বিষয়: ফাইনাল সাজেশন এসএসসি রসায়ন ২০২১, ssc chemistry suggestion 100% common guaranty
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
এস এস সি রসায়ন সাজেশন ২০২১ (সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী)
অধ্যায়- ৩ : পদার্থের গঠন
Important topics
১. বোর পরমাণু মডেল
২. রাদারফোর্ডের পরমাণু মডেল
৩. বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেল এর তুলনা
৪. ইলেকট্রন বিন্যাস এর পদ্ধতি
অধ্যায় – ৪ : পর্যায় সারণি
Important topics
১. মৌলের পর্যায়বৃত্ত ধর্ম
২ . পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়
৩. অষ্টক ও দুই এর নিয়ম
অধ্যায় – ৫ : রাসায়নিক বন্ধন
Important topics
১. চিত্রসহ আয়নিক ও সমযোজী যৌগের গঠন
২. আয়নিক যৌগের পানিতে দ্রবীভূত হওয়া ও তড়িৎ পরিবহনের কৌশল
৩. যোজ্যতা ইলেকট্রন
অধ্যায় – ১১ : খনিজ সম্পদ ও জীবাশ্ম
Important topics
১. অসম্পৃক্ততার পরীক্ষা
২. অ্যালকিনের সংযোজন বিক্রিয়া
৩. পলিমারকরন
৪. জৈব এসিড ও অ্যালকোহলের ব্যবহার
৫. জৈব যৌগের রূপান্তর
- হাঁপানি রোগী জন্য পরামর্শ ও হাঁপানি রোগীর ঘরোয়া চিকিৎসা উপায়গুলো
- ২০২৫ এর সেরা ১০ জন তারকারা গুগলিং সার্চে করে
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- পুরুষের যৌনাঙ্গের রহস্য
SSC Suggestion 2021 Chemistry (রসায়ন বিজ্ঞান)
১) প্রতিভা ও তনিমা একটি বিকারে 4.2 গ্রাম বেকিং পাউডার নিয়ে
Tধধৰ্য : যে কোনাে পত 750 মি.লি, দ্ৰৰণ প্রস্তুত করল। অন্য একটি বিকারে 300 মি.লি. 0,1M HCI দ্রবণ প্রস্তুত করা ছিল।
ক. টলেন বিকারক কী?
খ, Na পরমাণু এবং Na-আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা
গ. উদ্দীপকের ১ম দ্ৰৰণটির ঘনমাত্রা নির্ণয় করাে।
ঘ, উক্ত দুটি বিকারের দ্রবণদ্বয় মিশ্রিত করার পর কোনটি লিমিটিং | বিক্রিয়ক হবে- তার গাণিতিক বিশ্লেষণ দাও।
i. FeCl + H,০-→ Fe(OH), + HCl | it. CaCl2 + 6H,০ CaCl2.6H50
ক. ধাতব বন্ধন কাকে বলে?
খ, Fe2* ও Fe+ আয়নের e বিন্যাস লেখাে।
গ. (i) নং ও (ii) নং বিক্রিয়ার ধাতব আয়নের সাথে কস্টিক সােডার
বিক্রিয়া সমীকরণসহ লেখাে।
ঘ. উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও
বিক্রিয়ার ধরন ভিন্ন- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করাে।
৩. ] মৌল প্রােটন | ইলেকট্রন T নিউট্রন
ক. কোয়ান্টাম মেকানিক্স কী?
খ. HCI একটি পােলার যৌগ— ব্যাখ্যা করাে।
গ. A মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের মৌলটি আয়নিক ও সমযােজী উভয় ধরনের বন্ধন গঠন
করে ব্যাখ্যা করাে।
৪, -749% (A]।
9c% (D) স্টেইনলেস+- 1996 (B)
| কিল L-৪৬ (C)।
ক, তাম্রমলের সংকেত লেখাে।
খ, জৈব ও অজৈব যৌগের মধ্যে ২টি পার্থক্য লেখাে।।
গ, ‘A’ ধাতু নিষ্কাশনে সংঘটিত বিক্রিয়াসমূহ বর্ণনা করাে ।
ঘ. ‘D’ ধাতু নিষ্কাশনে তাপজারণ ও তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতির। | প্রয়ােজন- বিশ্লেষণ করাে।
৫. একটি তাপসহ টেস্টটিউবে NIHCl ও Ca(OH), এর মিশ্রণ নিয়ে। উত্তপ্ত করা হলে ঝাঁঝালাে গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়।
ক, কোক কী? খ. বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের জলীয় দ্রবণের বৈশিষ্ট্য লেখাে।।
ক, বায়ােডিগ্রেডেবল পলিমার কী?
খ, জারণ এবং বিজারণ এক সাথে ঘটে-ব্যাখ্যা করাে।
গ, ‘x’ একটি অসম্পৃক্ত যৌগ ২টি বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করাে।
ঘ, (ii) নং বিক্রিয়ায় উৎপন্ন ‘Y’ যৌগটির ময়লা পরিষ্কারকরণের | কৌশল বিশ্লেষণ করাে।
৬. লেবেল বিহীন ৪টি বােতলে AIC, FeCly. Tecl; এবং fNO, রাখা আছে।
ক. সমানু কী?
খ, গ্যালভানিক কোষে লবণ সেতুর ভূমিকা কী?
গ. উদ্দীপকে উল্লিখিত এসিডের গাঢ় দ্রবণের সাথে Cu বিক্রিয়ায় কী
ঘটে?
ঘ, কস্টিক সােডার জলীয় দ্রবণ দ্বারা ১ম ৩টি যৌগের ধাতব
আনয়সমূহ কীভাবে সনাক্ত করবে?
৭। ক. 4Mo এর ইলেকট্রন বিন্যাস লেখাে।
খ, বেকিং সােডা কীভাবে কেক ফোলায়?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্রবণে বিদ্যুৎ চালনা করলে কী ঘটবে? বিশ্লেষণ
করাে । দ্ৰিৰণটি গাঢ়
ঘ, ক্যাথােড় হিসেবে P এর পরিবর্তে পারদ ব্যবহৃত হলে কী ঘটবে?
বিশ্লেষণ করাে।
৮. ‘M’ একটি ধাতু। ‘M’ ধাতুর বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস হলােns mp’ যেখানে n=3
ক, মরিচারােধী ইস্পাতের সংযুতি লেখাে।
খ, ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া-ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকে উল্লিখিত ধাতুটির অক্সাইড ১টি উভধর্মী অক্সাইড-ব্যাখ্যা
করাে।
য খিত ধাতুটির বিশখ অকাইভ হতে ধাতটি নিষ্কাশনের প্রক্রিয়।
বর্ণনা করাে।
১, পর্যায় সারণির একটি গ্রুপের খণ্ডিতাংশ নিচে দেয়া হলাে—
4X
এখানে X, Y এবং Z কোন মৌলের প্রকৃত প্রতীক নয়।
ক, কোয়ান্টাম মেকানিক্স কী?
খ, সালফার পরিবর্তনশীল যােজ্যতা প্রদর্শন করে-ব্যাখ্যা করাে।
গ. Y” এবং Ne এর মধ্যে কোনটির আকার ছােট? ব্যাখ্যা করাে।
ঘ, X এর আয়নিকরণ শক্তি Na এবং Z উভয় মৌল অপেক্ষা বেশি| ব্যাখ্যা করাে।
২. i. NF, এবং ii. MgCI, দুটি যৌগ।।
ক, লিমিটিং বিক্রিয়ক কী?
খ. পানি একটি পােলার যৌগ-ব্যাখ্যা করাে।
গ. 1 নং যৌগটি কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? ব্যাখ্যা করাে।
ঘ. যৌগ দুটির মধ্যে কোনটিকে জলীয় দ্রৰণে তড়িৎ বিশ্লেষিত করা
যাবে? তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৩. CH(8) + 20 (8) = CO-(8) + 2H2(g); AH =-890kJ
ক. পানি যােজন বিক্রিয়া কী?
খ, জলীয় দ্রবণে Al(SO4); অম্লধর্মী-ব্যাখ্যা করাে।
গ, যদি c – H, 0 = 0 এবং ০- H এর বন্ধন শক্তি যথাক্রমে 414, | 498 এবং 464 kJmol হয় তাহলে c = 0 এর বন্ধন শক্তি
উদ্দীপকের সমীকরণের সাহায্যে নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের বিক্রিয়ার সাম্যবস্থার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব
আলােচনা করাে।
৪. Mg + ০,→ MgO
10g 5g 15g (প্রত্যাশিত)
ক. কেলাস পানি কী?
খ. মােলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে-ব্যাখ্যা করাে।
গ. বিক্রিয়াটিতে ব্যবহৃত অক্সিজেন অণুর সংখ্যা নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের বিক্রিয়া দ্বারা প্রকৃতপক্ষে কী পরিমাণ উৎপাদ পাওয়া।
যাবে বলে তুমি মনে কর। [Mg ও ০ এর পারমাণবিক ভর যথাক্রমে ।
24 ও 16]
৫.y (1) CHOHA;2x+ HO
(i) CrHygCOOH + NaOH Y+ Ho
ঘ. উদ্দীপকের আকরিক দুটির অক্সাইডে রূপান্তর পদ্ধতি ভিন্ন’
বিশ্লেষণ করাে।
৫। A একটি হাইড্রোকার্বন যার 10.5g এ হাইড্রোজেনের পরিমাণ 15g। যৌগটির আণবিক ভর হাইড্রোজেন সালফাইড গ্যাসের বাষ্পঘনত্বের 2.47 গুণ।
ক, আধুনিককালে শক্তির সবচেয়ে জনপ্রিয় রূপ কোনটি?
খ, “ধাতু নিষ্কাশন একটি বিজারণ পদ্ধতি’- ব্যাখ্যা করাে।
গ, A যৌগের আণবিক সংকেত নির্ণয় করাে। |
ঘ, জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে A যৌগের অসম্পৃক্ততা যাচাই
| করা সম্ভব’– রাসায়নিক সমীকরণসহ বিশ্লেষণ করাে।
৪
200cc
MalHY)
11HM
0
ক, ডলােমাইটের সংকেত লেখাে।।
থ, LDPE এর কিছু বৈশিষ্ট্য লেখাে। |
গ, উপরােক্ত যৌগছয় হতে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয়
করাে ।
ঘ, উভয় পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক
হবে- বিশ্লেষণ করাে।
৭. i. Al20 + X Y + Ho
| ii. Y+ H,09 Al(OH), + HCl iii. Z+ HO— জিপসাম
[X, Y ও Z মৌলের প্রচলিত প্রতীক নয়। |
, কোক কী?
খ, Ig বেকিং পাউডার কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করাে।
গ. উদ্দীপকের ‘Y’ যৌগটির বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করাে।
ঘ, ‘(ii) ও (iii) নং বিক্রিয়া দুটি পানির উপস্থিতিতে হলেও বিক্রিয়া।
দুটির প্রক্রিয়া ভিন্ন’- বিশ্লেষণ করাে।
৮.
He | LT Be1 | BT_c TY | ZTF | Ne। | [X, Y ও Z মৌলের প্রচলিত প্রতীক নয়]
ক. 22 ক্যারেট এর স্বর্ণের বিশুদ্ধতার পরিমাণ কত? ।
খ, পাউরুটি ফোলাতে ইস্টের ব্যবহার ব্যাখ্যা করো।
গ. X ও Y দ্বারা গঠিত যৌগের একটি অণর প্রকৃত ভর নির্ণয় করাে।
ঘ, Y ও Z মৌলম্বয়ের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? কারণ।
বিশ্লেষণ করাে।
১. নিচের বিক্রিয়া তিনটি পর্যবেক্ষণ করােi. NH. (aq) + Ca(OH) (aq) A(aq) + B(0) + Ctg) i. 2C + COD + Hy0. iii. 2C+HSO, E [A, B, C, D ও E মৌলের প্রচলিত প্রতীক নয়]।
ক, নিঃসরণ কাকে বলে?
খ. “se এর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলটির
| অবস্থান নির্ণয় করাে।
গ. উদ্দীপকের E যৌগটির জলীয় দ্রবণের pH এর মান কী হবে,
কারণসহ ব্যাখ্যা করাে।
ঘ. উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে D ও E যৌগের গুরুত্ব সংশ্লিষ্ট
ক, অপধাতু কী?
খ, বাের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লেখাে।
গ. উদ্দীপকের তড়িৎকোষটিতে সংঘটিত রাসায়নিক পরিবর্তনসমূহ
বর্ণনা করাে।
খ, উল্লিখিত তড়িৎকোষে তড়িৎবিশ্লেষ্য পদার্থ হিসেবে আইন নেওয়া।
হলে ও ৪ তড়িৎদ্বার রূপে মার্কারি ধাতু ব্যবহার করা হলে তড়িৎদ্বার।
দুটিতে সংঘটিত বিক্রিয়াসমূহ আলােচনা করাে। |
৩, নিচের বিক্রিয়া দুটি লক্ষ্য করাে Li [Ag(NH)] + CHỊCHO + OH + Ag + NH + CHỤCOOH + | H0 i, NCI(g) +Cl (8) PCl(g); All a- 84,2k
ক, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কী? |
খ, শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া’-ব্যাখ্যা করাে। |
গ, উদ্দীপকের (1) নম্বর বিক্রিয়াটি একইসাথে রেঙ ও অধঃক্ষেপণ
বিক্রিয়া’- উক্তিটি বিশ্লেষণ করাে। | ( উদীপকের (ii) নম্বর বিয়াি অনুযায়ী কোন শতে সর্বোচ্ছ পরিমাণ।
Pl, উৎপাদন করা যাবে- লা-শাতেলিয়ার নীতির আলােকে। বিশ্লেষণ করাে।
৪.। জিংক ব্রেড ॥ ৰক্সাইট
ক, প্রােটিনের মনােমার কী? ( তৈজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ফিসন বিক্রিয়া’-ব্যাখ্যা করাে।
২ . (a) নম্বর অরিটি ঘনীকরণের রাসায়নিক পদ্ধতি প্রয়ােজনীয়। | সােয়নিক সমীকরণসহ আলােচনা করাে।
। ” Ca(OH) এর ॥OW) ও হতে কী পরিমাণ ব্লিচ | সব নির্ণয় করাে। উদীপকের বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের শিল্পোৎপাদনে লা শাতেলীয় নীতির গুরুত্ব ব্যাখ্যা করাে।
|
– বিগলিত NaCl
ক, বিগালক কাকে বলে? খ, BOD ও cop এর মধ্যে দুটি পার্থক্য লেখাে। গ. উদ্দীপকের কোষটিতে বিগলিত NaC এর পরিবর্তে বিগলিত
MgCl, ব্যবহারে সংঘটিত বিক্রিয়াসমূহ লেখাে। | ঘ, উল্লেখিত প্রক্রিয়ায় টয়লেট ক্লিনার প্রস্তুতির জন্য কোষের কীরূপ
পরিবর্তন ঘটাতে হবে ব্যাখ্যা করাে।
Clan+2
C.in –
—
-CH,02
ক, বায়ােপলিমার কাকে বলে?
খ. ১টি সম্পৃক্ত ও ১টি অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের
উদাহরণ দাও।
গ, সােলাইম ব্যবহার করে ‘A’ শ্রেণির যৌগ উৎপাদন করা যায়—
প্রমাণ করাে।
ঘ. A থেকে সরাসরি c এবং A B C পথে ‘C’ উৎপাদন সম্ভব
বিশ্লেষণ করাে।
. 0.2M
0.1M. AL NaNO3
NaOH
(b)
ক, IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কত?
খ, সালফারের পরিবর্তনশীল যােজ্যতা আছে- ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের ‘a’ পাত্রে কত গ্রাম NaNO, আছে নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের কোন পাত্রে সােডিয়ামের পরিমাণ কত? সংশ্লিষ্ট
হিসাবসহ বিশ্লেষণ করাে।
১। ALO,+ HCl X(s) + Y(J)।
ক, ধাতব বন্ধন কী?
খ. একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন?
গ. 0.25 মােল Y যৌগের পরমাণুর সংখ্যা হিসাব করাে ।
ঘ. X যৌগটির ৰন্ধন প্রকৃতি ব্যাখ্যা করাে।
২। A, B, C একই পর্যায়ের তিনটি মৌল যাদের শেষ কক্ষপথে ১, ৩ ৭টি ইলেকট্রন বিদ্যমান।
ক, মুদ্রা ধাতু কী?
খ, Be কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন?
গ. উদ্দীপকের মৌলগুলাের আয়নীকরণ শক্তি তুলনা করাে। –
ঘ, A এবং C মৌল যে গুপে অবস্থিত সে গ্রুপদ্বয়ের ক্রিয়াশীলত
সম্পূর্ণ বিপরীত”- বিশ্লেষণ করাে।
৩.i. U+ n— Ba + Kr+ 3 + বিপুল তাপ শক্তি
ii. H + H — He + n + বিপুল শক্তি
ক. ফটোক্যামিক্যাল ধোয়া কী?
খ, পােলােনিয়াম-210 কে তেজস্ক্রিয় মৌল বলা হয় কেন? |
গ, উপযুক্ত বিক্রিয়া দুইটি নিউক্লিয়ার বিক্রিয়া হলেও উভয়ের মধে
পার্থক্য বিদ্যমান ব্যাখ্যা করাে। |
ঘ. বিক্রিয়া ২টির মধ্যে কোন বিক্রিয়া নিউক্লিয়ার শিকল বিক্রিয়া
বিশ্লেষণ করাে। | ৪. T_25g NaHCO,
| H.SO, চিত্র-(i) ক, রুটাইল কী?
খ. লঘু H.SO এর সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া বেশিক্ষন
স্থায়ী হয় না কেন?
গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়ক পদার্থটির সেমিমােলার দ্রবণ তৈরি
করতে প্রয়ােজনীয় দ্রাবকের পরিমাণ নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সমপরিমাণ গ্যাস তৈরিতে কত
গ্রাম চুনাপাথর লাগবে তা নির্ণয় করাে।
®25g
চিত্র-(i)
৫। জাকির তার দাগমুন ময়লা পারকার কর না । ডিটারজেন্ট ব্যবহার করল। এতে তার কাপড় পরিষ্কার হল কি না উঠল না। এরপর সে ব্লিচিং পাউডার ব্যবহার করল।
ক, সােভা অ্যাসের সংকেত লিখাে।
খ, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা হয় কেন?
গ. ২য় পরিষ্কারক দ্রব্য ব্যবহারে দাগ ওঠার কারণ কী?
ঘ, প্রথম পরিষ্কারক ২টির কাপড় পরিষ্কার করার কৌশল বর্ণনা
করাে।
৬.। 2FeCl + Cl + 2FeCl,
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. Cally যৌগটি অসম্পৃক্ত কেন? ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? যুক্তিসহ লেখ।
ঘ. উদ্দীপকের লৰণদ্বয় সনাক্তকরণে লঘু ক্ষারের ব্যবহার বিশ্লেষণ
করে।
৭.)। CH,COONa + NaOH CaOX + Na.co,
ক, আইকোসেনের সংকেত লেখা।
খ, ইস্ট কীভাবে পাউরুটি ফোলায়?
গ, হ্যালােজেন প্রতিস্থাপন x যৌগটির একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া
ব্যাখ্যা করাে।
ঘ. শিল্পক্ষেত্রে কীভাবে x মৌলটি থেকে ইথানয়িক এসিড উৎপন্ন করা | যায় বিশ্লেষণ করাে।
৮, কোন কোন ধাতু প্রায় নিষ্ক্রিয় যেগুলাের সালফাইড আকরিকের তাপজারণ করে ধাতু মুক্ত করা হয়। যেমন- তামা। এতে সালফাই। আয়ন জারিত হয় এবং কপার আয়ন বিজারিত হয়। ক, তাম্রমল কী?
খ, যৌগে ধাতুর জারণ সংখ্যা ধনাত্বক হয় কেন?
গ. উপরের বিজারিত মৌলটির তড়িৎ বিশােধন প্রক্রিয়া বর্ণনা করাে।
ঘ, সালফাইড আয়ন জারিত যে যৌগ উৎপন্ন হয় তা থেকে HS0।
উৎপাদন সম্ভব কিনা? যুক্তিসহ ব্যাখ্যা করাে।
১. ‘°B এবং B হলাে বােরনের দুইটি আইসােটোপ ।
[দ্রষ্টব্য ; যে কোনাে পায়
ক. ট্রিফয়েল কাকে বলে? |
খ. ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
গ, উল্লিখিত আইসােটোপ দুইটির ইলেকট্রন, প্রােটন এবং নিউটন।
সংখ্যা হিসাব করাে।
ঘ, মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করাে ।
২. টুটুল প্রায়ই নলকূপের পানিতে সাবান দিয়ে নিজের স্কুল ড্রেস নিজেই ধৌত করে। কিন্তু পানি খর হওয়ায় ফেনা তৈরিতে অনেক সময়। লেগে যায়। কাপড়ও ভালাে পরিষ্কার হয় না। তার ড্রেস অপরিষ্কার দেখে শিক্ষক তাকে বিশেষ কৌশল বলে দিলেন।
ক. পরমাণুর স্থায়ী কণিকা কয়টি?
খ, গ্যালভানিক সেলে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? |
গ. টুটুলের কাপড় ধুতে বেশি সময় লাগার কারণ ব্যাখ্যা করাে।
ঘ. টুটুলের স্থলে তুমি হলে কাপড় পরিষ্কার করার জন্য কী ব্যবস্থা | গ্রহণ করবে মতামত দাও। |
৩, NO;” একটি যৌগমূলক যা রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর
মতাে আচরণ করে। নাইট্রিক এসিডকে তড়িৎ বিশ্লেষণ করলে এই যৌগমূলকটি পাওয়া যায়।
ক, জৈব জ্বালানি কাকে বলে? |
খ. কার্বন মনােক্সাইডকে নিরব ঘাতক বলা হয় কেন?
গ, যৌগমূলকটি থেকে নাইট্রোজেনের জারণ মান কত বের করাে
ঘ. বিভিন্ন ধাতুর কার্বোনেটের সাথে উল্লিখিত এসিডের বিক্রিয়া | সমতাকরণের মাধ্যমে আলােচনা করাে।
৪. নিচের বিক্রিয়া দুটি লক্ষ করাে ।
i. CO(g) + H (8) “xg) + H2O i. CHOH Aj9Y8) + Ho
ক, দহন তাপ কাকে বলে?
খ. ব্লিচিং পাউডার জীবাণুনাশক ব্যাখ্যা করাে। |
গ, Y হতে পলিথিন তৈরির বিক্রিয়াটি ব্যাখ্যা করাে। |
ঘ, X এবং Y যৌগ দুটি কি ধরনের হাইড্রোকার্বন? উপযুক্ত
তােমার মতামত প্রকাশ করাে।
৫. G, L, M তিনটি মৌল যাদের শেষ কক্ষপথে যথাক্রমে ২, ৫ এবং ৭টি ইলেকট্রন আছে। সবারই তিনটি করে কক্ষপথ রয়েছে।
ক. মৌলের সংযুতি বের করার সূত্রটি লেখাে।
খ. প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় কেন?
গ. G ও M দ্বারা গঠিত যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হবে? ব্যাখ্যা
করাে। |
ঘ. L যখন সর্বোচ্চ যােজনী ব্যবহার করে M এর সাথে যুক্ত হয় তখন।
| L অষ্টক নিয়ম মানবে কি-না যুক্তি দাও।
৬. i, Mg + ZnSo, MgSO4 + Zn
ii. 3H2 + N^- 2NH, AH = -92 kJ
ক. 19OO) সালের মধ্যে পর্যায় সারণিতে আরাে কয়টি মৌল যুক্ত হয়?
খ, সৌন্দর্য রক্ষায় pH এর ভূমিকা লেখাে। |
গ. ii. নং বিক্রিয়াতে তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করাে । |
ঘ. i. নং বিক্রিয়াতে রণ ও বিজারণ একই সঙ্গে ঘটে বিশ্লেষণ
করাে ।
৭. একটি যৌগে C = 92.3% এবং H = 7.7%। যৌগটির বাম্প ঘনত্ব 13।
ক, ফিটকিরির সংকেত লেখাে।
খ, ম্যাগনেশিয়াম আয়নিক যৌগ গঠন করে কেন?
গ. যৌগটির আণবিক ভর নির্ণয় কর।
ঘ. হাইড্রোজেন এবং ব্রোমিনের সাথে উক্ত যৌগের রাসায়নিক বিক্রিয়া
সমীকরণসহ আলােচনা করাে।
৮. নিচের চিত্রটি লক্ষ করাে এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
লােহার দণ্ড *ক্রোমিয়াম সালফেট দ্রবণ
– ক্রোমিয়াম দণ্ড |
ক, যৌগমূলক কাকে বলে? |
খ, নাইট্রিক এসিডকে বাদামী রঙের বােতলে রাখা হয় কেন? |
গ, উল্লেখিত পদ্ধতিতে লােহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়ার
পদ্ধতি ব্যাখ্যা করাে। |
ঘ, উদ্দীপকের পদ্ধতিটির বাণিজ্যিক গুরুত্ব ব্যাখ্যা করাে।
১. নিচের বিক্রিয়াগুলাে লক্ষ করাে এবং প্রশ্নগুলাের উত্তর দাও : 1) HS + Cl + 2HCl + S. i) SO+ ০ SO, iii) AICl + 3Hj0Al(OH) + 3HCl
ক. ক্লোরিনেশন কাকে বলে?
খ, KyCry০, যৌগে Cr এর জারণ সংখ্যা নির্ণয় করাে।
গ. প্রদত্ত বিক্রিয়াসমূহে জারক ও বিজারক চিহ্নিত করাে।
ঘ. উদ্দীপকের () নং বিক্রিয়ায় জারণ-বিজারণ যুগপৎ ঘটে -বিশ্লেষণ
করো। ** (1) CHỊ. (ii) C,Hyo
ক. পেন্টান্যালের সংকেত লেখাে।
খ, মেথিলেটেড স্পিরিট কী? ব্যাখ্যা করাে। শ, (i) নং যৌগের সাথে ক্লোরিন গ্যাসের ধাপে ধাপে বিক্রিয়ায় যেসব
ঘৰক উৎপন্ন হয়, তাদের নাম এবং ব্যবহার লেখাে।
ঘ, (ii) নং যৌগ থেকে CH, এবং CH, তৈরি সম্ভৰ কীনা ব্যাখ্যা
করে।
আয়না নেয়া
ক. ট্রিফয়েল কাকে বলে?
খ, অনুসন্ধান ও গবেষণার ২য় ধাপের প্রয়ােজনীয়তা কী?
গ, উল্লেখিত দৃশ্য কল্পটির ৩য় ধাপের গুরুত্ব ব্যাখ্যা করাে।
ঘ, ‘শেষ ধাপটির জন্য সমগ্র প্রক্রিয়াটির অবদান অপরিসীম’ এবং মান
কল্যাণে এর গুরুত্ব বিশ্লেষণ করাে।
তাছত
(av <3
S) QS9 3
চিত্র: নং প্রক্রিয়া
| চিত্র; 2 নং প্রক্রিয়া
ক, অতিবেগুনি রশি কী?
থ, তড়িৎ বিশ্লেষণে অ্যানােড ও ক্যাথােডে ভরের পরিবর্তন হয় কেন?
গ, । নং প্রক্রিয়াটির শক্তি উৎপাদন প্রাণালি বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকের একটি প্রক্রিয়া সর্বদা মানব কল্যাণে ব্যবহৃত হলেও
অপরটি ব্যবহার করা যায় সভ্যতার উন্নয়ন ও ধ্বংসের কাজে
উক্তিটির যথার্থতা প্রমাণ করাে।
৫.) খাদ্য লবণ প্রস্তুত করতে 26.5 g Na2CO; এর সাথে 36.5 g | HCI এসিডের বিক্রিয়া করানাে হলাে। |
ক, ব্রাইন কাকে বলে?
খ, Na** গঠন সম্ভব নয় কেন?
গ. উদ্দীপকের বিক্রিয়ায় কোন বিক্রিয়কের কতটুকু অবশিষ্ট থাকবে
নির্ণয় করাে।
ঘ, উক্ত বিক্রিয়ায় প্রমাণ তাপমাত্রা ও চাপে উৎপন্ন কার্বন ডাই| অক্সাইডের সমআয়তন পেতে কত গ্রাম চুনাপাথর পােড়াতে হবে?
৬. দশম শ্রেণির শিক্ষার্থীরা A যৌগকে উত্তপ্ত করে B যোগ প্রস্তুত। করল। তারা শিক্ষকের কাছ হতে জানতে পারল, A যৌগ বদহজমের জন্য খাওয়া হলেও B যৌগ কাপড় কাচার জন্য ব্যবহৃত হয়। ।
ক, টয়লেট ক্লিনারের মূল উপাদান কী?
খ, NaHCO, উত্তাপে বিয়ােজিত হলেও Nasco, হয় না- ব্যাখ্যা।
করাে।
গ. উদ্দীপকের শিল্পে B যৌগটির প্রস্তুতি বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকের শেষােক্ত বক্তব্যের কারণ বিশ্লেষণ করাে।
৭.) একজন রােগী পেটে ব্যথার কারণে 250 mg মাত্রার Al(OH); (এন্টাসিড) ট্যাবলেট সেবন করলেন এবং তাতে তিনি স্বস্তি বােধ। করলেন।
ক. বায়ােফুয়েল কী?
খ. অধিক সক্রিয় ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়ােগ করা
হয় কেন ব্যাখ্যা করাে।
গ. উল্পেখিত ট্যাবলেটটি কি পরিমাণ HCl(g) কে প্রশমিত করবে?
ঘ, রােগীর পেট ব্যথা কমে যাওয়ার সাথে কোন রাসায়নিক বিক্রিয়াটি | জড়িত বিশ্লেষণ করাে।
Be | Na | Mg | Al | Si
T CIT_Ar]
Sr
ক, মুদ্রা ধাতু কাকে বলে?
খ. পর্যায় সারণিতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবদান | নির্ণয় করাে।
গ. পানির সাথে বিক্রিয়া হতে উল্লেখিত শ্রেণির মৌলসমূহের সক্রিয়তার | ক্রম ব্যাখ্যা করাে।
ঘ, উল্লিখিত পর্যায় শ্রেণিতে মৌল সমূহের আয়নিকরণ পটেনশিয়াল | কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করাে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
- BCS Written Exam Preparation Bengali English Mathematics Bangladesh Affairs and International Affairs
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান