দাখিল পরিক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ফাইনাল সাজেশন ২০২৩, dakhil ssc bangladesh and world identity suggestion 2023, দাখিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন

বিষয়: এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন

প্রথম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উখান (১৯৪৭ ১৯৭০)

  • ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারব;
  • জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব; 
  • জাতিসংঘ কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যাকরতে পারব; 
  • নিজ ও অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারব:
  • আওয়ামী মুসলিম লীগ ও যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করতে পারব।
  • ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারব; 
  • ১৯৫৫ সালে আওয়ামী মুসলীম লীগ থেকে আওয়ামী লীগে রূপান্তরের কারণ এবং ১৯৫৮-পরবর্তী রাজনৈতিক ঘটনাবলি ব্যাখ্যা করতে পারব; 
  • বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে পারব; 
  • ১৯৫৮ সালের সামরিক শাসনবিরােধী আন্দোলনের কারণ ও ফলাফল বর্ণনা করতে পারব;
  •  বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারব; 
  • ঐতিহাসিক ছয় দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। 
  • ঐতিহাসিক আগরতলা মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ঘটনা বর্ণনা করতে পারব। 
  • ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমি বর্ণনা করতে পারব; 
  • স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারব;
  • ১৯৭০ সালের নির্বাচনের বর্ণনা করতে পারব এবং পরবর্তী ঘটনাপ্রবাহে এর প্রভাব বিশ্লেষণ করতে পারব; 
  • দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ

  • বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। 
  • স্বাধীনতাযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারব। 
  • মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের ভূমিকা মূল্যায়ন করতে পারব।
  •  স্বাধীনতা অর্জনের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারব।
  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্বজনমত সৃষ্টি ও বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা মূল্যায়ন করতে পারব; 
  • মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করতে পারব।
  • স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হব;
  •  যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দিতে পারব;
  • ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা করতে পারব; 
  • ১৯৭৫ সালে জাতির পিতা ও চার জাতীয় নেতার হত্যা এবং রাজনৈতিক পট পরিবর্তনের বর্ণনা করতে পারব; 
  • ১৯৭৫-এর ১৫ই আগস্ট পরবর্তী সামরিক শাসনের উত্থান সম্পর্কে বর্ণনা করতে পারব: 
  • ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যা এবং পরবর্তী নির্বাচন বর্ণনা করতে পারব; 
  • ১৯৮২ সালের এরশাদের সামরিক শাসন ও তার প্রভাব মূল্যায়ন করতে পারব; 
  • ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনর্যাত্রার বর্ণনা করতে পারব;
  • বাংলাদেশের উল্লেখযােগ্য আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা বর্ণনা করতে পারব।  
  • দেশের প্রতি ভালােবাসা, গণতন্ত্র এবং মুক্তিযােদ্ধাদের প্রতি শ্রদ্ধা পােষণ করব;

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু

  • বাংলাদেশের ভৌগােলিক অবস্থান ও সীমানা বর্ণনা করতে পারব। 
  • বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভৌগােলিক অবস্থান ও ভূ-প্রাকৃতিক অঞ্চল চিহ্নিত করতে পারব;
  •  বাংলাদেশের ভূ-প্রাকৃতিক অঞ্চলের শ্রেণিবিভাগ ও গঠন ব্যাখ্যা করতে পারব;
  • ভূ-প্রাকৃতিক গঠন কীভাবে জনসংখ্যার (জনবসতি) বিস্তরণে প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করতে পারব; 
  • বাংলাদেশের ভূমি ব্যবহারের উপর জনবসতি বিস্তারের প্রভাব বিশ্লেষণ করতে পারব; 
  • পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হব;
  • বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের (ভারত, মিয়ানমার ও নেপাল) জলবায়ুর বৈশিষ্ট্যের তুলনা করতে পারব; 
  • বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরি করতে পারব; 
  • ভূমিকম্পের ধারণা ও কারণ ব্যাখ্যা করতে পারব; 
  • বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত কয়েকটি দেশের পরিস্থিতি বর্ণনা করতে পারব; 
  • বাংলাদেশকে ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলার কারণ ব্যাখ্যা করতে পারব; 
  • ভূমিকম্প ঝুঁকি মােকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়ােজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব। 
  • জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মােকাবিলায় সচেতন হব এবং অভিযােজনে সক্ষমতা লাভ করব; 
  • ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মােকাবিলায় সহযােগিতার মনােভাব তৈরি করব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন

  • রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারব;
  •  রাষ্ট্রের কার্যাবলি ব্যাখ্যা করতে পারব; 
  • নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারব; 
  • বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারব; 
  • নাগরিক হিসেবে নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হব; 
  • আইনের ধারণা ব্যাখ্যা করতে পারব; 
  • আইনের উৎস ব্যাখ্যা করতে পারব। 
  • সুশাসনের জন্য আইনের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করতে পারব; 
  • বাংলাদেশের তথ্য অধিকার আইন ও এর প্রয়ােগ বর্ণনা করতে পারব এবং এ ব্যাপারে সচেতন হব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


দশম অধ্যায় : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। 
  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলাফল বিশ্লেষণ করতে পারব। 
  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করতে পারব; 
  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ মােকাবিলায় করণীয় ব্যাখ্যা করতে পারব। 
  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পােস্টার ডিজাইন করতে পারব। 
  • টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


একাদশ অধ্যায় : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা।

  • জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  •  বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রােধের উপায় বর্ণনা করতে পারব।
  •  বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করতে পারব; 
  • বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারব; 
  • বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টণ পরিস্থিতি বর্ণনা করতে পারব; 
  • সম্পদ সংরক্ষণ ও অপচয় রােধে সচেতন হব:

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


ষোড়শ অধ্যায় :বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার

  • সামাজিক সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারব। 
  • সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • বাংলাদেশে সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব; 
  • সামাজিক নৈরাজ্য ও সামাজিক মূল্যবােধের অবক্ষয় প্রতিরােধের পদক্ষেপ চিহ্নিত করতে পারব। 
  • নারীর প্রতি সহিংসতা’- ধারণাটি ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ধরন ও কারণ ব্যাখ্যা করতে পারব। 
  • বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রভাব বিশ্লেষণ করতে পারব; 
  • নারীর প্রতি সহিংসতা রােধে আইনের বিষয়বস্তু ও শাস্তি ব্যাখ্যা করতে পারব। 
  • বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা রােধে সামাজিক আন্দোলন গড়ে তােলার উপায় ব্যাখ্যা করতে পারব।
  •  শিশুশ্রম ও কিশাের অপরাধের ধারণা, ধরন ও আইনি প্রতিকার ব্যাখ্যা করতে পারব। 
  • মাতৃকল্যাণ ধারণা ও মাতৃত্বকালীন সুবিধা ব্যাখ্যা করতে পারব; 
  • এইচআইভি/এইডসের ধারণা ব্যাখ্যা করতে পারব। 
  • এইচআইভি/এইডসের পরিস্থিতি ও কারণ ব্যাখ্যা করতে পারব; 
  • এইচআইভি/এইডসের প্রভাব বিশ্লেষণ করতে পারব এবং প্রতিরােধ কার্যক্রম ব্যাখ্যা করতে পারব।
  •  সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারব; 
  • বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি বর্ণনা করতে পরব; 
  • সড়ক দুর্ঘটনার প্রভাব ব্যাখ্যা করতে পারব; 
  • দুর্ঘটনামুক্ত বা নিরাপদ সড়ক করার উপায় এবং দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব; 
  • জঙ্গিবাদের ধারণা ব্যাখ্যা করতে পারব। 
  • জঙ্গিবাদের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব;
  •  জঙ্গিবাদ প্রতিরােধের পদক্ষেপ চিহ্নিত করতে পারব; 
  • দুর্নীতির ধারণা, কারণ ব্যাখ্যা করতে পারব। 
  • দুর্নীতির বিরুদ্ধে প্রতিরােধের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব এবং আর্দশ জীবন গঠনে উদ্বুদ্ধ হব; 
  • নারীর প্রতি শ্রদ্ধাশীল হব এবং নারী নির্যাতন প্রতিরােধে সচেতন হব; 
  • এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন হব এবং আক্রান্ত রােগীর সেবায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসব;
  •  দুর্নীতি প্রতিরােধ ও দুর্ঘটনা বিষয়ে সচেতন হব;

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো

৩. মুনির ও শামীম যমুনার পাড়ে বসে গল্প করছিল। মুনির এক পর্যায়ে শামীমকে জানালাে প্রায় দু’শাে বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল।

ক, লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?

খ, বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির কারণ ব্যাখ্যা কর। ‘

ঘ. উক্ত প্রাকৃতিক দুর্যোগ মােকাবেলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? মতামত দাও।

৪. দৃশ্যকল্প-১: সরকারি উদ্যোগে চট্টগ্রামের বহদ্দারহাট হতে লালখান বাজার। পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হচ্ছে।

দৃশ্যকল্প-২ : সরকার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একটি শক্তিশালী বাহিনী গঠন করেছে।

ক, রাষ্ট্র সম্পর্কে এরিস্টটল প্রদত্ত সংজ্ঞাটি লিখ।

খ. নাগরিকের প্রধান কর্তব্যটি বাখ কর

গ. দৃশ্যকল্প-২ এ রাষ্ট্রের কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত রাষ্টের কাজ দুটির মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ কর।৪।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

  1. বাংলাদেশসংবিধানের কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

ঘ) ৬৫

  1. ভূমিকম্পেরক্ষয়ক্ষতি হ্রাসে
  2. বহুতলভবনে জরুরী সিঁড়ির রাখা
  3. বাড়িতেপ্রতিটি সদস্যের জন্য আলাদা হেলমেট রাখা

iii. ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা

ঘ) I,ii & iii

  1. দেশটিরজিএনপি কত ইউ এস ডলার?

গ) ২৪,৬০০ কোটি

  1. উদ্দীপকেরদেশটিতে মোট জনসংখ্যা ১২.৩ কোটি হলে দেশটির ক্ষেত্রে সঠিক তথ্য হলো
  2. ভারীশিল্প প্রয়োজনের তুলনায় অপ্রতুল

[adToAppearHere]

  1. বৈদেশিকনির্ভরতা ক্রমশঃ নিন্মমুখি

iii. শিক্ষা ক্ষেত্রে সরকারি সুযোগ বৃদ্ধি পাচ্ছে

ঘ) I,ii,iii

  1. বিনাজামানতে ঋণ দেয় কোন ব্যাংক?

খ) গ্রামীণ ব্যাংক

  1. ব’এল এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর?

খ) প্রাকৃতিক

  1. র’এর প্রতীক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করে ব্যবসায় অনেক লোক কাজ করে বছর শেষের অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কি বলে?

গ) মুনাফা

[adToAppearHere]

  1. উপজেলাব্যবস্থা প্রথম প্রবর্তন হয় কত সালে?

খ) ১৯৮৩ সালে

  1. 31সালেমোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন?

খ) শেরে বাংলা একে ফজলুল হক

  1. ভূঅভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমন্ডল কি নামে পরিচিত?

ঘ) Nife

  1. HIVএরসুপ্তিকাল কত মাস?

খ) ৬-৭ মাস

  1. দাদাবাবা নাতি তাদের স্ত্রী ভাই সন্তানাদি নিয়ে একত্রে বসবাস করলে তা কি ধরনের পরিবার?

ঘ) বর্ধিত পরিবার

  1. সামাজিকপরিবর্তনের কোন উপাদানটি এর প্রভাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হচ্ছে?

ক) শিক্ষা

  1. চূড়ান্তবিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও বঙ্গবন্ধু উক্তিটি করেন?

খ) 26 শে মার্চের প্রথম প্রহরে

  1. X & Yস্থানেরমধ্যে সময়ের ব্যবধান কত মিনিট?

খ) 9 মিনিট

  1. উদ্দীপকেরআলোকে নিচের কোন তথ্যগুলো যথার্থ?

নিচের কোনটি সঠিক?

খ. (¡, ¡¡¡)

  1. 1965সালের6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ ছিল কত দিন অব্যাহত?

গ. 17

[adToAppearHere]

  1. পশুরবাংলাদেশের কোন অঞ্চলের নদী?

ঘ. দক্ষিণ পূর্বাঞ্চল

  1. আইয়ুবখান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করেন—–

ক. রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদ সদস্যদের

  1. তথ্যকমিশন গঠনের ফলে—–

ঘ. যে কোন সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে

  1. কোনদ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কি বলে?

ক. উপযোগ

  1. আন্তর্জাতিকনারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়?

ঘ. 10 ডিসেম্বর

  1. UNDPএক্সউন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হয়?

গ. 16

  1. সরকারও জনগণের সেতুবন্ধন রচনা করে——

খ. সংসদ

নিচের অনুচ্ছেদ গুলো পড়ো এবং 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও….

  1. জনাবভ্রমণকৃত এলাকার ভূমিকম্প—-

ক. টারশিয়ারী যুগের

[adToAppearHere]

  1. উক্তএলাকায়—–

নিচের কোনটি সঠিক?

ক. ¡, ¡¡

  1. সম্প্রতিতিতলি ঝড়ে ক্ষতিগ্রস্ত এর মাঝে সকল কে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে এটি সরকারের কোন ধরনের ব্যয় এর অন্তর্ভুক্ত?

ক. অপ্রত্যাশিত

  1. নারীরপ্রতি সহযোগিতার মনোভাব পোষণ কারী সংস্থা—

নিচের কোনটি?

গ. ¡¡, ¡¡¡

  1. The modern stateগ্রন্থটিকার লেখা?

গ. আর এম ম্যাকাইভার

  1. অষ্টমীতিথি কে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি তে করে থাকে?

গ. 90 ডিগ্রি

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021
SSC /এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সাজেশন ২০২১, ফাইনাল সাজেশন এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২১, SSC Bangladesh and global studies Suggestion 100% Common Guaranty, special short suggestion SSC Suggestion Bangladesh and global studies 2021

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Leave a Comment