নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ পার্থক্য, নগদ ঋণ vs জমাতিরিক্ত ঋণ পার্থক্য, নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ তুলনামূলক আলোচনা, জমাতিরিক্ত ঋণ ও নগদ ঋণ মধ্যে পার্থক্য

প্রশ্ন সমাধান: নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ পার্থক্য, নগদ ঋণ vs জমাতিরিক্ত ঋণ পার্থক্য, নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ তুলনামূলক আলোচনা, জমাতিরিক্ত ঋণ ও নগদ ঋণ মধ্যে পার্থক্য


জমাতিরিক্ত ঋণ কাকে বলে?

ব্যাংক তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত যে অর্থ ঋণ হিসেবে উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে জমাতিরিক্ত ঋণ বলে।

ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে তার গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। আবার এ আমানতি অর্থই ঋণ গ্রহীতাদের প্রয়োজনে ঋণ হিসাবে সরবরাহ করে। ব্যাংকের ঋণগুলো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন মেয়াদে ব্যবহৃত হয়। চলতি হিসাবের গ্রাহকরা কখনও কখনও স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে জামানতি অর্থের চেয়েও অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে উত্তোলন করার সুযোগ পায়, যা জমাতিরিক্ত ঋণ হিসাবে পরিচিত। ব্যাংক চলতি হিসাবের গ্রাহককে জমার অতিরিক্ত যে টাকা উত্তোলনের সুযোগ দিয়ে থাকে তাকে জমাতিরিক্ত ঋণ বলে।

নগদ ঋণ কাকে বলে?

নগদ ঋণ : বন্ড বা সিকিউরিটি বন্ধক রেখে ঋণগ্রহীতা ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করে তাকে নগদ ঋণ বলে ।


1%20%281%29

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

1%20%282%29

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Leave a Comment