প্রশ্ন সমাধান: দাম ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য,দাম-ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কী?, দাম ভোগ রেখা কাকে বলে, চাহিদা রেখা কাকে বলে, দাম ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে সম্পক আলোচনা করো
দাম ভোগ রেখা (Price Consumption Curve):
ভোক্তার আর্থিক আয় রুচি ও অন্য দ্রব্যাদির অপরিবর্তিত থাকা অবস্থায় একটি দ্রব্যের দাম পরিবর্তিত হতে থাকলে ভারসাম্য বিন্দু যে রেখা ধরে চলে তাকে দাম ভোগ রেখা বলে। অন্যভাবে বলা যায়, ভোক্তার আর্থিক আয় স্থির অবস্থায় দুটি দ্রব্যের মধ্যে একটির দাম অপরিবর্তিত থেকে অপর দ্রব্যের দামের পরিবর্তন হলে ভারসাম্য বিন্দু পরিবর্তন হয়। পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলো যোগ করলে যে রেখাটি পাওয়া যায় তাকে দাম ভোগ রেখা (PCC) বলে।
চাহিদা রেখা (Demand curve):
একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে । চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে । অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা । চাহিদা সূচির মত চাহিদা রেখা থেকেও দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক জানা যায় ।
আরো ও সাজেশন:-
দাম ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্যঃ
দাম ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে কিছু কিছু বিষয়ে অনেকাংশে মিল থাকলেও। অনেক বিষয়ে অমিল রয়েছে। দাম-ভোগ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। ভোক্তার আর্থিক আয় স্থির অবস্থায় দুটি দ্রব্যের মধ্যে একটির দাম অপরিবর্তিত থেকে অপর দ্রব্যের দামের পরিবর্তন হলে ভারসাম্য বিন্দু পরিবর্তন হয়। পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলো যোগ করলে যে রেখাটি পাওয়া যায় তাকে দাম ভোগ রেখা বলে। অন্যদিকে, বিভিন্ন দামে কোন ক্রেতা ভোক্তা একটি দ্রব্যের কি পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে।
২। দাম ভোগ রেখার ক্ষেত্রে দুটি অক্ষে দুটি দ্রব্য বিবেচনা করা হয়। অন্যদিকে, চাহিদা রেখার ক্ষেত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত হয়।
৩। দাম ভোগ রেখা দ্বারা পরিবর্তিত দামে দুটি দ্রব্যের ক্রয়ের উপর কি প্রভাব পড়ে তা ব্যাখ্যা করা হয়। অন্যদিকে, চাহিদা রেখা দ্বারা পরিবর্তিত দামে একটি দ্রব্যের ক্রয়ের উপর কি প্রভাব পড়ে তা ব্যাখ্যা করা হয়।
৪। দাম-ভোগ রেখা হতে চাহিদা রেখা অংকন করা যায়। অন্যদিকে, চাহিদা রেখা হতে দাম ভোগ রেখা অংকন করা যায় না।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৫। দাম-ভোগ রেখা দুটি দ্রব্যের আপেক্ষিক দাম নির্দেশ করে। অন্যদিকে, চাহিদা রেখা একটি দ্রব্যের চরম দাম নির্দেশ করে।
৬। দাম ভোগ রেখা অংকন করতে হলে বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার প্রয়োজন হয়। অন্যদিকে, চাহিদা রেখা অংকন করতে হলে চাহিদা সূচির প্রয়োজন হয়।
৭। দাম ভোগ রেখা আলোচনায় আয় প্রভাব ও পরিবর্তক প্রভাব ধারণাদ্বয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অন্যদিকে, চাহিদা রেখা আলোচনায় আয় প্রভাব ও পরিবর্তক প্রভাবের আলাদা কোন অস্তিত্ব নেই।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর