।’
১২. চার্বাকগণ কোনটিকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে?
উত্তর: চার্বাকগণ প্রত্যক্ষণকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করে।
১৩. জৈন শব্দের অর্থ কী?
উত্তর: জৈন শব্দের অর্থ জয়ী।
১৪. জৈন মতে দ্রব্য কী?
উত্তর: জৈন মতে যা গুণ বা পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য।
১৫. জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো- ১. বেদান্ত সম্প্রদায়, ২. বেীদ্ধ সম্প্রদায়।
১৬. জৈন মতে জ্ঞান কী?
উত্তর: জৈন মতে পদার্থের যথাযথ ধারণাই জ্ঞান। অর্থাৎ যে জিনিস বাস্তবে যা, তাকে সে জিনিস বলে জানাই জ্ঞান বলা হয়।
১৭. গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী?
অথবা, গৌতম বুদ্ধের আসল নাম কী?
উত্তর: গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ।
১৮. গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ৫৬৩ (মতান্তরে ৬২৪) অব্দে জন্মগ্রহণ করেন।
১৯. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তর: হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে গৌতম বুদ্ধের জন্ম।
২০. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক।
২১. বৌদ্ধ মতে আত্মা কোথায়?
উত্তর: বৌদ্ধ মতে মানুষের আত্মা হলো তার চেতনার অবিরাম প্রবাহ।
২২. ত্রিপিটক কী?
উত্তর: বুদ্ধদেবের তিরোধানের পর তাঁর তিনজন প্রিয় শিষ্য তার উপদেশাবলিকে তিনটি গ্রন্থে পালি ভাষায় লিপিবদ্ধ করেন। এ তিনটি গ্রন্থকে ত্রিপিটক বলে।
২৩. ‘ত্রিপিটক’ প্রথম কোন ভাষায় রচিত হয়েছিল?
উত্তর: ‘ত্রিপিটক’ প্রথম পালি ভাষায় রচিত হয়েছিল।
২৪. বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কী?
উত্তর: বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ হলো অজ্ঞানতা বা অবিদ্যা।
২৫. সাংখ্যদর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সাংখ্যদর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল।
২৬. যোগদর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: যোগদর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি।
২৭. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ।
২৮. মীমাংসা মতে, প্রত্যক্ষ কত প্রকার?
উত্তর: মীমাংসা মতে, প্রত্যক্ষ দুই প্রকার। যথা- ১. নির্বির্কপ প্রত্যক্ষ এবং ২. সবিকল্প প্রত্যক্ষ।
২৯. বেদান্ত কাকে বলা হয়?
উত্তর: বেদের শেষাংশকেই বেদান্ত বলা হয়।
ভারতীয় দর্শন সাজেশন ডিগ্রি ২য় বর্ষের 2025
ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2025
খ বিভাগ
১। ভারতীয় দর্শন কী হিন্দু দর্শন?
২। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন?
৩। গীতার কর্মবাদ আলোচনা কর।
৪। জৈন সাম্যবাদ কী? ব্যাখ্যা কর।
৫। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা কর।
৬। ন্যায় দর্শনে ব্যাপ্তি কী?
৭। হীনযান ও মহাযান কী?
৮। জন্মান্তরবাদ কী? ব্যাখ্যা কর।
৯। সংখ্যা বিবর্তন যান্ত্রিক না উদ্দেশ্যমূলক?
১০। যোগ দর্শনের ত্রিতাপ আলোচনা কর।
১১। প্রতীত্য সমুতপাদ কি? আলোচনা কর।
১২। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? ৯৮%
ভারতীয় দর্শন কি?
ভারতীয় দর্শন কর্মবাদ কি?
চার্বাক দর্শন কি?নির্বাণ কি?
সংখ্যা বিবর্তনবাদ কি? ন্যায় দর্শন ব্যাপ্তি কি? বৈশেষিক মতে গুন কি?
২। ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন? আলোচনা কর?
৩। চারবাক দর্শনে উৎপত্তি সম্পকে লিখ?
৪। চারবাক জ্ঞানতত্ত্ব আলোচনা কর?
৫। জৈনমতে জ্ঞান কত প্রকার কিকি?
৬। বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা কর?
৭। সংখ্যা বিবর্তন যান্ত্রিক না উদ্দেশ্যমূলক? ৮। যোগ দর্শন ত্রিতাপ আলোচনা কর?
৯। বেদান্ত দর্শন আলোচনা কর? ফারাবি
১০। উপনিষদ বেদান্ত কাকে বলা হয়?
১১। রামানুজের বিশিষ্ট দ্বৈত বাদ ব্যাখ্যা কর?
১২। ব্রক্ষ থেকে কিভাবে জগত সৃষ্টি হয়?
১৩। ভারতীয় দর্শন বিরুদ্ধে আনীত প্রধান চারটি অভিযোগ লিখ?
ঈশ্বর এর অস্তিত্ব সম্পকে ন্যায় দার্শনিক দের মতামত বা যুক্তি দাও?
জৈন নিরীশ্বরবাদ সমপকে ব্যাখ্যা কর?
জৈন দর্শন আত্মার ধারনা ব্যাখ্যা কর?
2025 ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন, 2025 ডিগ্রী দ্বিতীয় বর্ষ দর্শন ৪র্থ পত্র সাজেশন
গ বিভাগ
১। চার্বাক দর্শন কী? চার্বাক জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
২। বুদ্ধের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর। রকেট।
৩। বেদান্ত কি? বেদান্ত দর্শনের একটি বিবরণ দাও।
৪। জৈন নিরীশ্বরবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও।
৫। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ন্যায় দার্শনিকদের যুক্তিগুলো ব্যাখ্যা কর।
৬। ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত বা প্রধান অভিযোগগুলো আলোচনা কর। ভারতীয় দর্শন কী দুঃখবাদী?
৭। বিবর্তনবাদ কি? সংখ্যা বিবর্তনবাদ ব্যাখ্যা কর।
৮। জৈন দর্শন কি? জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা কর।
৯। শংকরের মায়াবাদ ব্যাখ্যা কর। রকেট সাজেশন।
১০। যোগ দর্শনের অষ্টঅঙ্গ ব্যাখ্যা কর। রকেট।
১১। সংখ্যা দর্শনের আলোকে পুরুষ ও প্রকৃতি ব্যাখ্যা কর।
১২। অনুমান সম্পর্কে ন্যায় মতবাদ আলোচনা কর। ৯৮%
১। ভারতীয় দর্শন বৈশিষ্ট্য গুলো আলোচনা কর?
২। ভারতীয় দর্শনে আলোকে মুক্তি বা মোক্ষ সম্পকে আলোচনা কর
৩। চারবাক নীতি দর্শন বা নীতি তত্ত্ব আলোচনা কর?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪। জৈন দর্শনদ্রব্য সমন্ধে ধারনা দাও?
৫।নির্বাণ স্বরূপ সম্পকিত মতবাদ এবং নির্বাণ লাভের উপায় গুলো আলোচনা কর?
৬। সংখ্যা দর্শন আলোকে পুরুষ ও প্রকৃতি ব্যাখ্যা কর?
৭। যোগ দর্শন অষ্ট অঙ্গ ব্যাখ্যা কর ফারাবি
৮। মীমাংসা জ্ঞান তত্ত্ব ব্যাখ্যা কর?
৯। শংকরের মায়া বাদ আলোচনা কর?
অথবা
রামানুজ কিভাবে শংকরের মায়াবাদ খন্ডন করে?
১০। ব্রক্ষের স্বরূপ সম্পকে রামানুজের মতবাদ আলোচনা কর?
১১। যোগ দর্শন ঈশ্বর এর স্বরূপ এবং অস্তিত্ব মাফিক যুক্তিগুলো আলোচনা কর?
১২। ভারতীয় দর্শন করমবাদের প্রকৃতি আলোচনা কর?
ন্যায় জ্ঞান বিদ্যা ব্যাখ্যা কর?
অনুমান সমপকে ন্যায় মতবাদ আলোচনা কর?
দর্শন ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2025, ডিগ্রী ২য় বর্ষ দর্শন ৪র্থ পত্র সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের দর্শন ৪র্থ পত্র 2025 ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন দর্শন ৪র্থ পত্র সাজেশন 2025
Degree 2nd year Common Suggestion 2025