নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা,নগদ প্রবাহ বিবরণীর প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা

নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ আলোচনা,নগদ প্রবাহ বিবরণীর প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা

নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্যসমূহ: ব্যবসা প্রতিষ্ঠানের যে সব প্রধান কার্যাবলি হতে নগদ অর্থের আগমন ঘটে এবং যে সব কার্যাবলির জন্য নগদ অর্থের ব্যবহার হওয়ার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক নগদ উদ্বৃত্তের পরিবর্তন ঘটে সে সমস্ত কার্যাবলি সকলের চোখের সামনে তুলে ধরাই হল নগদ প্রবাহ বিবরণীর অন্যতম উদ্দেশ্য। নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো:

১. পরিচালন কার্যাবলি হতে কোন নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ প্রবাহের সৃষ্টি হয় তা নির্ধারণ করা এবং তা ব্যবসা প্রতিষ্ঠানের নীট মুনাফার সাথে সমন্বয় করা।

২. কারবার প্রতিষ্ঠানের খরচ ও দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করা এবং নগদ লভ্যাংশ পরিশোধ করার সামর্থ্য নির্ধারণ করা।


আরো ও সাজেশন:-

৩. নির্দিষ্ট সময়ে নতুন ও অতিরিক্ত সম্পত্তি, কলকব্জা ও যন্ত্রপাতি এবং অন্যান্য অচলতি সম্পত্তির জন্য যে অর্থ বিনিয়োগ করা হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা।

৪. কারবারের বর্তমান কার্যক্রম চালিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদি সম্পত্তিতে বিনিয়োগের জন্য কি ধরনের এবং কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করা।

৫. ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যতে নগদ অর্থ অর্জন করার সামর্থ্য আছে কিনা তা নির্ধারণ করা।

৬. হিসাব সালের প্রারম্ভিক এবং সমাপনী নগদ উদ্বৃত্তের মধ্যে পার্থক্য জেনে তাদের অবগত করা।

৭. নগদ প্রবাহ বিবরণীর সাহায্যে বিনিয়োজিত ও অর্থায়ন সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ এবং এর ফলে দীর্ঘমেয়াদি সম্পদের হ্রাস-বৃদ্ধি এবং ঋণ ও মালিকানা স্বত্ত্বের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নিরূপণ করা।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮. কারবার প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে অর্থের প্রয়োজন হলে বাইরের উৎসের উপর নির্ভর করতে হবে কিনা তা নির্ধারণ করা।

৯. বিগত সালের নগদ প্রবাহের আলোকে আগামী বছরের জন্য নগদ বাজেট প্রণয়ন ও নগদ পরিকল্পনায় সাহায্য প্রদান। ১০. আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানের নগদ এবং নগদ সমতুল্যে ঐতিহাসিক পরিবর্তন সম্পর্কে তথ্যের সঞ্চিতি।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment