বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান সাজেশন , special short suggestion ssc suggestion physics
এসএসসি পদার্থবিজ্ঞানের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো
১ম অধ্যায়:ভৌত রাশি ও পরিমাপ
২য় অধ্যায়:গতি*****
৩য় অধ্যায়:বল*****
৪র্থ অধ্যায়: কাজ ,ক্ষমতা ও শক্তি*****
৫ম অধ্যায়:পদার্থের অবস্থা ও চাপ**
৬ষ্ঠ অধ্যায়:বস্তুর উপর তাপের প্রভাব
৭ম অধ্যায়:তরঙ্গ ও শব্দ*****
৮ম অধ্যায়:আলোর প্রতিফলন*****
৯ম অধ্যায়:আলোর প্রতিসরণ*****
১০ম অধ্যায়:স্থির তড়িৎ*****
১১অধ্যায়:চর তড়িৎ*****
১২অধ্যায় :তড়িতের চৌম্বক ক্রিয়া***
১৩অধ্যায়: আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স
১৪অধ্যায়:জীবন বাচাতে পদার্থ বিজ্ঞান
উপরের প্রতিটা অধ্যায়ই গুরুত্বপুর্ণ তবে যেগুলোতে ফাইভ স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপুর্ণ।এই ফাইভ স্টার দেওয়া অধ্যায়গুলো যদি কেউ ভালো ভাবে পড়ে তাহলে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ভালো মার্ক পাবে।বিগতো সালের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো খুব ভালো ভাবে প্রাকটিস করতে হবে।
সৃজনশীল প্রশ্ন ১ : স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 3.2cm পাওয়া গেল ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে 5 নম্বর ঘরের দাগটি প্রধান স্কেলের একটি ঘরের সাথে মিলে গেল। অপরদিকে তারটির ব্যাস মাপতে গিয়ে ক্ষুগজের রৈখিক স্কেল পাঠ 4mm, বৃত্তাকার স্কেল পাঠ ২০ এবং লঘিষ্ঠ গণন 0.01mm পাওয়া গেল।
ক. পীচ কাকে বলে?
খ. গাছের পাতা সবুজ দেখায় কেন? ব্যাখ্যা করো।
গ. তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো।
ঘ. তারটিকে একটি পানিভর্তি বিকারে ছেড়ে দিলে কী এটি পরিমাণ পানি অপসারণ করবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য মাপতে গিয়ে রহিম প্রধান স্কেলের পাঠ 12cm এবং ভার্ণিয়ারের সমপাতন 6 পেল । যন্ত্রটির কোন যান্ত্রিক ত্রুটি নাই এর ভার্নিয়ার ধ্রুবক 0.002cm.
ক. পিচ কী?
খৃ. s = ut + = ar’ সমীকরণটি প্রতিপাদন কর। যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
গ. স্লাইড ক্যালিপার্সটির ভার্ণিয়ারের ঘর সংখ্যা নির্ণয় কর।
ঘ. দন্ডটির দৈর্ঘ্য মিটার স্কেলে নির্ণয় করলে কী অসুবিধা হতো গাণিতিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি বেলনাকার লোহার দণ্ডের ব্যাস পরিমাপ করতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পাঠ 4.3cm এবং ভার্নিয়ার সমপাতন 5. ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 2mm.
ক. স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?
খ. ভার্নিয়ার ধ্রুবক 0.01 বলতে কী বোঝায়?
গ. লোহার দণ্ডটির ব্যাসার্ধ নির্ণয় করো।
ঘ. দন্ডটির দৈর্ঘ্য 10cm হলে সেটি কত আয়তনের অপসারিত করবে?
সৃজনশীল প্রশ্ন ৪ : 10N এর একটি বল 2kg ভরবিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। 4s পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। যতক্ষণ বল ক্রিয়া করে ততক্ষণে বস্তুটি দূরত্ব অতিক্রম করে এবং বলের ক্রিয়া বন্ধ হওয়ার পরের 4 সেকেণ্ডে বস্তুটি s2 দূরত্ব অতিক্রম করে।
ক. ভরবেগের সংরক্ষণ সূত্র কী?
খ. বেগ বনাম সময় লেখচিত্র থেকে কীভাবে ত্বরণ পাওয়া যায় ব্যাখ্যা করো।
প. S1 এর মান নির্ণয় করো।
ঘ. S2 নির্ণয় করে s1 ও s2 এর মধ্যে সম্পর্ক একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : দুইজন দৌড়বিদ 400m দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রথম প্রতিযোগী 10s ব্যবধানে জয়লাভ করেন। প্রথম প্রতিযোগী স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে এবং দ্বিতীয় প্রতিযোগী 10ms^-1 সুষম বেগে প্রতিযোগীতা শুরু করেন।
ক. প্রসঙ্গ কাঠামো কী?
খ. সমুদ্ৰতিতে চলন্ত কোন বস্তুর ত্বরণ থাকা সম্ভব ব্যাখ্যা করো।
গ. প্রথম প্রতিযোগী 300m দূরত্ব যে সময়ে অতিক্রম করে ২য় প্রতিযোগী সে সময় কত দূরত্ব অতিক্রম করবে?
ঘ. উদ্দীপকের পৌড়বিদদ্বয় “প্রতিযোগীতায় সমান দূরত্ব অতিক্রম করলেও গড় দ্রুতি ভিন্ন হতে পারে” বিশ্লেষণ করো।
সৃজনশীল ৬ : 120m উঁচুতে অবস্থিত আমকে লক্ষ্য করে সোজা উপরের দিকে 50ms বেগে ঢিল ছোঁড়া হল কিন্তু ঢিল ছোড়ার মূহূর্তেই আমটি বোটা থেকে খসে নিচে পড়তে শুরু করল।
ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
খ. আমটির গতি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রকে সমর্থন করে কিনা? ব্যাখ্যা করো।
গ. কখন আম এবং ঢিল ভূমি থেকে সমদূরবর্তী হবে? নির্ণয় করো।
ঘ. আমটি মাটিতে পড়ার কত সময় পরে ঢিলটি মাটিতে পড়বে? তা নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : 1000kg ও 1200kg ভরের A ও B বাস দুটি যথাক্রমে 30ms-1 এবং 25ms-1 বেগে একই দিকে গতিশীল কুয়াশার জন্য তাদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর B বাসের বেগ 5ms-1.
ক. ভরবেগ কাকে বলে?
খ. ঘর্ষণের সুবিধাগুলো লিখো।
গ. সংঘর্ষের পর A বাসের বেগ কত নির্ণয় করো।
ঘ. সংঘর্ষের সময় যত কম হবে বলের মান ততো বেশি হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : P ও Q দুইটি বস্তুর ভর যথাক্রমে 20kg এবং 30 kg। বস্তু দুটি একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। Q এ অবস্থান P এর সামনে এবং Q বস্তুটি 10ms-1 সমবেগে ও P বস্তুটি স্থির অবস্থান থেকে 3ms-2 সমত্বরণে চলছে। 10 sec পরে P ও Q সংঘর্ষে লিপ্ত হয়ে একটি বস্তুতে পরিণত হয় এবং 18 ms-1 সমবেগে একই দিকে চলতে থাকে।
ক. বলের ঘাত কি?
খ. বন্দুক থেকে গুলি ছুঁড়ার সময় বন্দুকটি পিছনের দিকে সরে আসে কেন? কারণ ব্যাখ্যা করো।
গ. বসুদ্বয় মিলিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে P বস্তুর বেগ নির্ণয় করো।
ঘ. উপরোর ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : 10g ভরের একটি বুলেট বন্দুক থেকে 1kms”বেগে গুলি করা হল। বুলেটটি কাঠের ভিতর 3cm প্রবেশ করার পর থেমে গেল।
ক. অর্ধায়ু কী?
খ. স্নেলের সূত্রটি লিখ এবং ব্যাখ্যা করো।
গ. বন্দুকটির ভর 50 kg হলে, বন্দুকটির পশ্চাৎবেগ নির্ণয় করো।
ঘ. উপাত্তের তথ্যের আলোকে বুলেটের উপর কার্যরত বাধাদানকারী বলের মান গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : 1kw ক্ষমতা ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোট 4 মিনিটে 30m উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে 2kw ক্ষমতাবিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000kg ভরের পানি 10m উচ্চতায় উঠাতে সক্ষম।
ক. বাষ্পীভবন কি?
খ. একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200MW বলতে কি বুঝ?
গ. প্রথম ইঞ্জিন কতটুকু পানি উত্তোলন করতে পারে?
ঘ. পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি ব্যবহার করবে? গাণিতিক যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১১ : 20g ভরের একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 10s পর এটি ভূ-পৃষ্ঠে পৌছে।
ক. পিচ কী?
খ. গড় দ্রুতি ব্যাখ্যা করো।
গ. বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে নির্ণয় করো।
ঘ. ভূ-পৃষ্ঠে পৌঁছার 2s পূর্বে বস্তুটির যান্ত্রিক শক্তি কত? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১২ : 1.5kg ভরের একটি বস্তুকে 720ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
ক. ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
খ. নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনের দিকে সরে যায় কেন?
গ. 20s পর বস্তুটির গতিশক্তি নির্ণয় করো।
ঘ. ভূ-পৃষ্ঠ থেকে 180m উচ্চতায় বস্তুটির মোট যান্ত্রিক শক্তি, ভূ-পৃষ্ঠে পৌছানোর মুহূর্তে বস্তুর গতিশক্তির সমান—দেখাও।
সৃজনশীল প্রশ্ন ১৩ : পাবনা ক্যাডেট কলেজে আন্তঃহাউজ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। খেলার শুরুতে রেফার m ভরের বাস্কেটবলকে উলম্বভাবে উপরে হুরুল এবং এটি ভূমিতে স্পর্শ করার পূর্বে 6.25 sec বাতাসে থাকল (মনে কর যে, বাস্কেটবলটি ভূমির লেবেল থেকে ছোঁড়া হল)।
ক. চলন গতি বলতে কী বোঝ?
খ. বাস্কেটবলটি কত সময়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে? ব্যাখ্যা করো।
গ. বাস্কেটবল কর্তৃক অতিক্রান্ত সর্বোচ্চ উচ্চতা বের করো।
ঘ. “বলটির উপরে যে পরিমাণ কাজ হয়েছে (ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায়) সেটি গতিশক্তির পরিবর্তনের সমান” – উক্তিটি প্রমাণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৪ : বিদ্যুৎ চমক দেখার 4 সেকেন্ড পর মাটিতে পাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পেল। এর ঠিক সেকেন্ড পরে পানির নিচে অবস্থিত দ্বিতীয় ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পেল। বায়ুর গড় তাপমাত্রা 20°C.
ক. মানুষের শ্রাবতার সীমা কত?
খ. সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন?
গ. উদ্দীপকের তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে? নির্ণয় করো।
ঘ. শব্দের উৎপত্তিস্থল থেকে ১ম ব্যক্তি ও ২য় ব্যক্তির মধ্যে দূরত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৫ : রাফি নদীর পাশে দাঁড়িয়ে ছিল, বিদ্যুৎ চমকানোর 0.5 s পর সে শব্দ শুনতে পেল। বিদ্যুৎ চমকানোর 4 sec পর সফিক পানির নিচে শব্দ শুনতে পেল। বাতাসের গড় তাপমাত্রা 20°C পানিতে শব্দের বেগ 1460 ms-1.
ক. অনুপ্রস্থ তরঙ্গ কি?
খ. স্ফুটনাংকের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। গ. প্রদত্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করো।
ঘ. শব্দের উৎস থেকে রফিক এবং সফিকের দূরত্ব নির্ণয় করো।
সৃজনশীল প্রশ্ন ১৬ : 8:15 A.M. এর ক্লাসের ঘন্টা শুনে একজন ছাত্র ক্লাস থেকে 500m দূরে থাকা অবস্থায় তার বাড়ির সময় 8:15 A.M. ঠিক করল। সেই সময়ের তাপমাত্রা ছিল 22°C ও ঘন্টার শব্দের তরঙ্গদৈর্ঘ্য 40cm |
ক. ডিজিটাল সংকেত কি?
খ. মাধ্যমের প্রকৃতির উপর শব্দের বেগের নির্ভরশীলতা ব্যাখ্যা করো।
গ. ঘন্টার শব্দের কম্পাঙ্ক কত?
ঘ. ছাত্রটির ঘড়ির সময় কি সঠিক ছিল নাকি ভুল? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১৭ : একটি কূপের পানির তলে শব্দ প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসতে 0.2s সময় লাগে। বাতাসে শব্দের তরঙ্গদৈর্ঘ্য 4cm (বাতাসের তাপমাত্রা 26°C এবং পানিতে শব্দের বেগ 1452ms-1)
ক. দশা কী?
খ. বাদুর দেখতে পারে না, তবু তারা শিকার করে। এটি কীভাবে সম্ভব? ব্যাখ্যা করো।
গ. কূপের গভীরতা নির্ণয় করো।
ঘ. পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ হবে। গাণিতিক যুক্তিসহকারে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১৮ : মিতা ও তার সহপাঠীরা স্কুলে ল্যাবের দরজায় দাঁড়িয়ে 10cm বক্তৃতার ব্যাসার্ধের একটি দর্পণ নিয়ে স্কুল মাঠের অপর প্রান্তের একটি গাছের প্রতিবিম্ব একটি মসৃণ সাদা দেয়ালের উপর স্পষ্টভাবে ফেলল।
ক. প্রতিবিম্ব কাকে বলে?
খ. সমতল দর্পণে আলো লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মি একই পথে ফিরে আসে কেন?
গ. উদ্দীপকের বিষটির রশ্মি চিত্র আঁক এবং প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো।
ঘ. মিতা প্রদত্ত দর্পণের পরিবর্তে একটি উত্তল দর্পণ ব্যবহার করে বিম্ব গঠন করতে পারবে কিনা তা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৯ : দর্পণের সামনে দাঁড়িয়ে নিরব তার পূর্ণ বিশ্ব দেখতে না পেয়ে দর্পণের দৈর্ঘ্য 0.9m পরিমাপ করল। তার ছোট বোন আয়নাটি একটু কাত করাতে তাতে তার বিশ্বকেও কাত হয়ে যেতে দেখল। নিরবের ছোট বোন নিরবকে তার কারণ জিজ্ঞাসা করলে নিরব বল আপতিত রশ্মিকে ঠিক রেখে সমতল দর্পণকে যে কোণে ঘুরানো হয়, প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ ঘুরে যায়।
ক. আলোর প্রতিফলন কাকে বলে?
খ. নিরব কেন দর্পণে তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পায়নি?
গ. নিরবের উচ্চতা নির্ণয় করো।
ঘ. নিরবের বর্ণিত নিয়মটি ভূমি কীভাবে প্রমাণ করবে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২০ : 10cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি গোলীয় দর্পণের সামনে 3cm দৈর্ঘ্যের কোনো বস্তু রাখায় 6cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল।
ক. দর্পণ কী?
খ. অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? গ. রৈখিক বিবর্ধন নির্ণয় করো।
ঘ. দর্পণটি থেকে 5cm দূরে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব বাস্তব হবে নাকি অবাস্তব হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২১ : +90C এবং -25C মানের দুটি চার্জ পরস্পরকে 3.164 x 10 N বলে আকর্ষণ করে।
ক. তড়িৎ আবেশ কী?
খ. সলিনয়েড দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে- ব্যাখ্যা করো।
গ. চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব, নির্ণয় করো।
ঘ. চার্জ দুটির সংযোজক সরলরেখায় কোথায় নিরপেক্ষ বিন্দু থাকবে- গাণিতিক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২২ : A ও B ধনাত্মক আধানে আহিত দুটি বস্তু পরস্পর থেকে 2m দূরে অবস্থিত। বস্তু দুটির আধান যথাক্রমে 20C ও 40C.
ক. ধারকত্ব কাকে বলে?
খ. আবেশ প্রক্রিয়ায় কিভাবে একটি অনাহিত বস্ত্যকে আহিত করা যায় ব্যাখ্যা করো।
প. বস্তু দুটির মধ্যবর্তী বলের মান নির্ণয় করো।
ঘ. দুটি আহিত বস্তুর মধ্যে আধানের প্রবাহ আধানের পরিমাণের উপর নির্ভর করে না বরং বিভব পার্থক্যের উপর নির্ভর করে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২৩ : 80C এবং 30C মানের দুটি বিন্দুচার্জ পরস্পর থেকে 15 cm দূরত্বে রাখা আছে। বিন্দুচার্জ দুটির মধ্যে আকর্ষণ বলের মান কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। এরপর বিন্দু চার্জদুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হল।
ক. ঘনত্ব কাকে বলে?
খ. তামার আপেক্ষিক রোধ 1.5 × 10 2m বলতে কী বোঝায়?
গ. প্রথম ক্ষেত্রে বিন্দু চার্জ দুটির মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করো।
ঘ. তার দ্বারা যুক্ত করার পর এদের মধ্যে কুলম্ব বলের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
আরো ও সাজেশন:-
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসএসসি পদার্থ বিজ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন:
- অর্ধায়ু কাকে বলে?
- একুয়াস হিউমার কাকে বলে?
- আইসােটোপ কাকে বলে?
- কেলভিন কাকে বলে?
- ক্যালরিমিতি কাকে বলে?
- কর্মদক্ষতা কাকে বলে?
- চৌম্বকক্ষেত্র কি?
- তড়িৎ বলরেখা কি?
- তড়িৎ ক্ষমতা কাকে বলে?
- তড়িৎ বিভব কাকে বলে?
- তড়িৎ চৌম্বক আবেগ কি?
- তেজস্ক্রিয়তা কি?
- পদার্থ বিজ্ঞান কাকে বলে?
- পর্যায়কাল কাকে বলে?
- প্রতিধবনি কাকে বলে/ পূর্নস্পন্দন কি?
- পূর্ন অভ্যান্তরিন প্রতিফলন কি?
- ফিউশন কি?
- বিভব শক্তি কাকে বলে?
- বিস্তার কাকে বলে?
- বৈদ্যুতিক কল কাকে বলে?
- ভরবেগের সংরক্ষন সুত্র কি?
- ম্যাগমা কাকে বলে?
- মডুলেশন কি? লেন্সের ক্ষমতা কি?
- শব্দের তীব্রতা কাকে বলে?
- শব্দের উপরিপাতন কাকে বলে?
- সাম্যবল কাকে বলে?
- সলিনয়েড কাকে বলে?
- সলিনয়েড কাকে বলে?
- হুকের সুত্র কি?
এসএসসি পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন
- বৈদুতিক পাখার সুইচ বন্ধ ক্রার সাথে সাথে থেকে যায় না কেনাে?
- শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শুনা যায় কেনাে?
- থেমে থাকা গাড়ি গঠাত চলতে আরম্ব করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেনাে?
- বন্দুক হতে গুলি ছুড়লে বন্দুক ধারী পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেনাে?
- নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনের দিকে ছুটে যায় কেনাে?
- পানির মধ্যে ভারি জিনিস উত্তোলন সহজ কেনাে? বরফ পানিতে ভাসে কেনাে?
- একখন্ড লােহা পানিতে ডুবে যায়, কিন্তু লােহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেনাে?
- গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে ভিজা কাপর দ্রুত শুকায় কেনাে?
- মরু অঞ্চলে দিনে তীব্র গরম ও রাতে তীব্র ঠান্ডা পড়ে কেনাে?
- দিনের বেলার চেয়ে রাতের বেলা শব্দের বেগ বেশি থাকে কেনাে?
- বাদুর রাতে চলতে সাচ্ছন্দ্যবােধ করে কেন?
অধ্যায় – তৃতীয় (গতি)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. ফারুক 4kg ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে গনিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হল 1.5N। বাক্সটিকে টেনে নেওয়ার ত্বরণ হল 0.8m। এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো।
গ. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় কর।[Ans: 4.7N]
ঘ.ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক যুক্তি দাও।[Ans: ঘর্ষণবিহীন- 1.175 m,ঘর্ষণযুক্ত- 0.8
২. 20kg ও 30kg ভরের দুটি বস্তুকে আনুভূমিকভাবে একটি রশি দিয়ে। বেঁধে 250N বল প্রয়োগ করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
গ. কত তৃরণে বস্তু দুটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে? [Ans: 5 m]
ঘ. কোন ভরের উপর বল প্রয়োগ করলে রশিতে বেশি টান অনুভূত হবে? গাণিতিক যুক্তি দাও। [Ans: 20kg, 150N]
৩. ডিমসহ একটি ট্রাকের ওজন 1.5xN । ট্রাকটি 72kmবেগে চলছিল। পথিমধ্যে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দৰ্ঘটনা জনিত দেখে চালক ট্রাকটিকে রাস্তার পাশের একটি খড়ের গাদার উপর উঠে দেয়। ট্রাকটি 10s এ থেমে যায়। এতে সালাম বড় দুর্ঘটনা হতে রক্ষা পায়। সংর্ঘষে সালাম আহত হলেও অধিকাংশ ডিম অক্ষত থাকে।
গ. ট্রাকের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় কর। [Ans: 3.06 xN]
ঘ.চালক ট্রাকটিকে নরম খড়ের গাদার উপর উঠিয়ে দেওয়ায় সালাম বড় । দুর্ঘটনা হতে রক্ষা পায়’- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর
৪. 1000kg ভরের একটি গাড়ি 10ms বেগে চলছিল। চলন্ত অবস্থায়। 800kg ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুটি। মিলিত হয়ে 100m অতিক্রম করে থেকে গেল।
গ. সংঘর্ষের পর গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় কর। [Ans: 5.55m]
ঘ. চলমান গাড়িটির উপর স্থির গাড়িটির বাধাদানকারী বলের মান নির্ণয় কর।।[Ans: 154.01N]
৫. একটি বন্দুক হতে 50gm ভরের গুলির ওপর 5N বল 0.5sec ধরে ক্রিয়া করায় গুলিটি একটি কাঠের তক্তার মধ্যে প্রবেশ শুরু করে। কাঠের গুড়ির পুরুত্ব 2m এবং বাধাদানকারী বল 20N।
গ. গতিশীল তক্তা আঘাত করার সময় গুলির বেগ নির্ণয় কর।[Ans: 50m]
ঘ.শুলিটি কাঠের গুঁড়িকে ভেদ করবে কিনা- গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।[Ans: 3.125m, ভেদ করবে।
৬. 900kg ভরের একটি গাড়ি 20ms’ বেগে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। হঠাৎ গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 1500kg ভরের একটা ট্রাকের সাথে ধাক্কা খেল। মিলিত গাড়ি দুটি একই পথে চলতে থাকল।
গ. উদ্দীপকে উল্লেখিত মিলিত গাড়ি দুটির বেগ কত নির্ণয় কর।[Ans:7.5ms ]
ঘ. ‘সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় নি’- গাণিতিক বিশ্লেষণ করে এর যথার্থতা নির্ণয় কর।
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
গ. কত সময় পর বস্তু দুইটি মিলিত হবে ? [Ans: 40s]
ঘ. একই দিকে চলমান বস্তুর মিলিত বেগ বস্তুর দুটির পরস্পরের দিকে মিলিত বেগ অপেক্ষা বেশি। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
৮. 200kg ভরের একটি স্থিরভাবে ভাসমান নৌকার দুই বিপরীত প্রান্তে। কাইয়ুম ও মাসনুন দাঁড়িয়ে আছে। তাদের দু’জনের ভর যথাক্রমে 55kg ও 35kg। হঠাৎ মাসনুন নৌকা থেকে 2ms’ বেগে লাফ দেয়। এতে নৌকাটা কিছুটা পেছন দিকে সরে যায়।”
গ. উদ্দীপক অনুসারে নৌকার পশ্চাৎ বেগ নির্ণয় কর। [Ans: 0.273m]
ঘ. যদি কাইয়ুম ও মাসনুন একসাথে 3m বেগে অনুভূমিক সাপেক্ষে নৌকা হতে পরপর বিপরীত দিকে লাফ দেয়, তবে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় – চতুর্থ (কাজ, ক্ষমতা, শক্তি)
গুরুত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১। 40kg ভরের একটি বালক এবং 60kg ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌছালেন। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30m/min।
(গ) যুবকের গতিশক্তি নির্ণয় কর। [ Ans: 7.5J ]
(ঘ) ছাদের উঠার সময় দুইজনের ক্ষমতা সমান ছিল কি- না? গাণিতিক যুক্তিসহ যাচাই কর। [বালক-196W, যুবক- 294W ]
২। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্রে, ভূ-পৃষ্ট হতে নির্দিষ্ট ভরের একটি বস্তু 30m উচ্চতায় দেখানো হয়েছে। বস্তুটি কোন একসময় মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়।
(গ) চিত্রের উচ্চতায় বস্তুটির বিভব শক্তি হিসাব কর। [ Ans: 588J ]
( ঘ) বস্তুটি যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন ভূ-পৃষ্ট স্পর্শ করার পূবমুহূতে গতিশক্তি এবং যে উচ্চতায় বস্তুটি ছিল তার বিভব শক্তির তুলনা কর। [Ans: == 588J ]
৩। হিমেলের ভর 30kg আর ইমেলের ভর 20kg। একটি দৌড় প্রতিযোগিতায় হিমেল 5m এবং ইমেল 6mবেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কৃত কাজই তাদের গতিশক্তি।
(গ) দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল নির্ণয় কর। [ Ans: ইমেল-360J, হিমেল- 375J ]
(ঘ) যদি হিমেল এবং ইমেলের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃ্ত বেশি হতো – ব্যাখ্যা কর। [ Ans: ইমেল হিমেল ]
৪। এক ব্যক্তি 20m উঁচু ট্যাংককে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে চান। তিনি এর জন্য উপযুক্ত একটি পাম্প কিনতে দোকানে গেলেন এবং দেখলেন দোকানে 1HP, 2HP, 4HP, 5HP এবং 7HP এর পাম্প আছে।
(গ) ট্যাংকটিকে 5000 লিটার পানি দ্বারা 5 মিনিটে পূর্ণ করতে কত ক্ষমতার প্রয়োজন? 1 লিটার পানির ভর 1kg।[ Ans: 3266.67 W]
(ঘ) যদি দোকানের প্রত্যেক পাম্পের কর্মদক্ষতা 90% হয় তবে ঐ ব্যক্তিকে কত HP এর পাম্প কিনতে হবে ? [ Ans: 5 HP ]
৫। 100m গভীর এবং 4m ব্যাসের একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000kg পানি উত্তোলন করা হয়। এ সময় ইঞ্জিনটির 20% ক্ষমতা নষ্ট হয়।
(গ) ইঞ্জিনের অশ্বক্ষমতা/ পদত্ত ক্ষমতা hp এককে নির্ণয় কর।[ Ans: 27.37hp ]
(ঘ) পানিপূর্ণ কূপটি পানি শূন্য করতে ইঞ্জিনটির কত সময় লাগবে? [ Ans: 37.7 s ]
অথবা,(ঘ) একই প্রদত্ত ক্ষমতার কিন্তু 90% কর্মদক্ষতা বিশিষ্ট একটি ইঞ্জিনের সমপরিমাণ কুয়া থেকে উঠাতে কত সময় লাগবে? [ Ans: 53.33s ]
৬। বকুল 0.1kg ভরের একটি ঢিল 10m উপর থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর মুকুল ঐ ঢিলটিকে উপরে ছুঁড়ে দিল বকুলের কাছে। বকুলের কাছে পৌছেয়ে ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং বকুল ঢিলটিকে ধরে ফেললো।
(গ) ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা কতটুকু কাজ সম্পন্ন হয়েছে ? [ Ans: 9.8 J ]
(ঘ) “ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে , মুকুলকে ঢিলটি বকুলের কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়েছে”। এই কথাটির সত্যতা যাচাই কর।
৭। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
40kg ভরের একটি বালক 20cm উঁচু 20 টি সিঁড়ি 6s এ উঠতে পারে।
(গ) বালকটির ক্ষমতা নির্ণয় কর। [ Ans: 261.3 W ]
(ঘ) বালকটি 20kg ভরের একটি ব্যাগ তার পিঠে নিয়ে সিঁড়ির উপরে উঠতে যে সময় লাগে তা পূর্বের সময়ের অর্থাৎ 6s এর সমান হবে কি? বিশ্লেষক কর। [ Ans: না, 9s লাগবে ]
৮। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(গ) স্প্রিংটিকে সংকোচন করতে কি পরিমাণ কাজ করা হলো?[ Ans: 20 J ]
(ঘ) স্প্রিংটিকে এবার মুক্তভাবে প্রসারিত হতে দিলে বলের সর্বোচ্চ বেগ কত হবে? [ Ans: 28.28 ]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
পদার্থ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসম্ভার
পঞ্চম অধ্যায় ( সৃজনশীল )
১. 2m লম্বা একটি তার নেয়া হলো। তারটি ঝুলিয়ে এর নিচের প্রান্তে। 20N বল প্রয়োগ করা হলো। এতে তারটি 2xm বৃদ্ধি পেল। তারটির
প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ছিল 1m। তারটির উপর প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল।
পদার্থ | Y (N) |
লোহা | 1.9x |
তামা | 1.2x |
ইস্পাত | 2x |
অ্যালুমিনিয়াম | 7.5x |
[ এক্ষেত্রে Y হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক গুনাঙ্ক ]
গ. তারটির বিকৃতির মান নির্ণয় কর। [Ans: 1x]
ঘ উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপক ও নির্ণয় করে দেখাও যে, তারটি কিসের তৈরি । [Ans: ইস্পাতের তৈরি ]
২. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. বস্তুটির ঘনত্ব নির্ণয় কর। [ Ans: 3 kg ] ঘ. তাহলে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা কর
৩. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. C বিন্দুতে বায়ুচাপ নির্ণয় কর। [ Ans: 16.88cm.Hg ] ঘ. লেখচিত্র ব্যবহার করে কিভাবে আবহাওয়া পরিমাপ করা সম্ভব বিশ্লেষণ কর।
৪. একটি আয়তাকার ব্লগকে কানায় কানায় পানিভর্তি বিকালে ডুবানো হল এতে বিকাল হতে কিছু পানি উপরে পড়ে গেলো। উল্লেখ্য আয়তাকার ব্লকের আয়তন 1.8 ।
গ. আয়তাকার ব্লকটির উপর প্লবতার মান নির্ণয় কর? [ Ans: 11640N ] ঘ. আয়তাকার ব্লকটির উপর ক্রিয়ারত লব্ধি ঊর্ধ্বমুখী বল বিকার হতে উপচে পড়া পানির ওজনের সমান! গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।
৫. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্রে একটি পানিপূর্ণ সিলিন্ডার প্রাকৃতিক দেখানো হয়েছে। যার উচ্চতা ও ব্যাস যথাক্রমে 10 m 6 m। ট্যাংকের pipe তিনটি চাবি দ্বারা বন্ধ করে রাখা হয়েছে।
গ. প্যান্টির ভিতরে কার পানির ভর নির্ণয় কর। [ Ans: 282744kg ] ঘ. চিত্রে (ii) নং ও (iii) নং অবস্থানে চাপের পরিমাণ নির্ণয় করে দেখাও যে, গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপও বৃদ্ধি পায়।
৬. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উপরের চিত্রে একটি পানির পাত্রে বরফ খন্ডটির 1/12 অংশ পানির উপরে এবং11/12 অংশ পানির নিচে আছে। উল্লেখ্য, বরফের ঘনত্ব 917kg/।
গ. বরফ খন্ডটির আয়তন নির্ণয় কর। [ Ans: 5.45 x ] ঘ. বরফখণ্ড টি সম্পূর্ণ গলে গেলে পানির উপরিতলের উচ্চতায় কোন পরিবর্তন ঘটবে কি না- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
৭. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. উদ্দীপকের চিত্রটি যে নীতিকে সমর্থন করে তা ব্যাখ্যা দাও।
ঘ. ছোট পিস্টনের উপর যথাক্রমে 15N, 30N, 60N বল প্রযুক্ত হলে ও এর গ্রাফ অংকন করে মতামত দাও।
৮. একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 c একে পানির মধ্যে ডুবানো হল। পানির ঘনত্ব 1000kg/। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5cm ব্লকের উচ্চতা 2cm।
গ. ব্লকের উপরের পৃষ্টে পানির চাপ নিণয় কর। [ Ans: 490 Pa ] ঘ. প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা বিশ্লেষণ কর
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় – সপ্তম (তরঙ্গ ও শব্দ)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. রাফসান দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে। পরের দিন তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। সেখানে রাত ২টা পর্যন্ত। জোরে জোরে গান বাজালো। উচ্চ শব্দের জন্য তার পড়াশুনার দারুণ ব্যাঘাত ঘটলো। তার বাবা উচ্চ রক্তচাপের রোগী। তারও অসুবিধা হলো।
গ. রাফসানের বাবার কী অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব লেখ ।
ঘ. রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?
২. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলালোর উত্তর দাও:
A ও B এর মধ্যবর্তী দূরত্ব 25cm
গ. A ও B কাটার পর্যায়কালের পার্থক্য নির্ণয় কর। [Ans: 3540s ]
ঘ. কোন বস্তু C থেকে 0.2 m সমবেগে যাত্রা শুরু করে 10s সময়ের শুনতে মধ্যে আবার C তে ফিরে আসা সম্ভব কি না- গাণিতিকভাবে দেখাও। [Ans: t= 0.428s ] [Ans: =7.854s & d=0.2m, সম্ভব ]
৩। সময়ের সাথে একটি তরঙ্গের সাম্যাবস্থান থেকে সরণ নিম্নরুপে পরিবর্তিত হয়:
গ. 300s এ তরঙ্গটির কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে ? [Ans: 150000 টি ]
ঘ. যদি তরঙ্গটির বিস্তার একই, রেখে কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তরঙ্গটির চিত্র আঁকি এবং এর পর্যয়কালের কী পরিবর্তন হল। বিশ্লেষণ কর। [Ans: অর্ধেক হবে ]
৪. কম্পাঙ্ক ও পর্যায়কালকে যথাক্রমে, f ও T দ্বারা প্রকাশ করা হয়। এ দুটি রাশির মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান। কোন নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটিয বস্তু-Aমাধ্যমে 20cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160 m বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240 m বেগের তরঙ্গ উৎপন্ন করে।
গ. B মাধ্যমে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর । [Ans: 0.3m]
ঘ. A মাধ্যম যে সময়ে তরঙ্গটি 320m অগ্রসর হবে সেই সময়ে B মাধ্যমে তরঙ্গটি কতগুলো পূর্ণস্পন্দন দিবে বিশ্লেষণ কর। [Ans: 1600 টি ]
৫. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও
P ও Q মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2m।
গ. শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর । [Ans: 200Hz ]
ঘ. P ও Q মাধ্যমে শব্দটির 20 টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে- গাণিতিকভাবে দেখাও। [Ans: P-30m, Q-34m ]
৬. বিদ্যুৎ চমক দেখার 4s পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। এর ঠিক 0.5s পর পানির নিচে অবস্থিত একজন ডুবুরি বজ্রের শব্দ শুনতে পায়। বায়ুর গড় তাপমাত্রা 30°C। পানিতে শব্দের দ্রুতি 1460 m
গ. উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর। [Ans: 350 m
ঘ. শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি ও ডুবুরির দূরত্ব কত বিশ্লেষণ কর । [Ans: ব্যক্তি 1400m, ডুবুরি- 2130m ]
৭. চিত্রের কূপটির পাড়ে একটি শব্দ করার কিছুক্ষণ পর তার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়।
গ. বায়ুর তাপমাত্রা 30°C হলে কূপের পাড়ে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে ? [ Ans: 0.428s]
ঘ. পানির উচ্চতা 60 মিটার বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনা যাবে কি না । | গাণিতিকভাবে দেখাও। [Ans: t=0.09s, প্রতিধ্বনি শোনা যাবে না ]
৮. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. প্রদত্ত চিত্রে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা- যুক্তিসহ প্রমাণ দাও।
ঘ. যদি হ্রাস বৃদ্ধি পায় তাহলে উহার উপর কী শর্ত আরোপ করলে সর্বদাই প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে ? [Ans: h 13.4m
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
পদার্থ বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসম্ভার
অষ্টম অধ্যায় ( সৃজনশীল )
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
১নং দর্পণ ২নং দর্পণ
গ. চিত্র এঁকে দর্পণ থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় কর।[Ans: দর্পন হতে 1m দূরে]
ঘ. প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ১ এবং ২ নম্বর দর্পণের তুলনা কর ।
২. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
20cm দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হল।
গ. A ও F এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। [Ans: 0.1m]
ঘ. উদ্দীপকের লক্ষ্যবস্তুর জন্যে চিত্রটি সম্পূর্ণ করে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি বিশ্লেষণ কর।
৩. নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
দর্পণ | ব্যবহার |
১ নং | নাক,কান,গলা পর্যবেক্ষণ |
২ নং | মোটর গাড়ির হেড লাইটের পরতিফলক হিসেবে |
১ নং দর্পণটির সামনে 20cm দূরে বস্তু রাখলে বিম্ব অসীমগুণ বিবর্ধিত। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর। [Ans: 40cm]
২ নং দর্পণটি পিছনের যানবাহন ও পথচারী দেখার কাজে ব্যবহৃত হয়এর কারণ বিম্ব চিত্র অঙ্কন করে ব্যাখ্যা কর।
৪. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্রে AO লক্ষ্যবস্তুটিকে MP দর্পনের দিকে নিয়ে আসলে বিষের আকৃতি ও প্রকৃতির পরিবর্তন ঘটে। বিম্বের আকৃতি বোঝা যায় রৈখিক বিবর্ধন থেকে। লক্ষ্যবস্তুটির দৈর্ঘ্য 6cm
গ. উদ্দীপকের দর্পণে তৈরী হওয়া বিম্বের দৈর্ঘ্য 3cm হলে বিম্বের রৈখিক বিবর্ধন কত হবে?[Ans: 0.5]
ঘ. উদ্দীপকের দর্পণে বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা বড় হওয়া উভয়ই সম্ভব- উপযুক্ত চিত্রের সাহায্যে আলোচনা কর।
৫. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. বিবর্ধন 1.5 হলে B বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় কর। [Ahs:9cm]
ঘ. লক্ষ্যবস্তুকে A বিন্দু থেকে C বিন্দুতে নিয়ে গেলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতির পরিবর্তন কীরূপ হবে চিত্রসহ ব্যাখ্যা কর।
৬. চিত্রে তিন ধরনের দর্পণ দেখানো হল:
গ. Cদর্পণ যে গোলকের অংশ তার ব্যাস10cm হলে ফোকাস দূরত্ব কত[Ans: 2.5cm]
ঘ. a, b, c দুর্পনের সামনে 160cm লম্বা ব্যক্তি তার বিশ্ব কিরুপ দেখবে? বিশ্লেষণ কর।
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় কর। [Ans: 30°]
ঘ. PQ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা কর।
৮. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
চিত্রে, MP একটি অবতল দর্পণ, P দর্পণের মেরু, F প্রধান ফোকাস ও C বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষের উপর লম্বভাবে AB একটি বিস্তৃত লক্ষ্যবস্তু।
গ. AB লক্ষ্যবস্তুর বিম্ব গঠন রশ্মি চিত্র এর্কে ব্যাখ্যা কর।
ঘ. লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে এর প্রতিবিম্বের বিবর্ধন 1 পাওয়া সম্ভব কী? রশ্মি চিত্রসহ যুক্তি স্থাপন কর।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় – দশম (স্থির তড়িৎ)
গুরত্বপূর্ণ সৃজনশীল নমুনা প্রশ্নঃ
১। রিয়া চুল আচড়ানোর পর দেখতে পেল তার চিরুনী ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছে। সীমা বলল চিরুনীটি ধনাত্মকভাবে আহিত হয়েছে,যার জন্য এটা ঘটছে। রিমার বক্তব্য চিরুনীটি ঋণাত্মক আধানে মত হয়েছে। বিষয়টির সুরাহার জন্য দু’জন তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষনাগারে পেল। তিনি সব গুনে তাদেরকে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনীর আধানের প্রকতি নির্ণয় করতে বললেন।
গ. চিরুনীটি আহিত হওয়ার কারণ বর্ননা কর ।
ঘ যন্ত্রটির সাহায্যে কীভাবে চিরুনীটির আধানের প্রকৃতি নির্ণয় করা যাবে ব্যাখ্যা কর।
২. চিত্রগুলো দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. ‘ক’ চিত্রে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় কর। [Ans: E = 1.5 N]
ঘ, চিত্র ‘ক’ অপেক্ষা চিত্র ‘খ’ এ অনুভূত বলের পরিবর্তন বিশ্লেষণ কর।
৩. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
গ. চার্জদ্বয়ের মধ্যবর্তী বলের পরিমাণ কত? [Ans: 9x N]
ঘ. চার্জদ্বয়ের মাঝখানে q চার্জ স্থাপন করায় চার্জটির উপর ক্রিয়াশীল, লব্ধি বল শূণ্য হলে চার্জটির অবস্থান কত দূরে হরে- গাণিতিকভাবে দেখাও। [Ans: বা হতে 0.25cm দূরে]
৪. চিত্রে একই উপাদানের এবং একই আকারের তিনটি ধাতব গোলক দেকানো হল। A, B, C গোলক তিনটি একই সরলরেখায় অবস্থিত এবং AB= 2cm.. BC= 2m।
12 x C চার্জ নিরপেক্ষ -6 x C
গ. A এবং C গোলকদ্বয়ের মধ্যকার ক্রিয়াশীল বল কত?[Ans: 0.15881, আকর্ষণধর্মী]
(ঘ) A, B, C গোলক তিনটিকে কিছুক্ষণের জন্য স্পর্শ করিয়ে আগের
অবস্থানে রেখে A ও B এর মধ্যে এবং A ও C এর মধ্যে ক্রিয়াশীল বলের তুলনা কর। [Ans:= 9xN, = 8.82xN]
৫. +90C এবং -10C মানের দুটি চার্জ পরস্পর থেকে 20cm দূরে স্থাপন করা আছে। এর ফলে চার্জদ্বয়ের মধ্যে বল ক্রিয়া করছে, যা কুলম্বের মূত্র দ্বারা বের করা হয়।
গ চার্জ দু’টির মধ্যে ক্রিয়াশীল বলের মান বের কর [Ans: 2.025xN, আকর্ষণধর্মী]
(ঘ) চার্জ দুটোর সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা শূন্য হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় ক [Ans: -10C চার্জ হতে 0.1m দূরে]
৬. একটি বস্তুকে = 2xN এর তড়িৎক্ষেত্রে স্থাপন করলে দেখা গেল এটি 10N বল লাভ করে। এবার এমন একটি পরিস্থিতি বিবেচনা করা যাক যেখানে = 2 এর একটি উর্ধ্বমুখে ক্রিয়াশীল তড়িৎক্ষেত্রে 1x kg ভরের একটি আহিত পানির কণাকে ভূ-পৃষ্ঠের কাছাকাছি। শূন্যে স্থির রাখতে পারে ।
গ. প্রথম বস্তুতে আধানের পরিমাণ কত তা নির্ণয় কর। [Ans: 5x C]
ঘ. পানির কণার আধান কত গাণিতিকভাবে বিশ্লেষণ কর[Ans: 2.45xC]
৭. চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
উপরের চিত্রে শূন্য বিভবের কোনো স্থান থেকে A এবং B বস্তুতে 1C ধনাত্মক আধান আনতে যথাক্রমে 100J এবং 10J কাজ করতে হয়।
গ. A ও B এর মধ্যবর্তী বলের মান নির্ণয় কর। [Ans: 2.25xN]
ঘ. A ও B কে পরিবাহী তার দ্বারা যুক্ত করে ইলেকট্রন প্রবাহের দিক ব্যাখ্যা কর। [Ans: B হতে A এর দিকে]
৮. A ও B সম আয়তনের এবং একই উপাদানের তৈরি দুটি আহিত বস্তু যাদের আধান যথাক্রমে 50C ও 360 এবং উহারা পরস্পরকে 4.5xN বলে বিকর্ষণ করে।
গ. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। [Ans: 6m]
ঘ. A ও B বস্তু দুটিকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করলে বিকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে কী? গাণিতিক ভাবে বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। [Ans: 4.6225xN]
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
বহুনির্বাচনি পদার্থবিজ্ঞান
১) অবতল দর্পণে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত?
উত্তরমালাঃ 900
২) কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন?
উত্তরমালাঃ মাক্স প্লাঙ্ক
৩) ইউরেনিয়াম-235 এ–
উত্তরমালাঃ i) 92 টি প্রোটন থাকে
ii) 143 টি নিউট্রন থাকে
iii) পারমাণবিক সংস্যা 92
৪) বর্তনীয় তড়িৎ প্রবাহ কত?
উত্তরমালাঃ 2A
৫) C বিন্দুর বিভব কত?
উত্তরমালাঃ 6V
৬) একই এককবিশিষ্ট যুগল হলো-
উত্তরমালাঃ i) কাজ ও শক্তি
ii) দ্রুতি ও বেগ
iii) ভার্নিয়ার ধ্রুবক ও স্ক্রগজের ন্যূনাঙ্ক
৭) রেডিয়ামের আবিষ্কার কে?
উত্তরমালাঃ মাদাম কুরি ও পিয়ারে কুরি
৮) 1 পিকোমিটার = কত সেন্টিমিটার?
উত্তরমালাঃ 10-12
৯) একটি বস্তুর বেগ কত হলে, তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে?
উত্তরমালাঃ 2 m/s
১০) আয়তনের মাত্রা কোনটি?
উত্তরমালাঃ L3
১১) প্রথম 15 s- এ বস্তুটির অতিক্রান্ত দুরত্ব কত?
উত্তরমালাঃ 30m
১২) লেখচিত্রের কোন অংশের ত্বরণ 4.4m/s2
উত্তরমালাঃ i) (0-5)Sec
ii) (10-15) Sec
১৩) সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তরমালাঃ অবাস্তব ও সোজা
১৪) ঘনকোণের একক কোনটি?
উত্তরমালাঃ স্টেরেডিয়ান
১৫) একটি স্প্রিং কেটে সমান দুই টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবকের কী রুপ পরিবর্তন হবে?
উত্তরমালাঃ বাড়বে
১৬) একটি বস্তুুর g বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে, উহা কত উপরে উঠবে?
উত্তরমালাঃ 4.9m
১৭) এক ইউনিট বিদ্যুৎ = কত জুল?
উত্তরমালাঃ 3.6×106J
১৮) গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে?
উত্তরমালাঃ বাস্তব ও উল্টো
১৯) AB বস্তুটির বিবর্ধন কীরূপ হবে?
উত্তরমালাঃ m>1
এসএসসি পদার্থ বিজ্ঞান mcq 2021
২০) কোনটির উত্তাল দর্পণ ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ গাড়ির ভিউমিরর
২১) দীপন তীব্রতার একক কোনটি?
উত্তরমালাঃ Cd
২২) ত্বরণ হলো–
উত্তরমালাঃ i)লব্ধ রাশি
ii) ভেক্টর রাশি
২৩) সোনার তড়িৎ পরিবাহকত্ব কত?
উত্তরমালাঃ 40.98×106Ω-1m-1
২৪) B বিন্দুতে বস্তুুটির বিভবশক্তি কত?
উত্তরমালাঃ 7.35 J
২৫) চিত্রের বস্তুটির —-
উত্তরমালাঃ i) কৃত কাজ ধনাত্নক
iii) B বিন্দুতে মোট শক্তি =C বিন্দুতে গতিশক্তি
১। রােধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
(ক) ব্যাস্তানুপাতে, (খ) সমানুপাতে, (গ) বর্গের ব্যাস্তানুপাতে, (ঘ) বর্গমূলের ব্যাস্তানুপাতে;
উত্তরঃ (ক) ব্যাস্তানুপাতে
২। দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্য কত?
(ক) 400 nm – 500 nm, (খ) 400 nm – 600 nm, (গ) 400 nm – 700 nm, (ঘ) 500 nm – 700 nm;
উত্তরঃ (গ) 400 nm – 700 nm
৩। একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে— i. এর রৈখিক বিবর্ধন 1, ii. বিম্বের আকৃতি খর্বিত, iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা নিচের কোনটি সঠিক?
(ক) i, (খ) ii, (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ (গ) i ও iii
নিচের চিত্রের আলােকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
৪। বর্তনীর তুল্য রােধ কত ওহম হবে?
(ক) 15, (খ) 12, (গ) 7.5, (ঘ) 2.61
উত্তরঃ (গ) 7.5
৫। বর্তনীর ক্ষেত্রে-
- i. তড়িৎ প্রবাহ 1:6 A
- ii. সবগুলাে রােধ সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ হবে 5:29 A
- iii. AB অংশের তুল্য রােধ AC অংশের তুল্য রােধ অপেক্ষা কম
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;
উত্তরঃ (খ) i ও iii
৬। দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রীতে রেখে আয়না হিসাবে ব্যবহার করলে ডান-বামের পরিবর্তন হয় না?
(ক) 45°, (খ) 60°, (গ) 90°, (ঘ) 120°
উত্তরঃ (গ) 90°
৭। তামার রােধকত্ব কোনটি?
(ক) 1.6 x 10-82m, (খ) 1:68 x 10-82m, (গ) 2.44 x 10-8 m, (ঘ) 5.5 x 10-82m
উত্তরঃ (খ) 1:68 x 10-82m
৮। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কতগুণ হবে?
(ক) 1/4, (খ) 1/2, (গ) 2, (ঘ) 16;
উত্তরঃ (গ) 2
৯। 2OM রােধের তিনটি রােধ পরস্পর সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রােধের মান কত ওহম হবে?
(ক) 6, (খ) 4, (গ) 0.55, (ঘ) 0.67
উত্তরঃ (ঘ) 0.67
১০। একটি বাল্বের গায়ে 100W – 220V লেখা আছে, এর অর্থ-
- i. বাল্বটির রােধ 484
- ii. বাল্বটি প্রতি সেকেন্ডে 100 J বিদ্যুৎ শক্তি তাপ ও আলােক শক্তিতে রূপান্তরিত করে
- iii. বাল্বটি 0.455A বিদ্যুৎ প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii
১১। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?
(ক) যান্ত্রিক শক্তি, (খ) রাসায়নিক শক্তি, (গ) আলােক শক্তি, (ঘ) গতিশক্তি
উত্তরঃ (ক) যান্ত্রিক শক্তি
১২। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা—
(ক) স্পন্দন গতি, (খ) চলন গতি, (গ) পর্যায়বৃত্ত গতি, (ঘ) ঘূর্ণন গতি
উত্তরঃ (খ) চলন গতি
১৩। যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?
(ক) 0.01 mm, (খ) 0.1 mm, (গ) 0:11 mm, (ঘ) 0.12 mm
উত্তরঃ (খ) 0.1 mm
১৪। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) প্রধান ফোকাসে, (খ) ফোকাস তলে, (গ) গৌণ ফোকাসে, (ঘ) অসীমে;
উত্তরঃ (ঘ) অসীমে
১৫। ক্ষমতার মাত্রা কোনটি?
(ক) MLT-2 ০., (খ) ML2T-2, (গ) ML-lT-3, (ঘ) ML2T-3
উত্তরঃ (ঘ) ML2T-3
১৬। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে?
(ক) সরণ, (খ) দ্রুতি, (গ) বেগ, (ঘ) ত্বরণ
উত্তরঃ (খ) দ্রুতি
১৭। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(ক) মিটার স্কেল, (খ) স্কু গজ, (গ) স্লাইড ক্যালিপার্স, (ঘ) ভার্নিয়ার স্কেল;
উত্তরঃ (খ) স্কু গজ
১৮। লাল গােলাপ ফুল লাল দেখার কারণ—
- i. কেবল লাল রং প্রতিফলিত করে।
- ii. লাল রং ছাড়া সব রং শােষণ করে।
- iii. লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি।
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
নিচের তথ্যের আলােকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯। দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে?
(ক) 80 cm, (খ) 40 cm, (গ) 16 cm, (ঘ) 10 cm;
উত্তরঃ (ক) 80 cm
২০। AB কে দর্পণের দিকে 10 cm সরালে—
- i. অবাস্তব বিম্ব গঠন করে
- ii. লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে
- iii. সােজা বিম্ব গঠন করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;
উত্তরঃ (খ) i ও iii
২১। সরাসরি হৃৎপিন্ডের ভিতর দিয়ে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে?
(ক) 5 mA, (খ) 8 mA, (গ) 10 mA, (ঘ) 20 mA
উত্তরঃ (গ) 10 mA
২২। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়?
(ক) u2 = v2 – 2gh, (খ) v = u + gt, (গ) v2 = 2 – 2gh, (ঘ) h = ut +: gt2;
উত্তরঃ (গ) v2 = 2 – 2gh
২৩। 40 m উঁচু দালানের ছাদ থেকে কোনাে বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
(ক) 784 ms-1, (খ) 28 ms-1, (গ) 19.79 ms-1, (ঘ) 14 ms-1;
উত্তরঃ (খ) 28 ms-1
২৪। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?
(ক) সরণ, (খ) অতিক্রান্ত দূরত্ব, (গ) বেগ, (ঘ) দ্রুতি
উত্তরঃ (ক) সরণ
২৫। সাধারণ যে ব্যাটারী সেলগুলাে ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত?
(ক) 4.5 V, (খ) 3.5 V, (গ) 1.5 V, (ঘ) 1:25 V
উত্তরঃ (গ) 1.5 V
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
১।ML2T-3 মাত্রাটি হলো-
উত্তরঃ ঘ ( একক সময়ে কৃত কাজের, ক্ষমতার, একক সময়ে ব্যয়িত শক্তির)
২। থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ঘ (ফিউজ)
৩। সঠিক সম্পর্ক হলো-
উত্তরঃঘ (i,ii ও iii )
৪। আলফা রশ্মির বেগ কত ms-1?
উত্তরঃ গ ( 3*10^7)
৫। উইন্ড মিলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
উত্তরঃ ক ( আল মাসুদী)
৬। চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত?
উত্তরঃ গ( ৬০* )
৭। s=ut+1/2at^2 সমীকরণে ut এর মাত্রা কোনটি?
উত্তরঃ গ ( L )
৮। ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভালো-
উত্তরঃ ঘ ( বৃষ্টিতে ভেজা)
৯। E বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত?
উত্তরঃ ক (mgh1 )
১০। কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
উত্তরঃ ক( তড়িৎ ক্ষেত্র)
১১। কোনটি অসংরক্ষনশীল বল?
উত্তরঃ ক (ঘর্ষণ বল )
১২। সমদৃশ্য সম্পন্ন বিন্দু গুলো হলো-
উত্তরঃ ঘ (A,E,I )
১৩। লেন্সের সকল দুরত্ব—থেকে পরিমাপ করা হয়।
উত্তরঃক (আলোক কেন্দ্র)
১৪। ট্রান্সফরমারটির লোড (R) এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?
উত্তরঃ ক(12 )
১৫। সঠিক সম্পর্ক হলো-
উত্তরঃ গ( ii ও iii)
১৬। মূল স্কেল ও ভারনিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নীট পাঠ পাওয়া গেল 12.66cm. ভারনিয়ার সম্পাতন হলে ভারনিয়ার ধ্রুবক কত?
উত্তরঃ ক(0.1 mm )
১৭। কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম?
উত্তরঃ খ( দৈর্ঘ্য )
১৮। ভর পরিমাপে আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে তার ব্যাসার্ধ কত সে.মি.?
উত্তরঃ ঘ( 3.9 cm)
১৯। ডুবোজাহাজে কি ব্যবহার করে আরও উন্নত ধরণের পেরিস্কোপ ব্যবহার করা হয়?
উত্তরঃ খ( প্রিজম)
২০। কোনো মাধ্যমে পরম প্রতিসরনাঙ্ক root 2 হলে বায়ু সাপেক্ষে ঐ মাধ্যমে ক্রান্তিকোণ কত?
উত্তরঃ খ(৪৫* )
২১। n-p-n ট্রানজিস্টরে p অংশটি কি?
উত্তরঃ খ( নিঃসারক)
২২। পড়ন্ত অবস্থায় ভুপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতি শক্তি বিভবশক্তির তিনগুন হবে?
উত্তরঃ ঘ ( h1+h2/4)
২৩। একটি 1 mm ব্যাসের তারে 98N ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে?
উত্তরঃ খ ( 1.25*10^8 Nm-2)
২৪। একটি তলে রাখা 8kg ভরের বস্তুর উপর 30 N বল প্রয়োগ করাউ বস্তুটি 3 ms-2 ত্বরণ লাভ করে। বস্ত ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন?
উত্তরঃ খ( 6 )
২৫। সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংগঠিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন?
উত্তরঃ ক (ইসিজি )
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩