প্রশ্ন সমাধান: নগদ প্রবাহ বিবরণীর সুবিধা লিখ, নগদ প্রবাহ বিবরণীর সুবিধা আলোচনা করো, যে সকল কারনে নগদ প্রবাহ বিবরণীর পছন্দনীয়
নগদ প্রবাহ বিবরণী কী?
নগদপ্রবাহ বিবরণী এক প্রকার হিসাব প্রতিবেদন যাতে কোন ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ অর্থের অন্তর ও বর্হি প্রবাহ প্রদর্শন করে।
নগদ প্রবাহ বিবরণীর সুবিধা লিখ,
নগদ প্রবাহ বিবরণীর সুবিধা আলোচনা করো, যে সকল কারনে নগদ প্রবাহ বিবরণীর পছন্দনীয়
এটি আয় বিবরণী এবং উদ্বৃত্তপত্রের হিসাবে অর্থের আগমন ও বহির্গমন ও কিভাবে হয়েছে এবং প্রতিষ্ঠানে বর্তমানে তারল্যের অবস্থা প্রকাশ করে। একটি প্রতিষ্ঠান লাভজন হলেও নগদ অর্থের অভাবে সেই প্রতিষ্ঠান চলতি দেনা, আয়কর ও লভ্যাংশ প্রদান করতে সমর্থ নাও হয়ে পারে। কিংবা লোকসানে পরিচালিত হওয়া সত্বেও তারল্যের প্রাচুর্য থাকতে পারে। অর্থের আগমন, বহির্গমন কিংবা চলতি দেনা নগদে পরিশোধ করার ক্ষমতা নির্ধারনের একমাত্র পদ্ধতি হল নগদ প্রবাহ বিবরণী।
নগদ প্রবাহ বিবরণীর ব্যাখ্যা:
হিসাব ও ব্যবস্থাপনা শাখার আধিকারিকদের মজুরি ও চলতি দেনা পরিশোধের ব্যাপারে নিশ্চিত থাকতে হয়। এসকল দেনা প্রতিষ্ঠান নিকট ভবিষ্যতে পূরণ করতে পারবে কি না তা নগদ প্রবাহ বিবরণী থেকে জানা যায়।
সম্ভাব্য ঋণ প্রদানকারী ও বকেয়া প্রদানকারীরা এই বিবরণী থেকে জানতে চেষ্টা করেন যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত তরল অর্থ মজুদ আছে কি না।
সম্ভাব্য বিনিয়োগকারীরাও তাদের বিনিয়োগ সুরক্ষিত কি না তা জানতে নগদ প্রবাহ বিবরণীর আশ্রয় নিতে পারে।
কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন প্রতিষ্ঠান সঠিক সময়ে পরিশোধ করতে পারবে কি না , এই বিবরণী থেকে তা স্পষ্ট বোঝা যায়।
নগদ প্রবাহ বিবরণীতে শুধুমাত্র নগদ ও নগদ সমতুল্য সম্পদের আগমন ও বহির্গমন নির্দেশিত থাকে এবং নগদ লেনদেন হয়নি এমন লেনদেনসমূহ হিসাবের বাইরে থাকে। এতে প্রতিষ্ঠানের তারল্য ও চলতি সম্পদ ও চলতি দেনা প্রবাহের ধারণা পেতে সুবিধা হয়।
নগদ প্রবাহ বিবরণীর আরও কিছু উদ্দেশ্য হল:
প্রতিষ্ঠানের তারল্য, স্বচ্ছলতা ও ভবিষ্যৎ তরল প্রবাহ সম্পর্কে ধারণা দেওয়া।
ভবিষ্যতে প্রতিষ্ঠানের সম্পদে কিরূপ পরিবর্তন আসতে পারে তার ধারণা দেওয়া।
বিভিন্ন প্রতিষ্ঠানের তারল্য পরিস্থিতি তুলনা করে প্রতিষ্ঠানের কার্যক্ষমতা ও সক্ষমতা নির্নয় করা।
ভবিষ্যৎ নগদ বহির্গমনের সময় সম্পর্কে পূর্বানুমান করা।
আরো ও সাজেশন:-
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের পর নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগদ প্রবাহ বিবরণীর বহুবিধ সুবিধা রয়েছে । নিম্নে এর পাঁচটি সুবিধা উল্লেখ করা হলো :
১. নগদ অবস্থা বিশ্লেষণ : নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে নগদ অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সম্ভব হয়। যদি Cash বিশ্লেষণের মাধ্যমে প্রত্যাশিত নগদ অর্থেও উদ্বৃত্ত দেখা যায় তাহলে সেটা Cashable security তে বিনিয়োগ করা যায় ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২. ভবিষ্যৎ নগদ সম্পর্কে পূর্বানুমান : ভবিষ্যৎ নগদ প্রাপ্তি ও প্রদান সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আর্থিক কার্য নির্বাহ সংক্রান্ত কোনো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নগদ প্রাপ্তি ও প্রদান সম্পর্কে ধারণা লাভ করা যায় ।
৩. সংশোধনমূলক ব্যবস্থা করা : প্রতিষ্ঠানের ঐতিহাসিক নগদ প্রবাহ বিবরণীর এবং প্রস্তাবিত নগদ প্রবাহ বিবরণীর তুলনা করে নগদ উদ্বৃত্ত এর কোনো পার্থক্য বা অন্যান্য হিসাবে পার্থক্য পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান যথাসময়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে ।
৪. তারল্যের প্রকৃত চিত্র : প্রতিটি প্রতিষ্ঠান একটা কাম্য তারল্য সংরক্ষণ করতে চায়। যেহেতু নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের তারল্য অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে সেহেতু প্রতিষ্ঠানের তরলত্বের অবস্থা বিবেচনা করে ভবিষ্যতের জন্য কাম্য তারল্য নির্ধারণ করা যায় ।
৫. তথ্য সরবরাহ : নগদ প্রবাহ বিবরণী লিখিত তথ্য দ্বারা কারবারের বিভিন্ন পক্ষকে সরবরাহ করা হয়। যে তথ্যের মাধ্যমে সম্ভাব্য পাওনাদার অর্থলগ্নীকারী নির্দিষ্ট ব্যবসায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারে ৷
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
আপনার জন্য আমাদের ক্যাটাগরি
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে