চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ধর্মদর্শন সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন সাজেশন ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ধর্মদর্শন (Philosophy of Religion) সুপার সাজেশন ২০২৪ Department of : Philosophy & Other Department Subject Code: 241717 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন সাজেশন,ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন, অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ধর্মদর্শন সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ধর্মদর্শনের দুইজন দার্শনিকের নাম উল্লেখ কর।
উত্তর : ধর্মদর্শনের দুইজন দার্শনিকের নাম হলো— ১. জন হিকম ও ২. থাওলেস।
২. ধর্ম মনস্তত্ত্ববিষয়ক থাওলেসের গ্রন্থের নাম কী?
উত্তর : ধর্ম মনস্তত্ত্ববিষয়ক থাওলেসের গ্রন্থের নাম ‘An Introduction to the Psychology of Religion.’
৩. ‘Dynamics of Faith’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Dynamics of Faith’ গ্রন্থের রচয়িতা পল টিলিক।
৪. ধর্মের উৎপত্তিবিষয়ক টেইলরের মতবাদের নাম কী?
উত্তর : ধর্মের উৎপত্তিবিষয়ক টেইলরের মতবাদের নাম হলো সর্বপ্রাণবাদ।
৫. ধর্মদর্শন কী?
উত্তর : দর্শনের যে শাখায় ধর্মসংক্রান্ত ক্রিয়া, মূল্য, সত্যতা, অভিজ্ঞতার স্বরূপ এবং পরমতত্ত্বের স্বরূপের প্রকাশ হিসেবে ধর্মের সামর্থ্য সম্পর্কে অনুসন্ধান করা হয় তাই ধর্মদর্শন।
৬. ধর্মদর্শন বিষয়ক জন হিকের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : ধর্মদর্শন বিষয়ক জন হিকের বিখ্যাত গ্রন্থের নাম হলো ‘Philosophy of Religion’.
৭. ‘Theos’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Theos’ শব্দের অর্থ ঈশ্বর।
৮. ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো কী কী?
উত্তর : ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো হলো- ১. তত্ত্ববিষয়ক যুক্তি, ২. বিশ্বতাত্ত্বিক যুক্তি, ৩. উদ্দেশ্যমূলক যুক্তি, ৪. নৈতিক যুক্তি ইত্যাদি।
৯. নৈতিক যুক্তির প্রধান প্রবক্তা কে?
উত্তর : নৈতিক যুক্তির প্রধান প্রবক্তা ইমানুয়েল কান্ট।
১০. সর্বেশ্বরবাদ কী?
উত্তর : সকল সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করাকেই Pantheism বা সর্বেশ্বরবাদ বলা হয়।
১১. জাগতিক ও নৈতিক অমঙ্গল কী?
উত্তর : জাগতিক অমঙ্গল বলতে প্রাকৃতিক দুর্যোগকে বুঝায়। আর নৈতিক অমঙ্গল হলো ব্যক্তির নিজের ইচ্ছার সাথে অপর ব্যক্তির ইচ্ছার উপযোজনের অভাব।
১২. ‘Totem’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Totem’ শব্দের অর্থ কোনো বিশেষ বস্তু বা প্রাণী যাকে মানুষ বিশ্বাসের প্রতীক মনে করে।
১৩. ধর্মমনস্তত্ত্ব বিষয়ক থাওলেসের গ্রন্থের নাম কী?
উত্তর : ধর্মমনস্তত্ত্ব বিষয়ক থাওলেসের গ্রন্থের নাম An Introduction to the Psychology of Religion.
১৪. ধর্মীয় সচেতনতা কী?
উত্তর : ধর্মীয় সচেতনতা হচ্ছে ধর্মের এমন এক অংশ যা শুধু মনেই বিদ্যমান থাকে।
১৫. বিশ্বাস কী?
উত্তর : ঈশ্বরের দ্বারা অলৌকিকভাবে প্রত্যাদিষ্ট সত্যে আশ্বা স্থাপনই বিশ্বাস।
১৬. ধর্মীয় বিশ্বাসের ভিত্তি কী কী?
উত্তর : ধর্মীয় বিশ্বাসের ভিত্তি হলো- ১. প্রত্যাদেশ, ২. অতীন্দ্রিয় অভিজ্ঞতা, ৩. স্বজ্ঞা ও ৪. বিচারবুদ্ধি।
১৭. থাওলেসের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : থাওলেসের বিখ্যাত গ্রন্থের নাম ‘An Introduction to the Psychology of Religion.’
১৮. সহানুভূতি ও ভালোবাসা বলতে কী বুঝ?
উত্তর : সহানুভূতি বা Affection হচ্ছে ভালোবাসা প্রদর্শনের মাধ্যম। সহানুভূতি প্রকাশের মাধ্যমে ভালোবাসার অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটে।
১৯. সামাজিক সংহতি বলতে কী বুঝায়?
উত্তর : সামাজিক সংহতি বলতে সমাজ এবং মানবজাতির মধ্যে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা বুঝায়।
২০. প্রার্থনা ও উপাসনা কী?
উত্তর : মানুষের আবেদন নিবেদন পরমসত্তার কাছে তুলে ধরার প্রক্রিয়াই হলো প্রার্থনা ও উপাসনা।
২১. উপাসনা কী?
উত্তর : একই ধর্মাবলম্বী অনেক লোক একত্রে মিলিত হয়ে মহান স্রষ্টার কাছে যখন শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করে তখন তাকে উপাসনা বলে।
২২. ‘Agape’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Agape’ শব্দের অর্থ ভালোবাসা।
২৩. ইসলাম শব্দের অর্থ কী?
উত্তর : ইসলাম শব্দের অর্থ শান্তি, উৎসর্গ, আত্মসমর্পণ।
২৪. ইসলামি বিশ্বাসের মূলভিত্তি কী?
উত্তর : ইসলামি বিশ্বাসের মূলভিত্তি তাওহিদ।
২৫. তাওহিদ অর্থ কী?
উত্তর : তাওহিদ অর্থ আল্লাহ ভীতি।
২৬. আল-কুরআন ও হাদিস কী?
উত্তর : আল কুরআন মহান সৃষ্টিকর্তা প্রদত্ত ঐশী গ্রন্থ এবং হাদিস হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (স.) প্রদর্শিত জীবনব্যবস্থা।
২৭. বাইবেলের প্রধান দুটি অংশ কী কী?
উত্তর : বাইবেলের প্রধান দুটি অংশ হলো- ১. ওল্ড টেস্টামেন্ট ও ২. নিউ টেস্টামেন্ট।
২৮. ত্রিত্ববাদ কী?
উত্তর : খ্রিস্টধর্মের মতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বিশ্বাসকে বলা হয় ত্রিত্ববাদ।
২৯. সেমেটিক ধর্ম কী কী?
উত্তর : ইহুদি, খ্রিস্ট ও ইসলাম এ তিনটি হলো সেমেটিক ধর্ম।
৩০. ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো কী কী?
উত্তর : ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলো হলো- ১. বিশ্বতত্ত্ব বা কারণবিষয়ক যুক্তি ২. তত্ত্ববিষয়ক যুক্তি ৩: উদ্দেশ্যমূলক যুক্তি ৪. নৈতিক যুক্তি।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
PDF Download ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ধর্মদর্শনের সংজ্ঞা দাও।
২. দর্শন ও ধর্মতত্ত্বের সম্পর্ক আলোচনা কর।
৩. ধর্মদর্শনের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪. ধর্মদর্শনের প্রকৃতি ব্যাখ্যা কর।
৫. আল্লাহর অস্তিত্বের পক্ষে নৈতিক যুক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণবিষয়ক নৈতিক যুক্তিটি ব্যাখ্যা কর।
চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন ২০২৪
৬. থাওলেস মতানুসারে খ্রিস্টধর্মে ঈশ্বরের ধারণা কী?
৭. ধর্মীয় ভাষার সমস্যা ব্যাখ্যা কর।
৮. ধর্ম মনস্তত্ত্ব কী?
৯. থাওলেসের মতে, ধর্মীয় বিশ্বাসের উপাদানসমূহ কী কী?
১০. থাওলেসের মতে, ধর্মীয় বিশ্বাসের উপাদানসমূহ কী কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১১. প্রত্যাদেশ কী?
১২. নির্দেশনা কীভাবে ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করে? আলোচনা কর।
১৩. প্রার্থনা কীভাবে ব্যক্তিমনকে প্রভাবিত করে আলোচনা কর।
১৪. ইসলামে তাওহিদের গুরুত্ব আলোচনা কর।
১৫. কর্মবাদ কী?
১৬. বৌদ্ধধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৭. ধর্ম সম্পর্কে মার্কসবাদ আলোচনা কর।
১৮. হিন্দুধর্ম মতে, জন্মান্তরবাদ কী?
১৯. ধর্ম সম্পর্কে মার্কসবাদ আলোচনা কর।
২০. আস্তিকতা ও নাস্তিকতার মধ্যে পার্থক্য দেখাও।
অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ধর্মদর্শন সাজেশন ২০২৪
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ধর্মদর্শন বলতে কী বুঝ? ধৰ্ম মনস্তত্ত্বের সাথে এটি কীভাবে সম্পর্কিত?
২. ধর্মদর্শনের স্বরূপ বিশ্লেষণ কর। ধর্মতত্ত্বের সাথে এটি কীভাবে সম্বন্ধযুক্ত?
৩. ধর্মদর্শনের স্বরূপ আলোচনা কর। ধর্মদর্শনের আলোচ্য বিষয়সমূহের বিবরণ দাও।
৪. জন হিক এর মতানুসারে ইহুদি ও খ্রিস্টধর্মে ঈশ্বরের ধারণা বর্ণনা কর।
৫. ধর্মের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে টোটেমবাদের সমালোচনামূলক ব্যাখ্যা দাও।
৬. ধর্মের ভাষার বৈশিষ্ট্য বর্ণনা কর।
৭. ধর্মান্তরের একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কর।
অথবা, ধর্মান্তর কী? খাওলেস অনুসরণে বিভিন্ন প্রকার ধর্মান্তরের ব্যাখ্যা দাও।
৮. ধর্মীয় বিশ্বাস গঠনে প্রত্যাদেশের ভূমিকা ব্যাখ্যা কর।
৯. আধ্যাত্মিক শক্তি সম্পর্কে থাওলেসের মত আলোচনা কর।
১০. প্রার্থনা কী? বিভিন্ন প্রকার প্রার্থনার বর্ণনা দাও।
১১. ‘প্রার্থনা এক ধরনের আত্মনির্দেশনা।’ — উক্তিটি মন্তব্যসহ ব্যাখ্যা কর।
১২. থাওলেস অনুসারে প্রার্থনা ও উপাসনার সামাজিক ও নৈতিক প্রভাব আলোচনা কর।
১৩. কুরআন ও হাদিস সম্পর্কে আলোচনা কর।
১৪. ইসলাম ধর্মে মুক্তি বলতে কী বুঝায়? কীভাবে এ মুক্তি লাভ করা যায়?
১৫. তাওহিদ কী? ইসলাম ধর্মে তাওহিদের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
১৬. খ্রিস্টধর্মের ত্রিতত্ত্ববাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১৭. বৌদ্ধধর্মে নির্বাণ বলতে কী বুঝায়? বৌদ্ধমতে নির্বাণ লাভের উপায় কী? ব্যাখ্যা কর।
১৮. বৌদ্ধদর্শনের চারটি আর্যসত্য ব্যাখ্যা কর।
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ ধর্মদর্শন সাজেশন
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের ধর্মদর্শন স্পেশাল সাজেশন 2024,Honors Philosophy of Religion Suggestion 2024
PDF Download ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ধর্মদর্শন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ ধর্মদর্শন সাজেশন, ধর্মদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও