দাখিল ৭ম/সপ্তম শ্রেণির বাংলা ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, দাখিল ৭ম শ্রেণির বাংলা ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, dakhil class 7 bangla solution (3rd week) 2022

শ্রেণি: ৭ম/ 2022 বিষয়: বাংলা এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের পরিচয়।

নির্দেশনা:

পাঠ্যবই থেকে ‘বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা’ রচনাটি পড়তে হবে।

কাজের ধাপ:

  1. ‘ক্ষুদ্র জাতিসত্তা’ বলতে কী বােঝায় লিখতে হবে।
  2. ‘সাংস্কৃতিক উৎসব’ বলতে কী বােঝায় লিখতে হবে।
  3. বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় দিতে হবে।
  4. ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের বিবরণ দিতে হবে।

শিখনফল/বিষয়বস্তুঃ

ক্ষুদ্র নৃ-গােষ্ঠী, বিশেষ শ্রেণি ও ক্ষুদ্র পেশা গােষ্ঠীর পরিচয় দিতে ও তাঁদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে পারবে।


আমরা সবাই বাংলাদেশের নাগরিক । নাগরিক হিসেবে আমাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় । ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন আমাদের অন্যতম দায়িত্ব ও ও কর্তব্য । জনপ্রতিনিধিগণ জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন । বর্তমান কোভিটকালে জনপ্রতিনিধিগণ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন । তাঁদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের কোন  ধরনের কার্যাবলির আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন লিখ ।

ক্ষুদ্র জাতিসত্তাঃ বাংলাদশে বাঙালি ছাড়া আরো কিছু জনগোষ্ঠী বা জাতি রয়েছে যাদেরকে ক্ষুদ্র জাতিসত্তা বলে । ক্ষুদ্র জাতিসত্তা বলতে এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে । মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।যাদের ভাষা , সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক দিয়ে বাঙালিদের মতো নয় এ সকল জাতিসত্তার এক একটিকে বলা হয়  ক্ষুদ্র জাতিসত্তা যেমন : চাকমা , গারো , মণিপুরি , সাঁওতাল ইত্যাদি ৷

সাংস্কৃতিক উৎসবঃ ব্যক্তি , গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন সব বৈশিষ্ট্যকে বলা হয় সাংস্কৃতিক উৎসব । বাঙালির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে , সেগুলোর দ্বারা বাঙালিকে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করা যায় । তেমনি ক্ষুদ্র জাতিসমূহের সাংস্কৃতিক উৎসবও আলাদা আলাদা । তবে নাগরিকত্বের পরিচয়ে বাংলাদেশের সকলেই এক ও অভিন্ন ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়ঃ

চাকমা : মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি , খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় । নিজেদের মধ্যে তারা ‘ চাঙমা ‘ নামে পরিচিত । তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত । তাদের নিজস্ব হরফও আছে ৷ চাকমারা পিতৃতান্ত্রিক । পিতাই পরিবারের প্রধান । চাকমা সমাজের প্রধান হলেন রাজা । গ্রামের প্রধান হলেন কারবারি । গ্রামের যাবতীয় সমস্যা তিনিই নিষ্পত্তি করেন । চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতিপূজাও করে থাকে । চাকমা পুরুষেরা ‘ ধুতি ’ ও মহিলারা ‘ পিনন ‘ পরিধান করে থাকে । পুরুষেরা নিজেদের তাঁতে তৈরি ‘ মিলুম ‘ ( জামা ) পরে । মেয়েরা খাদি’কে ওড়না হিসেবে ব্যবহার করে ।

গারো : গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ , টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে । মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয় । মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় । বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে । সন্তান – সন্ততিরা মায়ের পদবি ধারণ করে । তবে পরিবার , সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে । একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ । গারোদের নিজস্ব ধর্ম আছে ৷ এটি এক ধরনের প্রকৃতি পূজা । গারোরা প্রধানত কৃষিজীবী । পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে । আর সমতলভূমির গারোরা নারী ও পুরুষ করে । একসাথে সাধারণ নিয়মে

মারমা : মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান , রাঙামাটি ও খাগড়াছড়িতে । মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের । তাদের নিজস্ব বর্ণমালাও আছে ৷ মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী । তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে । নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয় । মারমারা পিতৃতান্ত্রিক । সম্পত্তির উত্তরাধিকারে ম ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে । তবে পরিবার ও সমাজজীবনে পুরুষেরই প্রাধান্য থাকে । বিয়ের পর নারী – পুরুষ ইচ্ছে করলে মা – বাবার বাড়ি কিংবা স্থায়ীভাবে বসবাস করতে পারে । মারমাদের সামাজিক শাসনব্যবস্থায় রাজা প্রধান । মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকানির্বাহ করে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের বিবরণঃ

চাকমাঃ চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে । বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটকসহ কনের বাড়িতে কমপক্ষে তিনবার যাওয়া – আসা করতে হয় । প্রতিবার চুয়ানি , পান – সুপারি ও পিঠা নিয়ে যেতে হয় । বিজু উৎসব ঢাকমাদের একটি প্রধান উৎসব । চৈত্রের শেষ দুইদিন ‘ ফুলবিজু ‘ ও ‘ মূলবিজু ‘ এবং পহেলা বৈশাখকে ‘ গর্যাপৰ্য্যা ‘ বলে আখ্যায়িত করে থাকে তারা । লোকনৃত্যগীত হিসেবে ‘ জুমনাচ ‘ ও ‘ বিজুনাচ ‘ বেশ জনপ্রিয় ।

গারোঃ গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার – অনুষ্ঠান পালন করে । অলঙ্কারও ব্যবহার করে থাকে । গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ । তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্রও আছে ৷ ফসল বোনা , নবান্ন , নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয় । ‘ওয়ানগালা’ গারোদের একটি জনপ্রিয় উৎসব ।

মারমাঃ বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনও বিভিন্ন দেব – দেবীর পূজা এবং নানা আচার – অনুষ্ঠানাদি পালন করে । তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষে সাংগ্রাই দেবীর পূজা এবং এ উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব তিন দিন ধরে চলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment