দাখিল বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২৩, এসএসসি দাখিল ফাইনাল সাজেশন বাংলা ১ম পত্র ২০২৩, dakhil ssc special short bangla 1st paper suggestion 2023

বিষয়: এসএসসি বাংলা ১ম পত্র স্পেশাল সাজেশন

ssc bangla 1st paper suggestion

ক-অংশ: গদ্য

১. প্রমিতা ভালো গান করে সকল পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে। গান গাওয়া বন্ধ হয়ে যায় প্রমিতার। একসময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে। আজ তার পাশে কেউ নেই। সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, সবার থেকে চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে দিন কাটে তার।

ক. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
খ. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রমিতা ও সুভার প্রতি পরিজনদের আচরণ কীরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত? যৌক্তিক মতামত দাও।

২. উপল ও নিধি ভাইবোন। নিধি বড়, উপল ছোট। তাদের দুজনের বয়সের পার্থক্য পাঁচ। বাড়ির সামনে খোলা জায়গায় তারা খেলছিল। তাদের মা উঠানে বসে তরকারি কাটছিলেন। তিনি ঘরে ঢুকতেই উপল ও নিধি ছুটে গেল টকটকে লাল জামরুল কুড়াতে। মা দেখে তাদের শাসন করছিলেন। মা রান্নাঘরে যেতেই তারা বাইরে বেরিয়ে গেল। মা রান্না করে, কাপড়া কেচে গোসল করতে গেলেন। দ্বিপ্রহর হলেও নিধি ও উপল ফিরে আসেনি।

ক. ‘পিজরাপোলের আসামি’ কী?
খ. ‘তখনি কি রাজি হতে আছে’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উপল ও নিধির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের যোগসূত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মা সর্বজয়া চরিত্রকে পুরোপুরি ধারণ করেনি’- মূল্যায়ন কর।

৩. জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।

ক. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
খ. কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৪. কক্সবাজারের রকিব ও নেপালের নবিন দুজনই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। রকিব ঈদের ছুটিতে নবিনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝরনা, বৌদ্ধ মন্দির, শহিদ মিনার প্রভৃতি, স্থানে ঘুরে বেড়ায়। রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর- আপ্যায়ন ও আতিথেয়তায় নবিন এতই মুগ্ধ হয় যে, বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে যায়।

ক. ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
খ. কার গোয়াল, কে দেয় ধুয়ো’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে রকিবের আচরণে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “প্রবাস বন্ধু” গল্পের লেখক ও উদ্দীপকের নবিন এক নয় – তুমি কি এ মন্তব্যের সাথে একমত? যুক্তিসহকারে লেখ।

SSC Suggestion Links

 
 
 
 
 

খ-অংশ: কবিতা

৫. সাহিদ ও জাহিদ দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাহিদ বাংলা ভাষাকে খুব ভালোবাসে। অন্যদিকে জাহিদের বাংলা ভাষা ও সংস্কৃতি পছন্দ নয়। সে ইংরেজি জানা নিয়ে গর্ব করে। সাহিদ ক্ষুব্ধ হয়ে জাহিদকে বলে, “আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার।”

ক. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
খ. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আবদুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সাহিদ ও ‘বঙ্গবাণী’ কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসারিত”- বিশ্লেষণ কর।

৬. নানামুখী প্রতিকূলতার জন্য পাঁচবার বিএ পরীক্ষায় অবতীর্ণ হয়েও কৃতকার্য হতে পারেনি কাশেম। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের তিরস্কারে কাশেম কিছুটা বিচলিত হয়। এমন পরিস্থিতিতে কাশেম তার গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ৬ষ্ঠ বারের মতো দৃঢ় মনোবলসহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয়।

ক. ‘দারা’ শব্দের অর্থ কী?
খ. আয়ু যেন শৈবালের নীর।- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

৭. বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই
এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে
লেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।

ক. কে নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে?
খ. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সেইদিন এই মাঠ’ কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার মতামত বিশ্লেষণ কর।

৮. বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ
নারী শিশু আর যুবক জোয়ান-বৃদ্ধ
শত্রু সেনারা হত্যার অভিযানে
মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

ক. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
খ. ‘এমন খুশি আমার জীবনে আর আসেনি’- বুধার এ উক্তির কারণ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রথম দুই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্যটির সপক্ষে তোমার যুক্তি দাও।

৯. ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যানের নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে কাঁপে। তার ইচ্ছামতো এলাকার সবকিছু পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের তার বাড়িতে আশ্রয় দেয়। গ্রামের হাস-মুরগি, ছাগল, সবজি, ফলমূল প্রভৃতি জোরপূর্বক নিয়ে যায় সৈন্যদের জন্য। কেউ অবাধ্য হলে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর পাক হানাদারদের জানিয়ে দেয়। গ্রামের মেয়েদের ধরে নিয়ে যায় হানাদারদের ক্যাম্পে।

ক. বুধা প্রায়ই কী সাজত?
খ. “এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ”- এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কোন চরিত্রকে খুঁজে পাও? বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের খন্ডচিত্র মাত্র।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

ঘ-অংশ: নাটক

১০. মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতীনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবন সচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়।

ক. বহিপীরের বয়স কত বছর?
খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘বহিপীর’ নাটকের সমগ্র ভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১১. আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, “আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।”

ক. “বদান্যতার জোরে জান যায় মানুষের”- উক্তিটি কার?
খ. “আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।”- তাহেরা একথা বলেছিল কেন?
গ. উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ”- যথার্থতা বিচার কর।

গদ্য

  1. সুভা,
  2. বই পড়া,
  3. পল্লী সাহিত্য,
  4. মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম,
  5. উপেক্ষিত শক্তির উদ্বোধন,
  6. শিক্ষা ও মনুষ্যত্ব,
  7. পহেলা বৈশাখ,
  8. একাত্তরের দিনগুলি।

পদ্য

  1. বঙ্গবাণী,
  2. জীবন সঙ্গীত,
  3. মানুষ,
  4. পল্লী জননী,
  5. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
  6. আমার পরিচয়,
  7. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো,
  8. সাহসী জননী।

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন কবিতা অংশ

  • বিমুখ প্রান্তরে অর্থ কি
  • মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে
  • যত্রতত্র শব্দের অর্থ কি
  • অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে কেন।
  • কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি
  • কপোতাক্ষকের দুগ্ধস্রোতরূপি বলেছেন কেন
  • সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
  • রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
  • দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে- ব্যাখ্যা কর।
  • কবি সিকান্দার আবু জাফর এর মতে মানুষ কিভাবে নিজের আয়ু কমায়
  • আশা কবিতাই প্রতিবেশীর আধার ঘরে আলো জালানো বলতে কী বোঝানো হয়েছে
  • পল্লীজননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
  • চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি
  • দুঃছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি ব্যাখ্যা কর।
  • সনেটের ষষ্টকে কি প্রকাশ পায়?
  • জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে কী বোঝানো হয়েছে?
  • মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত
  • ঐ মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় ভুখারীর এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা কর।
  • মোল্লা মুসাফির কে কোথায় গিয়ে মরতে বলেছেন
  • হায় রে ভজনালয় বলতে কবি কী বুঝিয়েছেন
  • আর কি হে হবে দেখা এখানে কে কাকে প্রশ্ন করেছে
  • বারি রূপ কর বলতে কবি কী বুঝিয়েছেন
  • হিন্দুর অক্ষর কি
  • আরবি ফারসি হিন্দে নাই দুই মত বলতে কি বুঝানো হয়েছে
  • সংসার সমরাঙ্গনে কেন
  • কবি কেন কালাপাহাড় কে আহবান জানিয়েছেন
  • মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  • ফটিক জল অর্থ কি
  • কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন
  • বহু দেশেকবি কি দেখেছেন
  • কোথা থেকে তুমি এলে এ জিজ্ঞাসা কেন?

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন গদ্য অংশ

  • প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
  • পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
  • উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?
  • কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
  • প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে?
  • নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
  • দেওয়ানা মদিনার কবি কে?
  • পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
  • মা খিদে পেয়েছে কে বলল
  • দূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
  • নিম গাছের কি ইচ্ছা করলো?
  • নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।
  • বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
  • মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বুঝানো হয়েছে?
  • নীতির চর্চা কোথায় করতে হয়?
  • সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
  • কপোল শব্দের অর্থ কি?
  • মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
  • বনফুলের প্রকৃত নাম কি?
  • পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • জমিদারের কাছারির কর্তাকে?
  • অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
  • জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?
  • রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
  • প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
  • মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
  • যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
  • প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
  • অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
  • শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
  • মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
  • মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
  • দুর্গার বাবার নাম কি?
  • কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?

SSC Suggestion Links

 
 
 
 
 
SSC Bangla 1st Paper Model Question
SSC Bangla 1st Paper Model Question

১. ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’- উক্তিটি কার?
ক. বুধার
খ. কুন্তির
গ. ফুলকলির
ঘ. শাহাবুদ্দিনের
উত্তরঃ খ. কুন্তির

২. ‘নিশিন্দা’ অর্থ কী?
ক. ধানের মঞ্জরী
খ. নিঝুম রাত
গ. গ্রামীণ এক ধরনের গাছ
ঘ. ভেষজ ঔষধ
উত্তরঃ গ. গ্রামীণ এক ধরনের গাছ

৩. মমতাদির ক্ষেত্রে প্রযোজ্য-
i. শব্দহীন
ii. নির্বিকার
iii. অনুভূতিহীন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৪. ‘আয়ু যেন শৈবালের নীর’- এর পরের চরণ কোনটি?
ক. কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ
খ. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে
গ. মানব-জনম সার, এমন পাবে না আর
ঘ. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ
উত্তরঃ খ. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে

৫. ‘ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে’- উক্তিটি কার?
ক. ভুবন মুখুয্যের
খ. হরিহরের
গ. সেজ ঠাকরুনের
ঘ. রাধা বোষ্টমের
উত্তরঃ খ. হরিহরের

৬. তাহেরাকে সাহায্য করার ব্যাপারে হাশেম আলীর কোন বোধটি প্রধান হয়ে উঠেছে?
ক. মানবিকতা
খ. সহানুভূতি
গ. সহমর্মিতা
ঘ. নির্ভীকতা
উত্তরঃ খ. সহানুভূতি

৭. আধুনিক কর্মনাশা স্রোতে কী হারিয়ে যাচ্ছে?
ক. ছড়া
খ. প্রবাদ
গ. উপকথা
ঘ. পল্লিগান
উত্তরঃ গ. উপকথা

৮. ‘আত্মিক মৃত্যু’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. নৈতিক অধঃপতন
ii. মূল্যবোধের অবক্ষয়
iii. অস্বাভাবিক মৃত্যু

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৯. ‘নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?’- এ কথায় প্রকাশ পেয়েছে বুধার-
ক. দূরদর্শিতা
খ. খেয়ালিপনা
গ. অজ্ঞতা
ঘ. কৌশল
উত্তরঃ ঘ. কৌশল

১০. সিকানদার আবু জাফর রচিত কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে?
ক. আমারই দেশ সব মানুষের
খ. তোমার মৃত্যু জাগিয়ে দিল মানুষের বিবেক
গ. আমাদের সংগ্রাম চলবেই চলবে
ঘ. আমি দাম দিয়ে কিনেছি বাংলা
উত্তরঃ গ. আমাদের সংগ্রাম চলবেই চলবে

  • উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
    পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
    ফিরে আর আসবে কি কখনো?

১১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম
খ. প্রকৃতিপ্রেম
গ. স্মৃতিকাতরতা
ঘ. আত্মশ্লাঘা
উত্তরঃ গ. স্মৃতিকাতরতা

১২. উদ্দীপকের মূলবক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ. সতত তোমার কথা ভাবি এ বিরলে
গ. তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
ঘ. আর কি হে হবে দেখা?- যত দিন যাবে
উত্তরঃ ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে

১৩. হযরত মুহাম্মদ (স.) রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন-
ক. হুদায়বিয়ার সন্ধিতে
খ. খয়বরের যুদ্ধে
গ. মক্কাবাসীকে ক্ষমা করায়
ঘ. তায়েফবাসীর প্রতি আচরণে
উত্তরঃ ক. হুদায়বিয়ার সন্ধিতে

১৪. কোনটি সৈয়দ মুজতবা আলীর লেখা?
ক. এলেবেলে
খ. প্রফুল্ল
গ. প্রতিভার খেলা
ঘ. ময়ুরকণ্ঠী
উত্তরঃ ঘ. ময়ুরকণ্ঠী

১৫. ‘বহিপীর’ নাটকের তাহেরা চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. অনমনীয়তা
ii. অধিকার সচেতনতা
iii. মানবিকতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৬. ‘মানুষ’ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়েছে?
ক. ধ্বংসের
খ. প্রতিবাদের
গ. কল্যাণের
ঘ. ক্ষমতার
উত্তরঃ ক. ধ্বংসের

১৭. জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশ কী ছিলেন?
ক. পল্লিকবি
খ. কবিয়াল
গ. গীতিকবি
ঘ. স্বভাবকবি
উত্তরঃ ঘ. স্বভাবকবি

১৮. জাহানারা ইমাম রুমীকে বাঁচানোর জন্য মার্সি পিটিশন করেননি কেন?
ক. রুমীর প্রতি স্নেহশীলতার কারণে
খ. রুমীকে বাঁচানো যাবে না বলে
গ. রুমীর আত্মযর্মাদা রক্ষার জন্য
ঘ. রুমীর প্রতি কঠোরতার কারণে
উত্তরঃ গ. রুমীর আত্মযর্মাদা রক্ষার জন্য

১৯. ‘আমারো ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে’ মন্ত্রীর এ কথায় প্রকাশ পায়-
i. কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা
ii. নির্বুদ্ধিতা
iii. অন্ত্যজ শ্রেণির প্রতি কটাক্ষ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও ii
উত্তরঃ গ. i ও iii

২০. “কূপমন্ডুক ‘অসংযমী’র আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে।”- পঙ্ক্তিদ্বয়ে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. সুধীজনদের প্রতি উষ্মা
খ. উপেক্ষিতদের প্রতি মমতা
গ. ভদ্র স¤প্রদায়ের প্রতি ধিক্কার
ঘ. উপেক্ষিতদের সচেতন করার প্রয়াস
উত্তরঃ খ. উপেক্ষিতদের প্রতি মমতা

২১. নাটকের প্রাণ কী?
ক. কাহিনি
খ. চরিত্র
গ. সংলাপ
ঘ. পরিবেশ
উত্তরঃ গ. সংলাপ

২২. সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন?
ক. ১৯২১
খ. ১৯২২
গ. ১৯২৩
ঘ. ১৯২৪
উত্তরঃ খ. ১৯২২

  • উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
    কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় সাপুড়ের মেয়ে বিলাসীকে বিয়ে করে। তার হাতে ভাত খাওয়ার অপরাধে গ্রামবাসী তাদের একঘরে করে অমানবিক নির্যাতন শুরু করে।

২৩. উদ্দীপকের গ্রামবাসীর আচরণে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. ঈশ্বর নাপিত
খ. ভট্টাচার্য মহাশয়
গ. ঠাকুরদাস মুখুয্যে
ঘ. অধর রায়
উত্তরঃ ঘ. অধর রায়

২৪. উক্ত বৈশিষ্ট্যটি হলো-
ক. জাত-বৈষম্য
খ. সাম্প্রাদায়িক মনোভাব
গ. ধর্মীয় কুসংস্কার
ঘ. আভিজাত্য
উত্তরঃ ক. জাত-বৈষম্য

২৫. ‘স্বভাষার প্রতি কবির ছিল অটুট ও অপরিসীম প্রেম’- মন্তব্যটি কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বঙ্গবাণী
খ. কপোতাক্ষ নদ
গ. আমার পরিচয়
ঘ. আমি কোনো আগন্তুক নই
উত্তরঃ ক. বঙ্গবাণী

২৬. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয়-
ক. ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে
খ. অন্যায়ের প্রতিবাদ করতে
গ. প্রতিহিংসায় অন্ধ হয়ে
ঘ. শত্রুর প্রতি প্রতিশোধ নিতে
উত্তরঃ ঘ. শত্রুর প্রতি প্রতিশোধ নিতে

২৭. কোনটি কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ নয়?
ক. এক পয়সার বাঁশি
খ. মাটির কান্না
গ. চলে মুসাফির
ঘ. সোজনবাদিয়ার ঘাট
উত্তরঃ গ. চলে মুসাফির

২৮. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক. ভোরের পাখি
খ. বনফুল
গ. যাযাবর
ঘ. বীরবল
উত্তরঃ ঘ. বীরবল

২৯. ‘পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন’- লেখক এখানে কোন অবস্থার কথা বলেছেন?
ক. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন
খ. মেকি আনন্দ আয়োজন
গ. অনাড়ম্বর উদযাপন
ঘ. সাম্প্রদায়িক নিষ্পেষণ
উত্তরঃ ক. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন

৩০. ‘আমার পরিচয়’ কবিতায় ‘বীজমন্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গূঢ় সত্য বচন
খ. প্রেক্ষাপট
গ. অন্তর্নিহিত তাৎপর্য
ঘ. মূল প্রেরণা
উত্তরঃ ঘ. মূল প্রেরণা

১. প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি?
উত্তর: ক. রামায়ন
২. উদ্দীপকের নামের ধারাবাহিক পরিবর্তনটির সঙ্গে সম্পর্কযুক্ত-
উত্তর: ঘ. প্রাচীন ভারতীয় আর্যভাষা > মধ্যভারতীয় আর্যভাষা > বাংলা ভাষা, অবিধবা >অবিহবা > এয়ো, মৎস্য > মচ্ছ > মাছ
৩. উল্লিখিত পরিবর্তনটি বাংলা শব্দকে করেছে-
উত্তর: গ) উজ্জ্বল
৪. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?
উত্তর: ঘ) বুধা
৫. সামাজিক প্রথা অনুসারেই স্বামীর নাম কোনো নারী মুখে নেয় না।-এটি কার কথা?
উত্তর: খ) অন্নপূর্ণার
৬. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়- এরসঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে-
উত্তর: গ) বিত্ত হতে চিত্ত বড়
৭. সেবার অলিপুরে যখন ওলা বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখন করিম হাজীই রক্ষা করেছিলেন গাঁটাকে- এখানে করিম হাজীকে তোমার পঠিত নাটকের কার প্রতিচ্ছবি বলা যায়?
উত্তর:গ) বহিপীরের
৮. সবাই যদি তোমার মত ভালোবাসত বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাদির-
উত্তর:গ) আক্ষেপ
৯. বাঙালি লাল রাজপথে কিসের ঠিকানা পেয়েছে?
উত্তর:গ) রাষ্ট্র ভাষার
১০. আমার শরীরে লেগে আছে, এই স্নিগ্ধ মাটির সুবাস।- এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে কবির-
উত্তর:খ) দেশপ্রেমের গভীরতা, জন্মূভূমির সঙ্গে একাত্মতা

১১. সিঁথির সিঁদুর মুছে গেল কার?
উত্তর:গ) হরিদাসীর
১২. দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে বর্ষণমুখর দিনে কী শিহরায়?
উত্তর:ক) অরণ্যের কেয়া
১৩. এমন ঝড় কখনো দেখিনি।- উক্তিটি কার?
উত্তর: ঘ) হাশেমের
১৪. কী দেখে পূজারী ভজনালয় খুলল?
উত্তর: ঘ) স্বপন
১৫. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে?
উত্তর: ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
১৬. উদ্দীপক ও প্রবন্ধের ভাবগত ঐক্য-
উত্তর: গ) অসাম্প্রদায়িকতা, সাম্যবাদিতা
১৭. জামীর স্কুল খুলেছে কোন তারিখে?
উত্তর: ঘ) ০৯ মে, ১৯৭১
১৮. বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর- পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।
উদ্ধৃতাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায়-
উত্তর: ঘ) পলিস্নমায়ের
১৯. পালামৌ প্রবল শহর নহে, মাত্র একটি-
উত্তর: ক) প্রকান্ড পরগনা
২০. বুধাকে দেখে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে কেন?
উত্তর: খ) খুশিতে

২১. প্রাণ কবিতায় কবি অমর হতে চেয়েছেন-
উত্তর: খ) মনজয়ী রচনা তৈরি করে
২২. জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত?
উত্তর: গ) গ্রীষ্ম
২৩. মৃতের আগুন কোথায় চাপা পড়ে?
উত্তর: ক) বুকে
২৪. বাংলা সাহিত্যে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে কখন?
উত্তর: ক) দেড়শ বছর আগে
২৫. পথ ওকে ডাকে- আয়। ও হেসে বলে, এইতো এসেছি। এখানে ওকে বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: খ) বুধা
২৬. আম-আঁটির ভেঁপু গল্পে টোল-খাওয়া ভেঁপু বাঁশিটার দাম কত?
উত্তর: ক) চার পয়সা
২৭. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে ইঙ্গিত করছে?
উত্তর: খ) অভাগীর স্বর্গ
২৮. উক্ত রচনায় প্রকাশ পেয়েছে-
উত্তর: গ) সামনত্মবাদের নির্মম রূপ, নিম্নবিত্ত মানুষের জীবন
২৯. জীবন-সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন-
উত্তর: ঘ) ভয়ে ভীত হতে, সুখের আশা করতে, বৃথা

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment