দাখিল/dakhil রসায়ন সংক্ষিপ্ত সাজেশন ২০২২, ফাইনাল সাজেশন দাখিল এসএসসি রসায়ন ২০২২, dakhil ssc chemistry suggestion 100% common guaranty, special short suggestion dakhil ssc suggestion chemistry 2022

বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন সাজেশন, special short suggestion ssc suggestion chemistry

সৃজনশীল প্রশ্ন ১ : মোম + X → Y + পানি। X ও Y মৌলের অবস্থা একই।

ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. Na²⁺ গঠন সম্ভব নয় কেন?
গ. উক্ত বিক্রিয়াটি সম্পূর্ণ কর এবং মোমের দহন ক্রিয়া শুধু ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, এর ব্যাখ্যা দাও।
ঘ. XY এর মধ্যে ব্যাপনের হার তুলনা কর।

সৃজনশীল প্রশ্ন ২ : CH₄(g)-2O₂‌‌‌‌(g) = CO₂‌‌‌‌(g) +2H₂‌‌‌‌O(g); AH= -890kJ

ক. আয়নিকরণ পটেনশিয়াল কী?
খ. বোর পরমাণু মডেলের ত্রুটি আলোচনা কর।
গ. যদি C-H, O=O এবং O-H এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498 এবং 464 kJ mol⁻¹ হয় তাহলে C=O এর শক্তি উদ্দীপকের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা কর।
ঘ. 32𝓰 অক্সিজেন হতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : X, Y, Z তিনটি মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথা A, (A + 3), (A + 5) । এখানে, A এর পারমাণবিক সংখ্যা 12।

ক. IUPAC এর পূর্ণরূপ লিখ।
খ. হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও পর্যায় সারণির ১ নং গ্রুপে রাখা হয়েছে কেন?
গ. উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে – তা ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : 85.72% কার্বন এবং 14.28% হাইড্রোজেন বিশিষ্ট জৈব যৌগ পটাসিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে এবং ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে বর্ণহীন দ্রবণ উৎপন্ন করলো। যৌগটির বাষ্প ঘনত্ব 21।

ক. টলেন বিকারক কী? ১
খ. অ্যালকেন, অ্যালকিন অপেক্ষা ভালো জ্বালানি – ব্যাখ্যা কর।
গ. যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, উদ্দীপকের বিক্রিয়া আলোকে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : “একটি মৌলের পরমাণুতে 13টি প্রোটন এবং 14 টি নিউট্রন বিদ্যমান।” (নিউট্রনের প্রকৃত ভর 1.675 x 10⁻²⁴g এবং প্রোটনের প্রকৃত ভর 1.67×10⁻²⁴g)

ক. তেজস্ক্রিয়তা কাকে বলে?
খ. 14c আইসোটোপের ব্যাখ্যা দাও।
গ. বর্ণিত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. বর্ণিত মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : A মৌলটি 6 নং গ্রুপের ১ম মৌল এবং ব, 11 নং গ্রুপের ১ম মৌল।

ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. সোডিয়ামের চেয়ে পটাসিয়ামের গলনাঙ্ক কম কেন?
গ. দ্রবণে B আয়নের উপস্থিত কিভাবে সনাক্ত করবে।
ঘ. A ও B মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারন ব্যতিক্রম যুক্তিসহ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : কার্বনের তিনটি আইসোটোপ হলো- 12C, 13C, 14C এবং তাদের শতকরা পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 99.35%, 0.50% ও 0.15%।

ক. রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
খ. পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের মৌলটি ব্যবহার করে ক্যালামাইন আকরিক থেকে মুক্ত জিংক ধাতু নিষ্কাশন করা সম্ভব সমীকরণহ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৮ : কোনো মৌলের একটি পরমাণুর ভর 1.046 × 10^-22 g। এতে 34টি নিউট্রন বিদ্যমান।

ক. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
খ. বেনজিন ও ইথাইনের স্থূল সংকেত একই ব্যাখ্যা কর।
গ. পর্যায় সারণিতে মৌলটির অবস্থান নির্ণয় কর।
ঘ. মৌলটি লঘু ও গাঢ় HNO₃ এবং H₂SO₄ এর সাথে বিক্রিয়া করলেও HCI এর সাথে বিক্রিয়া করে না বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৯ : ₇A, ₁₅B ও ₁₇C [A, B, C প্রতিকী অর্থে ব্যবহৃত]

ক. আকরিক কাকে বলে?
খ. যোজনী নির্ণয়ে যোজ্যতা ইলেকট্রন এর ভূমিকা ব্যাখ্যা কর।
গ. পর্যায় সারণিতে ‘B’ মৌলটির অবস্থান নির্ণয় কর।
ঘ. AC₃ অষ্টক নিয়ম মেনে চলে কিন্তু BC₅, অষ্টক নিয়ম মেনে চলে কিনা— বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১০ : A, B, C তৃতীয় পর্যায়ের তিনটি মৌল যাদের শেষ কক্ষপথে 2, 3 ও 6 টি ইলেকট্রন আছে।

ক. বিগলন বলতে কি বুঝ?
খ. যৌগে ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক কেন হয়?
গ. উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি তুলনা কর।
ঘ. A এবং C দ্বারা গঠিত যৌগটি কি ধরনের বন্ধন গঠন করবে ব্যাখ্যা কর।


আরো ও সাজেশন:-

সৃজনশীল প্রশ্ন ১১ : A, B, C, D মৌল চারটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 14, 24

ক. অরবিট কী?
খ. আপেক্ষিক আণবিক ভরের একক নেই কেন?
গ. উদ্দীপকের D মৌলটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে উপযুক্ত কারণসহ ব্যাখ্যা কর।
ঘ. AB₂ যৌগটি গ্যাসীয় হলেও CB₂ যৌগটি কঠিন ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন ১২ : দশম শ্রেণির ছাত্র শাফিন ল্যাবরেটরিতে উপযুক্ত পরিবেশে 10g ম্যাগনেসিয়ামকে 5g অক্সিজেনের সাথে মিশিয়ে উত্তপ্ত করলো। এতে প্রত্যাশিত উৎপাদ 15g পাওয়া গেল না।

ক. শতকরা সংযুতি কী?
খ. মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্যবহৃত অক্সিজেনের অণু সংখ্যা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ তৈরি না হওয়ার কারণ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১৩ : কামাল 5g পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট ( MgCO₃) একটি উন্মুক্ত ক্রুসিবলে নিয়ে উত্তপ্ত করল। সম্পূর্ণ রূপে পোড়ানোর পরে সে কিছু পরিমাণ MgO এর ছাই পেলো। সে এর কিছু পরিমাণ বন্ধ স্থানেও উত্তপ্ত করল।

ক. ইলেকট্রোলাইসিস /তড়িৎ বিশ্লেষণ কী?
খ. লিমিটিং বিক্রিয়ক বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. কামালের কী পরিমাণ MgCO₃ প্রয়োজন 25mg CO₂ উৎপাদন করার জন্য।
ঘ. কামালের এই প্রক্রিয়াতে কী কী বিক্রিয়া ঘটেছে? যুক্তিসহ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১৪ : x, y, z তিনটি মৌল যাদের পর্যায় যথাক্রমে 2, 2 ও 3 এবং গ্রুপ হচ্ছে 2, 14 ও 17।

ক. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
খ. ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন? ব্যাখ্যা কর।
গ. মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম বর্ণনা কর।
ঘ. y এবং z দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় হলেও সোডিয়াম এবং z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কেন? বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৫ : এক মোল ইথেন পোড়ালে 1109kJ তাপ নির্গত হয়।

ক. তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
খ. Global Warming কী?
গ. শুষ্ক কোষ এর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বিক্রিয়াসহ বর্ণনা কর।
ঘ. C-H, O=O, C=O, H-O এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498, 724 ও 464 kJ/mol হলে C-C বন্ধনশস্তি নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ১৬ : X এবং Y দুটি ধাতু যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 47 এবং 26। Y ধাতুটি X এর চেয়ে অধিক সক্রিয়।

ক. ফিটকিরির সংকেত কী?
খ. ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ. X এবং Y ধাতুর মধ্যে কোনটি ব্যাতিক্রম ধর্মী ইলেক্ট্রন বিন্যাস প্রদর্শন করে কারণ ব্যাখ্যা কর।
ঘ. ধাতুটির উপর X ধাতুর প্রলেপ দেওয়ার কৌশল বর্ণনা কর।

সৃজনশীল প্রশ্ন ১৭ : আমরা টর্চলাইটে যে ব্যাটারি ব্যবহার করি তা একটি তড়িৎ রাসায়নিক সেল। এ সেলে অ্যানোড হিসাবে ধাতব Zn- এর পাত্র ব্যবহার করা হয়। যেখানে MnO₂, NH₄Cl ও ZnC₂ দ্বারা পূর্ণ থাকে। অপরদিকে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় কার্বন দন্ড।

ক. মুদ্রা ধাতু কী?
খ. এক গ্রাম কার্বনে কতটি পরমাণু বিদ্যমান?
গ. উদ্দীপকের সেলটির গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের সেলটিতে ইলেকট্রন স্থানান্তরের কৌশল সমকিরণসহ বিশ্লেষন করো।

সৃজনশীল প্রশ্ন ১৮ : A, B ও C মৌল তিনটি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র মেনে চলে। A মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 7 এবং B মৌলটির একটি পরমাণুর ভর 3.8187 x 10^-23 g

ক. বর্ণালী কী?
খ. Ag এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন?
গ. উদ্দীপকের আলোকে “C” মৌলটি চিহ্নিত কর।
ঘ. A, B ও C মৌল তিনটি পর্যায় সারণির যে গ্রুপে অবস্থিত ঐ গ্রুপের ক্রিয়াশীলতা গ্রুপ-17 এর ক্রিয়াশীলতার সম্পূর্ণ বিপরীত বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১৯ : A, B ও C পর্যায় সারণিতে অবস্থিত তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 1, 7 ও 17

ক. আকরিক কাকে বলে?
খ. ফেনলের অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ. A ও B এর মধ্যে বন্ধন গঠন কৌশল ব্যাখ্যা কর।
ঘ. AB₃ এবং AC গ্যাসকে যদি একটি কাঁচ নলের দুই প্রান্তে আর্দ্র তুলা দ্বারা আটকানো হয় তবে সৃষ্ট ধোয়া AC প্রান্তের নিকট হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২০ : পর্যায় সারণির পর্যায়-2 এবং গ্রুপ- 15 এ অবস্থিত মৌলটির একটি অক্সাইডে O = 63.2%। উক্ত অক্সাইড যৌগের আণবিক ভর 76। আবার, পর্যায় সারণির পর্যায় 3 এবং গ্রুপ 16 এ অবস্থিত মৌলটি ফ্লোরিনের সাথে 10 ইলেকট্রন সমযোজী বন্ধনযুক্ত যৌগ গঠন করে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


১. কোনটি রাসায়নি পরিবর্তন?
ক) পানি বাষ্পে পরিণত হওয়া
খ) কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
গ) লোহায় মরিচা ধরা
ঘ) চিনির দানাকে গুঁড়া করা

সঠিক উত্তর: (গ)
২. লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
ক) নাইট্রিক এসিড
খ) ফরমিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) কার্বনিক এসিড
সঠিক উত্তর: (গ)
৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এক ধরনের জৈব এসিড
ii. ফেনোফথ্যালিনের মধ্যে বর্ণহীন
iii. জবা ফুলের রস লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. রসায়নের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক) ভূতত্ত্ববিজ্ঞান
খ) পদার্থবিজ্ঞান
গ) জীববিজ্ঞান
ঘ) রাষ্ট্রবিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
৫. কোয়ান্টাম মেকানিকস এর সাহায্যে কোনটি করা যায়?
ক) অণুর গঠন বিশ্লেষণ
খ) পরমাণুর গঠন ব্যাখ্যা
গ) পরমাণুর ধর্ম অধ্যয়ন
ঘ) ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ)
৬. প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
ক) ভারতবর্ষ
খ) চীন
গ) ইংল্যান্ড
ঘ) মিশর
সঠিক উত্তর: (ঘ)
৭. পৃথিবীতে খনিজ জ্বালানির উপর গবেষণা প্রয়োজন, কারণ-
i. দিন দিন খনিজ জ্বালানির মজুদ কমে যাচ্ছে
ii. বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরি
iii. বিকল্প জ্বালানির মজুদ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮. কোন বিজ্ঞানে ডিএনএ সম্পর্কে আলোচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞান
খ) সামাজিক বিজ্ঞান
গ) জীববিজ্ঞান
ঘ) পরিবশে বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৯. আমাদের চারপাশে সংঘটিত পরিবর্তনসমূহ হলো-
i. ভৌত পরিরর্তণ
ii. রাসায়নিক পরিবর্তন
iii. মিশ্র পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে–
i. উদ্ভিদের খাদ্য উৎপাদন একটি রাসায়নিক প্রক্রিয়া
ii. জীবের দেহের জটিল অণুসমূহ রাসায়নিক বস্তু
iii. জীবের বিপাক প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ম্যাধমে সংগটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. আজ শিল্প কারখানায় রসায়নের মাধ্যমে তৈরি সামগ্রী হচ্ছে-
i. কাগজ, কলম, কাপড়
ii. তেল, চিনি, সাবান
iii. রড, সিমেন্ট, রং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. রসায়নের সাথে সম্পর্কযুক্ত পদার্থ হলো-
i. সার
ii. পেট্রোল
iii. বস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. ঘরের দরজা-জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন?
ক) বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলে
খ) দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে
গ) বাতি নিভে যায় বলে
ঘ) বাতির সলতা পুড়ে যায়
সঠিক উত্তর: (ক)
১৪. অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে?
ক) মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা
খ) কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা
গ) কোনো বিষয়ের সাধারণ ব্যাখ্যা
ঘ) কোনো বিষয় সম্পর্কে আগাম ধারণা
সঠিক উত্তর: (ক)
১৫. খনিজ জ্বালানি-
i.প্রাকৃতিক গ্যাস
ii. কয়লা
iii. পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i,iiও ii
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৬. দাহ্য পদার্থের সহজেই আগুন ধরতে পারে। এ পদার্থকে কোনটি থেকে দূরে রাখতে হয়?
ক) তরল
খ) গ্যাস
গ) ঘর্ষণ
ঘ) প্রসারণ
সঠিক উত্তর: (খ)
১৭. অক্সিজেন, নাইট্রোজেন,কার্বন, ফসফরাস ইত্যাদির সমন্বয়ে গঠিত বস্তু কোনটি?
ক) ব্রাশ
খ) খাবার
গ) চিরুনী
ঘ) সার
সঠিক উত্তর: (ঘ)
১৮. মোমে আগুন জ্বালালে এর গলন হয়- এটি কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) জৈবিক
ঘ) স্থায়ী
সঠিক উত্তর: (ক)
১৯. ‘গাড়ির পেট্রোল দিয়ে চলা’ কোন ধরনের পরিবর্তন?
ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
ঘ) মিশ্র পরিবর্তন
সঠিক উত্তর: (গ)
২০. কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়?
ক) বিস্ফোরিত বোমা
খ) আগুনের শিখা
গ) বিপজ্জনক
ঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন
সঠিক উত্তর: (ঘ)
২১. পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর
ii. এগুলো নদী-নালার পানিতে মিশতে দেয়া বাঞ্ছনীয় নয়
iii. এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. ‘বিস্ফোরিত বোমা’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থ-
i. অস্থিত
ii. নিজে নিজেই বিক্রিয়া করে
iii. ক্যান্সার সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩. টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে বিভিন্ন উপাদানের সমন্বয়ে পোশাক তৈরি করা করা হয়।
ক) কৃত্রিম তন্তু
খ) প্রাকৃতিক তন্তু
গ) ধাতব তন্তু
ঘ) লঞ্জক পদার্থ
সঠিক উত্তর: (গ)
২৪. প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?
ক) মিথেন
খ) ইথেন
গ) প্রোপেন
ঘ) বিউটেন
সঠিক উত্তর: (ক)
২৫. পেট্রোলের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক) বিদ্যুৎ
খ) শক্তি
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)
২৬. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক) সেলুলোজ
খ) স্টার্চ
গ) হাইড্রোকার্বন
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)
২৭. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
ক) দাহ্য পদার্থ
খ) বিস্ফোরক পদার্থ
গ) তেজস্ক্রিয় পদার্থ
ঘ) জারক পদার্থ
সঠিক উত্তর: (গ)
২৮. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
ক) চর্বি
খ) সেলুলোজ
গ) প্রোটিন
ঘ) শ্বেতসার
সঠিক উত্তর: (গ)
২৯. পানীয় জলের উপাদানগুলো কী কী?
ক) হাইড্রোজেন ও কার্বন
খ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
গ) হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজ লবণ
ঘ) অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)
৩০. পুরাতন লোহার উপর লালচে বাদমী বর্ণের আবরণ হলো-
i. মরিচা
ii. কার্বন
iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. ‘পরিবশে’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) পদার্থটি জারক
খ) পদার্থটি দাহ্য
গ) এটি মানবদেহকে বিকলাঙ্গ করে
ঘ) এটি জলজ জীবের জন্য ক্ষতিকর
সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘বিপজ্জনক’ সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বুঝায়?
ক) বিস্ফোরক দ্রব্য
খ) মারাত্মক বিষাক্ত পদার্থ
গ) জারক পদার্থ
ঘ) তেজস্ক্রিয় পদার্থ
সঠিক উত্তর: (খ)
৩৩. অন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে-
i. তত্ত্বীয় জ্ঞানার্জনে রসায়ন গণিতের উপর নির্ভরশীল
ii. পেট্রোলিয়ামের উৎপত্তি রসায়নের সাহায্যে করা সম্ভব
iii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসের চিহ্নিতকরণ বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. খাবার গ্রহণে আমাদের শরীরে-
i. বিপাক প্রক্রিয়া ঘটে
ii. জৈব রাসায়নিক ক্রিয়া ঘটে
iii. দেহে তাপ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
ক) উদ্ভিদের পুষ্টি
খ) উদ্ভিদের শক্তি
গ) উদ্ভিদের খাবার
ঘ) উদ্ভিদের তাপ
সঠিক উত্তর: (ক)
৩৬. কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কী ঘটে?
ক) ফসল ভালো হয়
খ) ফসলের দ্রুত বৃদ্ধি ঘটে
গ) জলাশয়ের পানি দূষিত হয়
ঘ) ফসলের পোকামাকড় মারা যায়
সঠিক উত্তর: (গ)
৩৭. কাঠ পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
ক) কার্বন ডাই অক্সাইড
খ) সালফার ডাই অক্সাইড
গ) ফসফরাস পেন্টাক্সাইড
ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড
সঠিক উত্তর: (ক)
৩৮. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়। কোন খনিজটি এ শ্রেণির অন্তর্ভূক্ত নয়?
ক) অক্টেন
খ) বিউটেন
গ) বিটুমিনাস কয়লা
ঘ) গ্যালেনা
সঠিক উত্তর: (ঘ)
৩৯. জৈব পার অক্সাইড এর ধর্ম কোনটি?
ক) সুস্থিত
খ) অস্থিত
গ) ক্ষায়কারক
ঘ) দাহ্য
সঠিক উত্তর: (খ)
৪০. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) এটি সহজেই দাহ্য
খ) এটি জারক পদার্থ
গ) এটি গ্যাস বা তরল পদার্থ
ঘ) এটি পরিবেশের জন্যে ক্ষতিকর
সঠিক উত্তর: (ক)
৪১. মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা ঠিক নয়, এর কারণ কী?
ক) এটি মাছের স্বাদ নষ্ট করে
খ) এটি মাছের খাদ্যমান হ্রাস করে
গ) এটি মাছের পচন সৃষ্টি করে
ঘ) এটি মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে
সঠিক উত্তর: (ঘ)
৪২. নিঃস্বাসে গৃহীত বায়ুর কোন উপাদনটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) আর্গন
সঠিক উত্তর: (ক)
৪৩. কারখানায় উৎপাদিত সামগ্রীর মান ও গুণাগুণ বাজায় রাখার জন্য প্রয়োজন মালিক কর্মচারীদের-
i. সচেতনতা, সততা ও ন্যায়নিষ্ঠতা
ii. অপরিমিত রাসায়নিক পদার্থের ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানা
iii. সঠিক ও নির্দিষ্ট মাত্রার রাসায়নিক দ্রব্য ব্যবহারে পারঙ্গমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. কার্বন ডাই অক্সাইড পরিবেশকে ক্ষতি করে-
i. গ্রিনহাউজ প্রভাব ঘটিয়ে
ii. পৃথিবীর উত্তাপ বৃদ্ধিতে সাহায্য করে
iii. ওজোন স্তর গঠনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. প্লাস্টিক ব্যবহৃত হয়-
i. রান্নাঘরের বিভিন্ন সামগ্রী তৈরিতে
ii. খেলনা তৈরিতে
iii. ব্যাগ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬. লোহায় মরিচা ধরা এক ধরনের পদার্থের পরিবর্তন-
i. গঠিত মরিচা একটি ভঙ্গুর পদার্থ
ii. লোহার অক্সাইড নামক পদার্থ উৎপন্ন হয়
iii. জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিশুদ্ধ লোহার বিক্রিয়া সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রস্তুত হচ্ছে-
i. জুস, সস, কেক, বিস্কুট ইত্যাদি
ii. বিভিন্ন অ্যান্টিবায়োটিকস, ভিটামিন
iii. মশা তাড়াবার কয়েল বা অ্যারোসল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর:
৪৮. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ‘X’ ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
i. সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমস্যা চিহ্নিতকরণ
ii. গবেষণার ফলাফল যেন মানবকল্যাণে কাজে লাগে
iii. গবেষণার ফলাফল যেন কোনো মৌলিক বিষয়ে নতুন ব্যাখ্যা দিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ?
ক) ফরমালিন
খ) প্রিজারভেটিভস
গ) রং
ঘ) ম্যালামাইন
সঠিক উত্তর: (খ)
৫০. মাছ কোন জাতীয় খাদ্য?
ক) স্নেহ
খ) শ্বেতসার
গ) আমিষ
ঘ) লবণ
সঠিক উত্তর: (গ)


এস.এস.সি. পরীক্ষা-২০২১
রসায়ন বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ১৬/১১/২০২১

১) টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কী?
উত্তরমালাঃ Wolfram

২) ইলেকট্রনের আপেক্ষিক ভর কত?
উত্তরমালাঃ 0

৩) L শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রন বিকিরণ ঘটিয়ে কোন শক্তি গমন করবে?
উত্তরমালাঃ M

৪) ম্যান্ডেলিফের পর্যায় সারণিক মূলভিক্তি ছিল-
উত্তরমালাঃ পারমাণবিক ভর

৫) চুনের পানিতে CO2 গ্যাস চালনা করলে কোনটির সাদা অধঃক্ষেপ পড়ে?
উত্তরমালাঃ Ca(OH)2

৬) ফসফেট মূলকের যোজনী কত?
উত্তরমালাঃ 3

৭) কোন যৌগটি পানিতে দ্রবনীয়?
উত্তরমালাঃ CH3OH

৮) বিক্রিয়াটির CaC2+2H2O – X + Ca(OH)2যৌগ-
উত্তরমালাঃ সবগুলো হবে

৯) কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়?
উত্তরমালাঃ C5H12

১০) পলিথিনের সংকেত কোনটি?
উত্তরমালাঃ (-CH2-CH2-)n

১১) X একটি মৌল যার একটি পরমাণুর ভর 3.985*10-23এর আপেক্ষিক পারমাণবিক ভর-
উত্তরমালাঃ 24

১২) নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্নক?
উত্তরমালাঃ F

১৩) M মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরমালাঃ 5

রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

১৪) উদ্দীপকের মৌলগুলোর মধ্যে-
উত্তরমালাঃ সবগুলো হবে

১৫) অ্যালুমিনিয়ম কার্বনেটের সংকেত কোনটি?
উত্তরমালাঃ AICO3

১৬) X পলিমার কী তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ পানির পাইপ

১৭) Y পলিমার
উত্তরমালাঃ প্রোপিন থেকে তৈরি/ পলিথিনের চেয়ে শক্ত ও হালকা

১৮) CH3-CH2-OH / H2SO4 এখানে X যৌগ হল-
উত্তরমালাঃ C3H6

১৯)CH2=CH-CH3+Br2 Y এখানে Y যৌগটির নাম-
উত্তরমালাঃ 1,2 ডাইব্রোমো প্রোপেন

২০) একটি মৌলের পরমাণুতে * সংখ্যক প্রোটন , * সংখ্যক ইলেকট্রন এবং * সংখ্যক নিউটন আছে। ভর সংখ্যা কত?
উত্তরমালাঃ a+b

২১) ‘A’ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ** । পর্যায় সারণিতে * মেীলের অবস্থান-
উত্তরমালাঃ ৩য় পযায়ের ১৭নং গ্রুপে

২২) প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসো বিউটেনের পরিমাণ কত?
উত্তরমালাঃ 4%

২৩) CH3CHO+[O] K2Cr2O7+H2SO4 Z এখানে Z যৌগটি-
উত্তরমালাঃ -COOH মূলক সম্বলিত ও ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়

২৪) থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তরমালাঃ1311

২৫) CCI1 এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরমালাঃ 4

সেট ক রাজশাহি বোর্ড ২০২০

১.পটাশিয়ামের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ (খ)19

২.সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি?
উত্তরঃ (ক)অ্যামোনিয়াম ক্লোরাইড

৩.ভারী ধাতু কোনটি?
উত্তরঃ (গ)ক্যাডমিয়াম

৪.কোনটি পানিতে অদ্রবণীয়?
উত্তরঃ (ক)CC14

৫.কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
উত্তরঃ (ক )x

৬.উদ্দীপক অনুসারে-
উত্তরঃ (খ)i, iii

৭.কোনটির ব্যাপনের হার বেশি ?
উত্তরঃ (গ)হাইড্রোজেন

৮.অ্যালুমিনিয়াম সালফেট এর একটি অণুতে কতটি পরমাণু থাকে?
উত্তরঃ (ঘ)17

৯. 10g NaOH এর সাথে 5gCO2 বিক্রিয়া সম্পূর্ণ করা হয় বিক্রিয়ায়
উত্তরঃ (ক)ii

১০. Na2SO4 যৌগ সালফারের জারণ সংখ্যা কত?
উত্তরঃ (ঘ)HNO3

১১.দুর্বল অম্ন কোনটি
উত্তরঃ (গ)H2CO3

১২.পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে কোন পদার্থটি মেশানো হয়?
উত্তরঃ (ঘ)ইথানল

১৩.চিত্রে BC রেখা দ্বারা কোনটি বোঝায়
উত্তরঃ (খ)বিক্রিয়ার হার

১৪.কোনটি বিজারক?
উত্তরঃ (ক)ক্লোরিন

১৫.O2এর বন্ধন শক্তি কত কিলো জুল/মোল?
উত্তরঃ (ঘ)498

১৬.ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়াম এর শতকরা কত ভাগ পূনঃ প্রক্রিয়াজাতকৃত?
উত্তরঃ (ক)21%

১৭.রক্তের ph মান কত?
উত্তরঃ (গ)7.35-7.45

১৮.ভূত্বকে কোন উপাদান মৌলটি শতকরা পরিমাণ বেশি?
উত্তরঃ (খ)অক্সিজেন

১৯.কোনটি আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি?
উত্তরঃ (খ)চুনাপাথর

২০.ডুরালুমিন অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুক্তি কত?
উত্তরঃ (গ)87.5%

২১.গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
উত্তরঃ (ঘ)NH3

২২.মোমের দহনে উৎপন্ন হয়
উত্তরঃ (গ)i,iii

২৩.PVC এর মনোমার কোনটি ?
উত্তরঃ (খ)H2C=CHCI

২৪.কোনটি ইলেকট্রনীয় পপরিবাহী?
উত্তরঃ (ক)আয়রন

২৫.100 ml দ্রবণে 9.8gm সালফিউরিক এসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত ?
উত্তরঃ (ক)0.01m

রসায়ন বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। STP তে 5 gm কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত?
 Ans.(ক) 2.55Lরসায়ন MCQ উত্তরমালা ২০২০
২। সাবানের সংকেত কোনটি?
Ans. (খ) C16H33COOK
৩। চিত্রে A তড়িৎদ্বারটি কোন ধাতুর তৈরি?
Ans. (গ) ক্রোমিয়াম
৪। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে-
Ans.(ক) i ও ii
৫। জৈব যৌগ হলো-
Ans. (ঘ) i, ii ও iii
৬। অ্যালকাইনের সাধারণত সংকেত কোনটি?
Ans.(গ) CnH2n-2
৭। পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে কোনটি ব্যবহৃত হয়?
Ans. (খ) ফিটকিরি
৮। K2O2 তে ‘K’ এর জারণ সংখ্যা কোনটি?
Ans. (ক) +1
৯। কোনটি নিস্ক্রিয় ধাতু?
Ans. (ক) প্লাটিনাম
১০। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি?
Ans. (ক) সাদা
১১। সীসার আকরিক কোনটি?
Ans. (খ) গ্যালেনা
১২। বিউটিনের সমাণু কোনটি?
Ans. (গ) সাইক্লোবিউটেন
১৩। সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম?
Ans. (গ) 2.324 x 10-23
১৪। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?
Ans. (ঘ) 238Pu
১৫। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
Ans. (খ) Ca
১৬। পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি?
Ans. (গ) 18
১৭। HCl(aq) + KOH(aq) —> KCl(aq) + H2O(l) বিক্রিয়াটি-
Ans. (ঘ) i, ii ও iii
১৮। কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
Ans. (ঘ) তুঁতে
১৯। বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে-
Ans.(খ) ii ও iii
২০। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়?
Ans. (খ) তরল ও বায়বীয়
২১। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় 9 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
Ans. (ঘ) 8
২২। Fe পরমাণুর নিউট্রন সংখ্যা কোনটি?
Ans. (গ) 30
২৩। অক্টেনের দহনের ফলে উৎপন্ন হয়-
Ans. (ক) i ও ii
২৪। A যৌগের সমাণু কোনটি?
Ans. (ক) অ্যামোনিয়াম সায়ানেট
২৫। C যৌগের জলীয় দ্রবণ-
Ans(গ) ii ও iii

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment